অনলাইন ডেস্ক
এম ৩ সিরিজের প্রসেসরসহ ম্যাকবুক প্রোর নতুন মডেল নিয়ে এল অ্যাপল। ল্যাপটপগুলোতে নতুন এম৩, এম৩ প্রো ও এম৩ ম্যাক্স চিপ ব্যবহার করা হয়েছে। লিকুইড রেটিনা এক্সডিআর ডিসপ্লেসহ ল্যাপটপগুলো ২২ ঘণ্টার ব্যাটারি ব্যাকআপ পাবে বলে কোম্পানি দাবি করছে।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট গেজেট ৩৬০ এক প্রতিবেদনে বলছে, ‘স্ক্যারি ফাস্ট’ নামের ইভেন্টে নতুন ম্যাকবুক প্রো মডেলসহ এম৩, এম৩ প্রো ও এম৩ ম্যাক্স চিপের উন্মোচন করে অ্যাপল।
ম্যাকবুক প্রো (২০২৩) এর স্পেসিফিকেশন ও ফিচার
ম্যাকবুক প্রো (২০২৩) মডেলের ল্যাপটপগুলোতে এম৩ সিরিজের চিপ ব্যবহার করা হয়েছে। এই এম ৩ সিরিজে মধ্যে রয়েছে–এম৩, এম৩ প্রো ও এম৩ ম্যাক্স চিপ। নতুন চিপগুলোতে টিএসএমসি এর ৩ এনএম প্রসেস প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এতে ১৬ সিপিউ কোরস, ৪০ জিপিউ কোরস ও ১৬ নিউরাল ইঞ্জিন কোর রয়েছে। এম ৩ ম্যাক্স চিপযুক্ত ল্যাপটপে ১২৮ জিবি পর্যন্ত র্যাম ব্যবহার করা যাবে। এম ৩, এম ৩ প্রো চিপযুক্ত মডেলগুলোতে যথাক্রমে ২৪ জিবি ও ৩৬ জিবি র্যাম রয়েছে। ল্যাপটপগুলোতে ১ টিবি পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ ব্যবহার করা যাবে।
অ্যাপল দাবি করছে, এম ৩ চিপগুলো আগের এম ১ প্রো প্রসেসরের তুলনায় ৪০ গুণ এবং ইন্টেলের কোরআই৭ চালিত ম্যাকবুক প্রোর তুলনায় ১১ গুণ দ্রুত কাজ করবে।
ম্যাকবুক প্রো মডেলগুলো ১৪ ও ১৬ ইঞ্চির দুই ধরনের ডিসপ্লেতে পাওয়া যাবে। ডিসপ্লেগুলোতে ১২০ হার্টজ রিফ্রেশ পাওয়া যাবে ও ব্রাইটনেস থাকবে ১৬০০ নিটস (এইচডিআর কনটেন্টে) ও ৬০০ নিটস (এসডিআর কনটেন্টে)। ল্যাপটপগুলোর কিবোর্ডে বায়োমেট্রিক অথেনটিক্যাশনের জন্য টাচ আইডির সমর্থনও রয়েছে।
এম ৩ চিপসহ ১৪ ইঞ্চির ম্যাকবুক ল্যাপটপ একবার চার্জ দিলে ২২ ঘণ্টা ব্যাটারি ব্যাকআপ ও এম ৩ প্রো ও এম ৩ চিপসহ মডেলগুলো ১৮ ঘণ্টা ব্যাটারি ব্যাকআপ পাবে। এদিকে এম ৩ প্রো ও এম ৩ ম্যাক্স চিপযুক্ত ১৬ ইঞ্চি ম্যাকবুক প্রো মডেলে ২২ ঘণ্টা ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে।
দাম ও রং
১৪ ইঞ্চির এম ৩ চিপসহ ম্যাকবুক প্রো এর বেস মডেলের দাম ১ লাখ ৬৯ হাজার ৯০০ রুপি এবং এম ৩ প্রো চিপসহ ল্যাপটপটির দাম ১ লাখ ৯৯ হাজার ৯০০ রুপি। অপরদিকে ১৬ ইঞ্চির ম্যাকবুক প্রো এর বেস মডেলের দাম ২ লাখ ৪৯ হাজার ৯০০ রুপি। ২৭টি দেশে প্রি–অর্ডারে নতুন মডেলগুলো পাওয়া যাবে। ৭ নভেম্বর থেকে মডেলগুলো অ্যাপলের ওয়েবসাইট ও অফিশিয়াল স্টোরে কেনা যাবে।
সিলভার (রুপালি) ও স্পেস ব্ল্যাক (কালো) রঙে এই তিনটি মডেল পাওয়া যাবে।
এম ৩ সিরিজের প্রসেসরসহ ম্যাকবুক প্রোর নতুন মডেল নিয়ে এল অ্যাপল। ল্যাপটপগুলোতে নতুন এম৩, এম৩ প্রো ও এম৩ ম্যাক্স চিপ ব্যবহার করা হয়েছে। লিকুইড রেটিনা এক্সডিআর ডিসপ্লেসহ ল্যাপটপগুলো ২২ ঘণ্টার ব্যাটারি ব্যাকআপ পাবে বলে কোম্পানি দাবি করছে।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট গেজেট ৩৬০ এক প্রতিবেদনে বলছে, ‘স্ক্যারি ফাস্ট’ নামের ইভেন্টে নতুন ম্যাকবুক প্রো মডেলসহ এম৩, এম৩ প্রো ও এম৩ ম্যাক্স চিপের উন্মোচন করে অ্যাপল।
ম্যাকবুক প্রো (২০২৩) এর স্পেসিফিকেশন ও ফিচার
ম্যাকবুক প্রো (২০২৩) মডেলের ল্যাপটপগুলোতে এম৩ সিরিজের চিপ ব্যবহার করা হয়েছে। এই এম ৩ সিরিজে মধ্যে রয়েছে–এম৩, এম৩ প্রো ও এম৩ ম্যাক্স চিপ। নতুন চিপগুলোতে টিএসএমসি এর ৩ এনএম প্রসেস প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এতে ১৬ সিপিউ কোরস, ৪০ জিপিউ কোরস ও ১৬ নিউরাল ইঞ্জিন কোর রয়েছে। এম ৩ ম্যাক্স চিপযুক্ত ল্যাপটপে ১২৮ জিবি পর্যন্ত র্যাম ব্যবহার করা যাবে। এম ৩, এম ৩ প্রো চিপযুক্ত মডেলগুলোতে যথাক্রমে ২৪ জিবি ও ৩৬ জিবি র্যাম রয়েছে। ল্যাপটপগুলোতে ১ টিবি পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ ব্যবহার করা যাবে।
অ্যাপল দাবি করছে, এম ৩ চিপগুলো আগের এম ১ প্রো প্রসেসরের তুলনায় ৪০ গুণ এবং ইন্টেলের কোরআই৭ চালিত ম্যাকবুক প্রোর তুলনায় ১১ গুণ দ্রুত কাজ করবে।
ম্যাকবুক প্রো মডেলগুলো ১৪ ও ১৬ ইঞ্চির দুই ধরনের ডিসপ্লেতে পাওয়া যাবে। ডিসপ্লেগুলোতে ১২০ হার্টজ রিফ্রেশ পাওয়া যাবে ও ব্রাইটনেস থাকবে ১৬০০ নিটস (এইচডিআর কনটেন্টে) ও ৬০০ নিটস (এসডিআর কনটেন্টে)। ল্যাপটপগুলোর কিবোর্ডে বায়োমেট্রিক অথেনটিক্যাশনের জন্য টাচ আইডির সমর্থনও রয়েছে।
এম ৩ চিপসহ ১৪ ইঞ্চির ম্যাকবুক ল্যাপটপ একবার চার্জ দিলে ২২ ঘণ্টা ব্যাটারি ব্যাকআপ ও এম ৩ প্রো ও এম ৩ চিপসহ মডেলগুলো ১৮ ঘণ্টা ব্যাটারি ব্যাকআপ পাবে। এদিকে এম ৩ প্রো ও এম ৩ ম্যাক্স চিপযুক্ত ১৬ ইঞ্চি ম্যাকবুক প্রো মডেলে ২২ ঘণ্টা ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে।
দাম ও রং
১৪ ইঞ্চির এম ৩ চিপসহ ম্যাকবুক প্রো এর বেস মডেলের দাম ১ লাখ ৬৯ হাজার ৯০০ রুপি এবং এম ৩ প্রো চিপসহ ল্যাপটপটির দাম ১ লাখ ৯৯ হাজার ৯০০ রুপি। অপরদিকে ১৬ ইঞ্চির ম্যাকবুক প্রো এর বেস মডেলের দাম ২ লাখ ৪৯ হাজার ৯০০ রুপি। ২৭টি দেশে প্রি–অর্ডারে নতুন মডেলগুলো পাওয়া যাবে। ৭ নভেম্বর থেকে মডেলগুলো অ্যাপলের ওয়েবসাইট ও অফিশিয়াল স্টোরে কেনা যাবে।
সিলভার (রুপালি) ও স্পেস ব্ল্যাক (কালো) রঙে এই তিনটি মডেল পাওয়া যাবে।
চীনের সবচেয়ে ধনী ব্যক্তি এখন টিকটকের মালিক প্রতিষ্ঠান বাইটড্যান্সের সহ-প্রতিষ্ঠাতা ঝ্যাং ইয়িমিং। দেশটির ধনী ব্যক্তিদের একটি তালিকা প্রকাশ করেছে হুরুন রিসার্চ ইনস্টিটিউট। এই তালিকায় ৪৯ দশমিক ৩ বিলিয়ন মার্কিন ডলার বা ৪ হাজার ৯৩০ কোটি ডলার সম্পদ নিয়ে প্রথম স্থান অর্জন করেছেন ঝ্যাং। ২০২৩ সালের তুলনায় তা
১৩ ঘণ্টা আগেগুগলের নতুন কোডগুলোর প্রায় এক–চতুর্থাংশের বেশি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি। গত মঙ্গলবার কোম্পানিটির ত্রৈমাসিক প্রতিবেদন প্রকাশের সময় এসব তথ্য জানায় সিইও সুন্দর পিচাই।
১৫ ঘণ্টা আগেকৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই সিস্টেমগুলোর জন্য ব্রডকম ও টিএসএমসি–এর সহযোগিতায় নিজস্ব চিপ তৈরি করছে ওপেনএআই। এর পাশাপাশি অবকাঠামোগত চাহিদা পূরণের জন্য এনভিডিয়া ও এএমডি–এর চিপগুলোও ব্যবহার করছে কোম্পানিটি। সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।
১৬ ঘণ্টা আগেমেটা, টিকটক ও কোয়াইয় নামের চীনের শর্ট ভিডিও প্ল্যাটফর্মের বিরুদ্ধে দুটি মামলা দায়ের করেছে ব্রাজিলের ভোক্তা অধিকার গ্রুপ কালেকটিভ ডিফেন্স ইনস্টিটিউট। মামলার অভিযোগ বলা হয়, কোম্পানিগুলো অপ্রাপ্তবয়স্কদের নিরাপত্তা নিশ্চিত করতে যথাযথ ব্যবস্থা গ্রহণে ব্যর্থ হয়েছে। তাই মামলায় ৩ বিলিয়ন রেইস বা প্রায় ৫২৫ মি
১৮ ঘণ্টা আগে