অনিন্দ্য চৌধুরী অর্ণব
ইন্টারনেটের গতি নিয়ে অভিযোগ নেই এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। তাদের জন্য সুখবর আসছে। ২০২৪ সালের মে মাসের দিকে ওয়াই-ফাই ৭ বাজারে আসার কথা। গতি এবং কার্যক্ষমতার দিক থেকে ওয়াই-ফাই ৭ হবে সবচেয়ে উন্নত। এটি তারহীন ওয়াই-ফাই প্রযুক্তির নতুন সংস্করণ। যুক্তরাষ্ট্রের ওয়াই-ফাই অ্যালায়েন্সের চালু করা সর্বশেষ ওয়াই-ফাই মান এটি।
পূর্বসূরি ষষ্ঠ প্রজন্মের ওয়াই-ফাই নেটওয়ার্কের তুলনায় এটি আরও দ্রুত পরিষেবা নিয়ে হাজির হবে বলে শোনা যাচ্ছে। এর সর্বোচ্চ ডাউনলোড গতি প্রতি সেকেন্ডে ৩০ গিগাবাইট (জিবিপিএস) পর্যন্ত হতে পারে, যা এখনকার ওয়াই-ফাই ৬ প্রযুক্তির চেয়ে তিন গুণ বেশি!
এরই মধ্যে কোয়ালকম দাবি করেছে, ওয়াই-ফাই ৭ প্রযুক্তি নেটওয়ার্কের একটিমাত্র চ্যানেলে প্রায় ৫০০ ব্যবহারকারী সংযুক্ত হতে পারবেন।
এ ছাড়া আসন্ন এর ল্যাটেন্সি ১ মিলি সেকেন্ডের কম। ফলে তাৎক্ষণিক বা রিয়েলটাইম অ্যাপ্লিকেশন, যেমন ভিডিও কল, গেমস ইত্যাদি অনেক ভালো কাজ করবে। এ জন্য ওয়াই-ফাই ৭ নেটওয়ার্কের মাধ্যমে এআর ও ভিআর অ্যাপ্লিকেশনগুলো অ্যাকসেস করা অনেক সহজ হবে বলে মনে করা হচ্ছে। এটি ৭ দশমিক ১২৫ গিগাহার্টজ পর্যন্ত নতুন তরঙ্গ ব্যবহার করবে।
এর ফলে তথ্য-উপাত্ত আদান-প্রদানের গতি বাড়বে এবং ব্যতিচার (ইন্টারফেয়ারেন্স) কমবে। মাল্টিপল-ইনপুট, মাল্টিপল-আউটপুট (মিমো) সুবিধার কারণে একই সময়ে একাধিক যন্ত্রে তথ্য পাঠানো যাবে এর মাধ্যমে। এটি ১৬ থেকে ৩২ অ্যানটেনা ব্যবহার করবে। ওয়াই-ফাই ৭ ব্যাটারি খরচ কম করবে। ফলে এর সঙ্গে তার ছাড়া যুক্ত যন্ত্রগুলোর ব্যাটারির স্থায়িত্ব বাড়বে এবং শক্তি কম খরচ হবে।
এটি হবে সাশ্রয়ী, দ্রুতগতির ও নিরাপদ। ওয়াই-ফাই ৭ বাজারে আসার সঙ্গে সঙ্গে এই প্রযুক্তি নতুন যুগে প্রবেশ করবে। কিছু ডিভাইস এরই মধ্যে বাজারে ছাড়া হয়েছে, যেগুলো ওয়াই-ফাই ৭ সাপোর্ট করে। যেমন ওয়ান প্লাস ১১ স্মার্টফোনের কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ২ চিপসেটে ওয়াই-ফাই ৭-এর সুবিধা রয়েছে। একইভাবে লেনেভো লেগি অন স্লিম৭ জেন৮ ল্যাপটপে একটি মিডিয়াটেক ওয়াই-ফাই ৭ কার্ড রয়েছে।
টিপ লিংকের মতো প্রতিষ্ঠানগুলো এখনই ব্যান্ড ওয়াগনের ওপর ঝাঁপিয়ে পড়েছে। তাদের ওয়াই-ফাই ৭ রাউটার লাইনআপ ঘোষণা করেছে, যার মধ্যে শীর্ষে আছে কোয়াড-ব্যান্ড আর্চার বিই৯০০। এটি চলতি বছরের এপ্রিল মাসে আত্মপ্রকাশ করেছিল। কোয়ালকম, ব্রডকম ও এমএসআইর মতো জায়ান্ট প্রতিষ্ঠানগুলো তাদের ওয়াই-ফাই ৭ প্রযুক্তি প্রদর্শন করেছে।
নিরাপত্তা বৈশিষ্ট্য
ওয়াই-ফাই ৭ আগের যেকোনো সংস্করণের তুলনায় নিরাপত্তা উন্নত করতে ব্যাপক কাজ করছে। তবে এখনো এসবের কার্যকারিতা নিশ্চিত করা হয়নি। সময় বলে দেবে ওয়াই-ফাই ৭ নিরাপত্তায় কতটা কার্যকর হবে।
সূত্র: দ্য ভার্জ, ইনটেল
ইন্টারনেটের গতি নিয়ে অভিযোগ নেই এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। তাদের জন্য সুখবর আসছে। ২০২৪ সালের মে মাসের দিকে ওয়াই-ফাই ৭ বাজারে আসার কথা। গতি এবং কার্যক্ষমতার দিক থেকে ওয়াই-ফাই ৭ হবে সবচেয়ে উন্নত। এটি তারহীন ওয়াই-ফাই প্রযুক্তির নতুন সংস্করণ। যুক্তরাষ্ট্রের ওয়াই-ফাই অ্যালায়েন্সের চালু করা সর্বশেষ ওয়াই-ফাই মান এটি।
পূর্বসূরি ষষ্ঠ প্রজন্মের ওয়াই-ফাই নেটওয়ার্কের তুলনায় এটি আরও দ্রুত পরিষেবা নিয়ে হাজির হবে বলে শোনা যাচ্ছে। এর সর্বোচ্চ ডাউনলোড গতি প্রতি সেকেন্ডে ৩০ গিগাবাইট (জিবিপিএস) পর্যন্ত হতে পারে, যা এখনকার ওয়াই-ফাই ৬ প্রযুক্তির চেয়ে তিন গুণ বেশি!
এরই মধ্যে কোয়ালকম দাবি করেছে, ওয়াই-ফাই ৭ প্রযুক্তি নেটওয়ার্কের একটিমাত্র চ্যানেলে প্রায় ৫০০ ব্যবহারকারী সংযুক্ত হতে পারবেন।
এ ছাড়া আসন্ন এর ল্যাটেন্সি ১ মিলি সেকেন্ডের কম। ফলে তাৎক্ষণিক বা রিয়েলটাইম অ্যাপ্লিকেশন, যেমন ভিডিও কল, গেমস ইত্যাদি অনেক ভালো কাজ করবে। এ জন্য ওয়াই-ফাই ৭ নেটওয়ার্কের মাধ্যমে এআর ও ভিআর অ্যাপ্লিকেশনগুলো অ্যাকসেস করা অনেক সহজ হবে বলে মনে করা হচ্ছে। এটি ৭ দশমিক ১২৫ গিগাহার্টজ পর্যন্ত নতুন তরঙ্গ ব্যবহার করবে।
এর ফলে তথ্য-উপাত্ত আদান-প্রদানের গতি বাড়বে এবং ব্যতিচার (ইন্টারফেয়ারেন্স) কমবে। মাল্টিপল-ইনপুট, মাল্টিপল-আউটপুট (মিমো) সুবিধার কারণে একই সময়ে একাধিক যন্ত্রে তথ্য পাঠানো যাবে এর মাধ্যমে। এটি ১৬ থেকে ৩২ অ্যানটেনা ব্যবহার করবে। ওয়াই-ফাই ৭ ব্যাটারি খরচ কম করবে। ফলে এর সঙ্গে তার ছাড়া যুক্ত যন্ত্রগুলোর ব্যাটারির স্থায়িত্ব বাড়বে এবং শক্তি কম খরচ হবে।
এটি হবে সাশ্রয়ী, দ্রুতগতির ও নিরাপদ। ওয়াই-ফাই ৭ বাজারে আসার সঙ্গে সঙ্গে এই প্রযুক্তি নতুন যুগে প্রবেশ করবে। কিছু ডিভাইস এরই মধ্যে বাজারে ছাড়া হয়েছে, যেগুলো ওয়াই-ফাই ৭ সাপোর্ট করে। যেমন ওয়ান প্লাস ১১ স্মার্টফোনের কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ২ চিপসেটে ওয়াই-ফাই ৭-এর সুবিধা রয়েছে। একইভাবে লেনেভো লেগি অন স্লিম৭ জেন৮ ল্যাপটপে একটি মিডিয়াটেক ওয়াই-ফাই ৭ কার্ড রয়েছে।
টিপ লিংকের মতো প্রতিষ্ঠানগুলো এখনই ব্যান্ড ওয়াগনের ওপর ঝাঁপিয়ে পড়েছে। তাদের ওয়াই-ফাই ৭ রাউটার লাইনআপ ঘোষণা করেছে, যার মধ্যে শীর্ষে আছে কোয়াড-ব্যান্ড আর্চার বিই৯০০। এটি চলতি বছরের এপ্রিল মাসে আত্মপ্রকাশ করেছিল। কোয়ালকম, ব্রডকম ও এমএসআইর মতো জায়ান্ট প্রতিষ্ঠানগুলো তাদের ওয়াই-ফাই ৭ প্রযুক্তি প্রদর্শন করেছে।
নিরাপত্তা বৈশিষ্ট্য
ওয়াই-ফাই ৭ আগের যেকোনো সংস্করণের তুলনায় নিরাপত্তা উন্নত করতে ব্যাপক কাজ করছে। তবে এখনো এসবের কার্যকারিতা নিশ্চিত করা হয়নি। সময় বলে দেবে ওয়াই-ফাই ৭ নিরাপত্তায় কতটা কার্যকর হবে।
সূত্র: দ্য ভার্জ, ইনটেল
প্রযুক্তির জগতে উদ্ভাবনের জোয়ারে এসেছে একটি নতুন ধরনের ফোন নিয়ে এসেছে নাথিং কোম্পানি। ‘ফোন ২এ প্লাসের একটি বিশেষ সংস্করণ’ নিয়ে এসেছে নাথিং। এই সংস্করণে ‘গ্লো-ইন-দ্য ডার্ক’ ডিজাইন যুক্ত করা হয়েছে। অর্থাৎ ফোনের স্ক্রিন বন্ধ থাকলেও অন্ধকার জ্বলজ্বল করবে এই ফোন। ফলে অন্ধকার ঘরে বা রাতের বেলা খুব সহজেই ফ
৩৪ মিনিট আগেমানুষের মতো সহজে মনের কথা বুঝতে পারে না কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই টুল। এ জন্য কাজ সম্পাদনের এসব টুলের সঙ্গে অন্যভাবে যোগাযোগ করতে হয়। তাই এআই মডেল ব্যবহারের সময় এই যোগাযোগের জন্য ‘প্রম্পট’ ব্যবহার করা হয়। চ্যাটবটের কাছ থেকে নির্দিষ্ট ফলাফল পাওয়ার জন্য এই ইনপুট ব্যবহার করতে হয়। প্রম্পটিং হলো এআই-এর
২ ঘণ্টা আগেচীনের সবচেয়ে ধনী ব্যক্তি এখন টিকটকের মালিক প্রতিষ্ঠান বাইটড্যান্সের সহ-প্রতিষ্ঠাতা ঝ্যাং ইয়িমিং। দেশটির ধনী ব্যক্তিদের একটি তালিকা প্রকাশ করেছে হুরুন রিসার্চ ইনস্টিটিউট। এই তালিকায় ৪৯ দশমিক ৩ বিলিয়ন মার্কিন ডলার বা ৪ হাজার ৯৩০ কোটি ডলার সম্পদ নিয়ে প্রথম স্থান অর্জন করেছেন ঝ্যাং। ২০২৩ সালের তুলনায় তা
২১ ঘণ্টা আগেগুগলের নতুন কোডগুলোর প্রায় এক–চতুর্থাংশের বেশি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি। গত মঙ্গলবার কোম্পানিটির ত্রৈমাসিক প্রতিবেদন প্রকাশের সময় এসব তথ্য জানায় সিইও সুন্দর পিচাই।
১ দিন আগে