একই সময়ে একাধিক ব্যক্তির সঙ্গে বার্তা আদান-প্রদানের অন্যতম উপায় হলো গ্রুপ চ্যাট। মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপের মতো গ্রুপ চ্যাটের সুযোগ রয়েছে ইনস্টাগ্রামেও। এর মাধ্যমে একাধিক বন্ধু, পরিবারের সদস্য বা পরিচিতদের সঙ্গে একই সঙ্গে চ্যাট করা যায়।
ইনস্টাগ্রামের গ্রুপ চ্যাট চালু করার প্রক্রিয়াটি খুবই সহজ। মাত্র কয়েকটি ধাপে এটি চালু করা যায়। যেসব ব্যক্তির সঙ্গে গ্রুপ চ্যাট করতে চান, তাঁদের নিজস্ব ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট রয়েছে কি না, তা প্রথমেই চিহ্নিত করতে হবে। এরপর নিচের ধাপগুলো অনুসরণ করুন—
১. ইনস্টাগ্রাম অ্যাপে ডান পাশের ওপরের দিকে থাকা মেসেজ আইকোনে ট্যাপ করুন। এর ফলে নতুন একটি পেজ চালু হবে।
২. পেজটির ডান পাশের ওপরের দিকে থাকা কম্পোজ অপশনে (কলমের মতো আইকোন) ট্যাপ করুন।
৩. ‘ক্রিয়েট গ্রুপ চ্যাট’ অপশন ট্যাপ করুন। এরপর ‘সাজেশন’ সেকশনের নিচ থেকে ইনস্টাগ্রামগুলোর অ্যাকাউন্টগুলো নির্বাচন করুন। সাজেশন সেকশনে পছন্দের অ্যাকাউন্টগুলো না থাকলে ওপরের দিকে থাকা সার্চ বক্সে যেকোনো ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের নাম টাইপ করুন। এরপর অ্যাকাউন্টটি নির্বাচন করুন।
৪. নির্বাচিত ব্যক্তিদের নাম নির্বাচন করার পর নিচে থাকা ‘ক্রিয়েট গ্রুপ চ্যাট’ বাটনে ট্যাপ করুন।
৫. ‘নেম দিস গ্রুপ’ অপশনে পছন্দমতো গ্রুপের নাম টাইপ করতে হবে।
৬. এরপর ‘প্রেস’ বাটনে ট্যাপ করলেই ইনস্টাগ্রামে নামসহ গ্রুপ চ্যাট তৈরি হয়ে যাবে।
গ্রুপ চ্যাট তৈরি করার পর চ্যাট বক্সে নতুন মেসেজ টাইপ করে সবাই স্বাগত জানাতে পারেন। গ্রুপ তৈরি করার পর গ্রুপের অন্য সদস্যরাও অন্য অ্যাকাউন্ট যুক্ত করতে পারবেন। যেকেউ চাইলে ইনস্টাগ্রামে গ্রুপ চ্যাট থেকে বের হতে যেতে পারে। এ জন্য ‘গ্রুপ চ্যাটবক্স’ অপশনে প্রবেশ করে ওপরে থাকা নিজের অ্যাকাউন্টের নাম ট্যাপ করতে হবে। এরপর পরের পৃষ্ঠায় ‘লিভ’ অপশনে ট্যাপ করতে হবে। এর ফলে পপআপ মেনু দেখা যাবে। এবার পুনরায় ‘লিভ’ অপশনে ট্যাপ করতে হবে।
তথ্যসূত্র:টাইমস অব ইন্ডিয়া
একই সময়ে একাধিক ব্যক্তির সঙ্গে বার্তা আদান-প্রদানের অন্যতম উপায় হলো গ্রুপ চ্যাট। মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপের মতো গ্রুপ চ্যাটের সুযোগ রয়েছে ইনস্টাগ্রামেও। এর মাধ্যমে একাধিক বন্ধু, পরিবারের সদস্য বা পরিচিতদের সঙ্গে একই সঙ্গে চ্যাট করা যায়।
ইনস্টাগ্রামের গ্রুপ চ্যাট চালু করার প্রক্রিয়াটি খুবই সহজ। মাত্র কয়েকটি ধাপে এটি চালু করা যায়। যেসব ব্যক্তির সঙ্গে গ্রুপ চ্যাট করতে চান, তাঁদের নিজস্ব ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট রয়েছে কি না, তা প্রথমেই চিহ্নিত করতে হবে। এরপর নিচের ধাপগুলো অনুসরণ করুন—
১. ইনস্টাগ্রাম অ্যাপে ডান পাশের ওপরের দিকে থাকা মেসেজ আইকোনে ট্যাপ করুন। এর ফলে নতুন একটি পেজ চালু হবে।
২. পেজটির ডান পাশের ওপরের দিকে থাকা কম্পোজ অপশনে (কলমের মতো আইকোন) ট্যাপ করুন।
৩. ‘ক্রিয়েট গ্রুপ চ্যাট’ অপশন ট্যাপ করুন। এরপর ‘সাজেশন’ সেকশনের নিচ থেকে ইনস্টাগ্রামগুলোর অ্যাকাউন্টগুলো নির্বাচন করুন। সাজেশন সেকশনে পছন্দের অ্যাকাউন্টগুলো না থাকলে ওপরের দিকে থাকা সার্চ বক্সে যেকোনো ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের নাম টাইপ করুন। এরপর অ্যাকাউন্টটি নির্বাচন করুন।
৪. নির্বাচিত ব্যক্তিদের নাম নির্বাচন করার পর নিচে থাকা ‘ক্রিয়েট গ্রুপ চ্যাট’ বাটনে ট্যাপ করুন।
৫. ‘নেম দিস গ্রুপ’ অপশনে পছন্দমতো গ্রুপের নাম টাইপ করতে হবে।
৬. এরপর ‘প্রেস’ বাটনে ট্যাপ করলেই ইনস্টাগ্রামে নামসহ গ্রুপ চ্যাট তৈরি হয়ে যাবে।
গ্রুপ চ্যাট তৈরি করার পর চ্যাট বক্সে নতুন মেসেজ টাইপ করে সবাই স্বাগত জানাতে পারেন। গ্রুপ তৈরি করার পর গ্রুপের অন্য সদস্যরাও অন্য অ্যাকাউন্ট যুক্ত করতে পারবেন। যেকেউ চাইলে ইনস্টাগ্রামে গ্রুপ চ্যাট থেকে বের হতে যেতে পারে। এ জন্য ‘গ্রুপ চ্যাটবক্স’ অপশনে প্রবেশ করে ওপরে থাকা নিজের অ্যাকাউন্টের নাম ট্যাপ করতে হবে। এরপর পরের পৃষ্ঠায় ‘লিভ’ অপশনে ট্যাপ করতে হবে। এর ফলে পপআপ মেনু দেখা যাবে। এবার পুনরায় ‘লিভ’ অপশনে ট্যাপ করতে হবে।
তথ্যসূত্র:টাইমস অব ইন্ডিয়া
মিথ্যা বা বিভ্রান্তিকর তথ্য রুখতে ‘ফুটনোটস’ নামের নতুন ফিচার নিয়ে এসেছে টিকটক। ফিচারটি পরীক্ষামূলকভাবে চালু হয়েছে যুক্তরাষ্ট্রে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের (সাবেক টুইটার) ‘কমিউনিটি নোটস’-এর মতোই কাজ করবে ফিচারটি।
১ ঘণ্টা আগেদৃষ্টিপ্রতিবন্ধী ও স্বল্পদৃষ্টিসম্পন্ন ব্যক্তিদের জন্য নিরাপদে চলাফেরার পথ সহজ করতে এক নতুন ধরনের পরিধানযোগ্য ডিভাইস তৈরি করেছেন চীনের বিজ্ঞানীরা। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর ডিভাইসটি ব্যবহারকারীদের চারপাশের প্রতিবন্ধকতা শনাক্ত করে এবং চলার জন্য নিরাপদ পথের নির্দেশনা দেয়।
৩ ঘণ্টা আগেসরকার ইতিমধ্যে সাবমেরিন কেবল ব্যান্ডউইথের মূল্য ১০ শতাংশ কমিয়ে এনেছে। ফাইবারের জটিলতা নিরসন করা হয়েছে। এর মধ্যে ৫০০ টাকায় ৫ এমবিপিএসের বদলে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট সেবা দেওয়ার ঘোষণা দিয়েছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি)।
৪ ঘণ্টা আগেতথ্য চুরির জন্য প্রতিনিয়ত নতুন কৌশল বের করছে সাইবার অপরাধীরা। ইন্টারনেট ব্যবহারকারীরা যখন ফিশিং লিংক, ভুয়া ওয়েবসাইট, প্রতারণামূলক ইমেইল ও ছদ্মবেশী স্ক্যামের ব্যাপারে সচেতন হচ্ছে, তখন হ্যাকাররা তাদের পদ্ধতিতে নতুনত্ব আনছে। সাম্প্রতিক সময়ে হ্যাকাররা যেসব কৌশল ব্যবহার করছে, তার একটি হলো—ইউএসবি ফ্ল্যাশ
৬ ঘণ্টা আগে