অনলাইন ডেস্ক
চার্জিংয়ের সময় কমানোর উপযোগী ব্যাটারি তৈরিতে কাজ করছে অ্যাপল। ডিভাইসের ব্যাটারি লাইফ বাড়ানোর জন্য গঠনে পরিবর্তন আসবে। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট গ্যাজেট ৩৬০ এর প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।
দক্ষিণ কোরিয়ার সংবাদমাধ্যম ইটি নিউজ বলেছে, নতুন এই ব্যাটারি প্রযুক্তি এখনও পুরোপুরি তৈরি হয়নি। কোম্পানির পণ্যে এই ব্যাটারিগুলো ব্যবহারের জন্য আরও কয়েকবছর অপেক্ষা করতে হবে।
এই উন্নত ‘আগামী প্রজন্মের ব্যাটারি’ অ্যাপলের নতুন ডিভাইসগুলোর জন্য তৈরি করা হবে। ব্যাটারির নতুন প্রযুক্তি তৈরিতে অ্যাপল সরাসরি সম্পৃক্ত। ব্যাটারির পারফরমেন্স বৃদ্ধিতে ক্যাথোডসহ অন্যান্য প্রয়োজনীয় উপাদানের উন্নয়ন করা হবে।
পরিবাহী উপাদান হিসাবে কার্বন ন্যানোটিউব ব্যবহারের পাশাপাশি নতুন গঠনের ক্যাথোড ব্যবহারের বিবেচনা করছে অ্যাপল। উপাদানগুলির আগের ব্যাটারির তুলনায় উন্নত কর্মক্ষমতা দিতে পারবে।
এছাড়া ব্যাটারির অ্যানোড উপাদানেও পরিবর্তন আনার জন্য কাজ করছে। চার্জিংয়ের সময় সিলিকন প্রসারিত হলেও গ্রাফাইটের পরিবর্তে উপাদানটি ব্যবহার করবে এই কোম্পানি। তবে অ্যাপল এই সমস্যা সমাধান করে ফেলেছে ধারণা করা হচ্ছে।
কোম্পানিটি অন্তত ২০১৮ সাল থেকে এই প্রযুক্তি নিয়ে কাজ করছে। এজন্য ২০১৯ সালে দক্ষিণ কোরিয়ার কোম্পানি স্যামসাং এসডিআই এর ব্যাটারি ও ইলেকট্রনিক্স বিভাগের একজন নির্বাহী নিয়োগ করেছে অ্যাপল।
কবে এই উন্নত ব্যাটারি দিয়ে তৈরি ডিভাইস বাজারে ছাড়া হবে তা নিয়ে কোনো মন্তব্য করেনি অ্যাপল। প্রতিবেদনে বলা হয়েছে ২০২৫ সালের প্রথমদিকে বিভিন্ন ডিভাইসে এই ব্যাটারির ব্যবহার দেখা যাবে।
নতুন ভিশন প্রো হেডসেটের জন্য কোম্পানিটির উচ্চ কর্মক্ষমতা ব্যাটারির চাহিদা বৃদ্ধি পেয়েছে। এই হেডসেটের ব্যাটারি লাইফ মাত্র দুই ঘন্টা। অ্যাপল ওয়াচ ও আইপ্যাডের মত এই হেডেসেটের ব্যাটারি লাইফ বাড়াতে চাচ্ছে অ্যাপল।
চার্জিংয়ের সময় কমানোর উপযোগী ব্যাটারি তৈরিতে কাজ করছে অ্যাপল। ডিভাইসের ব্যাটারি লাইফ বাড়ানোর জন্য গঠনে পরিবর্তন আসবে। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট গ্যাজেট ৩৬০ এর প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।
দক্ষিণ কোরিয়ার সংবাদমাধ্যম ইটি নিউজ বলেছে, নতুন এই ব্যাটারি প্রযুক্তি এখনও পুরোপুরি তৈরি হয়নি। কোম্পানির পণ্যে এই ব্যাটারিগুলো ব্যবহারের জন্য আরও কয়েকবছর অপেক্ষা করতে হবে।
এই উন্নত ‘আগামী প্রজন্মের ব্যাটারি’ অ্যাপলের নতুন ডিভাইসগুলোর জন্য তৈরি করা হবে। ব্যাটারির নতুন প্রযুক্তি তৈরিতে অ্যাপল সরাসরি সম্পৃক্ত। ব্যাটারির পারফরমেন্স বৃদ্ধিতে ক্যাথোডসহ অন্যান্য প্রয়োজনীয় উপাদানের উন্নয়ন করা হবে।
পরিবাহী উপাদান হিসাবে কার্বন ন্যানোটিউব ব্যবহারের পাশাপাশি নতুন গঠনের ক্যাথোড ব্যবহারের বিবেচনা করছে অ্যাপল। উপাদানগুলির আগের ব্যাটারির তুলনায় উন্নত কর্মক্ষমতা দিতে পারবে।
এছাড়া ব্যাটারির অ্যানোড উপাদানেও পরিবর্তন আনার জন্য কাজ করছে। চার্জিংয়ের সময় সিলিকন প্রসারিত হলেও গ্রাফাইটের পরিবর্তে উপাদানটি ব্যবহার করবে এই কোম্পানি। তবে অ্যাপল এই সমস্যা সমাধান করে ফেলেছে ধারণা করা হচ্ছে।
কোম্পানিটি অন্তত ২০১৮ সাল থেকে এই প্রযুক্তি নিয়ে কাজ করছে। এজন্য ২০১৯ সালে দক্ষিণ কোরিয়ার কোম্পানি স্যামসাং এসডিআই এর ব্যাটারি ও ইলেকট্রনিক্স বিভাগের একজন নির্বাহী নিয়োগ করেছে অ্যাপল।
কবে এই উন্নত ব্যাটারি দিয়ে তৈরি ডিভাইস বাজারে ছাড়া হবে তা নিয়ে কোনো মন্তব্য করেনি অ্যাপল। প্রতিবেদনে বলা হয়েছে ২০২৫ সালের প্রথমদিকে বিভিন্ন ডিভাইসে এই ব্যাটারির ব্যবহার দেখা যাবে।
নতুন ভিশন প্রো হেডসেটের জন্য কোম্পানিটির উচ্চ কর্মক্ষমতা ব্যাটারির চাহিদা বৃদ্ধি পেয়েছে। এই হেডসেটের ব্যাটারি লাইফ মাত্র দুই ঘন্টা। অ্যাপল ওয়াচ ও আইপ্যাডের মত এই হেডেসেটের ব্যাটারি লাইফ বাড়াতে চাচ্ছে অ্যাপল।
চীনের সবচেয়ে ধনী ব্যক্তি এখন টিকটকের মালিক প্রতিষ্ঠান বাইটড্যান্সের সহ-প্রতিষ্ঠাতা ঝ্যাং ইয়িমিং। দেশটির ধনী ব্যক্তিদের একটি তালিকা প্রকাশ করেছে হুরুন রিসার্চ ইনস্টিটিউট। এই তালিকায় ৪৯ দশমিক ৩ বিলিয়ন মার্কিন ডলার বা ৪ হাজার ৯৩০ কোটি ডলার সম্পদ নিয়ে প্রথম স্থান অর্জন করেছেন ঝ্যাং। ২০২৩ সালের তুলনায় তা
১৩ ঘণ্টা আগেগুগলের নতুন কোডগুলোর প্রায় এক–চতুর্থাংশের বেশি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি। গত মঙ্গলবার কোম্পানিটির ত্রৈমাসিক প্রতিবেদন প্রকাশের সময় এসব তথ্য জানায় সিইও সুন্দর পিচাই।
১৫ ঘণ্টা আগেকৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই সিস্টেমগুলোর জন্য ব্রডকম ও টিএসএমসি–এর সহযোগিতায় নিজস্ব চিপ তৈরি করছে ওপেনএআই। এর পাশাপাশি অবকাঠামোগত চাহিদা পূরণের জন্য এনভিডিয়া ও এএমডি–এর চিপগুলোও ব্যবহার করছে কোম্পানিটি। সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।
১৬ ঘণ্টা আগেমেটা, টিকটক ও কোয়াইয় নামের চীনের শর্ট ভিডিও প্ল্যাটফর্মের বিরুদ্ধে দুটি মামলা দায়ের করেছে ব্রাজিলের ভোক্তা অধিকার গ্রুপ কালেকটিভ ডিফেন্স ইনস্টিটিউট। মামলার অভিযোগ বলা হয়, কোম্পানিগুলো অপ্রাপ্তবয়স্কদের নিরাপত্তা নিশ্চিত করতে যথাযথ ব্যবস্থা গ্রহণে ব্যর্থ হয়েছে। তাই মামলায় ৩ বিলিয়ন রেইস বা প্রায় ৫২৫ মি
১৮ ঘণ্টা আগে