টি এইচ মাহির
বাসাবাড়ি কিংবা অফিস-আদালতে নিরাপত্তার জন্য অথবা নজরদারির জন্য সিসিটিভি ক্যামেরা ব্যবহার এখন খুবই সাধারণ ব্যাপার। কিন্তু কখনো কখনো অপরাধীরা সিসিটিভি ভেঙে অপরাধ সংঘটিত করে পালিয়ে যায়। তাই স্লোভেনিয়াভিত্তিক একটি প্রতিষ্ঠান এমন সিকিউরিটি ক্যামেরা বানিয়েছে, যা বাসাবাড়ি পাহারা দেওয়ার পাশাপাশি কাঁদানে গ্যাসের শেল বা পেইন্টবল ছুড়ে দেবে অপরাধীদের দিকে। এ ছাড়া বাড়ির আশপাশে সন্দেহজনক কাউকে চোখে পড়লে তাড়িয়ে দেবে।
পেইন্টক্যাম ইভ নামে এই সিকিউরিটি ক্যামেরা বানিয়েছে স্লোভেনিয়াভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান ওজ আইটি। এই ক্যামেরা অবৈধ অনুপ্রবেশকারী ও পশুপাখি শনাক্ত করতে পারে। সেই সঙ্গে তাদের গতিবিধিও পর্যবেক্ষণ করতে পারে। তা ছাড়া এখানে ব্যবহার করা হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইভিত্তিক অবজেক্ট শনাক্তকরণ প্রযুক্তি। অনুপ্রবেশকারীদের আটকানোর জন্য কাঁদানে গ্যাসের শেল বা পেইন্টবল ছুড়ে দেয় পেইন্টক্যাম ক্যামেরা। আবার এটিকে অ্যাপের মাধ্যমেও নিয়ন্ত্রণ করা যাবে।
পেইন্টক্যাম আকারে বেশ ছোট ক্যামেরা। এটি বাসাবাড়িসহ যেকোনো স্থাপনার যেকোনো জায়গায় স্থাপন করা যাবে। পেইন্টক্যাম অ্যাপের মাধ্যমে নির্দিষ্ট স্থানের নিরাপত্তা নিয়ন্ত্রণ করা যাবে। নির্দিষ্ট করে দেওয়া জায়গায় অনুপ্রবেশকারী প্রবেশ করলে পেইন্টক্যাম ফেস রিকগনিশন দিয়ে তা শনাক্ত করতে পারবে। অপরিচিত মুখ শনাক্ত হলে অ্যালার্ম অথবা অ্যাপের মাধ্যমে জানিয়ে দেবে।
অনুপ্রবেশকারীকে পেইন্টক্যাম পাঁচ সেকেন্ড সময় দেবে নির্দিষ্ট এলাকা ছেড়ে যাওয়ার। না গেলে এটি অনুপ্রবেশকারীকে লক্ষ্য করে কাঁদানে গ্যাসের শেল বা পেইন্টবল ছুড়ে দেবে। এগুলো সতর্ক করার জন্য স্বয়ংক্রিয়ভাবে ব্যবহার করবে পেইন্টক্যাম ক্যামেরা। শুধু চিহ্নিত নয়, অবজেক্টকে ট্র্যাকও করতে পারে এই ক্যামেরা; অর্থাৎ অবজেক্ট যেদিকে যাবে, ক্যামেরাও সেদিকে ঘুরবে—যাকে মুভমেন্ট ডিটেকশন ফিচার বলা হয়েছে। মনিটরিং, অবজেক্ট ট্র্যাকিং, মুভমেন্ট ডিটেকশন ছাড়াও রাতের আঁধারে স্পষ্ট দেখতে পায় নাইট ভিশন ফিচারের এই ক্যামেরা।
পেইন্টক্যাম ক্যামেরায় ধারণ করা সব ভিডিও জমা হবে এর স্টোরেজে। অ্যাপের মাধ্যমে তা দেখা যাবে। আবার অ্যাপ দিয়ে এই ক্যামেরাকে বিভিন্নভাবে পরিচালনা করা যাবে। সাধারণ স্মার্ট হোম সিকিউরিটি ফিচারগুলো পাওয়া যাবে এখানে।
বর্তমানে পেইন্টক্যামের ইভ, ইভ প্লাস এবং ইভ প্রো এই তিনটি ধরন আছে। তবে ইভে শুধু স্মার্ট সিকিউরিটি ফিচারগুলো থাকলেও ইভ প্রো সংস্করণে সব ধরনের ফিচার পাওয়া যাবে।
সূত্র: পেইন্টক্যাম ডট ইউ
বাসাবাড়ি কিংবা অফিস-আদালতে নিরাপত্তার জন্য অথবা নজরদারির জন্য সিসিটিভি ক্যামেরা ব্যবহার এখন খুবই সাধারণ ব্যাপার। কিন্তু কখনো কখনো অপরাধীরা সিসিটিভি ভেঙে অপরাধ সংঘটিত করে পালিয়ে যায়। তাই স্লোভেনিয়াভিত্তিক একটি প্রতিষ্ঠান এমন সিকিউরিটি ক্যামেরা বানিয়েছে, যা বাসাবাড়ি পাহারা দেওয়ার পাশাপাশি কাঁদানে গ্যাসের শেল বা পেইন্টবল ছুড়ে দেবে অপরাধীদের দিকে। এ ছাড়া বাড়ির আশপাশে সন্দেহজনক কাউকে চোখে পড়লে তাড়িয়ে দেবে।
পেইন্টক্যাম ইভ নামে এই সিকিউরিটি ক্যামেরা বানিয়েছে স্লোভেনিয়াভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান ওজ আইটি। এই ক্যামেরা অবৈধ অনুপ্রবেশকারী ও পশুপাখি শনাক্ত করতে পারে। সেই সঙ্গে তাদের গতিবিধিও পর্যবেক্ষণ করতে পারে। তা ছাড়া এখানে ব্যবহার করা হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইভিত্তিক অবজেক্ট শনাক্তকরণ প্রযুক্তি। অনুপ্রবেশকারীদের আটকানোর জন্য কাঁদানে গ্যাসের শেল বা পেইন্টবল ছুড়ে দেয় পেইন্টক্যাম ক্যামেরা। আবার এটিকে অ্যাপের মাধ্যমেও নিয়ন্ত্রণ করা যাবে।
পেইন্টক্যাম আকারে বেশ ছোট ক্যামেরা। এটি বাসাবাড়িসহ যেকোনো স্থাপনার যেকোনো জায়গায় স্থাপন করা যাবে। পেইন্টক্যাম অ্যাপের মাধ্যমে নির্দিষ্ট স্থানের নিরাপত্তা নিয়ন্ত্রণ করা যাবে। নির্দিষ্ট করে দেওয়া জায়গায় অনুপ্রবেশকারী প্রবেশ করলে পেইন্টক্যাম ফেস রিকগনিশন দিয়ে তা শনাক্ত করতে পারবে। অপরিচিত মুখ শনাক্ত হলে অ্যালার্ম অথবা অ্যাপের মাধ্যমে জানিয়ে দেবে।
অনুপ্রবেশকারীকে পেইন্টক্যাম পাঁচ সেকেন্ড সময় দেবে নির্দিষ্ট এলাকা ছেড়ে যাওয়ার। না গেলে এটি অনুপ্রবেশকারীকে লক্ষ্য করে কাঁদানে গ্যাসের শেল বা পেইন্টবল ছুড়ে দেবে। এগুলো সতর্ক করার জন্য স্বয়ংক্রিয়ভাবে ব্যবহার করবে পেইন্টক্যাম ক্যামেরা। শুধু চিহ্নিত নয়, অবজেক্টকে ট্র্যাকও করতে পারে এই ক্যামেরা; অর্থাৎ অবজেক্ট যেদিকে যাবে, ক্যামেরাও সেদিকে ঘুরবে—যাকে মুভমেন্ট ডিটেকশন ফিচার বলা হয়েছে। মনিটরিং, অবজেক্ট ট্র্যাকিং, মুভমেন্ট ডিটেকশন ছাড়াও রাতের আঁধারে স্পষ্ট দেখতে পায় নাইট ভিশন ফিচারের এই ক্যামেরা।
পেইন্টক্যাম ক্যামেরায় ধারণ করা সব ভিডিও জমা হবে এর স্টোরেজে। অ্যাপের মাধ্যমে তা দেখা যাবে। আবার অ্যাপ দিয়ে এই ক্যামেরাকে বিভিন্নভাবে পরিচালনা করা যাবে। সাধারণ স্মার্ট হোম সিকিউরিটি ফিচারগুলো পাওয়া যাবে এখানে।
বর্তমানে পেইন্টক্যামের ইভ, ইভ প্লাস এবং ইভ প্রো এই তিনটি ধরন আছে। তবে ইভে শুধু স্মার্ট সিকিউরিটি ফিচারগুলো থাকলেও ইভ প্রো সংস্করণে সব ধরনের ফিচার পাওয়া যাবে।
সূত্র: পেইন্টক্যাম ডট ইউ
চীনের সবচেয়ে ধনী ব্যক্তি এখন টিকটকের মালিক প্রতিষ্ঠান বাইটড্যান্সের সহ-প্রতিষ্ঠাতা ঝ্যাং ইয়িমিং। দেশটির ধনী ব্যক্তিদের একটি তালিকা প্রকাশ করেছে হুরুন রিসার্চ ইনস্টিটিউট। এই তালিকায় ৪৯ দশমিক ৩ বিলিয়ন মার্কিন ডলার বা ৪ হাজার ৯৩০ কোটি ডলার সম্পদ নিয়ে প্রথম স্থান অর্জন করেছেন ঝ্যাং। ২০২৩ সালের তুলনায় তা
১১ ঘণ্টা আগেগুগলের নতুন কোডগুলোর প্রায় এক–চতুর্থাংশের বেশি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি। গত মঙ্গলবার কোম্পানিটির ত্রৈমাসিক প্রতিবেদন প্রকাশের সময় এসব তথ্য জানায় সিইও সুন্দর পিচাই।
১৩ ঘণ্টা আগেকৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই সিস্টেমগুলোর জন্য ব্রডকম ও টিএসএমসি–এর সহযোগিতায় নিজস্ব চিপ তৈরি করছে ওপেনএআই। এর পাশাপাশি অবকাঠামোগত চাহিদা পূরণের জন্য এনভিডিয়া ও এএমডি–এর চিপগুলোও ব্যবহার করছে কোম্পানিটি। সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।
১৪ ঘণ্টা আগেমেটা, টিকটক ও কোয়াইয় নামের চীনের শর্ট ভিডিও প্ল্যাটফর্মের বিরুদ্ধে দুটি মামলা দায়ের করেছে ব্রাজিলের ভোক্তা অধিকার গ্রুপ কালেকটিভ ডিফেন্স ইনস্টিটিউট। মামলার অভিযোগ বলা হয়, কোম্পানিগুলো অপ্রাপ্তবয়স্কদের নিরাপত্তা নিশ্চিত করতে যথাযথ ব্যবস্থা গ্রহণে ব্যর্থ হয়েছে। তাই মামলায় ৩ বিলিয়ন রেইস বা প্রায় ৫২৫ মি
১৬ ঘণ্টা আগে