অনলাইন ডেস্ক
আর্থিক দুর্দশার মুখে পড়তে পারে স্যাম অল্টম্যান পরিচালিত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রতিষ্ঠান ওপেনএআই। ভারতীয় সাময়িকী অ্যানালিটিক্স ইন্ডিয়া ম্যাগাজিনের এক প্রতিবেদনে বলা হচ্ছে, ২০২৪ সালের শেষ দিকে সংস্থাটি দেউলিয়া হয়ে যেতে পারে।
প্রতিবেদনে দেওয়া তথ্য অনুসারে, সংস্থাটির শুধু একটি সেবা—চ্যাটজিপিটি চালাতেই দৈনিক প্রায় ৭ লাখ ডলার (বাংলাদেশি মুদ্রায় সাড়ে ৭ কোটি টাকার বেশি) খরচ হয়। অল্টম্যানের ওপেনএআই এই মুহূর্তে জলের মতো টাকা ঢালছে। জিপিটি–৩.৫ ও জিপিটি–৪–কে বাণিজ্যিকীকরণের আওতায় আনার চেষ্টা করলেও যথেষ্ট আয় করতে পারছে না সংস্থাটি।
২০২২ সালের নভেম্বরে অবমুক্ত করার পর থেকে চ্যাট জিপিটি ইতিহাসের অন্যতম দ্রুত বর্ধনশীল অ্যাপ হয়ে উঠেছিল। কিন্তু প্রাথমিক ধাপে রেকর্ড ভাঙা ব্যবহারকারী পেলেও সাম্প্রতিক কয়েক মাসে ধীরে ধীরে তা কমতে শুরু করেছে। সিমিলারওয়েবের দেওয়া তথ্য অনুসারে, জুলাইয়ের শেষদিকে চ্যাটজিপিটির ব্যবহারকারী উল্লেখযোগ্যভাবে কমে গেছে।
ওয়েবসাইটের ট্রাফিক ও পারফরমেন্স বিশ্লেষণকারী সংস্থা সিমিলারওয়েব জানায়, ২০২৩ সালের জুনের তুলনায় জুলাইয়ে ব্যবহারকারী ১২ শতাংশ কমেছে। এ সময় ১৭০ কোটি ব্যবহারকারী থেকে কমে এ সংখ্যা ১৫০ কোটিতে নেমেছে।
সংস্থাটির অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস বা এপিআই আয় কমে যাওয়ার একটি কারণ হতে পারে বলে সাময়িকীটির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। আগে বিভিন্ন সংস্থা তাদের কর্মীদের চ্যাটজিপিটি ব্যবহার করতে নিরুৎসাহিত করেছিল। এখন তারা ওপেনএআইয়ের এপিআই ব্যবহার করে নিজস্ব চ্যাটবট তৈরি করছে। এ চ্যাটবটগুলোতে আরও বৈচিত্র্যময় কাজ করা যায়।
অ্যানালিটিক্স ইন্ডিয়া ম্যাগাজিনের প্রতিবেদনে এই সমস্যার ওপর বেশি জোর দেওয়া হয়েছে। এ অ্যাপের অনেকগুলো বিকল্প ওপেন সোর্স এলএলএম মডেল আছে যেগুলো বিনা মূল্যে ব্যবহার করা যায়। এগুলো লাইসেন্স ছাড়াই মডিফাই (পরিবর্তন) করা যায়। ফলে কোনো সংস্থা তাদের চাহিদা মতো পরিবর্তন করে নিতে পারে।
যেমন, মাইক্রোসফটের সঙ্গে মিলে তৈরি মেটার লামা ২ এআই বাণিজ্যিকভাবে ব্যবহারের সুযোগ রয়েছে। বিপরীতে ওপেনএআই–এর চ্যাটজিপিটি বাণিজ্যিকভাবে ব্যবহার করতে হলে পয়সা খরচ করতে হয়। এটি একক মালিকানাধীন এবং এতে সীমিত ব্যবহারের সুযোগ রয়েছে। তাহলে কেন মানুষ বিনা মূল্যে পরিবর্তনযোগ্য লামা ২ ব্যবহার না করে চ্যাটজিপিটি নেবে?
এখনো লাভজনক হয়ে উঠতে পারেনি ওপেনএআই। চ্যাটজিপিটি প্রকাশিত হওয়ার পর থেকে মে মাসে এর লোকসান দাঁড়ায় ৫৪ কোটি ডলার। মাইক্রোসফট ওপেনএআইয়ে ১ হাজার কোটি ডলার বিনিয়োগ করেছে বলেই হয়তো এটি এখনো টিকে আছে।
যদিও ওপেনএআই চলতি বছর ২০ কোটি ডলার এবং ২০২৪ সাল নাগাদ ১০০ কোটি ডলার বাৎসরিক আয়ের আশা করছে, তবে এর বাড়তে থাকা লোকসানের পরিমাণ সেই প্রত্যাশা পূরণ অসম্ভব করে তুলছে।
আর্থিক দুর্দশার মুখে পড়তে পারে স্যাম অল্টম্যান পরিচালিত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রতিষ্ঠান ওপেনএআই। ভারতীয় সাময়িকী অ্যানালিটিক্স ইন্ডিয়া ম্যাগাজিনের এক প্রতিবেদনে বলা হচ্ছে, ২০২৪ সালের শেষ দিকে সংস্থাটি দেউলিয়া হয়ে যেতে পারে।
প্রতিবেদনে দেওয়া তথ্য অনুসারে, সংস্থাটির শুধু একটি সেবা—চ্যাটজিপিটি চালাতেই দৈনিক প্রায় ৭ লাখ ডলার (বাংলাদেশি মুদ্রায় সাড়ে ৭ কোটি টাকার বেশি) খরচ হয়। অল্টম্যানের ওপেনএআই এই মুহূর্তে জলের মতো টাকা ঢালছে। জিপিটি–৩.৫ ও জিপিটি–৪–কে বাণিজ্যিকীকরণের আওতায় আনার চেষ্টা করলেও যথেষ্ট আয় করতে পারছে না সংস্থাটি।
২০২২ সালের নভেম্বরে অবমুক্ত করার পর থেকে চ্যাট জিপিটি ইতিহাসের অন্যতম দ্রুত বর্ধনশীল অ্যাপ হয়ে উঠেছিল। কিন্তু প্রাথমিক ধাপে রেকর্ড ভাঙা ব্যবহারকারী পেলেও সাম্প্রতিক কয়েক মাসে ধীরে ধীরে তা কমতে শুরু করেছে। সিমিলারওয়েবের দেওয়া তথ্য অনুসারে, জুলাইয়ের শেষদিকে চ্যাটজিপিটির ব্যবহারকারী উল্লেখযোগ্যভাবে কমে গেছে।
ওয়েবসাইটের ট্রাফিক ও পারফরমেন্স বিশ্লেষণকারী সংস্থা সিমিলারওয়েব জানায়, ২০২৩ সালের জুনের তুলনায় জুলাইয়ে ব্যবহারকারী ১২ শতাংশ কমেছে। এ সময় ১৭০ কোটি ব্যবহারকারী থেকে কমে এ সংখ্যা ১৫০ কোটিতে নেমেছে।
সংস্থাটির অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস বা এপিআই আয় কমে যাওয়ার একটি কারণ হতে পারে বলে সাময়িকীটির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। আগে বিভিন্ন সংস্থা তাদের কর্মীদের চ্যাটজিপিটি ব্যবহার করতে নিরুৎসাহিত করেছিল। এখন তারা ওপেনএআইয়ের এপিআই ব্যবহার করে নিজস্ব চ্যাটবট তৈরি করছে। এ চ্যাটবটগুলোতে আরও বৈচিত্র্যময় কাজ করা যায়।
অ্যানালিটিক্স ইন্ডিয়া ম্যাগাজিনের প্রতিবেদনে এই সমস্যার ওপর বেশি জোর দেওয়া হয়েছে। এ অ্যাপের অনেকগুলো বিকল্প ওপেন সোর্স এলএলএম মডেল আছে যেগুলো বিনা মূল্যে ব্যবহার করা যায়। এগুলো লাইসেন্স ছাড়াই মডিফাই (পরিবর্তন) করা যায়। ফলে কোনো সংস্থা তাদের চাহিদা মতো পরিবর্তন করে নিতে পারে।
যেমন, মাইক্রোসফটের সঙ্গে মিলে তৈরি মেটার লামা ২ এআই বাণিজ্যিকভাবে ব্যবহারের সুযোগ রয়েছে। বিপরীতে ওপেনএআই–এর চ্যাটজিপিটি বাণিজ্যিকভাবে ব্যবহার করতে হলে পয়সা খরচ করতে হয়। এটি একক মালিকানাধীন এবং এতে সীমিত ব্যবহারের সুযোগ রয়েছে। তাহলে কেন মানুষ বিনা মূল্যে পরিবর্তনযোগ্য লামা ২ ব্যবহার না করে চ্যাটজিপিটি নেবে?
এখনো লাভজনক হয়ে উঠতে পারেনি ওপেনএআই। চ্যাটজিপিটি প্রকাশিত হওয়ার পর থেকে মে মাসে এর লোকসান দাঁড়ায় ৫৪ কোটি ডলার। মাইক্রোসফট ওপেনএআইয়ে ১ হাজার কোটি ডলার বিনিয়োগ করেছে বলেই হয়তো এটি এখনো টিকে আছে।
যদিও ওপেনএআই চলতি বছর ২০ কোটি ডলার এবং ২০২৪ সাল নাগাদ ১০০ কোটি ডলার বাৎসরিক আয়ের আশা করছে, তবে এর বাড়তে থাকা লোকসানের পরিমাণ সেই প্রত্যাশা পূরণ অসম্ভব করে তুলছে।
এক্সের (সাবেক টুইটার) প্রতিদ্বন্দ্বী মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম থ্রেডসের অ্যালগরিদম পরিবর্তন করল মেটা। এর ফলে যেসব অ্যাকাউন্ট ব্যবহারকারীরা ফলো করেন সেগুলোর কনটেন্টই বেশি দেখানো হবে। গত বৃহস্পতিবার থেকে ফিচারটি চালু হয়।
১১ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের প্রভাবশালী পত্রিকা টাইম ম্যাগাজিন–এর কভারে ধনকুবের ইলন মাস্কের ‘টু ডু লিস্ট’ বা দিনের কাজের তালিকা প্রকাশ করেছে। তবে এটি মাস্কের ব্যক্তিগত চেকলিস্ট নয় বলে স্পষ্টভাবে জানিয়েছেন মাস্ক।
১১ ঘণ্টা আগেটাইপ করার চেয়ে ভয়েস মেসেজ পাঠানো বেশ সহজ। তবে অনেক সময় ভয়েস মেসেজ সবার সামনে শোনা যায় না। সে ক্ষেত্রে মেসেজ না শুনে রিপ্লাই–ও দেওয়া যায়না। এই সমস্যা থেকে মুক্তি দেওয়ার জন্য মেসেজ ট্রান্সক্রাইব ফিচার যুক্ত করল হোয়াটসঅ্যাপ। এই ফিচারের মাধ্যমে ভয়েস মেসেজগুলো সহজে টেক্সটে রূপান্তর করা যাবে।
১৩ ঘণ্টা আগেনিয়মিত নতুন উদ্ভাবনী ধারণা ও প্রযুক্তি দিয়ে বিশ্বকে চমকে দেওয়ার জন্য পরিচিত জাপান। এবার ‘মানুষ ধোয়ার মেশিন’ তৈরি করে তাক লাগিয়ে দিল দেশটি। এটি মানুষ গোসলের জন্য ব্যবহার করতে পারবে। যন্ত্রটির কার্যকারিতা ও ডিজাইন দেখে একে ‘মানুষ ধোয়ার ওয়াশিং মেশিন’ বলে আখ্যা দিয়েছে অনেকই।
১৩ ঘণ্টা আগে