কুহেলী রহমান
বর্তমান সময়ে বাইকপ্রেমীদের মূল আকর্ষণ হলো স্পোর্টস বাইক। এতে মেলে সর্বোচ্চ পারফরম্যান্স, ফাস্ট এক্সিলারেশন এবং একটি আকর্ষণীয় লুক।
সম্প্রতি বাংলাদেশের বাজারে এসেছে বাজাজ পালসার এন১৬০ মোটরসাইকেল। এই ১৬০ সিসির মোটরসাইকেলে আছে ডুয়েল-চ্যানেল এবিএস।
নতুন পালসার এন১৬০ বাইকে আছে এলইডি প্রজেক্টর হেডলাইট ও আন্ডারবেলি এগজস্ট। আরও আছে ৩৭এমএম ফ্রন্ট সাসপেনশন। টুইন-চ্যানেল এবিএস ফিচারটি চাকা লক না হওয়া বা আটকে যাওয়া কিংবা যেকোনো রাস্তায় চাকা যেন পিছলে না যায়, তা নিশ্চিত করে। ৩৭ মিলিমিটার টেলিস্কোপিক ফ্রন্ট ফর্কসহ ফ্রন্ট সাসপেনশন দুর্দান্তভাবে গতি বাড়াতে ও থামাতে সাহায্য করে। পালসার এন১৬০তে নতুন ডিটিএস প্রযুক্তির ১৬০ দশমিক ৩ সিসির ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। এই ইঞ্জিনে সর্বোচ্চ ১৭ দশমিক ২ পিএস শক্তি ও ১৪ দশমিক ৬ নিউটন মিটার টর্ক পাওয়া যায়। সঙ্গে রয়েছে ৫ স্পিড ম্যানুয়াল ট্রান্সমিশন, যা চালককে দেবে নতুন শক্তি।
বাইকটিতে কোনো কিক স্টার্টার নেই। রয়েছে সেলফ স্টার্টার। নতুন পালসার এন১৬০ দুই ধাতব রঙের আবহে তৈরি। বাইকটিতে আছে হাইটেক লুক। আধুনিক জীবনকে আরও সহজ করে তুলতে ট্যাংক ফ্ল্যাপের কাছেই রয়েছে ইউএসবি চার্জিং পয়েন্ট। দুটি ১৭ ইঞ্চি চাকার সামনের চাকায় ৩০০ মিলিমিটার ডিস্ক ব্রেক ও পেছনের চাকায় থাকছে ২৩০ মিলিমিটার ডিস্ক ব্রেক। এর সামনের চাকায় ১০০ সেকশন টায়ার ও পেছনের চাকায় ১৩০ সেকশন টায়ার ব্যবহার করা হয়েছে।
বাজাজ পালসার এন১৬০ পাওয়া যাচ্ছে উত্তরা মোটরস লিমিটেডের সব ডিলার পয়েন্টে। ব্রুকলিন ব্ল্যাক রঙের বাইকটির দাম ২ লাখ ৬০ হাজার টাকা। পালসার এন১৬০ কিনলে সঙ্গে থাকছে দুই বছরের ওয়ারেন্টি ও চারবার বিনা মূল্যে সার্ভিসিংয়ের সুযোগ।
বর্তমান সময়ে বাইকপ্রেমীদের মূল আকর্ষণ হলো স্পোর্টস বাইক। এতে মেলে সর্বোচ্চ পারফরম্যান্স, ফাস্ট এক্সিলারেশন এবং একটি আকর্ষণীয় লুক।
সম্প্রতি বাংলাদেশের বাজারে এসেছে বাজাজ পালসার এন১৬০ মোটরসাইকেল। এই ১৬০ সিসির মোটরসাইকেলে আছে ডুয়েল-চ্যানেল এবিএস।
নতুন পালসার এন১৬০ বাইকে আছে এলইডি প্রজেক্টর হেডলাইট ও আন্ডারবেলি এগজস্ট। আরও আছে ৩৭এমএম ফ্রন্ট সাসপেনশন। টুইন-চ্যানেল এবিএস ফিচারটি চাকা লক না হওয়া বা আটকে যাওয়া কিংবা যেকোনো রাস্তায় চাকা যেন পিছলে না যায়, তা নিশ্চিত করে। ৩৭ মিলিমিটার টেলিস্কোপিক ফ্রন্ট ফর্কসহ ফ্রন্ট সাসপেনশন দুর্দান্তভাবে গতি বাড়াতে ও থামাতে সাহায্য করে। পালসার এন১৬০তে নতুন ডিটিএস প্রযুক্তির ১৬০ দশমিক ৩ সিসির ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। এই ইঞ্জিনে সর্বোচ্চ ১৭ দশমিক ২ পিএস শক্তি ও ১৪ দশমিক ৬ নিউটন মিটার টর্ক পাওয়া যায়। সঙ্গে রয়েছে ৫ স্পিড ম্যানুয়াল ট্রান্সমিশন, যা চালককে দেবে নতুন শক্তি।
বাইকটিতে কোনো কিক স্টার্টার নেই। রয়েছে সেলফ স্টার্টার। নতুন পালসার এন১৬০ দুই ধাতব রঙের আবহে তৈরি। বাইকটিতে আছে হাইটেক লুক। আধুনিক জীবনকে আরও সহজ করে তুলতে ট্যাংক ফ্ল্যাপের কাছেই রয়েছে ইউএসবি চার্জিং পয়েন্ট। দুটি ১৭ ইঞ্চি চাকার সামনের চাকায় ৩০০ মিলিমিটার ডিস্ক ব্রেক ও পেছনের চাকায় থাকছে ২৩০ মিলিমিটার ডিস্ক ব্রেক। এর সামনের চাকায় ১০০ সেকশন টায়ার ও পেছনের চাকায় ১৩০ সেকশন টায়ার ব্যবহার করা হয়েছে।
বাজাজ পালসার এন১৬০ পাওয়া যাচ্ছে উত্তরা মোটরস লিমিটেডের সব ডিলার পয়েন্টে। ব্রুকলিন ব্ল্যাক রঙের বাইকটির দাম ২ লাখ ৬০ হাজার টাকা। পালসার এন১৬০ কিনলে সঙ্গে থাকছে দুই বছরের ওয়ারেন্টি ও চারবার বিনা মূল্যে সার্ভিসিংয়ের সুযোগ।
চীনের সবচেয়ে ধনী ব্যক্তি এখন টিকটকের মালিক প্রতিষ্ঠান বাইটড্যান্সের সহ-প্রতিষ্ঠাতা ঝ্যাং ইয়িমিং। দেশটির ধনী ব্যক্তিদের একটি তালিকা প্রকাশ করেছে হুরুন রিসার্চ ইনস্টিটিউট। এই তালিকায় ৪৯ দশমিক ৩ বিলিয়ন মার্কিন ডলার বা ৪ হাজার ৯৩০ কোটি ডলার সম্পদ নিয়ে প্রথম স্থান অর্জন করেছেন ঝ্যাং। ২০২৩ সালের তুলনায় তা
১১ ঘণ্টা আগেগুগলের নতুন কোডগুলোর প্রায় এক–চতুর্থাংশের বেশি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি। গত মঙ্গলবার কোম্পানিটির ত্রৈমাসিক প্রতিবেদন প্রকাশের সময় এসব তথ্য জানায় সিইও সুন্দর পিচাই।
১৩ ঘণ্টা আগেকৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই সিস্টেমগুলোর জন্য ব্রডকম ও টিএসএমসি–এর সহযোগিতায় নিজস্ব চিপ তৈরি করছে ওপেনএআই। এর পাশাপাশি অবকাঠামোগত চাহিদা পূরণের জন্য এনভিডিয়া ও এএমডি–এর চিপগুলোও ব্যবহার করছে কোম্পানিটি। সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।
১৪ ঘণ্টা আগেমেটা, টিকটক ও কোয়াইয় নামের চীনের শর্ট ভিডিও প্ল্যাটফর্মের বিরুদ্ধে দুটি মামলা দায়ের করেছে ব্রাজিলের ভোক্তা অধিকার গ্রুপ কালেকটিভ ডিফেন্স ইনস্টিটিউট। মামলার অভিযোগ বলা হয়, কোম্পানিগুলো অপ্রাপ্তবয়স্কদের নিরাপত্তা নিশ্চিত করতে যথাযথ ব্যবস্থা গ্রহণে ব্যর্থ হয়েছে। তাই মামলায় ৩ বিলিয়ন রেইস বা প্রায় ৫২৫ মি
১৬ ঘণ্টা আগে