অনলাইন ডেস্ক
ভারতের বাজারে এল অপোর নতুন ফোন এ৩এক্স ৫ জি। এতে সুপারভক চার্জিং প্রযুক্তি ও শক্তিশালী ব্যাটারি ব্যবহার করা হয়েছে ফলে ফোনটিতে দ্রুত চার্জ হবে। এতে চিপসেট হিসেবে রয়েছে অক্টা–কোর মিডিয়াটেক ডাইমেনসিটি।
অপো এ৩এক্স ৫জি ফোনে মিলিটারি গ্রেড শক রেজিস্ট্যান্স (এমআইএল–এসটিডি–৮১০ এইচ) সার্টিফিকেশনও রয়েছে। হাত থেকে পরে গেলেও ফোনটি সহজে ভেঙে যাবে না।
অপো এ৩এক্স ৫জি এর দাম ও রং
অপো এ৩এক্স ৫জি এর ৪ জিবি র্যাম ও ৬৪ জিবি ইন্টারন্যাল সংস্করণের দাম ১২ হাজার ৪৯৯ রুপি বা প্রায় ১৭ হাজার ৩৬৭ টাকা।
অপো এ৩এক্স ৫জি এর ৪ জিবি র্যাম ও ১২৮ জিবি ইন্টারন্যাল সংস্করণের দাম ১৩ হাজার ৪৯৯ রুপি বা প্রায় ১৮ হাজার ৭৫৭ টাকা।
স্মার্টফোনটি স্পারর্কল ব্ল্যাক (কালো), স্টারি পার্পল (বেগুনি) ও স্টারলাইট হোয়াইট (সাদা) রঙে পাওয়া যাবে।
অপো এ৩ এক্স ৫জি এর স্পেসিফিকেশন
পেছনের ক্যামেরা: ৮ মেগাপিক্সেল
সেলফি ক্যামেরা: ৫ মেগাপিক্সেল
নেটওয়ার্ক: ৫জি ও ৪জি এলটিই
আয়তন: ১৬৫.৭ x ৭৬.০ x ৭.৭ এমএম
ওজন: ১৮৭ গ্রাম
ডিসপ্লে: ৬ দশমিক ৬৭ ইঞ্চি এইচডি + (১.০৬৪ x৭২০ পিক্সেলস) এলসিডি স্ক্রিন।
রিফ্রেশ রেট: ১২০ হার্টজ
টাচ স্যাম্পলিং রেট: ২৪০ হার্টজ
ফিঙ্গারপ্রিন্ট সেন্সর: সাইড মাউন্টেড (ভলিউম বাটনের নিচে)
ব্রাইটনেস: ১০০০ নিটস
অপারেটিং সিস্টেম: অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক কালারওএস ১৪.০. ১
চিপসেট: অক্টা কোর মিডিয়াটেক ডাইনমেনসিটি ৬৩০০
জিপিইউ: এআরএস মালি–জি ৫৭
র্যাম: ৪ জিবি এলপিডিডিআর৪ এক্স
ইন্টারনাল স্টোরেজ: ৬৪ জিবি ও ১২৮ জিবি
আইপি রেটিং: ৫৪
ব্লুটুথ: ৫.৩
ওয়াইফাই: ৫
অডিও জ্যাক: ৩ দশমিক ৫ এমএম
ইউএসবি: টাইপ সি
ব্যাটারি: ৫,১০০ এমএএইচ
চার্জিং: ৪৫ ওয়াট
রং: কালো, বেগুনি ও সাদা
ভারতের বাজারে এল অপোর নতুন ফোন এ৩এক্স ৫ জি। এতে সুপারভক চার্জিং প্রযুক্তি ও শক্তিশালী ব্যাটারি ব্যবহার করা হয়েছে ফলে ফোনটিতে দ্রুত চার্জ হবে। এতে চিপসেট হিসেবে রয়েছে অক্টা–কোর মিডিয়াটেক ডাইমেনসিটি।
অপো এ৩এক্স ৫জি ফোনে মিলিটারি গ্রেড শক রেজিস্ট্যান্স (এমআইএল–এসটিডি–৮১০ এইচ) সার্টিফিকেশনও রয়েছে। হাত থেকে পরে গেলেও ফোনটি সহজে ভেঙে যাবে না।
অপো এ৩এক্স ৫জি এর দাম ও রং
অপো এ৩এক্স ৫জি এর ৪ জিবি র্যাম ও ৬৪ জিবি ইন্টারন্যাল সংস্করণের দাম ১২ হাজার ৪৯৯ রুপি বা প্রায় ১৭ হাজার ৩৬৭ টাকা।
অপো এ৩এক্স ৫জি এর ৪ জিবি র্যাম ও ১২৮ জিবি ইন্টারন্যাল সংস্করণের দাম ১৩ হাজার ৪৯৯ রুপি বা প্রায় ১৮ হাজার ৭৫৭ টাকা।
স্মার্টফোনটি স্পারর্কল ব্ল্যাক (কালো), স্টারি পার্পল (বেগুনি) ও স্টারলাইট হোয়াইট (সাদা) রঙে পাওয়া যাবে।
অপো এ৩ এক্স ৫জি এর স্পেসিফিকেশন
পেছনের ক্যামেরা: ৮ মেগাপিক্সেল
সেলফি ক্যামেরা: ৫ মেগাপিক্সেল
নেটওয়ার্ক: ৫জি ও ৪জি এলটিই
আয়তন: ১৬৫.৭ x ৭৬.০ x ৭.৭ এমএম
ওজন: ১৮৭ গ্রাম
ডিসপ্লে: ৬ দশমিক ৬৭ ইঞ্চি এইচডি + (১.০৬৪ x৭২০ পিক্সেলস) এলসিডি স্ক্রিন।
রিফ্রেশ রেট: ১২০ হার্টজ
টাচ স্যাম্পলিং রেট: ২৪০ হার্টজ
ফিঙ্গারপ্রিন্ট সেন্সর: সাইড মাউন্টেড (ভলিউম বাটনের নিচে)
ব্রাইটনেস: ১০০০ নিটস
অপারেটিং সিস্টেম: অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক কালারওএস ১৪.০. ১
চিপসেট: অক্টা কোর মিডিয়াটেক ডাইনমেনসিটি ৬৩০০
জিপিইউ: এআরএস মালি–জি ৫৭
র্যাম: ৪ জিবি এলপিডিডিআর৪ এক্স
ইন্টারনাল স্টোরেজ: ৬৪ জিবি ও ১২৮ জিবি
আইপি রেটিং: ৫৪
ব্লুটুথ: ৫.৩
ওয়াইফাই: ৫
অডিও জ্যাক: ৩ দশমিক ৫ এমএম
ইউএসবি: টাইপ সি
ব্যাটারি: ৫,১০০ এমএএইচ
চার্জিং: ৪৫ ওয়াট
রং: কালো, বেগুনি ও সাদা
চীনের সবচেয়ে ধনী ব্যক্তি এখন টিকটকের মালিক প্রতিষ্ঠান বাইটড্যান্সের সহ-প্রতিষ্ঠাতা ঝ্যাং ইয়িমিং। দেশটির ধনী ব্যক্তিদের একটি তালিকা প্রকাশ করেছে হুরুন রিসার্চ ইনস্টিটিউট। এই তালিকায় ৪৯ দশমিক ৩ বিলিয়ন মার্কিন ডলার বা ৪ হাজার ৯৩০ কোটি ডলার সম্পদ নিয়ে প্রথম স্থান অর্জন করেছেন ঝ্যাং। ২০২৩ সালের তুলনায় তা
১১ ঘণ্টা আগেগুগলের নতুন কোডগুলোর প্রায় এক–চতুর্থাংশের বেশি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি। গত মঙ্গলবার কোম্পানিটির ত্রৈমাসিক প্রতিবেদন প্রকাশের সময় এসব তথ্য জানায় সিইও সুন্দর পিচাই।
১৩ ঘণ্টা আগেকৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই সিস্টেমগুলোর জন্য ব্রডকম ও টিএসএমসি–এর সহযোগিতায় নিজস্ব চিপ তৈরি করছে ওপেনএআই। এর পাশাপাশি অবকাঠামোগত চাহিদা পূরণের জন্য এনভিডিয়া ও এএমডি–এর চিপগুলোও ব্যবহার করছে কোম্পানিটি। সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।
১৪ ঘণ্টা আগেমেটা, টিকটক ও কোয়াইয় নামের চীনের শর্ট ভিডিও প্ল্যাটফর্মের বিরুদ্ধে দুটি মামলা দায়ের করেছে ব্রাজিলের ভোক্তা অধিকার গ্রুপ কালেকটিভ ডিফেন্স ইনস্টিটিউট। মামলার অভিযোগ বলা হয়, কোম্পানিগুলো অপ্রাপ্তবয়স্কদের নিরাপত্তা নিশ্চিত করতে যথাযথ ব্যবস্থা গ্রহণে ব্যর্থ হয়েছে। তাই মামলায় ৩ বিলিয়ন রেইস বা প্রায় ৫২৫ মি
১৬ ঘণ্টা আগে