অনলাইন ডেস্ক
এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির দ্রুত প্রসারের কারণে আগামী বছর বিশ্বে বিদ্যুৎ সংকট দেখা দিতে পারে বলে মনে করেন টেসলা কোম্পানির প্রতিষ্ঠাতা ও বিলিনিয়র ইলন মাস্ক।
সম্প্রতি এক সম্মেলনের প্রশ্নোত্তর পর্বে বিদ্যুৎ ও ট্রান্সফরমার সরবরাহে এআইয়ের সম্ভাব্য প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি। তখন স্বয়ক্রিয় বৈদ্যুতিক গাড়ি (ইভি) ও হিউম্যানোয়েড রোবট (মানবিক রোবট) নিয়েও তিনি কথা বলেন।
ইলন মাস্ক বলেন, ‘আমি কোনো প্রযুক্তিকে এত দ্রুত অগ্রসর হতে দেখিনি। এর আগে চিপের ঘাটতি দেখা গিয়েছিল। কিন্তু এআই ও ইভিগুলো এত দ্রুত হারে বিকশিত হচ্ছে যে, পরের বছর বিশ্বব্যাপী বিদ্যুৎখাত ও ট্রান্সফরমারগুলোতে বিদ্যুৎ সরবরাহ সংকটের মুখে পড়বে।’
ভবিষ্যতে টেসলা কোম্পানি কী কী পরিবর্তন নিয়ে আসছে সেটির ইঙ্গিতও এই প্রশ্ন উত্তর পর্বে তুলে ধরেন।
তিনি আরও বলেন, ‘কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি প্রতি ছয় মাসে ১০ গুণ বৃদ্ধি পাচ্ছে বলে মনে হচ্ছে। অবশ্যই এটি চিরকালই এত উচ্চ হারে বৃদ্ধি পাবে না। তাহলে এটি মহাবিশ্বের ভরকে ছাড়িয়ে যাবে। তবে আমি এর (এআই) মতো আগে কিছু দেখেনি। চিপে সংগ্রহের হিড়িক এখন সোনার সংগ্রহের হিড়িকেও চেয়েও বেশি। আমি মনে করি আমরা সত্যিই সম্ভবত সবচেয়ে বড় প্রযুক্তি বিপ্লবের দ্বারপ্রান্তে রয়েছি।’
এআই প্রযুক্তি ও ইলেকট্রনিক যানবাহনের দ্রুত বৃদ্ধির কথা উল্লেখ টেক বিলিয়নেয়ার বলেন, এটি অভূতপূর্ব হারে বৃদ্ধি পাচ্ছে।
তিনি বিগত বছরের নিউরাল নেট চিপগুলির ঘাটতির কথা তুলে করেন। সেই সঙ্গে ভবিষ্যদ্বাণী করেন, পরবর্তী বাধা হবে স্টেপ-ডাউন ট্রান্সফরমারের ভোল্টেজ যা এআই সিস্টেমগুলোতে শক্তি সরবারাহের জন্য প্রয়োজনীয়।
এআই ও বৈদ্যুতিক যানবাহনের (ইভি) ওপর জোর দেন মাস্ক। কারণ উভয় প্রযুক্তিই বৈদ্যুতিক শক্তি ও ভোল্টেজ ট্রান্সফরমারের ওপর ব্যাপকভাবে নির্ভর করে।
আগামী বছরগুলোতে এআই ও ইভির চাহিদা মেটাতে বিদ্যুতের ঘাটতি দেখা যাবে বলে পূর্বাভাস দেন মাস্ক। তিনি সতর্ক করে বলেন, এসব প্রযুক্তি একযোগে বৃদ্ধি বিদ্যমান বৈদ্যুতিক অবকাঠামোকে চাপে ফেলবে।
তিনি বলেন, ২০২৫ সালের মধ্যে ক্রমবর্ধমান এআই চিপগুলোর শক্তি দেওয়ার জন্য বিদ্যুতের সরবরাহ অপর্যাপ্ত হয়ে উঠতে পারে। এআই ও ইভির চাহিদা মেটাতে নবায়নযোগ্য শক্তি বৃদ্ধির প্রয়োজনীয়তার ওপর জোর দেন ইলন মাস্ক।
এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির দ্রুত প্রসারের কারণে আগামী বছর বিশ্বে বিদ্যুৎ সংকট দেখা দিতে পারে বলে মনে করেন টেসলা কোম্পানির প্রতিষ্ঠাতা ও বিলিনিয়র ইলন মাস্ক।
সম্প্রতি এক সম্মেলনের প্রশ্নোত্তর পর্বে বিদ্যুৎ ও ট্রান্সফরমার সরবরাহে এআইয়ের সম্ভাব্য প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি। তখন স্বয়ক্রিয় বৈদ্যুতিক গাড়ি (ইভি) ও হিউম্যানোয়েড রোবট (মানবিক রোবট) নিয়েও তিনি কথা বলেন।
ইলন মাস্ক বলেন, ‘আমি কোনো প্রযুক্তিকে এত দ্রুত অগ্রসর হতে দেখিনি। এর আগে চিপের ঘাটতি দেখা গিয়েছিল। কিন্তু এআই ও ইভিগুলো এত দ্রুত হারে বিকশিত হচ্ছে যে, পরের বছর বিশ্বব্যাপী বিদ্যুৎখাত ও ট্রান্সফরমারগুলোতে বিদ্যুৎ সরবরাহ সংকটের মুখে পড়বে।’
ভবিষ্যতে টেসলা কোম্পানি কী কী পরিবর্তন নিয়ে আসছে সেটির ইঙ্গিতও এই প্রশ্ন উত্তর পর্বে তুলে ধরেন।
তিনি আরও বলেন, ‘কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি প্রতি ছয় মাসে ১০ গুণ বৃদ্ধি পাচ্ছে বলে মনে হচ্ছে। অবশ্যই এটি চিরকালই এত উচ্চ হারে বৃদ্ধি পাবে না। তাহলে এটি মহাবিশ্বের ভরকে ছাড়িয়ে যাবে। তবে আমি এর (এআই) মতো আগে কিছু দেখেনি। চিপে সংগ্রহের হিড়িক এখন সোনার সংগ্রহের হিড়িকেও চেয়েও বেশি। আমি মনে করি আমরা সত্যিই সম্ভবত সবচেয়ে বড় প্রযুক্তি বিপ্লবের দ্বারপ্রান্তে রয়েছি।’
এআই প্রযুক্তি ও ইলেকট্রনিক যানবাহনের দ্রুত বৃদ্ধির কথা উল্লেখ টেক বিলিয়নেয়ার বলেন, এটি অভূতপূর্ব হারে বৃদ্ধি পাচ্ছে।
তিনি বিগত বছরের নিউরাল নেট চিপগুলির ঘাটতির কথা তুলে করেন। সেই সঙ্গে ভবিষ্যদ্বাণী করেন, পরবর্তী বাধা হবে স্টেপ-ডাউন ট্রান্সফরমারের ভোল্টেজ যা এআই সিস্টেমগুলোতে শক্তি সরবারাহের জন্য প্রয়োজনীয়।
এআই ও বৈদ্যুতিক যানবাহনের (ইভি) ওপর জোর দেন মাস্ক। কারণ উভয় প্রযুক্তিই বৈদ্যুতিক শক্তি ও ভোল্টেজ ট্রান্সফরমারের ওপর ব্যাপকভাবে নির্ভর করে।
আগামী বছরগুলোতে এআই ও ইভির চাহিদা মেটাতে বিদ্যুতের ঘাটতি দেখা যাবে বলে পূর্বাভাস দেন মাস্ক। তিনি সতর্ক করে বলেন, এসব প্রযুক্তি একযোগে বৃদ্ধি বিদ্যমান বৈদ্যুতিক অবকাঠামোকে চাপে ফেলবে।
তিনি বলেন, ২০২৫ সালের মধ্যে ক্রমবর্ধমান এআই চিপগুলোর শক্তি দেওয়ার জন্য বিদ্যুতের সরবরাহ অপর্যাপ্ত হয়ে উঠতে পারে। এআই ও ইভির চাহিদা মেটাতে নবায়নযোগ্য শক্তি বৃদ্ধির প্রয়োজনীয়তার ওপর জোর দেন ইলন মাস্ক।
চীনের সবচেয়ে ধনী ব্যক্তি এখন টিকটকের মালিক প্রতিষ্ঠান বাইটড্যান্সের সহ-প্রতিষ্ঠাতা ঝ্যাং ইয়িমিং। দেশটির ধনী ব্যক্তিদের একটি তালিকা প্রকাশ করেছে হুরুন রিসার্চ ইনস্টিটিউট। এই তালিকায় ৪৯ দশমিক ৩ বিলিয়ন মার্কিন ডলার বা ৪ হাজার ৯৩০ কোটি ডলার সম্পদ নিয়ে প্রথম স্থান অর্জন করেছেন ঝ্যাং। ২০২৩ সালের তুলনায় তা
১৯ ঘণ্টা আগেগুগলের নতুন কোডগুলোর প্রায় এক–চতুর্থাংশের বেশি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি। গত মঙ্গলবার কোম্পানিটির ত্রৈমাসিক প্রতিবেদন প্রকাশের সময় এসব তথ্য জানায় সিইও সুন্দর পিচাই।
২১ ঘণ্টা আগেকৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই সিস্টেমগুলোর জন্য ব্রডকম ও টিএসএমসি–এর সহযোগিতায় নিজস্ব চিপ তৈরি করছে ওপেনএআই। এর পাশাপাশি অবকাঠামোগত চাহিদা পূরণের জন্য এনভিডিয়া ও এএমডি–এর চিপগুলোও ব্যবহার করছে কোম্পানিটি। সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।
১ দিন আগেমেটা, টিকটক ও কোয়াইয় নামের চীনের শর্ট ভিডিও প্ল্যাটফর্মের বিরুদ্ধে দুটি মামলা দায়ের করেছে ব্রাজিলের ভোক্তা অধিকার গ্রুপ কালেকটিভ ডিফেন্স ইনস্টিটিউট। মামলার অভিযোগ বলা হয়, কোম্পানিগুলো অপ্রাপ্তবয়স্কদের নিরাপত্তা নিশ্চিত করতে যথাযথ ব্যবস্থা গ্রহণে ব্যর্থ হয়েছে। তাই মামলায় ৩ বিলিয়ন রেইস বা প্রায় ৫২৫ মি
১ দিন আগে