অনলাইন ডেস্ক
চীন থেকে বন্দুকের সাইলেন্সার ও যন্ত্রাংশ আমদানির জন্য ব্যবহৃত অন্তত ৩৫০টি ওয়েবসাইট জব্দ করা হয়েছে বলে জানিয়েছে মার্কিন কর্তৃপক্ষ। গত বুধবার এক বিবৃতিতে বলা হয়, সেমি-অটোমেটিক পিস্তলগুলোকে পূর্ণ স্বয়ংক্রিয় মেশিন গানে পরিবর্তন করতে এসব যন্ত্রাংশ ব্যবহার করা হয়। সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।
বোস্টনের ফেডারেল প্রসিকিউটররা বলেছেন, ২০২৩ সালের আগস্টে শুরু হওয়া এক তদন্তের ফলাফলের ভিত্তিকে এসব ওয়েবসাইট জব্দ করা হয়েছে। মেশিন গান কনভারশন ডিভাইস অবৈধভাবে বিক্রি ও আমদানির সুযোগ দেওয়া বিভিন্ন ওয়েবসাইট, ব্যবসা ও ব্যক্তিদের ওপর এই তদন্ত পরিচালিত হয়।
প্রসিকিউটররা জানিয়েছেন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ওই ওয়েবসাইটগুলো থেকে গোপনে অস্ত্র-সংক্রান্ত সামগ্রী কিনেছে। এর ফলে চীন থেকে আসা প্যাকেজগুলোতে প্রায়ই এসব পণ্য ভুলভাবে উল্লেখ করা হতো। যেমন–‘গলার হার’ বা ‘খেলনা’ হিসেবে।
প্যাকেজগুলোতে মূলত ‘সুইচেস’ নামে পরিচিত মেশিন গান কনভারশন ডিভাইস বা বন্দুকের সাইলেন্সার থাকত। যুক্তরাষ্ট্রের ফেডারেল ন্যাশনাল ফায়ারআর্মস অ্যাক্ট অনুযায়ী এগুলো আমদানি নিষিদ্ধ।
আদালতের নথিতে কর্তৃপক্ষ জানিয়েছে, অনেক ওয়েবসাইট নকল পণ্য বিক্রি করছিল। সেই সঙ্গে বন্দুক নির্মাতা ‘গ্লোক ইনক’এর ট্রেডমার্ক ব্যবহার করে দেখানোর চেষ্টা করছিল যে এসব সুইচেস সেই কোম্পানির দিয়ে তৈরি। তবে বাস্তবে সেগুলো গ্লোকের তৈরি নয়।
ম্যাসাচুসেটসের অস্থায়ী ইউএস অ্যাটর্নি জশুয়া লেভি এক বিবৃতিতে বলেন, ‘ডোমেইনগুলো জব্দ করা বিপজ্জনক চোরাচালান কার্যক্রমের বিরুদ্ধে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ, যা জনসাধারণের নিরাপত্তাকে হুমকির সম্মুখীন করে।’
মার্কিন পোস্টাল ইন্সপেকশন সার্ভিসের বোস্টন ডিভিশনের ইন্সপেক্টর কেটি লার্কো-ওয়ার্ড বলেছেন, তদন্তের পর ৭০০ এরও বেশি মেশিন গান কনভারশন ডিভাইস, ৮৭টি অবৈধ সাইলেন্সার, ৫৯টি হ্যান্ডগান এবং ৪৬টি লং গান জব্দ করা হয়েছে, পাশাপাশি ৩৫৫টি ওয়েবসাইটও আটক করা হয়েছে।
তিনি আরও বলেন, ‘অবৈধভাবে মেশিন গান তৈরির জন্য সহজলভ্য ডিভাইসের বিস্তার আমাদের কমিউনিটির জন্য একটি অভিশাপ।’
চীন থেকে বন্দুকের সাইলেন্সার ও যন্ত্রাংশ আমদানির জন্য ব্যবহৃত অন্তত ৩৫০টি ওয়েবসাইট জব্দ করা হয়েছে বলে জানিয়েছে মার্কিন কর্তৃপক্ষ। গত বুধবার এক বিবৃতিতে বলা হয়, সেমি-অটোমেটিক পিস্তলগুলোকে পূর্ণ স্বয়ংক্রিয় মেশিন গানে পরিবর্তন করতে এসব যন্ত্রাংশ ব্যবহার করা হয়। সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।
বোস্টনের ফেডারেল প্রসিকিউটররা বলেছেন, ২০২৩ সালের আগস্টে শুরু হওয়া এক তদন্তের ফলাফলের ভিত্তিকে এসব ওয়েবসাইট জব্দ করা হয়েছে। মেশিন গান কনভারশন ডিভাইস অবৈধভাবে বিক্রি ও আমদানির সুযোগ দেওয়া বিভিন্ন ওয়েবসাইট, ব্যবসা ও ব্যক্তিদের ওপর এই তদন্ত পরিচালিত হয়।
প্রসিকিউটররা জানিয়েছেন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ওই ওয়েবসাইটগুলো থেকে গোপনে অস্ত্র-সংক্রান্ত সামগ্রী কিনেছে। এর ফলে চীন থেকে আসা প্যাকেজগুলোতে প্রায়ই এসব পণ্য ভুলভাবে উল্লেখ করা হতো। যেমন–‘গলার হার’ বা ‘খেলনা’ হিসেবে।
প্যাকেজগুলোতে মূলত ‘সুইচেস’ নামে পরিচিত মেশিন গান কনভারশন ডিভাইস বা বন্দুকের সাইলেন্সার থাকত। যুক্তরাষ্ট্রের ফেডারেল ন্যাশনাল ফায়ারআর্মস অ্যাক্ট অনুযায়ী এগুলো আমদানি নিষিদ্ধ।
আদালতের নথিতে কর্তৃপক্ষ জানিয়েছে, অনেক ওয়েবসাইট নকল পণ্য বিক্রি করছিল। সেই সঙ্গে বন্দুক নির্মাতা ‘গ্লোক ইনক’এর ট্রেডমার্ক ব্যবহার করে দেখানোর চেষ্টা করছিল যে এসব সুইচেস সেই কোম্পানির দিয়ে তৈরি। তবে বাস্তবে সেগুলো গ্লোকের তৈরি নয়।
ম্যাসাচুসেটসের অস্থায়ী ইউএস অ্যাটর্নি জশুয়া লেভি এক বিবৃতিতে বলেন, ‘ডোমেইনগুলো জব্দ করা বিপজ্জনক চোরাচালান কার্যক্রমের বিরুদ্ধে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ, যা জনসাধারণের নিরাপত্তাকে হুমকির সম্মুখীন করে।’
মার্কিন পোস্টাল ইন্সপেকশন সার্ভিসের বোস্টন ডিভিশনের ইন্সপেক্টর কেটি লার্কো-ওয়ার্ড বলেছেন, তদন্তের পর ৭০০ এরও বেশি মেশিন গান কনভারশন ডিভাইস, ৮৭টি অবৈধ সাইলেন্সার, ৫৯টি হ্যান্ডগান এবং ৪৬টি লং গান জব্দ করা হয়েছে, পাশাপাশি ৩৫৫টি ওয়েবসাইটও আটক করা হয়েছে।
তিনি আরও বলেন, ‘অবৈধভাবে মেশিন গান তৈরির জন্য সহজলভ্য ডিভাইসের বিস্তার আমাদের কমিউনিটির জন্য একটি অভিশাপ।’
চীনের সবচেয়ে ধনী ব্যক্তি এখন টিকটকের মালিক প্রতিষ্ঠান বাইটড্যান্সের সহ-প্রতিষ্ঠাতা ঝ্যাং ইয়িমিং। দেশটির ধনী ব্যক্তিদের একটি তালিকা প্রকাশ করেছে হুরুন রিসার্চ ইনস্টিটিউট। এই তালিকায় ৪৯ দশমিক ৩ বিলিয়ন মার্কিন ডলার বা ৪ হাজার ৯৩০ কোটি ডলার সম্পদ নিয়ে প্রথম স্থান অর্জন করেছেন ঝ্যাং। ২০২৩ সালের তুলনায় তা
৭ ঘণ্টা আগেগুগলের নতুন কোডগুলোর প্রায় এক–চতুর্থাংশের বেশি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি। গত মঙ্গলবার কোম্পানিটির ত্রৈমাসিক প্রতিবেদন প্রকাশের সময় এসব তথ্য জানায় সিইও সুন্দর পিচাই।
৮ ঘণ্টা আগেকৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই সিস্টেমগুলোর জন্য ব্রডকম ও টিএসএমসি–এর সহযোগিতায় নিজস্ব চিপ তৈরি করছে ওপেনএআই। এর পাশাপাশি অবকাঠামোগত চাহিদা পূরণের জন্য এনভিডিয়া ও এএমডি–এর চিপগুলোও ব্যবহার করছে কোম্পানিটি। সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।
১০ ঘণ্টা আগেমেটা, টিকটক ও কোয়াইয় নামের চীনের শর্ট ভিডিও প্ল্যাটফর্মের বিরুদ্ধে দুটি মামলা দায়ের করেছে ব্রাজিলের ভোক্তা অধিকার গ্রুপ কালেকটিভ ডিফেন্স ইনস্টিটিউট। মামলার অভিযোগ বলা হয়, কোম্পানিগুলো অপ্রাপ্তবয়স্কদের নিরাপত্তা নিশ্চিত করতে যথাযথ ব্যবস্থা গ্রহণে ব্যর্থ হয়েছে। তাই মামলায় ৩ বিলিয়ন রেইস বা প্রায় ৫২৫ মি
১২ ঘণ্টা আগে