অনলাইন ডেস্ক
চ্যাটজিপিটি ব্যবহার করে এআইভিত্তিক সফল স্টার্টআপ দাঁড় করিয়েছিলেন সাল আইলো ও মনিকা পাওয়ারস। এর জন্য খরচ হয়েছিল মাত্র ১৮৫ ডলার। সাত মাসের মাথায় সেই স্টার্টআপ বিক্রি করেছেন দেড় লাখ ডলারে। তার আগেই এই স্টার্টআপ থেকে আয় হয়েছে ৬৬ হাজার ডলার। যুক্তরাষ্ট্রের এ ঘটনা সিএনবিসির এক প্রতিবেদনে তুলে ধরা হয়েছে।
চ্যাটজিপিটি ব্যবহার করে যুগান্তকারী এআইভিত্তিক গবেষণার টুল তৈরি করেন সাল ও মনিকা । এর নাম দেওয়া হয় ‘ডাইমএডজন’। ব্যবসার নানা পরিকল্পনা ও পরীক্ষা-নিরীক্ষা করা যায় এই টুলের মাধ্যমে।
সিলিকন ভ্যালির স্টার্টআপ অ্যাক্সিলারেটর ওয়াই কম্বিনেটর উদ্যোক্তাদের জন্য একটি ভার্চুয়াল ইভেন্টে টেক স্টার্টআপের প্রধান প্রযুক্তি কর্মকর্তা আইলো ও প্রোডাক্ট ডিজাইনার পাওয়ারস এই ইভেন্টে একে অপরের সঙ্গে পরিচিত হন। তাঁরা এআইভিত্তিক ব্যবসায়িক মডেলের পরিকল্পনা তৈরি করেন। তাদের অংশীদারত্বে তৈরি এই ব্যবসা খুব দ্রুত বাস্তবে রূপ নেয় এবং সফল হয়।
টুলটি যেভাবে কাজ করে
এআইভিত্তিক চ্যাটবট চ্যাটজিপিটিকে সুনির্দিষ্ট প্রশ্ন করে মূল্যবান ও অন্তর্দৃষ্টিসম্পন্ন উত্তর বের করার মাধ্যমে ডাইমএডজনতের উৎপত্তি।
বাজারে এই আইডিয়ার চাহিদা রয়েছে বলে সাল ও মনিকা বুঝতে পারেন। এ জন্য এআইভিত্তিক গবেষণার টুল তৈরি করেন তাঁরা দুজনে।
ফরমের মাধ্যমে উদ্যোক্তাদের আইডিয়া বা ব্যবসায়িক পরিকল্পনা জমা নেওয়া হয় । এরপর পরিশীলিত অ্যালগরিদম ব্যবহার করে তথ্যগুলো বিস্তারিত প্রতিবেদনে রূপান্তরিত করা হয়। এই প্রতিবেদনে বিনিয়োগকারী, গ্রাহক ও প্রতিযোগীদের নিয়ে বিশ্লেষণমূলক তথ্য থাকে।
ডাইমএডজনের কার্যকারিতা খুব দ্রুতই প্রমাণিত হয়। প্রথাগত বিশ্লেষণী কোম্পানি ও সার্চ ইঞ্জিনের চেয়ে দ্রুত ফলাফল দিতে পারে এই টুল। খুবই কম বিনিয়োগ করে এই ব্যবসায় সাফল্য পান এ দুই বন্ধু। সাত মাসের মধ্যে ডাইমএডজনের আয় হয় ৬৬ হাজার ডলার।
অর্থায়ন
সফটওয়্যার ইঞ্জিনিয়ার ফেলিপ অ্যারোসেমেনা ও প্রোডাক্ট ডিজাইনার ড্যানিয়েল ডি কর্নেইল স্বামী-স্ত্রী জুটির কাছে এ দুই বন্ধুর খবর পৌঁছায়। ডাইমএডজনের সমূহ সম্ভাবনা দেখতে পান এই জুটি। সুযোগ পেয়েই সাল ও মনিকার কোম্পানিটি প্রায় দেড় লাখ ডলারে কিনে নেন।
বিক্রির পরেও সাল ও মনিকা ডাইমএডজনে পরামর্শক হিসেবে সক্রিয় রয়েছেন। সপ্তাহে কিছু সময় কোম্পানির বিকাশে কাজ করেন তাঁরা। টুলটি নিয়ে আইলোর অনেক উচ্চাকাঙ্ক্ষা রয়েছে। কোম্পানিটি সেলসফোর্সের মতো বড় শিল্পপ্রতিষ্ঠানের নজর কাড়বে বলে তিনি আশা করেন।
চ্যাটজিপিটি ব্যবহার করে এআইভিত্তিক সফল স্টার্টআপ দাঁড় করিয়েছিলেন সাল আইলো ও মনিকা পাওয়ারস। এর জন্য খরচ হয়েছিল মাত্র ১৮৫ ডলার। সাত মাসের মাথায় সেই স্টার্টআপ বিক্রি করেছেন দেড় লাখ ডলারে। তার আগেই এই স্টার্টআপ থেকে আয় হয়েছে ৬৬ হাজার ডলার। যুক্তরাষ্ট্রের এ ঘটনা সিএনবিসির এক প্রতিবেদনে তুলে ধরা হয়েছে।
চ্যাটজিপিটি ব্যবহার করে যুগান্তকারী এআইভিত্তিক গবেষণার টুল তৈরি করেন সাল ও মনিকা । এর নাম দেওয়া হয় ‘ডাইমএডজন’। ব্যবসার নানা পরিকল্পনা ও পরীক্ষা-নিরীক্ষা করা যায় এই টুলের মাধ্যমে।
সিলিকন ভ্যালির স্টার্টআপ অ্যাক্সিলারেটর ওয়াই কম্বিনেটর উদ্যোক্তাদের জন্য একটি ভার্চুয়াল ইভেন্টে টেক স্টার্টআপের প্রধান প্রযুক্তি কর্মকর্তা আইলো ও প্রোডাক্ট ডিজাইনার পাওয়ারস এই ইভেন্টে একে অপরের সঙ্গে পরিচিত হন। তাঁরা এআইভিত্তিক ব্যবসায়িক মডেলের পরিকল্পনা তৈরি করেন। তাদের অংশীদারত্বে তৈরি এই ব্যবসা খুব দ্রুত বাস্তবে রূপ নেয় এবং সফল হয়।
টুলটি যেভাবে কাজ করে
এআইভিত্তিক চ্যাটবট চ্যাটজিপিটিকে সুনির্দিষ্ট প্রশ্ন করে মূল্যবান ও অন্তর্দৃষ্টিসম্পন্ন উত্তর বের করার মাধ্যমে ডাইমএডজনতের উৎপত্তি।
বাজারে এই আইডিয়ার চাহিদা রয়েছে বলে সাল ও মনিকা বুঝতে পারেন। এ জন্য এআইভিত্তিক গবেষণার টুল তৈরি করেন তাঁরা দুজনে।
ফরমের মাধ্যমে উদ্যোক্তাদের আইডিয়া বা ব্যবসায়িক পরিকল্পনা জমা নেওয়া হয় । এরপর পরিশীলিত অ্যালগরিদম ব্যবহার করে তথ্যগুলো বিস্তারিত প্রতিবেদনে রূপান্তরিত করা হয়। এই প্রতিবেদনে বিনিয়োগকারী, গ্রাহক ও প্রতিযোগীদের নিয়ে বিশ্লেষণমূলক তথ্য থাকে।
ডাইমএডজনের কার্যকারিতা খুব দ্রুতই প্রমাণিত হয়। প্রথাগত বিশ্লেষণী কোম্পানি ও সার্চ ইঞ্জিনের চেয়ে দ্রুত ফলাফল দিতে পারে এই টুল। খুবই কম বিনিয়োগ করে এই ব্যবসায় সাফল্য পান এ দুই বন্ধু। সাত মাসের মধ্যে ডাইমএডজনের আয় হয় ৬৬ হাজার ডলার।
অর্থায়ন
সফটওয়্যার ইঞ্জিনিয়ার ফেলিপ অ্যারোসেমেনা ও প্রোডাক্ট ডিজাইনার ড্যানিয়েল ডি কর্নেইল স্বামী-স্ত্রী জুটির কাছে এ দুই বন্ধুর খবর পৌঁছায়। ডাইমএডজনের সমূহ সম্ভাবনা দেখতে পান এই জুটি। সুযোগ পেয়েই সাল ও মনিকার কোম্পানিটি প্রায় দেড় লাখ ডলারে কিনে নেন।
বিক্রির পরেও সাল ও মনিকা ডাইমএডজনে পরামর্শক হিসেবে সক্রিয় রয়েছেন। সপ্তাহে কিছু সময় কোম্পানির বিকাশে কাজ করেন তাঁরা। টুলটি নিয়ে আইলোর অনেক উচ্চাকাঙ্ক্ষা রয়েছে। কোম্পানিটি সেলসফোর্সের মতো বড় শিল্পপ্রতিষ্ঠানের নজর কাড়বে বলে তিনি আশা করেন।
এক্সের (সাবেক টুইটার) প্রতিদ্বন্দ্বী মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম থ্রেডসের অ্যালগরিদম পরিবর্তন করল মেটা। এর ফলে যেসব অ্যাকাউন্ট ব্যবহারকারীরা ফলো করেন সেগুলোর কনটেন্টই বেশি দেখানো হবে। গত বৃহস্পতিবার থেকে ফিচারটি চালু হয়।
৬ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের প্রভাবশালী পত্রিকা টাইম ম্যাগাজিন–এর কভারে ধনকুবের ইলন মাস্কের ‘টু ডু লিস্ট’ বা দিনের কাজের তালিকা প্রকাশ করেছে। তবে এটি মাস্কের ব্যক্তিগত চেকলিস্ট নয় বলে স্পষ্টভাবে জানিয়েছেন মাস্ক।
৬ ঘণ্টা আগেটাইপ করার চেয়ে ভয়েস মেসেজ পাঠানো বেশ সহজ। তবে অনেক সময় ভয়েস মেসেজ সবার সামনে শোনা যায় না। সে ক্ষেত্রে মেসেজ না শুনে রিপ্লাই–ও দেওয়া যায়না। এই সমস্যা থেকে মুক্তি দেওয়ার জন্য মেসেজ ট্রান্সক্রাইব ফিচার যুক্ত করল হোয়াটসঅ্যাপ। এই ফিচারের মাধ্যমে ভয়েস মেসেজগুলো সহজে টেক্সটে রূপান্তর করা যাবে।
৮ ঘণ্টা আগেনিয়মিত নতুন উদ্ভাবনী ধারণা ও প্রযুক্তি দিয়ে বিশ্বকে চমকে দেওয়ার জন্য পরিচিত জাপান। এবার ‘মানুষ ধোয়ার মেশিন’ তৈরি করে তাক লাগিয়ে দিল দেশটি। এটি মানুষ গোসলের জন্য ব্যবহার করতে পারবে। যন্ত্রটির কার্যকারিতা ও ডিজাইন দেখে একে ‘মানুষ ধোয়ার ওয়াশিং মেশিন’ বলে আখ্যা দিয়েছে অনেকই।
৯ ঘণ্টা আগে