অনলাইন ডেস্ক
চলতি বছরের সবচেয়ে আকর্ষণীয় ফোন হবে আইফোন ১৬ সিরিজের মডেলগুলো। অ্যাপলের সবচেয়ে দামি ও বড় মডেল হলো—প্রো ম্যাক্স। এই মডেলের সাইজ, ব্যাটারি ও স্টোরেজসহ ৫টি পরিবর্তন আসতে পারে বলে জানিয়েছে প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট ম্যাকরিউমার।
প্রতিবছরের মতো এবারও সেপেটম্বরে আইফোন ১৬ সিরিজ ফোন উন্মোচন করবে অ্যাপল। বিভিন্ন তথ্য অনুযায়ী আইফোন প্রো ম্যাক্সে যেসব পরিবর্তন আসতে পারে তা তুলে ধরা হলো—
১. সাইজের পরিবর্তন
বিভিন্ন সূত্রের বরাত দিয়ে ম্যাকরিউমার বলছে, আইফোন ১৬ প্রো ম্যাক্সের সাইজ গত বছরের আইফোন ১৫ প্রো ম্যাক্স (৬ দশমিক ৭ ইঞ্চি) চেয়েও বড় আকারের হবে। নতুন মডেলটির সাইজ ৬ দশমিক ৯ ইঞ্চি হবে। আইফোন ১৫ প্রো ম্যাক্সের চেয়ে এর দৈর্ঘ্য, প্রস্থ বেশি হবে। তবে এর পুরুত্ব আগের মডেলের মতো হলেও সাইজ বৃদ্ধি পাওয়ায় এর ওজনও কিছুটা বাড়বে। যারা একটু ছোট স্মার্টফোন পছন্দ করে, তারা এই ফোন ব্যবহারে কিছুটা সমস্যার সম্মুখীন হতে পারেন।
২. বড় স্ক্রিন
বড় সাইজের ফোনে স্ক্রিনও বড় হবে এটাই স্বাভাবিক। তবে অ্যাপল শুধু বাহ্যিক বিষয়টিই দেখছে না। এটি মিডিয়া দেখার অভিজ্ঞতাকে আরও উন্নত করার চেষ্টা করছে। আইফোন ১৬ প্রো মডেলে ‘বর্ডার রিডাকশন স্ট্রাকচার’ (বিআরএস) প্রযুক্তি ব্যবহার করবে বলে জানিয়েছে অ্যাপল। ফলে স্ক্রিনের বেজেল সাইজও অনেক কম– (স্ক্রিনের চারপাশে যে কালো অংশ) ১ দশমিক ১৫ এমএম (মিলিমিটার) হবে। গত বছর আইফোন প্রো ১৫ মডেলে ‘লো ইনজেকশন প্রেসার ওভার মোল্ডিং’ (এলআইপিও) প্রযুক্তি ব্যবহার করে বেজের আকার ১ দশমিক ৫ মিলিমিটারে কমিয়ে এনেছিল যা আইফোন ১৪ মডেলে বেজেল সাইজ ছিল ২ দশমিক ২ মিলিমিটার।
৩. বড় ক্যামেরা
আইফোন ১৬ প্রো ম্যাক্সে আরও উন্নত ক্যামেরা ব্যবহার করা হবে। এতে ১২ শতাংশ বড় ক্যামেরা ব্যবহার করা হবে। আরও ভালো পারফরম্যান্সের জন্য ফোনটির ক্যামেরায় ৪৮ মেগাপিক্সেল সনি আইএমএক্স ৯০৩ সেন্সর, ডেটা কনভার্সনের জন্য ১৪ বিটের অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার (এডিসি) ও উন্নত ডাইনামিক রেঞ্জ এবং নয়েজ কন্ট্রোলের জন্য ডিজিটাল গেইন কন্ট্রোল (ডিসিজি) যুক্ত করা হবে। এ ছাড়া ৪৮ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরা থাকতে পারে।
৪. ব্যাটারি ক্ষমতা বৃদ্ধি
প্রযুক্তি বিশ্লেষক মিং চি কু এর মতে, নতুন আইফোন মডেলগুলোয় আরও শক্তিশালী ব্যাটারি কোষ ব্যবহার করবে অ্যাপল। এর ফলে ব্যাটারির সাইজ পরিবর্তন না করলেও ফোনগুলো ব্যাটারির চার্জ বেশিক্ষণ থাকবে। আইফোন ১৬ প্রো মডেলগুলোতে ‘স্ট্যাকড ব্যাটারি’ প্রযুক্তি ব্যবহার করা হতে পারে। আইফোন ১৬ প্রো ম্যাক্সে ৩০ ঘণ্টার বেশি ব্যাটারি লাইফ পাওয়া যেতে পারে, যেখানে আইফোন ১৫ প্রো ম্যাক্সে ২৯ ঘণ্টা ব্যাটারি লাইফ পাওয়া যায়।
৫. আরও বেশি স্টোরেজ
কোরিয়ার এক তথ্য সূত্র বলেছে, আইফোন ১৬ প্রো মডেলে নতুন ২ টিবি ম্যাক্সিমাম স্টোরেজ বাড়ানো যাবে। অ্যাপল নতুন মডেলগুলোয় কোয়াড লেভেল সেল (কিউএলসি) এনএএনডি ফ্ল্যাশ চিপের ব্যবহার করতে পারে। ফলে ফোনের স্টোরেজ বৃদ্ধি পাবে। এই প্রযুক্তি আগের মডেলগুলোয় ব্যবহার করা ট্রিপল লেবেল সেল (টিএলসি) এনএএনডি ফ্ল্যাশ চিপের চেয়ে সাশ্রয়ী।
নতুন ফোনটি বাজারে আসতে আরও অনেক সময় বাকি। তাই ফোনটি সম্পর্কে যেসব ফিচার জানা গেছে তা মূল ফোনে নাও থাকতে পারে।
চলতি বছরের সবচেয়ে আকর্ষণীয় ফোন হবে আইফোন ১৬ সিরিজের মডেলগুলো। অ্যাপলের সবচেয়ে দামি ও বড় মডেল হলো—প্রো ম্যাক্স। এই মডেলের সাইজ, ব্যাটারি ও স্টোরেজসহ ৫টি পরিবর্তন আসতে পারে বলে জানিয়েছে প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট ম্যাকরিউমার।
প্রতিবছরের মতো এবারও সেপেটম্বরে আইফোন ১৬ সিরিজ ফোন উন্মোচন করবে অ্যাপল। বিভিন্ন তথ্য অনুযায়ী আইফোন প্রো ম্যাক্সে যেসব পরিবর্তন আসতে পারে তা তুলে ধরা হলো—
১. সাইজের পরিবর্তন
বিভিন্ন সূত্রের বরাত দিয়ে ম্যাকরিউমার বলছে, আইফোন ১৬ প্রো ম্যাক্সের সাইজ গত বছরের আইফোন ১৫ প্রো ম্যাক্স (৬ দশমিক ৭ ইঞ্চি) চেয়েও বড় আকারের হবে। নতুন মডেলটির সাইজ ৬ দশমিক ৯ ইঞ্চি হবে। আইফোন ১৫ প্রো ম্যাক্সের চেয়ে এর দৈর্ঘ্য, প্রস্থ বেশি হবে। তবে এর পুরুত্ব আগের মডেলের মতো হলেও সাইজ বৃদ্ধি পাওয়ায় এর ওজনও কিছুটা বাড়বে। যারা একটু ছোট স্মার্টফোন পছন্দ করে, তারা এই ফোন ব্যবহারে কিছুটা সমস্যার সম্মুখীন হতে পারেন।
২. বড় স্ক্রিন
বড় সাইজের ফোনে স্ক্রিনও বড় হবে এটাই স্বাভাবিক। তবে অ্যাপল শুধু বাহ্যিক বিষয়টিই দেখছে না। এটি মিডিয়া দেখার অভিজ্ঞতাকে আরও উন্নত করার চেষ্টা করছে। আইফোন ১৬ প্রো মডেলে ‘বর্ডার রিডাকশন স্ট্রাকচার’ (বিআরএস) প্রযুক্তি ব্যবহার করবে বলে জানিয়েছে অ্যাপল। ফলে স্ক্রিনের বেজেল সাইজও অনেক কম– (স্ক্রিনের চারপাশে যে কালো অংশ) ১ দশমিক ১৫ এমএম (মিলিমিটার) হবে। গত বছর আইফোন প্রো ১৫ মডেলে ‘লো ইনজেকশন প্রেসার ওভার মোল্ডিং’ (এলআইপিও) প্রযুক্তি ব্যবহার করে বেজের আকার ১ দশমিক ৫ মিলিমিটারে কমিয়ে এনেছিল যা আইফোন ১৪ মডেলে বেজেল সাইজ ছিল ২ দশমিক ২ মিলিমিটার।
৩. বড় ক্যামেরা
আইফোন ১৬ প্রো ম্যাক্সে আরও উন্নত ক্যামেরা ব্যবহার করা হবে। এতে ১২ শতাংশ বড় ক্যামেরা ব্যবহার করা হবে। আরও ভালো পারফরম্যান্সের জন্য ফোনটির ক্যামেরায় ৪৮ মেগাপিক্সেল সনি আইএমএক্স ৯০৩ সেন্সর, ডেটা কনভার্সনের জন্য ১৪ বিটের অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার (এডিসি) ও উন্নত ডাইনামিক রেঞ্জ এবং নয়েজ কন্ট্রোলের জন্য ডিজিটাল গেইন কন্ট্রোল (ডিসিজি) যুক্ত করা হবে। এ ছাড়া ৪৮ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরা থাকতে পারে।
৪. ব্যাটারি ক্ষমতা বৃদ্ধি
প্রযুক্তি বিশ্লেষক মিং চি কু এর মতে, নতুন আইফোন মডেলগুলোয় আরও শক্তিশালী ব্যাটারি কোষ ব্যবহার করবে অ্যাপল। এর ফলে ব্যাটারির সাইজ পরিবর্তন না করলেও ফোনগুলো ব্যাটারির চার্জ বেশিক্ষণ থাকবে। আইফোন ১৬ প্রো মডেলগুলোতে ‘স্ট্যাকড ব্যাটারি’ প্রযুক্তি ব্যবহার করা হতে পারে। আইফোন ১৬ প্রো ম্যাক্সে ৩০ ঘণ্টার বেশি ব্যাটারি লাইফ পাওয়া যেতে পারে, যেখানে আইফোন ১৫ প্রো ম্যাক্সে ২৯ ঘণ্টা ব্যাটারি লাইফ পাওয়া যায়।
৫. আরও বেশি স্টোরেজ
কোরিয়ার এক তথ্য সূত্র বলেছে, আইফোন ১৬ প্রো মডেলে নতুন ২ টিবি ম্যাক্সিমাম স্টোরেজ বাড়ানো যাবে। অ্যাপল নতুন মডেলগুলোয় কোয়াড লেভেল সেল (কিউএলসি) এনএএনডি ফ্ল্যাশ চিপের ব্যবহার করতে পারে। ফলে ফোনের স্টোরেজ বৃদ্ধি পাবে। এই প্রযুক্তি আগের মডেলগুলোয় ব্যবহার করা ট্রিপল লেবেল সেল (টিএলসি) এনএএনডি ফ্ল্যাশ চিপের চেয়ে সাশ্রয়ী।
নতুন ফোনটি বাজারে আসতে আরও অনেক সময় বাকি। তাই ফোনটি সম্পর্কে যেসব ফিচার জানা গেছে তা মূল ফোনে নাও থাকতে পারে।
চীনের সবচেয়ে ধনী ব্যক্তি এখন টিকটকের মালিক প্রতিষ্ঠান বাইটড্যান্সের সহ-প্রতিষ্ঠাতা ঝ্যাং ইয়িমিং। দেশটির ধনী ব্যক্তিদের একটি তালিকা প্রকাশ করেছে হুরুন রিসার্চ ইনস্টিটিউট। এই তালিকায় ৪৯ দশমিক ৩ বিলিয়ন মার্কিন ডলার বা ৪ হাজার ৯৩০ কোটি ডলার সম্পদ নিয়ে প্রথম স্থান অর্জন করেছেন ঝ্যাং। ২০২৩ সালের তুলনায় তা
১১ ঘণ্টা আগেগুগলের নতুন কোডগুলোর প্রায় এক–চতুর্থাংশের বেশি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি। গত মঙ্গলবার কোম্পানিটির ত্রৈমাসিক প্রতিবেদন প্রকাশের সময় এসব তথ্য জানায় সিইও সুন্দর পিচাই।
১৩ ঘণ্টা আগেকৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই সিস্টেমগুলোর জন্য ব্রডকম ও টিএসএমসি–এর সহযোগিতায় নিজস্ব চিপ তৈরি করছে ওপেনএআই। এর পাশাপাশি অবকাঠামোগত চাহিদা পূরণের জন্য এনভিডিয়া ও এএমডি–এর চিপগুলোও ব্যবহার করছে কোম্পানিটি। সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।
১৪ ঘণ্টা আগেমেটা, টিকটক ও কোয়াইয় নামের চীনের শর্ট ভিডিও প্ল্যাটফর্মের বিরুদ্ধে দুটি মামলা দায়ের করেছে ব্রাজিলের ভোক্তা অধিকার গ্রুপ কালেকটিভ ডিফেন্স ইনস্টিটিউট। মামলার অভিযোগ বলা হয়, কোম্পানিগুলো অপ্রাপ্তবয়স্কদের নিরাপত্তা নিশ্চিত করতে যথাযথ ব্যবস্থা গ্রহণে ব্যর্থ হয়েছে। তাই মামলায় ৩ বিলিয়ন রেইস বা প্রায় ৫২৫ মি
১৬ ঘণ্টা আগে