অনলাইন ডেস্ক
রুবিক’স কিউব কে কত দ্রুত সময়ে সমাধান করতে পারে তা নিয়ে প্রতিযোগিতা রয়েছে বিশ্বজুড়ে। এবার এক সেকেন্ডেরও কম সময়ে রুবিকস কিউব সমাধান করে বিশ্ব রেকর্ড গড়ল জাপানের এক রোবট। বলা যায়, চোখের পলক না ফেলতেই এই ধাঁধার সমাধান করে ফেলে রোবটটি।
‘মিতসুবিশি ইলেকট্রিক’ কোম্পানির তৈরি করা ‘টোকুফাস্টবট’ নামের রোবটটি মাত্র ০.৩০৫ সেকেন্ডে রুবিক’স কিউব মিলিয়ে ফেলে। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে গত বছর জুনে আয়োজিত এক প্রতিযোগিতায় ৩.১৩ সেকেন্ডে রুবিক’স কিউব সমাধান করে বিশ্ব রেকর্ড গড়েছিলেন মার্ক পার্ক। তবে এর চেয়ে ১০ গুণ দ্রুত ধাঁধাটির সমাধান করে রোবটটি।
মিতসুবিশি বলেছে, গত ৭ মে জাপানে রুবিক’স কিউব সমাধান করে রোবটটি রেকর্ড করেছে। তবে আগের রেকর্ডের তুলনায় এবার ০.০৭৫ সেকেন্ড দ্রুত ধাঁধাটি সমাধান করে এই রোবট। এ জন্য রোবটিতে রং চেনার অ্যালগরিদমসহ উচ্চ শক্তির সংকেত-প্রতিক্রিয়াশীল সার্ভোমোটর যুক্ত করা হয়। ফলে মাত্র ০.০০৯ সেকেন্ডে কিউবটির ৯০ ডিগ্রি পর্যন্ত ঘোরাতে পারে রোবটটি। এটি প্রায় হামিং বার্ড পাখির একবার পাখা ঝাপটানোর সময়ের সমান।
শুধুমাত্র তাড়াতাড়ি রুবিক’স কিউব ঘুরিয়ে ফেলার ক্ষমতা অর্জন করে কোনো লাভ নেই, যদি না রঙের ব্লকগুলো সঠিকভাবে মেলানো যায়।
এমনকি সামান্য ভুলও প্রক্রিয়াটিকে ধীর করে দেবে বা খেলনাটি আটকেও যেতে পারে। তাই প্রতিটি কিউবের ঘূর্ণন অবশ্যই সুনির্দিষ্ট হতে হবে। এটি নিশ্চিত করার জন্য রোবটটিতে গতি নিয়ন্ত্রণ প্রযুক্তি যুক্ত করেছেন মিতসুবিশির প্রকৌশলীরা।
রংগুলো সঠিকভাবে চিনতে ও মেলানোর জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই অ্যালগরিদম ব্যবহার করা হয়েছে। ক্যামেরা সিস্টেমের সামনে নিজের ছায়া থাকলেও ধাঁধাটি মিলিয়ে ফেলতে পারে রোবটটি। মিতসুবিশি বলেন, লাল ও কমলা ব্লকগুলোর রং কাছাকাছি হওয়ায় দুটির মধ্যে পার্থক্য বোঝানো বেশ কঠিন ছিল। তবে একবার রং শনাক্ত করার পর কত কমসংখ্যকবার ঘুরিয়ে ধাঁধাটি মেলানো যায় তার সূত্র বের করে প্রোগ্রামটি।
গিনিস রেকর্ডকে ‘টোকুফাস্টবট’ এর দলনেতা বলেন, ‘কিউব সমাধানের সময় যতটা সম্ভব কমিয়ে আনা খুব জটিল বিষয় হলেও একইসঙ্গে রোমাঞ্চকরও ছিল।’
রোবটটির গিনেস রেকর্ড ভাঙার প্রথমবার প্রচেষ্টার সময় রুবিক’স কিউবটি আটকে যায়। কারণ কিউবের ব্লকটি অনেক দ্রুত ঘোরানো যায়। ২০০৯ সালে আরেক রোবটও এই ধাঁধা সমাধান করে। সেই রোবট ধাঁধাটি সমাধানের জন্য ১ মিনিট চার সেকেন্ড সময় নিয়েছিল। তবে ২০১৬ সালের আগে কোনো রোবটই মানুষের চেয়ে দ্রুত সময়ে রুবিক’স কিউবের সমাধান করতে পারেনি। ২০১৬ সালে এক রোবট মাত্র ১ মিনিটে রুবিক’স কিউব মিলিয়ে ফেলে। তবে রোবটের দ্রুতগতিতে সমাধানের পাশপাশি রুবিক্স কিউব যেন ভেঙে না যায়, সেদিকেও বিজ্ঞানীদের নজর দিতে হয়।
তথ্যসূত্র:পপুলার নিউজ
রুবিক’স কিউব কে কত দ্রুত সময়ে সমাধান করতে পারে তা নিয়ে প্রতিযোগিতা রয়েছে বিশ্বজুড়ে। এবার এক সেকেন্ডেরও কম সময়ে রুবিকস কিউব সমাধান করে বিশ্ব রেকর্ড গড়ল জাপানের এক রোবট। বলা যায়, চোখের পলক না ফেলতেই এই ধাঁধার সমাধান করে ফেলে রোবটটি।
‘মিতসুবিশি ইলেকট্রিক’ কোম্পানির তৈরি করা ‘টোকুফাস্টবট’ নামের রোবটটি মাত্র ০.৩০৫ সেকেন্ডে রুবিক’স কিউব মিলিয়ে ফেলে। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে গত বছর জুনে আয়োজিত এক প্রতিযোগিতায় ৩.১৩ সেকেন্ডে রুবিক’স কিউব সমাধান করে বিশ্ব রেকর্ড গড়েছিলেন মার্ক পার্ক। তবে এর চেয়ে ১০ গুণ দ্রুত ধাঁধাটির সমাধান করে রোবটটি।
মিতসুবিশি বলেছে, গত ৭ মে জাপানে রুবিক’স কিউব সমাধান করে রোবটটি রেকর্ড করেছে। তবে আগের রেকর্ডের তুলনায় এবার ০.০৭৫ সেকেন্ড দ্রুত ধাঁধাটি সমাধান করে এই রোবট। এ জন্য রোবটিতে রং চেনার অ্যালগরিদমসহ উচ্চ শক্তির সংকেত-প্রতিক্রিয়াশীল সার্ভোমোটর যুক্ত করা হয়। ফলে মাত্র ০.০০৯ সেকেন্ডে কিউবটির ৯০ ডিগ্রি পর্যন্ত ঘোরাতে পারে রোবটটি। এটি প্রায় হামিং বার্ড পাখির একবার পাখা ঝাপটানোর সময়ের সমান।
শুধুমাত্র তাড়াতাড়ি রুবিক’স কিউব ঘুরিয়ে ফেলার ক্ষমতা অর্জন করে কোনো লাভ নেই, যদি না রঙের ব্লকগুলো সঠিকভাবে মেলানো যায়।
এমনকি সামান্য ভুলও প্রক্রিয়াটিকে ধীর করে দেবে বা খেলনাটি আটকেও যেতে পারে। তাই প্রতিটি কিউবের ঘূর্ণন অবশ্যই সুনির্দিষ্ট হতে হবে। এটি নিশ্চিত করার জন্য রোবটটিতে গতি নিয়ন্ত্রণ প্রযুক্তি যুক্ত করেছেন মিতসুবিশির প্রকৌশলীরা।
রংগুলো সঠিকভাবে চিনতে ও মেলানোর জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই অ্যালগরিদম ব্যবহার করা হয়েছে। ক্যামেরা সিস্টেমের সামনে নিজের ছায়া থাকলেও ধাঁধাটি মিলিয়ে ফেলতে পারে রোবটটি। মিতসুবিশি বলেন, লাল ও কমলা ব্লকগুলোর রং কাছাকাছি হওয়ায় দুটির মধ্যে পার্থক্য বোঝানো বেশ কঠিন ছিল। তবে একবার রং শনাক্ত করার পর কত কমসংখ্যকবার ঘুরিয়ে ধাঁধাটি মেলানো যায় তার সূত্র বের করে প্রোগ্রামটি।
গিনিস রেকর্ডকে ‘টোকুফাস্টবট’ এর দলনেতা বলেন, ‘কিউব সমাধানের সময় যতটা সম্ভব কমিয়ে আনা খুব জটিল বিষয় হলেও একইসঙ্গে রোমাঞ্চকরও ছিল।’
রোবটটির গিনেস রেকর্ড ভাঙার প্রথমবার প্রচেষ্টার সময় রুবিক’স কিউবটি আটকে যায়। কারণ কিউবের ব্লকটি অনেক দ্রুত ঘোরানো যায়। ২০০৯ সালে আরেক রোবটও এই ধাঁধা সমাধান করে। সেই রোবট ধাঁধাটি সমাধানের জন্য ১ মিনিট চার সেকেন্ড সময় নিয়েছিল। তবে ২০১৬ সালের আগে কোনো রোবটই মানুষের চেয়ে দ্রুত সময়ে রুবিক’স কিউবের সমাধান করতে পারেনি। ২০১৬ সালে এক রোবট মাত্র ১ মিনিটে রুবিক’স কিউব মিলিয়ে ফেলে। তবে রোবটের দ্রুতগতিতে সমাধানের পাশপাশি রুবিক্স কিউব যেন ভেঙে না যায়, সেদিকেও বিজ্ঞানীদের নজর দিতে হয়।
তথ্যসূত্র:পপুলার নিউজ
মার্কিন যুক্তরাষ্ট্রের বাইরে প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে মানব মস্তিষ্কে চিপ স্থাপনের অনুমোদন পেল ইলন মাস্কের নিউরো প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠান নিউরালিংক। কানাডায় মানব ট্রায়াল চালানোর জন্য অনুমোদন পেয়েছে প্রতিষ্ঠানটি। এই প্রক্রিয়ার জন্য ‘প্রথম এবং একমাত্র সার্জিক্যাল সাইট’ হবে কানাডার টরন্টো ওয়েস্
২ ঘণ্টা আগেবিশ্বব্যাপী নতুন সিরিজ ফাইন্ড এক্স ৮ উন্মোচন করল চীনের স্মার্টফোন নির্মাতা অপো। এই সিরিজে অপো ফাইন্ড এক্স ও অপো ফাইন্ড এক্স ৮ প্রো মডেল দুটি অন্তর্ভুক্ত রয়েছে। মডেল দুটিতেই ৫০ মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। তবে অপো ফাইন্ড এক্স ৮ প্রো মডেলে আইফোনের মতো ক্যামেরা বাটন যুক্ত করা হয়েছে। সিরিজটিতে মিডিয়াটেক
২০ ঘণ্টা আগেবৈদ্যুতিক গাড়ির জন্য সলিড স্টেট ব্যাটারি ব্যাপক পরিমাণে তৈরি করবে হোন্ডা। এ জন্য জাপানে একটি উৎপাদন কেন্দ্র তৈরি করেছে কোম্পানিটি। এখানে ব্যাটারিটি তৈরি পরিকল্পনাটি পরীক্ষা–নিরীক্ষা করা হবে। এই পরিকল্পনা কম খরচে ও টেকসই ব্যাটারি তৈরিতে সহায়ক হবে।
১ দিন আগেম্যাসেজিং প্ল্যাটফর্ম মেসেঞ্জারে একযোগে বেশ কিছু ফিচার যুক্ত করেছে মেটা। ফিচারগুলো ভিডিও কল ও অডিও কলের অভিজ্ঞতাকে আরও উন্নত করবে। নতুন আপডেটের মাধ্যমে মেসেঞ্জারে নয়েজ সারপ্রেশন, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইভিত্তিক ব্যাকগ্রাউন্ড, এইচডি ভিডিও কল এবং হ্যান্ডস ফ্রি কলিংয়ের মতো ফিচার পাওয়া যাবে। এক ব্লগ প
১ দিন আগে