মাহিন আলম
মেটার নিজস্ব কোড জেনারেশন এআই মডেল ‘কোড লামা ৭০বি’ বাজারে আসে গত বছরের আগস্টে। এটি গবেষণা ও বাণিজ্যিক কাজে বিনা মূল্যে ব্যবহার করা যায়। এর আপডেটেড সংস্করণটি বিবেচিত হচ্ছে এখন পর্যন্ত প্রতিষ্ঠানটির ‘সবচেয়ে বড় ও কার্যকর এআই মডেল’ হিসেবে। ধারণা করা হচ্ছে, এটি চ্যাটজিপিটির সবচেয়ে উন্নত এআই মডেল জিপিটি৪-এর কাছাকাছি পর্যায়ের। গবেষণা ও বাণিজ্যিক কাজে ব্যবহারের জন্য কোড লামা ৭০বি এআই টুলের তিনটি সংস্করণই বিনা মূল্যে বাজারে পাওয়া যাচ্ছে। এটি এক টেরাবাইট ডেটার ভিত্তিতে প্রশিক্ষিত হয়েছিল। এটি ‘হাগিং ফেস’-এর কোডিংয়ের কাজও করে থাকে, যেখানে এআই মডেলটি চালাতে নিজস্ব জিপিইউতেও প্রবেশের সুযোগ দিয়েছে মেটা।
মেটার কোড লামা ৭০বির আপডেটেড সংস্করণটি আগের সংস্করণগুলোর তুলনায় বেশি প্রশ্নের উত্তর দিতে সক্ষম। প্রোগ্রামিংয়ের সময় দেওয়া প্রম্পটগুলো আরও দ্রুত কাজ করবে এবং আগের চেয়ে নির্ভুল জবাব মিলবে সর্বশেষ সংস্করণে। এআই প্রযুক্তির লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল বা এলএলএমের মানদণ্ড পরিমাপক ব্যবস্থা ‘হিউম্যানএভাল’-এ ৫৩ শতাংশ নির্ভুল ছিল কোড লামা ৭০বি।
গত বছর একই সঙ্গে আরও দুটি সংস্করণের কোড লামা এআই টুল চালু করেছিল মেটা। সেগুলোর নাম যথাক্রমে ‘কোড লামা-পাইথন’ ও ‘কোড লামা-ইনট্রাক্ট’। এগুলোর মাধ্যমে সুনির্দিষ্ট কয়েকটি কোডিং ভাষায় কাজ করার সুযোগ মেলে। মেটার দাবি, তাদের এই এআই টুলের লার্জ মডেল ৩৪বি ও ৭০বি; যেটি সর্বোচ্চ ফল দেবে এবং আরও ভালো কোডিং সহায়তা দিতে পারবে। মেটার বড় এআই মডেল অর্থাৎ ৩৪বি ও ৭০বি থেকে এআই-ভিত্তিক কাজে সেরা ফল পাওয়ার পাশাপাশি কোডিংয়ের ক্ষেত্রেও আগের চেয়ে বেশি সহায়তা মিলবে।
গত বছর এমন কোড জেনারেটর প্রকাশ করতে দেখা গেছে বেশ কিছু এআই টুল নির্মাতা প্রতিষ্ঠানকে। এগুলোর মধ্যে আমাজনের কোড জেনারেটর ‘কোডহুইস্পারার’ প্রকাশ পেয়েছে গত বছরের এপ্রিলে। একই সময় নিজেদের ‘গিটহাব কো-পাইলট’-এ ওপেনএআইয়ের এআই মডেল ব্যবহার করতে দেখা গেছে মাইক্রোসফটকে।
সূত্র: দ্য ভার্জ
মেটার নিজস্ব কোড জেনারেশন এআই মডেল ‘কোড লামা ৭০বি’ বাজারে আসে গত বছরের আগস্টে। এটি গবেষণা ও বাণিজ্যিক কাজে বিনা মূল্যে ব্যবহার করা যায়। এর আপডেটেড সংস্করণটি বিবেচিত হচ্ছে এখন পর্যন্ত প্রতিষ্ঠানটির ‘সবচেয়ে বড় ও কার্যকর এআই মডেল’ হিসেবে। ধারণা করা হচ্ছে, এটি চ্যাটজিপিটির সবচেয়ে উন্নত এআই মডেল জিপিটি৪-এর কাছাকাছি পর্যায়ের। গবেষণা ও বাণিজ্যিক কাজে ব্যবহারের জন্য কোড লামা ৭০বি এআই টুলের তিনটি সংস্করণই বিনা মূল্যে বাজারে পাওয়া যাচ্ছে। এটি এক টেরাবাইট ডেটার ভিত্তিতে প্রশিক্ষিত হয়েছিল। এটি ‘হাগিং ফেস’-এর কোডিংয়ের কাজও করে থাকে, যেখানে এআই মডেলটি চালাতে নিজস্ব জিপিইউতেও প্রবেশের সুযোগ দিয়েছে মেটা।
মেটার কোড লামা ৭০বির আপডেটেড সংস্করণটি আগের সংস্করণগুলোর তুলনায় বেশি প্রশ্নের উত্তর দিতে সক্ষম। প্রোগ্রামিংয়ের সময় দেওয়া প্রম্পটগুলো আরও দ্রুত কাজ করবে এবং আগের চেয়ে নির্ভুল জবাব মিলবে সর্বশেষ সংস্করণে। এআই প্রযুক্তির লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল বা এলএলএমের মানদণ্ড পরিমাপক ব্যবস্থা ‘হিউম্যানএভাল’-এ ৫৩ শতাংশ নির্ভুল ছিল কোড লামা ৭০বি।
গত বছর একই সঙ্গে আরও দুটি সংস্করণের কোড লামা এআই টুল চালু করেছিল মেটা। সেগুলোর নাম যথাক্রমে ‘কোড লামা-পাইথন’ ও ‘কোড লামা-ইনট্রাক্ট’। এগুলোর মাধ্যমে সুনির্দিষ্ট কয়েকটি কোডিং ভাষায় কাজ করার সুযোগ মেলে। মেটার দাবি, তাদের এই এআই টুলের লার্জ মডেল ৩৪বি ও ৭০বি; যেটি সর্বোচ্চ ফল দেবে এবং আরও ভালো কোডিং সহায়তা দিতে পারবে। মেটার বড় এআই মডেল অর্থাৎ ৩৪বি ও ৭০বি থেকে এআই-ভিত্তিক কাজে সেরা ফল পাওয়ার পাশাপাশি কোডিংয়ের ক্ষেত্রেও আগের চেয়ে বেশি সহায়তা মিলবে।
গত বছর এমন কোড জেনারেটর প্রকাশ করতে দেখা গেছে বেশ কিছু এআই টুল নির্মাতা প্রতিষ্ঠানকে। এগুলোর মধ্যে আমাজনের কোড জেনারেটর ‘কোডহুইস্পারার’ প্রকাশ পেয়েছে গত বছরের এপ্রিলে। একই সময় নিজেদের ‘গিটহাব কো-পাইলট’-এ ওপেনএআইয়ের এআই মডেল ব্যবহার করতে দেখা গেছে মাইক্রোসফটকে।
সূত্র: দ্য ভার্জ
চীনের সবচেয়ে ধনী ব্যক্তি এখন টিকটকের মালিক প্রতিষ্ঠান বাইটড্যান্সের সহ-প্রতিষ্ঠাতা ঝ্যাং ইয়িমিং। দেশটির ধনী ব্যক্তিদের একটি তালিকা প্রকাশ করেছে হুরুন রিসার্চ ইনস্টিটিউট। এই তালিকায় ৪৯ দশমিক ৩ বিলিয়ন মার্কিন ডলার বা ৪ হাজার ৯৩০ কোটি ডলার সম্পদ নিয়ে প্রথম স্থান অর্জন করেছেন ঝ্যাং। ২০২৩ সালের তুলনায় তা
১৪ ঘণ্টা আগেগুগলের নতুন কোডগুলোর প্রায় এক–চতুর্থাংশের বেশি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি। গত মঙ্গলবার কোম্পানিটির ত্রৈমাসিক প্রতিবেদন প্রকাশের সময় এসব তথ্য জানায় সিইও সুন্দর পিচাই।
১৫ ঘণ্টা আগেকৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই সিস্টেমগুলোর জন্য ব্রডকম ও টিএসএমসি–এর সহযোগিতায় নিজস্ব চিপ তৈরি করছে ওপেনএআই। এর পাশাপাশি অবকাঠামোগত চাহিদা পূরণের জন্য এনভিডিয়া ও এএমডি–এর চিপগুলোও ব্যবহার করছে কোম্পানিটি। সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।
১৬ ঘণ্টা আগেমেটা, টিকটক ও কোয়াইয় নামের চীনের শর্ট ভিডিও প্ল্যাটফর্মের বিরুদ্ধে দুটি মামলা দায়ের করেছে ব্রাজিলের ভোক্তা অধিকার গ্রুপ কালেকটিভ ডিফেন্স ইনস্টিটিউট। মামলার অভিযোগ বলা হয়, কোম্পানিগুলো অপ্রাপ্তবয়স্কদের নিরাপত্তা নিশ্চিত করতে যথাযথ ব্যবস্থা গ্রহণে ব্যর্থ হয়েছে। তাই মামলায় ৩ বিলিয়ন রেইস বা প্রায় ৫২৫ মি
১৮ ঘণ্টা আগে