অনলাইন ডেস্ক
আট বছর পর বড় আপডেট পেল ব্লুটুথ প্রযুক্তি। এই সপ্তাহের শুরুতে ব্লুটুথ ৬.০ সংস্করণ উন্মোচন করে ব্লুটুথ স্পেশিয়াল ইন্টারেস্ট গ্রুপ (এসআইজি)। নতুন ব্লুটুথ সংস্করণটি দুটি ডিভাইসের মধ্যে দূরত্ব সঠিকভাবে পরিমাপ করে আরও নির্ভুলভাবে ডিভাইস ট্র্যাক (চিহ্নিত) করতে পারবে। এ ছাড়া ‘ডিজিটাল কি’ ব্যবহার করার সময় ব্লুটুথভিত্তিক সংযোগের ক্ষেত্রে নিরাপত্তা বাড়াবে এবং এটি আরও বেশি বিদ্যুৎ সাশ্রয় করবে। নতুন ব্লুটুথ সংস্করণটি সামঞ্জস্যপূর্ণ ডিভাইসগুলোতে লেটেন্সি কমাতেও সাহায্য করবে।
ওয়েবসাইটের একটি পোস্টের মাধ্যমে ব্লুটুথের সর্বশেষ সংস্করণটি সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেছে ব্লুটুথ এসআইজি। তবে ব্লুটুথ ৬.০ সংস্করণে এমন কিছু প্রযুক্তিগত পরিবর্তন অন্তর্ভুক্ত করা হয়েছে যা সাধারণ ব্যবহারকারীরা সরাসরি দেখতে পারবেন না। পরিবর্তনগুলো ৬টি নিম্ন স্তরের (low-level) প্রযুক্তিগত বিষয়ক সংশোধন, যা ডিভাইসের অভ্যন্তরীণ কাজকর্ম বা প্রযুক্তিগত কার্যকারিতা উন্নত করে।
ব্লুটুথ ৬.০–এর ফিচার সংস্করণে
নতুন সংস্করণের সবচেয়ে গুরুত্বপূর্ণ ফিচার হলো—‘ব্লুটুথ চ্যানেল সাউন্ডিং’। এই ফিচারের মাধ্যমে দুটি ব্লুটুথ ৬.০ সমর্থিত ডিভাইস একে অপরকে সঠিকভাবে সহজে চিহ্নিত করতে পারবে। এছাড়া এটি অ্যাপলে ‘ফাইন্ড মাই’ এবং গুগলের ‘ফাইন্ড মাই ডিভাইস’ ফিচারের নেটওয়ার্ককে উন্নত করবে। বর্তমানে ফিচারগুলো ব্লুটুথ ও আলট্রা ওয়াইড ব্যান্ড (ইউডাব্লুবি) প্রযুক্তি মাধ্যমে হারানো বস্তু খুঁজে পেতে সাহায্য করে।
নতুন ব্লুটুথ চ্যানেল সাউন্ডিং’ ফিচারটি ‘ডিজিটাল কি’–গুলোর নিরাপত্তা বাড়াবে। স্মার্টফোন বা অন্যান্য ব্লুটুথ সমর্থিত ডিভাইসে সংরক্ষিত থাকে ডিজিটাল কি। যেমন, ব্লুটুথ প্রযুক্তি ব্যবহৃত হয় গাড়ির ‘ডিজিটাল কি’ ব্যবস্থায়, যা গাড়ির দরজা খোলার ও ইঞ্জিন স্টার্ট করার সুবিধা প্রদান করে। এখন নতুন আপডেটের ডিভাইসের ব্লুটুথটি নির্দিষ্ট পরিসরে থাকলে কাজ করবে।
এ ছাড়া ব্লুটুথ ৬.০-এ নতুন ‘মনিটরিং অ্যাডভারটাইজারস’ ফিচার অন্তর্ভুক্ত করা হয়েছে। যখন কোনো নির্দিষ্ট ডিভাইস তার ব্লুটুথ রেঞ্জে প্রবেশ করে বা বেরিয়ে যায় তা এই ফিচার জানাবে। এর ফলে কোন কোন ডিভাইস তার কাছাকাছি ও কোনগুলো দূরে রয়েছে তা প্রধান ডিভাইসটি জানবে। ফিচারটি প্রধান ডিভাইসকে শুধুমাত্র তখনই স্ক্যান করার অনুমতি দেবে যখন একটি নির্দিষ্ট ডিভাইস নিকটবর্তী থাকবে। তাই ডিভাইসটি তখন আর অযথা স্ক্যান করবে না ও বিদ্যুৎ সাশ্রয় হবে।
ব্লুটুথ ৬.০ -এ ব্লুটুথের নতুন সংস্করণে ‘ডিসিশন–বেইস অ্যাডভারটাইজিং ফিল্টারিং’ ফিচার যুক্ত করা হয়েছে। এটি আরও বেশি বিদ্যুৎ সাশ্রয় করবে। এই ফিচারের মাধ্যমে সামঞ্জস্যপূর্ণ ডিভাইসগুলো এখন শুধুমাত্র প্রাথমিক চ্যানেল থেকে প্রাসঙ্গিক তথ্য পাওয়ার পরেই সেকেন্ডারি চ্যানেলগুলো স্ক্যান করবে।
যারা গেমিংয়ের সময় ওয়্যারলেস এক্সেসরিজ ব্যবহার করে কথা বলতে পছন্দ করেন অথবা যারা ভিডিও কলের জন্য ওয়্যারলেস অডিও ডিভাইস ব্যবহার করেন তারা ব্লুটুথ ৬.০ সমর্থিত ডিভাইসে অনেক কম লেটেন্সি পাবেন। এ জন্য এতে ‘আইসোক্রোনাস অ্যাডাপটেশন লেয়ার (আএসওএএল) এনহান্সমেন্ট’ ফিচার যুক্ত করা হয়েছে। এটি ডেটা ফ্রেমগুলোকে ছোট লিংক-লেয়ার প্যাকেট হিসেবে পাঠায়।
ব্লুটুথ এসআইজি এর তথ্য অনুযায়ী, ফিচারটি ডেটা আদান প্রদানের গতি বাড়ায়। ফলে গেমিং ও ভিডিও কলের লেটেন্সি আরও কমে যাবে।
নতুন ব্লুটুথ ৬.০ সমর্থিত ডিভাইস ব্যবহার করতে গ্রাহকদের বেশ কয়েক মাস অপেক্ষা করতে হতে পারে। ব্লুটুথ ৬.০ এর নতুন ফিচারগুলো ব্যবহার করার জন্য স্মার্টফোন ও ওয়্যারলেস এক্সেসরিজ উভয়কেই এই পরবর্তী প্রজন্মের ব্লুটুথ সংস্করণ সমর্থন করতে হবে।
তথ্যসূত্র: গ্যাজেটস ৩৬০
আট বছর পর বড় আপডেট পেল ব্লুটুথ প্রযুক্তি। এই সপ্তাহের শুরুতে ব্লুটুথ ৬.০ সংস্করণ উন্মোচন করে ব্লুটুথ স্পেশিয়াল ইন্টারেস্ট গ্রুপ (এসআইজি)। নতুন ব্লুটুথ সংস্করণটি দুটি ডিভাইসের মধ্যে দূরত্ব সঠিকভাবে পরিমাপ করে আরও নির্ভুলভাবে ডিভাইস ট্র্যাক (চিহ্নিত) করতে পারবে। এ ছাড়া ‘ডিজিটাল কি’ ব্যবহার করার সময় ব্লুটুথভিত্তিক সংযোগের ক্ষেত্রে নিরাপত্তা বাড়াবে এবং এটি আরও বেশি বিদ্যুৎ সাশ্রয় করবে। নতুন ব্লুটুথ সংস্করণটি সামঞ্জস্যপূর্ণ ডিভাইসগুলোতে লেটেন্সি কমাতেও সাহায্য করবে।
ওয়েবসাইটের একটি পোস্টের মাধ্যমে ব্লুটুথের সর্বশেষ সংস্করণটি সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেছে ব্লুটুথ এসআইজি। তবে ব্লুটুথ ৬.০ সংস্করণে এমন কিছু প্রযুক্তিগত পরিবর্তন অন্তর্ভুক্ত করা হয়েছে যা সাধারণ ব্যবহারকারীরা সরাসরি দেখতে পারবেন না। পরিবর্তনগুলো ৬টি নিম্ন স্তরের (low-level) প্রযুক্তিগত বিষয়ক সংশোধন, যা ডিভাইসের অভ্যন্তরীণ কাজকর্ম বা প্রযুক্তিগত কার্যকারিতা উন্নত করে।
ব্লুটুথ ৬.০–এর ফিচার সংস্করণে
নতুন সংস্করণের সবচেয়ে গুরুত্বপূর্ণ ফিচার হলো—‘ব্লুটুথ চ্যানেল সাউন্ডিং’। এই ফিচারের মাধ্যমে দুটি ব্লুটুথ ৬.০ সমর্থিত ডিভাইস একে অপরকে সঠিকভাবে সহজে চিহ্নিত করতে পারবে। এছাড়া এটি অ্যাপলে ‘ফাইন্ড মাই’ এবং গুগলের ‘ফাইন্ড মাই ডিভাইস’ ফিচারের নেটওয়ার্ককে উন্নত করবে। বর্তমানে ফিচারগুলো ব্লুটুথ ও আলট্রা ওয়াইড ব্যান্ড (ইউডাব্লুবি) প্রযুক্তি মাধ্যমে হারানো বস্তু খুঁজে পেতে সাহায্য করে।
নতুন ব্লুটুথ চ্যানেল সাউন্ডিং’ ফিচারটি ‘ডিজিটাল কি’–গুলোর নিরাপত্তা বাড়াবে। স্মার্টফোন বা অন্যান্য ব্লুটুথ সমর্থিত ডিভাইসে সংরক্ষিত থাকে ডিজিটাল কি। যেমন, ব্লুটুথ প্রযুক্তি ব্যবহৃত হয় গাড়ির ‘ডিজিটাল কি’ ব্যবস্থায়, যা গাড়ির দরজা খোলার ও ইঞ্জিন স্টার্ট করার সুবিধা প্রদান করে। এখন নতুন আপডেটের ডিভাইসের ব্লুটুথটি নির্দিষ্ট পরিসরে থাকলে কাজ করবে।
এ ছাড়া ব্লুটুথ ৬.০-এ নতুন ‘মনিটরিং অ্যাডভারটাইজারস’ ফিচার অন্তর্ভুক্ত করা হয়েছে। যখন কোনো নির্দিষ্ট ডিভাইস তার ব্লুটুথ রেঞ্জে প্রবেশ করে বা বেরিয়ে যায় তা এই ফিচার জানাবে। এর ফলে কোন কোন ডিভাইস তার কাছাকাছি ও কোনগুলো দূরে রয়েছে তা প্রধান ডিভাইসটি জানবে। ফিচারটি প্রধান ডিভাইসকে শুধুমাত্র তখনই স্ক্যান করার অনুমতি দেবে যখন একটি নির্দিষ্ট ডিভাইস নিকটবর্তী থাকবে। তাই ডিভাইসটি তখন আর অযথা স্ক্যান করবে না ও বিদ্যুৎ সাশ্রয় হবে।
ব্লুটুথ ৬.০ -এ ব্লুটুথের নতুন সংস্করণে ‘ডিসিশন–বেইস অ্যাডভারটাইজিং ফিল্টারিং’ ফিচার যুক্ত করা হয়েছে। এটি আরও বেশি বিদ্যুৎ সাশ্রয় করবে। এই ফিচারের মাধ্যমে সামঞ্জস্যপূর্ণ ডিভাইসগুলো এখন শুধুমাত্র প্রাথমিক চ্যানেল থেকে প্রাসঙ্গিক তথ্য পাওয়ার পরেই সেকেন্ডারি চ্যানেলগুলো স্ক্যান করবে।
যারা গেমিংয়ের সময় ওয়্যারলেস এক্সেসরিজ ব্যবহার করে কথা বলতে পছন্দ করেন অথবা যারা ভিডিও কলের জন্য ওয়্যারলেস অডিও ডিভাইস ব্যবহার করেন তারা ব্লুটুথ ৬.০ সমর্থিত ডিভাইসে অনেক কম লেটেন্সি পাবেন। এ জন্য এতে ‘আইসোক্রোনাস অ্যাডাপটেশন লেয়ার (আএসওএএল) এনহান্সমেন্ট’ ফিচার যুক্ত করা হয়েছে। এটি ডেটা ফ্রেমগুলোকে ছোট লিংক-লেয়ার প্যাকেট হিসেবে পাঠায়।
ব্লুটুথ এসআইজি এর তথ্য অনুযায়ী, ফিচারটি ডেটা আদান প্রদানের গতি বাড়ায়। ফলে গেমিং ও ভিডিও কলের লেটেন্সি আরও কমে যাবে।
নতুন ব্লুটুথ ৬.০ সমর্থিত ডিভাইস ব্যবহার করতে গ্রাহকদের বেশ কয়েক মাস অপেক্ষা করতে হতে পারে। ব্লুটুথ ৬.০ এর নতুন ফিচারগুলো ব্যবহার করার জন্য স্মার্টফোন ও ওয়্যারলেস এক্সেসরিজ উভয়কেই এই পরবর্তী প্রজন্মের ব্লুটুথ সংস্করণ সমর্থন করতে হবে।
তথ্যসূত্র: গ্যাজেটস ৩৬০
চীনের সবচেয়ে ধনী ব্যক্তি এখন টিকটকের মালিক প্রতিষ্ঠান বাইটড্যান্সের সহ-প্রতিষ্ঠাতা ঝ্যাং ইয়িমিং। দেশটির ধনী ব্যক্তিদের একটি তালিকা প্রকাশ করেছে হুরুন রিসার্চ ইনস্টিটিউট। এই তালিকায় ৪৯ দশমিক ৩ বিলিয়ন মার্কিন ডলার বা ৪ হাজার ৯৩০ কোটি ডলার সম্পদ নিয়ে প্রথম স্থান অর্জন করেছেন ঝ্যাং। ২০২৩ সালের তুলনায় তা
৭ ঘণ্টা আগেগুগলের নতুন কোডগুলোর প্রায় এক–চতুর্থাংশের বেশি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি। গত মঙ্গলবার কোম্পানিটির ত্রৈমাসিক প্রতিবেদন প্রকাশের সময় এসব তথ্য জানায় সিইও সুন্দর পিচাই।
৯ ঘণ্টা আগেকৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই সিস্টেমগুলোর জন্য ব্রডকম ও টিএসএমসি–এর সহযোগিতায় নিজস্ব চিপ তৈরি করছে ওপেনএআই। এর পাশাপাশি অবকাঠামোগত চাহিদা পূরণের জন্য এনভিডিয়া ও এএমডি–এর চিপগুলোও ব্যবহার করছে কোম্পানিটি। সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।
১০ ঘণ্টা আগেমেটা, টিকটক ও কোয়াইয় নামের চীনের শর্ট ভিডিও প্ল্যাটফর্মের বিরুদ্ধে দুটি মামলা দায়ের করেছে ব্রাজিলের ভোক্তা অধিকার গ্রুপ কালেকটিভ ডিফেন্স ইনস্টিটিউট। মামলার অভিযোগ বলা হয়, কোম্পানিগুলো অপ্রাপ্তবয়স্কদের নিরাপত্তা নিশ্চিত করতে যথাযথ ব্যবস্থা গ্রহণে ব্যর্থ হয়েছে। তাই মামলায় ৩ বিলিয়ন রেইস বা প্রায় ৫২৫ মি
১২ ঘণ্টা আগে