সাদাত হোসেন
ওপেন এআইর প্রতিষ্ঠাতা স্যাম অল্টম্যান গত বছরের জুনে ভারত সফরে এসে দাবি করেছিলেন, ভারতের মতো একটি দেশের পক্ষে চ্যাট জিপিটির মতো এআই সফ্টওয়্যার তৈরি করা অসম্ভব। কিন্তু সেই দাবিকে ফুৎকারে উড়িয়ে দিলেন মুকেশ আম্বানি। আত্মনির্ভর ভারতের আরও এক জলজ্যান্ত নমুনা তৈরি হলো। যার কৃতিত্ব যাচ্ছে আম্বানির কাঁধেই। মুকেশ আম্বানির এ পদক্ষেপ সারা বিশ্বকে জানান দিল, ভারতের পক্ষে কোনো কিছু করা অসম্ভব নয়। ভারতের অভিধানে ‘অসম্ভব’ বলে কোনো শব্দ নেই।
চ্যাট জিপিটি কিংবা গুগল জেমিনি এআইয়ের জনপ্রিয়তা এখন তুঙ্গে। চ্যাট জিপিটির সঙ্গে টক্কর দিতে গুগল বাজারে আনে তাদের কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি জেমিনি এআই, যা বেশ সাড়া ফেলে দিয়েছে এরই মধ্যে। এই দুটিকে টেক্কা দিতে শিগগিরই ভারতীয় চ্যাটবট ‘হনুমান’ লঞ্চ হতে চলেছে। রিলায়েন্স এই চ্যাটবট তৈরি করছে। চ্যাট জিপিটি ও গুগল জেমিনি এআই প্রিমিয়াম পরিষেবা ব্যবহার করতে টাকা গুনতে হয়। তাই আশা করা হচ্ছে, রিলায়েন্স বিনা মূল্যে হনুমান চ্যাটবটের পরিষেবা দেবে। অর্থাৎ আপনি কোনো টাকা খরচ ছাড়াই হনুমান নামের চ্যাটবটটি ব্যবহার করতে পারবেন। রিলায়েন্স মার্চ মাসে এই মডেলটি লঞ্চ করতে চলেছে। এরপরই চ্যাট জিপিটি যে কড়া টক্করের মধ্যে পড়তে যাচ্ছে, তা বলাই বাহুল্য। প্রতিষ্ঠানটি চারটি বড় ইঞ্জিনিয়ারিং স্কুলের সহযোগিতায় তৈরি করেছে হনুমান। এ ছাড়া, রিলায়েন্স বড় ভাষাভিত্তিক কৃত্রিম বুদ্ধিমত্তা প্রকল্প ভারত জিপিটি তৈরিতেও কাজ করে চলেছে।
রিলায়েন্সের প্রথম এআই মডেল হনুমানে ১১টি আদিবাসী ভাষা ব্যবহার করা যাবে। এমনকি কঠিন কোড লেখার ক্ষেত্রেও এটি ব্যবহারকারীদের সাহায্য করতে পারবে। হনুমান এআই মডেলটি বিশেষভাবে চারটি ক্ষেত্রের দিকে লক্ষ্য রেখে তৈরি করা হয়েছে। এর মাধ্যমে গভর্ন্যান্স, মডেল হেলথ, এডুকেশন ও ফিন্যান্স সেক্টরে অনেক সাহায্য পাওয়া যাবে। এ ছাড়া, যদি রিলায়েন্সের এ কৃত্রিম চ্যাটবটটি সফলভাবে চালু হয়, তবে এটি প্রতিষ্ঠানটির জন্য মাইলফলক হতে চলেছে।
হনুমান চ্যাটবট এলএলএম পদ্ধতিতে কাজ করবে, যাকে বলা হয় স্পিচ টু টেক্সট ইউজার ফ্রেন্ডলি সার্ভিস। ওপেন এআই ও গুগল জেমিনি এআইর সঙ্গে প্রতিযোগিতা করার জন্য রিলায়েন্সের পক্ষ থেকে এটি চালু করা হচ্ছে। হনুমান চ্যাটবট ও ভারত জিপিটি ছাড়াও অনেক এআই মডেলের উন্নয়নে এ মুহূর্তে কাজ চলছে ভারতে। দেশটিতে সর্বম ও ক্রুট্রিমের মতো সংস্থাগুলোও এআই মডেল তৈরি করছে। এসব এআই মডেল যদি সময়মতো বাজারে আসে, তাহলে চ্যাট জিপিটি ও গুগল জেমিনি এআইর ওপর থেকে ভারতীয়রা ধীরে ধীরে সরে আসবে, এমনটিই মনে করা হচ্ছে।
সূত্র: হিন্দুস্তান টাইমস, মিন্ট
ওপেন এআইর প্রতিষ্ঠাতা স্যাম অল্টম্যান গত বছরের জুনে ভারত সফরে এসে দাবি করেছিলেন, ভারতের মতো একটি দেশের পক্ষে চ্যাট জিপিটির মতো এআই সফ্টওয়্যার তৈরি করা অসম্ভব। কিন্তু সেই দাবিকে ফুৎকারে উড়িয়ে দিলেন মুকেশ আম্বানি। আত্মনির্ভর ভারতের আরও এক জলজ্যান্ত নমুনা তৈরি হলো। যার কৃতিত্ব যাচ্ছে আম্বানির কাঁধেই। মুকেশ আম্বানির এ পদক্ষেপ সারা বিশ্বকে জানান দিল, ভারতের পক্ষে কোনো কিছু করা অসম্ভব নয়। ভারতের অভিধানে ‘অসম্ভব’ বলে কোনো শব্দ নেই।
চ্যাট জিপিটি কিংবা গুগল জেমিনি এআইয়ের জনপ্রিয়তা এখন তুঙ্গে। চ্যাট জিপিটির সঙ্গে টক্কর দিতে গুগল বাজারে আনে তাদের কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি জেমিনি এআই, যা বেশ সাড়া ফেলে দিয়েছে এরই মধ্যে। এই দুটিকে টেক্কা দিতে শিগগিরই ভারতীয় চ্যাটবট ‘হনুমান’ লঞ্চ হতে চলেছে। রিলায়েন্স এই চ্যাটবট তৈরি করছে। চ্যাট জিপিটি ও গুগল জেমিনি এআই প্রিমিয়াম পরিষেবা ব্যবহার করতে টাকা গুনতে হয়। তাই আশা করা হচ্ছে, রিলায়েন্স বিনা মূল্যে হনুমান চ্যাটবটের পরিষেবা দেবে। অর্থাৎ আপনি কোনো টাকা খরচ ছাড়াই হনুমান নামের চ্যাটবটটি ব্যবহার করতে পারবেন। রিলায়েন্স মার্চ মাসে এই মডেলটি লঞ্চ করতে চলেছে। এরপরই চ্যাট জিপিটি যে কড়া টক্করের মধ্যে পড়তে যাচ্ছে, তা বলাই বাহুল্য। প্রতিষ্ঠানটি চারটি বড় ইঞ্জিনিয়ারিং স্কুলের সহযোগিতায় তৈরি করেছে হনুমান। এ ছাড়া, রিলায়েন্স বড় ভাষাভিত্তিক কৃত্রিম বুদ্ধিমত্তা প্রকল্প ভারত জিপিটি তৈরিতেও কাজ করে চলেছে।
রিলায়েন্সের প্রথম এআই মডেল হনুমানে ১১টি আদিবাসী ভাষা ব্যবহার করা যাবে। এমনকি কঠিন কোড লেখার ক্ষেত্রেও এটি ব্যবহারকারীদের সাহায্য করতে পারবে। হনুমান এআই মডেলটি বিশেষভাবে চারটি ক্ষেত্রের দিকে লক্ষ্য রেখে তৈরি করা হয়েছে। এর মাধ্যমে গভর্ন্যান্স, মডেল হেলথ, এডুকেশন ও ফিন্যান্স সেক্টরে অনেক সাহায্য পাওয়া যাবে। এ ছাড়া, যদি রিলায়েন্সের এ কৃত্রিম চ্যাটবটটি সফলভাবে চালু হয়, তবে এটি প্রতিষ্ঠানটির জন্য মাইলফলক হতে চলেছে।
হনুমান চ্যাটবট এলএলএম পদ্ধতিতে কাজ করবে, যাকে বলা হয় স্পিচ টু টেক্সট ইউজার ফ্রেন্ডলি সার্ভিস। ওপেন এআই ও গুগল জেমিনি এআইর সঙ্গে প্রতিযোগিতা করার জন্য রিলায়েন্সের পক্ষ থেকে এটি চালু করা হচ্ছে। হনুমান চ্যাটবট ও ভারত জিপিটি ছাড়াও অনেক এআই মডেলের উন্নয়নে এ মুহূর্তে কাজ চলছে ভারতে। দেশটিতে সর্বম ও ক্রুট্রিমের মতো সংস্থাগুলোও এআই মডেল তৈরি করছে। এসব এআই মডেল যদি সময়মতো বাজারে আসে, তাহলে চ্যাট জিপিটি ও গুগল জেমিনি এআইর ওপর থেকে ভারতীয়রা ধীরে ধীরে সরে আসবে, এমনটিই মনে করা হচ্ছে।
সূত্র: হিন্দুস্তান টাইমস, মিন্ট
চীনের সবচেয়ে ধনী ব্যক্তি এখন টিকটকের মালিক প্রতিষ্ঠান বাইটড্যান্সের সহ-প্রতিষ্ঠাতা ঝ্যাং ইয়িমিং। দেশটির ধনী ব্যক্তিদের একটি তালিকা প্রকাশ করেছে হুরুন রিসার্চ ইনস্টিটিউট। এই তালিকায় ৪৯ দশমিক ৩ বিলিয়ন মার্কিন ডলার বা ৪ হাজার ৯৩০ কোটি ডলার সম্পদ নিয়ে প্রথম স্থান অর্জন করেছেন ঝ্যাং। ২০২৩ সালের তুলনায় তা
১৩ ঘণ্টা আগেগুগলের নতুন কোডগুলোর প্রায় এক–চতুর্থাংশের বেশি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি। গত মঙ্গলবার কোম্পানিটির ত্রৈমাসিক প্রতিবেদন প্রকাশের সময় এসব তথ্য জানায় সিইও সুন্দর পিচাই।
১৫ ঘণ্টা আগেকৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই সিস্টেমগুলোর জন্য ব্রডকম ও টিএসএমসি–এর সহযোগিতায় নিজস্ব চিপ তৈরি করছে ওপেনএআই। এর পাশাপাশি অবকাঠামোগত চাহিদা পূরণের জন্য এনভিডিয়া ও এএমডি–এর চিপগুলোও ব্যবহার করছে কোম্পানিটি। সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।
১৬ ঘণ্টা আগেমেটা, টিকটক ও কোয়াইয় নামের চীনের শর্ট ভিডিও প্ল্যাটফর্মের বিরুদ্ধে দুটি মামলা দায়ের করেছে ব্রাজিলের ভোক্তা অধিকার গ্রুপ কালেকটিভ ডিফেন্স ইনস্টিটিউট। মামলার অভিযোগ বলা হয়, কোম্পানিগুলো অপ্রাপ্তবয়স্কদের নিরাপত্তা নিশ্চিত করতে যথাযথ ব্যবস্থা গ্রহণে ব্যর্থ হয়েছে। তাই মামলায় ৩ বিলিয়ন রেইস বা প্রায় ৫২৫ মি
১৮ ঘণ্টা আগে