অনলাইন ডেস্ক
টেক্সট মেসেজ পাঠানোর পাশাপাশি ‘ভিডিও নোটস’ পাঠানোর ফিচারও রয়েছে হোয়াটসঅ্যাপে। যারা ভিডিও কনফারেন্সের ছাড়াই দ্রুত গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করতে চান, তাদের জন্য এটি একটি প্রয়োজনীয় একটি ফিচার। ব্যবহারকারীদের নতুন উপায়ে যোগাযোগের সুবিধা দেয় ফিচারটি। কোনো কিছু লিখে না প্রকাশ করতে চাইলে এই ছোট ভিডিও পাঠিয়ে আরেকজনকে কোনো বিষয় সম্পর্কে তাৎক্ষণিকভাবে জানানো যাবে।
হোয়াটসঅ্যাপের ভিডিও নোটস ফিচার কি
হোয়াটসঅ্যাপ ও হোয়াটসঅ্যাপ বিজনেস উভয়েই অ্যাপেই ভিডিও নোটস ফিচারটি ব্যবহার করা যায়। এর মাধ্যমে চ্যাটের মধ্যে ৬০ সেকেন্ডের ভিডিও পাঠানো যায়। হোয়াটসঅ্যাপের ভিডিও কলের বিপরীতে ভিডিও নোট ব্যবহারকারীদের যেকোনো সময় ভিডিও রেকর্ড করে তাৎক্ষণিকভাবে পাঠানোর সুবিধা দেয়। এটি হোয়াটসঅ্যাপের ‘অডিও নোটস’ এর মতোই। তবে অডিও নোটস স্বয়ংক্রিয়ভাবে প্লে হয় না এবং এগুলো ব্যবহারকারীর ইচ্ছামতো দীর্ঘ হতে পারে।
ভিডিও নোটগুলো ডিভাইসে সেভ হয় না। এগুলো হোয়াটসঅ্যাপ অ্যাপেই থাকে। ফলে ডিভাইসের ইন্টারনাল স্টোরেজ একাধিক ক্লিপ দিয়ে ভরে যায় না। ভিডিও নোটগুলো প্রাইভেট থাকে। শুধু ক্রিয়টররাই এগুলো অন্য কাউকে ফরোয়ার্ড করতে পারে।
ভিডিও নোট তৈরি করে ও ভিডিও পাঠানোর একটি সহজ প্রক্রিয়া। এ জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন—
১. যে চ্যাটে ভিডিও নোটটি পাঠাবেন সেটিতে ট্যাপ করুন।
২. এবার নিচের দিকে ক্যামেরা আইকোন চেপে ধরে রাখুন।
৩. এখন ক্যামেরা ভিডিও চালু হবে। এটি ৬০ সেকেন্ডের জন্য ভিডিও ধারণ করবে। এই পুরো সময়ে স্ক্রিনটি হাত দিয়ে ধরে না রাখতে চাইলে সঙ্গে সঙ্গে লক বাটনটি (তালার মতো আইকোন) ওপরের দিকে সোয়াইপ করুন।
৪. নির্ধারিত সময় শেষ হলে ভিডিও রেকর্ড স্বয়ংক্রিয়ভাবে রেকর্ড হবে। আর পুরো ৬০ সেকেন্ডের ভিডিও রেকর্ড না করতে চাইলে প্রয়োজনমতো স্ক্রিনে থাকা লাল বাটনে ট্যাপ করুন। ফলে ভিডিও ধারণ বন্ধ হয়ে যাবে।
৫. পছন্দ মতো ভিডিও ধারণ হলে নিচের সেন্ড আইকোনে (কাগজের প্লেনের মতো আইকোন) ট্যাপ করুন। এর মাধ্যমে কাঙ্খিত চ্যাটে ভিডিও নোটসটি শেয়ার হয়ে যাবে।
লক মোড চালু করলে যেসব সুবিধা পাওয়া যাবে
•ভিডিও নোট ফিচার ব্যবহারের সময় লকড ফিচার চালু করলে ক্যামেরাটি ঘোরানো যাবে। অর্থাৎ ভিডিও ধারণের জন্য সেলফি ক্যামেরা নাকি পেছনের ক্যামেরা চালু থাকবে তা নির্ধারণের সুযোগ মিলবে এর মাধ্যমে।
•এছাড়া ভিডিও ধারণ বন্ধ করা যাবে এর মাধ্যমে।
•লকড মোড চালু রেখে ক্যামেরা হাতের কাছ থেকে একটু দূরে রেখেও ভিডিও ধারণ করা যাবে।
টেক্সট মেসেজ পাঠানোর পাশাপাশি ‘ভিডিও নোটস’ পাঠানোর ফিচারও রয়েছে হোয়াটসঅ্যাপে। যারা ভিডিও কনফারেন্সের ছাড়াই দ্রুত গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করতে চান, তাদের জন্য এটি একটি প্রয়োজনীয় একটি ফিচার। ব্যবহারকারীদের নতুন উপায়ে যোগাযোগের সুবিধা দেয় ফিচারটি। কোনো কিছু লিখে না প্রকাশ করতে চাইলে এই ছোট ভিডিও পাঠিয়ে আরেকজনকে কোনো বিষয় সম্পর্কে তাৎক্ষণিকভাবে জানানো যাবে।
হোয়াটসঅ্যাপের ভিডিও নোটস ফিচার কি
হোয়াটসঅ্যাপ ও হোয়াটসঅ্যাপ বিজনেস উভয়েই অ্যাপেই ভিডিও নোটস ফিচারটি ব্যবহার করা যায়। এর মাধ্যমে চ্যাটের মধ্যে ৬০ সেকেন্ডের ভিডিও পাঠানো যায়। হোয়াটসঅ্যাপের ভিডিও কলের বিপরীতে ভিডিও নোট ব্যবহারকারীদের যেকোনো সময় ভিডিও রেকর্ড করে তাৎক্ষণিকভাবে পাঠানোর সুবিধা দেয়। এটি হোয়াটসঅ্যাপের ‘অডিও নোটস’ এর মতোই। তবে অডিও নোটস স্বয়ংক্রিয়ভাবে প্লে হয় না এবং এগুলো ব্যবহারকারীর ইচ্ছামতো দীর্ঘ হতে পারে।
ভিডিও নোটগুলো ডিভাইসে সেভ হয় না। এগুলো হোয়াটসঅ্যাপ অ্যাপেই থাকে। ফলে ডিভাইসের ইন্টারনাল স্টোরেজ একাধিক ক্লিপ দিয়ে ভরে যায় না। ভিডিও নোটগুলো প্রাইভেট থাকে। শুধু ক্রিয়টররাই এগুলো অন্য কাউকে ফরোয়ার্ড করতে পারে।
ভিডিও নোট তৈরি করে ও ভিডিও পাঠানোর একটি সহজ প্রক্রিয়া। এ জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন—
১. যে চ্যাটে ভিডিও নোটটি পাঠাবেন সেটিতে ট্যাপ করুন।
২. এবার নিচের দিকে ক্যামেরা আইকোন চেপে ধরে রাখুন।
৩. এখন ক্যামেরা ভিডিও চালু হবে। এটি ৬০ সেকেন্ডের জন্য ভিডিও ধারণ করবে। এই পুরো সময়ে স্ক্রিনটি হাত দিয়ে ধরে না রাখতে চাইলে সঙ্গে সঙ্গে লক বাটনটি (তালার মতো আইকোন) ওপরের দিকে সোয়াইপ করুন।
৪. নির্ধারিত সময় শেষ হলে ভিডিও রেকর্ড স্বয়ংক্রিয়ভাবে রেকর্ড হবে। আর পুরো ৬০ সেকেন্ডের ভিডিও রেকর্ড না করতে চাইলে প্রয়োজনমতো স্ক্রিনে থাকা লাল বাটনে ট্যাপ করুন। ফলে ভিডিও ধারণ বন্ধ হয়ে যাবে।
৫. পছন্দ মতো ভিডিও ধারণ হলে নিচের সেন্ড আইকোনে (কাগজের প্লেনের মতো আইকোন) ট্যাপ করুন। এর মাধ্যমে কাঙ্খিত চ্যাটে ভিডিও নোটসটি শেয়ার হয়ে যাবে।
লক মোড চালু করলে যেসব সুবিধা পাওয়া যাবে
•ভিডিও নোট ফিচার ব্যবহারের সময় লকড ফিচার চালু করলে ক্যামেরাটি ঘোরানো যাবে। অর্থাৎ ভিডিও ধারণের জন্য সেলফি ক্যামেরা নাকি পেছনের ক্যামেরা চালু থাকবে তা নির্ধারণের সুযোগ মিলবে এর মাধ্যমে।
•এছাড়া ভিডিও ধারণ বন্ধ করা যাবে এর মাধ্যমে।
•লকড মোড চালু রেখে ক্যামেরা হাতের কাছ থেকে একটু দূরে রেখেও ভিডিও ধারণ করা যাবে।
চীনের সবচেয়ে ধনী ব্যক্তি এখন টিকটকের মালিক প্রতিষ্ঠান বাইটড্যান্সের সহ-প্রতিষ্ঠাতা ঝ্যাং ইয়িমিং। দেশটির ধনী ব্যক্তিদের একটি তালিকা প্রকাশ করেছে হুরুন রিসার্চ ইনস্টিটিউট। এই তালিকায় ৪৯ দশমিক ৩ বিলিয়ন মার্কিন ডলার বা ৪ হাজার ৯৩০ কোটি ডলার সম্পদ নিয়ে প্রথম স্থান অর্জন করেছেন ঝ্যাং। ২০২৩ সালের তুলনায় তা
১১ ঘণ্টা আগেগুগলের নতুন কোডগুলোর প্রায় এক–চতুর্থাংশের বেশি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি। গত মঙ্গলবার কোম্পানিটির ত্রৈমাসিক প্রতিবেদন প্রকাশের সময় এসব তথ্য জানায় সিইও সুন্দর পিচাই।
১৩ ঘণ্টা আগেকৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই সিস্টেমগুলোর জন্য ব্রডকম ও টিএসএমসি–এর সহযোগিতায় নিজস্ব চিপ তৈরি করছে ওপেনএআই। এর পাশাপাশি অবকাঠামোগত চাহিদা পূরণের জন্য এনভিডিয়া ও এএমডি–এর চিপগুলোও ব্যবহার করছে কোম্পানিটি। সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।
১৪ ঘণ্টা আগেমেটা, টিকটক ও কোয়াইয় নামের চীনের শর্ট ভিডিও প্ল্যাটফর্মের বিরুদ্ধে দুটি মামলা দায়ের করেছে ব্রাজিলের ভোক্তা অধিকার গ্রুপ কালেকটিভ ডিফেন্স ইনস্টিটিউট। মামলার অভিযোগ বলা হয়, কোম্পানিগুলো অপ্রাপ্তবয়স্কদের নিরাপত্তা নিশ্চিত করতে যথাযথ ব্যবস্থা গ্রহণে ব্যর্থ হয়েছে। তাই মামলায় ৩ বিলিয়ন রেইস বা প্রায় ৫২৫ মি
১৬ ঘণ্টা আগে