অনলাইন ডেস্ক
শিশুদের সুরক্ষাসহ অনলাইনে কনটেন্ট প্রকাশে টিকটক নিয়ম ভঙ্গ করেছে কিনা তা খতিয়ে দেখার জন্য আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ইউরোপীয় কমিশনের নতুন আইন ডিজিটাল সার্ভিস অ্যাক্টের (ডিএসএ) আওতায় এই তদন্ত হবে বলে দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে জানা যায়।
ইউরোপীয় কমিশন বলেছে, ডিজিটাল সার্ভিস অ্যাক্টের (ডিএসএ) সম্ভাব্য লঙ্ঘনের অভিযোগে টিকটকের বিরুদ্ধে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেছে ইইউ। অপ্রাপ্তবয়স্কদের সুরক্ষা, বিজ্ঞাপন কনটেন্টগুলো রেকর্ড রাখছে নাকি এবং প্ল্যাটফর্মটির অ্যালগরিদমের মাধ্যমে ব্যবহারকারীদের ক্ষতিকারক কনটেন্ট দেখানোর জন্য ব্যবহার করা হচ্ছে নাকি তা এই তদন্তে খতিয়ে দেখা হবে।
ইইউয়ের অভ্যন্তরীণ বাজারের কমিশনার থিয়েরি ব্রেটন বলেন, আইন শিশুদের সুরক্ষাকে ‘সর্বাধিক অগ্রাধিকার’ দেয় ডিএসএ। টিকটকে শিশুদের নিরাপত্তা সংক্রান্ত তদন্তের মধ্যে রয়েছে—বয়স যাচাইকরণ যা গত বছর অভিভাবকেরা তুলে ধরে এবং শিশুদের অ্যাকাউন্টের ডিফল্ট প্রাইভেসি বা গোপনীয়তার সেটিংস।
ব্রেটন বলেছেন, প্ল্যাটফর্মটির কনটেন্ট লক্ষ লক্ষ শিশু ও কিশোর-কিশোরীদের কাছে পৌঁছায়, তাই টিকটককে অবশ্যই ডিএসএ আইন মেনে চলতে হবে এবং অনলাইনে অপ্রাপ্তবয়স্কদের সুরক্ষায় একটি বিশেষ ভূমিকা পালন করতে হবে। তরুণ ইউরোপীয়দের শারীরিক ও মানসিক সুস্থতা রক্ষার জন্য কার্যকরী ব্যবস্থা নিশ্চিত করার জন্য আজ এই আনুষ্ঠানিক তদন্ত শুরু করা হচ্ছে। শিশুদের রক্ষা করার জন্য কোনো চেষ্টা বাদ দেওয়া হবে না।
আইরিশ ডেটা পর্যবেক্ষণকারী শিশুদের অ্যাকাউন্ট বিষয়ে ইইউয়ের ডেটা আইন লঙ্ঘনের জন্য গত বছরের এপ্রিলে টিকটককে ৩৪ কোটি ৫০ লাখ ইউরো জরিমানা করে। একই মাসে ১৩ বছরের কম বয়সী শিশুদের ডেটা অবৈধভাবে প্রক্রিয়াকরণের জন্য যুক্তরাজ্যের তথ্য কমিশনার ১ কোটি ২৭ লাখ পাউন্ড জরিমানা করে।
ডিএসএ আইন লঙ্ঘন করলে প্রযুক্তি কোম্পানিগুলোকে বিশ্বব্যাপী আয়ের ৬ শতাংশ পর্যন্ত জরিমানা দিতে হবে।
টিকটক বলছে, প্ল্যাটফর্মটিতে তরুণদের নিরাপদ রাখতে বিশেষজ্ঞ ও প্রযুক্তির শিল্পের সঙ্গে কাজ চালিয়ে যাবে এবং ইউরোপীয় কমিশনের কাছে কাজটি বিস্তারিতভাবে ব্যাখ্যা করার জন্য কোম্পানিটি উন্মুখ হয়ে আছে।
কোম্পানির মুখপাত্র বলেন, কিশোর–কিশোরীদের রক্ষা করতে এবং ১৩ বছরের কম বয়সীদের প্ল্যাটফর্ম থেকে দূরে রাখার জন্য টিকটিক ফিচার এবং সেটিংস তৈরি করেছে। আর সমস্যাগুলো সমাধান করার জন্য পুরো প্রযুক্তি শিল্প ঝাঁপিয়ে পড়েছে।
তদন্তের কোনো সময়সীমা নির্ধারণ করা হয়নি। ব্রাসেলস বলেছে, মামলার জটিলতা ও তদন্তাধীন কোম্পানিটি কতটুক সহযোগিতা করে এরকম বিভিন্ন কারণের ওপর নির্ভর করে তদন্তের সময় নির্ধারণ হবে।
ডিএসএ এর অধীনে এক্সের এটি দ্বিতীয় তদন্ত। গত বছরের ডিসেম্বরে ইলন মাস্কের সামাজিক মিডিয়া প্ল্যাটফর্ম এক্স (টুইটার) নিয়ে ব্রাসেলসের আনুষ্ঠানিক তদন্ত করে। অবৈধ কনটেন্ট ব্লক করতে ব্যর্থতা ও বিভিন্ন বিভ্রান্তিকর তথ্য প্রচার বন্ধে অপর্যাপ্ত ব্যবস্থা গ্রহণের অভিযোগে এই তদন্ত করা হয়।
মিউজিক স্ট্রিমিং অ্যাপ বাজারে প্রভাব বিস্তারের জন্য অ্যাপলকে বড় অঙ্কের জরিমানা করছে ইইউ। যুক্তরাষ্ট্রের প্রযুক্তি কোম্পানিটি অ্যাপ স্টোরের বাইরে সাবস্ক্রাইব করার সাশ্রয়ী উপায় সম্পর্কে ব্যবহারকারীদের বলার জন্য মিউজিক স্ট্রিমারদের ব্লক করেছে নাকি তা নিয়েও তদন্ত করছে ইউরোপীয় কমিশন।
ফাইন্যান্সিয়াল টাইমসের মতে, অ্যাপলে বিরুদ্ধে ৫০ কোটি জরিমানা আরোপ করার পরিকল্পনা করেছে ব্রাসেলস। আইফোন অ্যাপের মাধ্যমে যেসব কোম্পানির সেবা প্রদান করা হয় তাদের বছরের পর বছর অভিযোগের পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
একচেটিয়া আধিপত্য বিস্তারের জন্য অ্যাপলকে কখনো ইউরোপীয় কমিশনে জরিমানা করেনি। তবে ২০২০ সালে অ্যাপলকে ১১০ কোটি ইউরো জরিমানা করেছে ফ্রান্স। পরবর্তীতে মামলাটি প্রায় ৩৭ কোটি ইউরোতে নিষ্পত্তি হয়। ।
তিনটি পৃথক প্রতিযোগিতার তদন্তে ইইউ কর্তৃক আরোপিত ৮০০ কোটি ইউরো বেশি জরিমানার বিরুদ্ধে গুগল আপিল করছে।
ডিজিটাল মার্কেটস অ্যাক্টের প্রতিক্রিয়ায় গত মাসে, অ্যাপল বলে, এটি ইউরোপীয় ইউনিয়নের গ্রাহকদের নিজস্ব অ্যাপ স্টোরের বাইরেও অ্যাপ ডাউনলোড করার অনুমতি দেবে। আইনটি আমাজন, মাইক্রোসফট, অ্যাপল এবং গুগল সহ ডিজিটাল কোম্পানিগুলোর জন্য নতুন বাধ্যবাধকতা প্রবর্তন করে।
শিশুদের সুরক্ষাসহ অনলাইনে কনটেন্ট প্রকাশে টিকটক নিয়ম ভঙ্গ করেছে কিনা তা খতিয়ে দেখার জন্য আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ইউরোপীয় কমিশনের নতুন আইন ডিজিটাল সার্ভিস অ্যাক্টের (ডিএসএ) আওতায় এই তদন্ত হবে বলে দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে জানা যায়।
ইউরোপীয় কমিশন বলেছে, ডিজিটাল সার্ভিস অ্যাক্টের (ডিএসএ) সম্ভাব্য লঙ্ঘনের অভিযোগে টিকটকের বিরুদ্ধে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেছে ইইউ। অপ্রাপ্তবয়স্কদের সুরক্ষা, বিজ্ঞাপন কনটেন্টগুলো রেকর্ড রাখছে নাকি এবং প্ল্যাটফর্মটির অ্যালগরিদমের মাধ্যমে ব্যবহারকারীদের ক্ষতিকারক কনটেন্ট দেখানোর জন্য ব্যবহার করা হচ্ছে নাকি তা এই তদন্তে খতিয়ে দেখা হবে।
ইইউয়ের অভ্যন্তরীণ বাজারের কমিশনার থিয়েরি ব্রেটন বলেন, আইন শিশুদের সুরক্ষাকে ‘সর্বাধিক অগ্রাধিকার’ দেয় ডিএসএ। টিকটকে শিশুদের নিরাপত্তা সংক্রান্ত তদন্তের মধ্যে রয়েছে—বয়স যাচাইকরণ যা গত বছর অভিভাবকেরা তুলে ধরে এবং শিশুদের অ্যাকাউন্টের ডিফল্ট প্রাইভেসি বা গোপনীয়তার সেটিংস।
ব্রেটন বলেছেন, প্ল্যাটফর্মটির কনটেন্ট লক্ষ লক্ষ শিশু ও কিশোর-কিশোরীদের কাছে পৌঁছায়, তাই টিকটককে অবশ্যই ডিএসএ আইন মেনে চলতে হবে এবং অনলাইনে অপ্রাপ্তবয়স্কদের সুরক্ষায় একটি বিশেষ ভূমিকা পালন করতে হবে। তরুণ ইউরোপীয়দের শারীরিক ও মানসিক সুস্থতা রক্ষার জন্য কার্যকরী ব্যবস্থা নিশ্চিত করার জন্য আজ এই আনুষ্ঠানিক তদন্ত শুরু করা হচ্ছে। শিশুদের রক্ষা করার জন্য কোনো চেষ্টা বাদ দেওয়া হবে না।
আইরিশ ডেটা পর্যবেক্ষণকারী শিশুদের অ্যাকাউন্ট বিষয়ে ইইউয়ের ডেটা আইন লঙ্ঘনের জন্য গত বছরের এপ্রিলে টিকটককে ৩৪ কোটি ৫০ লাখ ইউরো জরিমানা করে। একই মাসে ১৩ বছরের কম বয়সী শিশুদের ডেটা অবৈধভাবে প্রক্রিয়াকরণের জন্য যুক্তরাজ্যের তথ্য কমিশনার ১ কোটি ২৭ লাখ পাউন্ড জরিমানা করে।
ডিএসএ আইন লঙ্ঘন করলে প্রযুক্তি কোম্পানিগুলোকে বিশ্বব্যাপী আয়ের ৬ শতাংশ পর্যন্ত জরিমানা দিতে হবে।
টিকটক বলছে, প্ল্যাটফর্মটিতে তরুণদের নিরাপদ রাখতে বিশেষজ্ঞ ও প্রযুক্তির শিল্পের সঙ্গে কাজ চালিয়ে যাবে এবং ইউরোপীয় কমিশনের কাছে কাজটি বিস্তারিতভাবে ব্যাখ্যা করার জন্য কোম্পানিটি উন্মুখ হয়ে আছে।
কোম্পানির মুখপাত্র বলেন, কিশোর–কিশোরীদের রক্ষা করতে এবং ১৩ বছরের কম বয়সীদের প্ল্যাটফর্ম থেকে দূরে রাখার জন্য টিকটিক ফিচার এবং সেটিংস তৈরি করেছে। আর সমস্যাগুলো সমাধান করার জন্য পুরো প্রযুক্তি শিল্প ঝাঁপিয়ে পড়েছে।
তদন্তের কোনো সময়সীমা নির্ধারণ করা হয়নি। ব্রাসেলস বলেছে, মামলার জটিলতা ও তদন্তাধীন কোম্পানিটি কতটুক সহযোগিতা করে এরকম বিভিন্ন কারণের ওপর নির্ভর করে তদন্তের সময় নির্ধারণ হবে।
ডিএসএ এর অধীনে এক্সের এটি দ্বিতীয় তদন্ত। গত বছরের ডিসেম্বরে ইলন মাস্কের সামাজিক মিডিয়া প্ল্যাটফর্ম এক্স (টুইটার) নিয়ে ব্রাসেলসের আনুষ্ঠানিক তদন্ত করে। অবৈধ কনটেন্ট ব্লক করতে ব্যর্থতা ও বিভিন্ন বিভ্রান্তিকর তথ্য প্রচার বন্ধে অপর্যাপ্ত ব্যবস্থা গ্রহণের অভিযোগে এই তদন্ত করা হয়।
মিউজিক স্ট্রিমিং অ্যাপ বাজারে প্রভাব বিস্তারের জন্য অ্যাপলকে বড় অঙ্কের জরিমানা করছে ইইউ। যুক্তরাষ্ট্রের প্রযুক্তি কোম্পানিটি অ্যাপ স্টোরের বাইরে সাবস্ক্রাইব করার সাশ্রয়ী উপায় সম্পর্কে ব্যবহারকারীদের বলার জন্য মিউজিক স্ট্রিমারদের ব্লক করেছে নাকি তা নিয়েও তদন্ত করছে ইউরোপীয় কমিশন।
ফাইন্যান্সিয়াল টাইমসের মতে, অ্যাপলে বিরুদ্ধে ৫০ কোটি জরিমানা আরোপ করার পরিকল্পনা করেছে ব্রাসেলস। আইফোন অ্যাপের মাধ্যমে যেসব কোম্পানির সেবা প্রদান করা হয় তাদের বছরের পর বছর অভিযোগের পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
একচেটিয়া আধিপত্য বিস্তারের জন্য অ্যাপলকে কখনো ইউরোপীয় কমিশনে জরিমানা করেনি। তবে ২০২০ সালে অ্যাপলকে ১১০ কোটি ইউরো জরিমানা করেছে ফ্রান্স। পরবর্তীতে মামলাটি প্রায় ৩৭ কোটি ইউরোতে নিষ্পত্তি হয়। ।
তিনটি পৃথক প্রতিযোগিতার তদন্তে ইইউ কর্তৃক আরোপিত ৮০০ কোটি ইউরো বেশি জরিমানার বিরুদ্ধে গুগল আপিল করছে।
ডিজিটাল মার্কেটস অ্যাক্টের প্রতিক্রিয়ায় গত মাসে, অ্যাপল বলে, এটি ইউরোপীয় ইউনিয়নের গ্রাহকদের নিজস্ব অ্যাপ স্টোরের বাইরেও অ্যাপ ডাউনলোড করার অনুমতি দেবে। আইনটি আমাজন, মাইক্রোসফট, অ্যাপল এবং গুগল সহ ডিজিটাল কোম্পানিগুলোর জন্য নতুন বাধ্যবাধকতা প্রবর্তন করে।
চীনের সবচেয়ে ধনী ব্যক্তি এখন টিকটকের মালিক প্রতিষ্ঠান বাইটড্যান্সের সহ-প্রতিষ্ঠাতা ঝ্যাং ইয়িমিং। দেশটির ধনী ব্যক্তিদের একটি তালিকা প্রকাশ করেছে হুরুন রিসার্চ ইনস্টিটিউট। এই তালিকায় ৪৯ দশমিক ৩ বিলিয়ন মার্কিন ডলার বা ৪ হাজার ৯৩০ কোটি ডলার সম্পদ নিয়ে প্রথম স্থান অর্জন করেছেন ঝ্যাং। ২০২৩ সালের তুলনায় তা
১১ ঘণ্টা আগেগুগলের নতুন কোডগুলোর প্রায় এক–চতুর্থাংশের বেশি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি। গত মঙ্গলবার কোম্পানিটির ত্রৈমাসিক প্রতিবেদন প্রকাশের সময় এসব তথ্য জানায় সিইও সুন্দর পিচাই।
১৩ ঘণ্টা আগেকৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই সিস্টেমগুলোর জন্য ব্রডকম ও টিএসএমসি–এর সহযোগিতায় নিজস্ব চিপ তৈরি করছে ওপেনএআই। এর পাশাপাশি অবকাঠামোগত চাহিদা পূরণের জন্য এনভিডিয়া ও এএমডি–এর চিপগুলোও ব্যবহার করছে কোম্পানিটি। সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।
১৪ ঘণ্টা আগেমেটা, টিকটক ও কোয়াইয় নামের চীনের শর্ট ভিডিও প্ল্যাটফর্মের বিরুদ্ধে দুটি মামলা দায়ের করেছে ব্রাজিলের ভোক্তা অধিকার গ্রুপ কালেকটিভ ডিফেন্স ইনস্টিটিউট। মামলার অভিযোগ বলা হয়, কোম্পানিগুলো অপ্রাপ্তবয়স্কদের নিরাপত্তা নিশ্চিত করতে যথাযথ ব্যবস্থা গ্রহণে ব্যর্থ হয়েছে। তাই মামলায় ৩ বিলিয়ন রেইস বা প্রায় ৫২৫ মি
১৬ ঘণ্টা আগে