অনলাইন ডেস্ক
মানুষের মতো সহজে মনের কথা বুঝতে পারে না কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই টুল। এ জন্য কাজ সম্পাদনের এসব টুলের সঙ্গে অন্যভাবে যোগাযোগ করতে হয়। তাই এআই মডেল ব্যবহারের সময় এই যোগাযোগের জন্য ‘প্রম্পট’ ব্যবহার করা হয়। চ্যাটবটের কাছ থেকে নির্দিষ্ট ফলাফল পাওয়ার জন্য এই ইনপুট ব্যবহার করতে হয়। প্রম্পটিং হলো এআই-এর সঙ্গে যোগাযোগের সফল চাবিকাঠি। তাই সঠিকভাবে প্রম্পট লেখার কৌশল শেখানোর জন্য নতুন কোর্স চালু করেছে গুগল।
গত সোমবার ‘প্রম্পট ইসেনশিয়াল’ নামে একটি কোর্স চালু করেছে টেক জায়ান্টটি। এটি তৈরি করেছেন ডিপমাইন্ড ও গুগলের এআই বিশেষজ্ঞরা। এই কোর্সটি ব্যবহারকারীদের এআই টুলগুলোতে কার্যকরভাবে প্রম্পট করার কৌশল শেখায়। গুগলের মতে, এই কোর্সটি এপ্রিল মাসে চালু হওয়া ‘এআই ইসেনশিয়াল’ এর ওপর ভিত্তি করে তৈরি, যা এখন পর্যন্ত ‘কোর্সএরা’ প্ল্যাটফর্মের সবচেয়ে জনপ্রিয় জেনারেটিভ এআই কোর্স।
গ্রো উইথ গুগলের প্রতিষ্ঠাতা লিসা গেভেলবার বলেন, ‘গুগলের নতুন কোর্সটি গুগলের বিশেষজ্ঞদের এবং শীর্ষস্থানীয় কোম্পানিগুলোর মতামতের ভিত্তিতে তৈরি। কোর্সটি এমনভাবে ডিজাইন করা হয়েছ যেন সকল স্তরের মানুষ এআই টুলগুলোতে কার্যকরভাবে প্রম্পট ব্যবহার করতে পারে। এর পলে দৈনন্দিন জীবনে উৎপাদনশীলতা, সৃজনশীলতা এবং সমস্যার সমাধান সহজে করা যাবে।’
গুগলের তথ্যমতে, এই কোর্সের মোট সময় ১০ ঘণ্টা এবং কোর্সটি করার জন্য পূর্ববর্তী কোনো অভিজ্ঞতা প্রয়োজন নেই। কোর্সটি নিজের সুবিধামতো সময়ে শেষ করা যাবে। কোর্সের শিক্ষার্থীরা একটি পাঁচ স্তরের প্রম্পটিং ফ্রেমওয়ার্ক ব্যবহার করে প্রম্পটিংয়ের মূল বিষয়গুলো শিখবে, যার মধ্যে রয়েছে—ব্যক্তিগতকৃত এআই এজেন্ট তৈরি করা, দীর্ঘ নথি সংক্ষিপ্ত করা, নতুন আইডিয়া উদ্ভাবন করা, ডেটা বিশ্লেষণসহ আরও অনেক কিছু।
গুগলের মতে, এআই মডেলগুলো খুব কার্যকরী। তবে সঠিকভাবে সেগুলো ব্যবহার করতে বা এগুলোতে সঠিক নির্দেশনা না দেওয়া হয়, তাহলে টুলগুলোর সম্পূর্ণ ক্ষমতা সঠিকভাবে ব্যবহার করা যায় না। কীভাবে এআই মডেল এবং টুলগুলোকে সর্বাধিক ব্যবহার করতে হয় তা এই কোর্সের মাধ্যমে শেখা যাবে এবং কাজের প্রতিটি ধাপের ফলাফল উন্নত করা যাবে।
প্রম্পটিং ইসেনশিয়াল কোর্সটি এআই ইসেনশিয়াল কোর্সের মতো। এটি এখন কোর্সএরা ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে। তবে কোর্সটি কিনতে ৪৯ ডলার (প্রায় ৫ হাজার ৮৪৩ টাকা) খরচ করতে হবে।
কোর্সগুলো সম্পন্ন করার পর গুগলের পক্ষ থেকে একটি সার্টিফিকেট পাবে ব্যবহারকারীরা। তবে এটি আপনার বাজেটের বাইরে হলে কিছু বিনা মূল্যের প্রম্পটিং অনলাইনে পাওয়া যায়। যেমন এনথ্রোপিকের ফ্রি প্রম্পট লাইব্রেরি এবং গুগলের ফ্রি ব্লগ সিরিজ।
মানুষের মতো সহজে মনের কথা বুঝতে পারে না কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই টুল। এ জন্য কাজ সম্পাদনের এসব টুলের সঙ্গে অন্যভাবে যোগাযোগ করতে হয়। তাই এআই মডেল ব্যবহারের সময় এই যোগাযোগের জন্য ‘প্রম্পট’ ব্যবহার করা হয়। চ্যাটবটের কাছ থেকে নির্দিষ্ট ফলাফল পাওয়ার জন্য এই ইনপুট ব্যবহার করতে হয়। প্রম্পটিং হলো এআই-এর সঙ্গে যোগাযোগের সফল চাবিকাঠি। তাই সঠিকভাবে প্রম্পট লেখার কৌশল শেখানোর জন্য নতুন কোর্স চালু করেছে গুগল।
গত সোমবার ‘প্রম্পট ইসেনশিয়াল’ নামে একটি কোর্স চালু করেছে টেক জায়ান্টটি। এটি তৈরি করেছেন ডিপমাইন্ড ও গুগলের এআই বিশেষজ্ঞরা। এই কোর্সটি ব্যবহারকারীদের এআই টুলগুলোতে কার্যকরভাবে প্রম্পট করার কৌশল শেখায়। গুগলের মতে, এই কোর্সটি এপ্রিল মাসে চালু হওয়া ‘এআই ইসেনশিয়াল’ এর ওপর ভিত্তি করে তৈরি, যা এখন পর্যন্ত ‘কোর্সএরা’ প্ল্যাটফর্মের সবচেয়ে জনপ্রিয় জেনারেটিভ এআই কোর্স।
গ্রো উইথ গুগলের প্রতিষ্ঠাতা লিসা গেভেলবার বলেন, ‘গুগলের নতুন কোর্সটি গুগলের বিশেষজ্ঞদের এবং শীর্ষস্থানীয় কোম্পানিগুলোর মতামতের ভিত্তিতে তৈরি। কোর্সটি এমনভাবে ডিজাইন করা হয়েছ যেন সকল স্তরের মানুষ এআই টুলগুলোতে কার্যকরভাবে প্রম্পট ব্যবহার করতে পারে। এর পলে দৈনন্দিন জীবনে উৎপাদনশীলতা, সৃজনশীলতা এবং সমস্যার সমাধান সহজে করা যাবে।’
গুগলের তথ্যমতে, এই কোর্সের মোট সময় ১০ ঘণ্টা এবং কোর্সটি করার জন্য পূর্ববর্তী কোনো অভিজ্ঞতা প্রয়োজন নেই। কোর্সটি নিজের সুবিধামতো সময়ে শেষ করা যাবে। কোর্সের শিক্ষার্থীরা একটি পাঁচ স্তরের প্রম্পটিং ফ্রেমওয়ার্ক ব্যবহার করে প্রম্পটিংয়ের মূল বিষয়গুলো শিখবে, যার মধ্যে রয়েছে—ব্যক্তিগতকৃত এআই এজেন্ট তৈরি করা, দীর্ঘ নথি সংক্ষিপ্ত করা, নতুন আইডিয়া উদ্ভাবন করা, ডেটা বিশ্লেষণসহ আরও অনেক কিছু।
গুগলের মতে, এআই মডেলগুলো খুব কার্যকরী। তবে সঠিকভাবে সেগুলো ব্যবহার করতে বা এগুলোতে সঠিক নির্দেশনা না দেওয়া হয়, তাহলে টুলগুলোর সম্পূর্ণ ক্ষমতা সঠিকভাবে ব্যবহার করা যায় না। কীভাবে এআই মডেল এবং টুলগুলোকে সর্বাধিক ব্যবহার করতে হয় তা এই কোর্সের মাধ্যমে শেখা যাবে এবং কাজের প্রতিটি ধাপের ফলাফল উন্নত করা যাবে।
প্রম্পটিং ইসেনশিয়াল কোর্সটি এআই ইসেনশিয়াল কোর্সের মতো। এটি এখন কোর্সএরা ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে। তবে কোর্সটি কিনতে ৪৯ ডলার (প্রায় ৫ হাজার ৮৪৩ টাকা) খরচ করতে হবে।
কোর্সগুলো সম্পন্ন করার পর গুগলের পক্ষ থেকে একটি সার্টিফিকেট পাবে ব্যবহারকারীরা। তবে এটি আপনার বাজেটের বাইরে হলে কিছু বিনা মূল্যের প্রম্পটিং অনলাইনে পাওয়া যায়। যেমন এনথ্রোপিকের ফ্রি প্রম্পট লাইব্রেরি এবং গুগলের ফ্রি ব্লগ সিরিজ।
২০৩০ সালের মধ্যে ৬ থেকে ৮ মিলিয়ন দক্ষ আইটি পেশাদার তৈরির পরিকল্পনা নিয়েছে সরকার। আজ শনিবার পূর্বাচলের বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে ‘বাংলাদেশ: দ্য ইমার্জিং আইসিটি পাওয়ার হাউস’ শীর্ষক এক সেমিনারে তথ্য ও যোগাযোগ...
১১ ঘণ্টা আগেচলতি বছরে স্মার্টফোন শিল্প অত্যন্ত উদ্ভাবনমুখী হবে বলে আশা করা হচ্ছে। ডিভাইসগুলোতে উন্নত ক্যামেরা, বিশেষ এআই ফিচারের পাশাপাশি শক্তিশালী ও বড় আকারের ব্যাটারি দেখতে পাওয়া যাবে। ফ্ল্যাগশিপ ফোন থেকে বাজেট স্মার্টফোনেও এই ধরনের শক্তিশালী ব্যাটারি থাকবে।
১৯ ঘণ্টা আগেগরম খাবার খেতে গিয়ে জিভ পুড়ে যাওয়ার অভিজ্ঞতা কম বেশি সবারই রয়েছে। আবার ব্যস্ততার সময় ফুঁ দিয়ে খাবার বা পানীয় ঠান্ডা করাও একটি বিরক্তির বিষয়। তবে এ ধরনের সমস্যা সমাধানের জন্য ‘নেকোজিতা ক্যাট ফুফু’ নামের ছোট একটি বিড়াল রোবট তৈরি করেছে জাপানের ইয়ুকাই ইঞ্জিনিয়ারিং স্টার্টআপ। কফি, স্যুপ বা অন্য কোনো গরম
২০ ঘণ্টা আগেচলমান তদন্তের অংশ হিসেবে সোশ্যাল মিডিয়া কোম্পানি এক্স (সাবেক টুইটার)–এর কাছে অ্যাপটির অ্যালগরিদম সিস্টেমের কার্যকারিতা সম্পর্কিত তথ্য চেয়েছে ইউরোপীয় কমিশন। বিশেষত, অ্যালগরিদমের মধ্যে সম্প্রতি যে কোনো পরিবর্তনের বিষয়ে জানতে চেয়েছে কমিশন।
১ দিন আগে