অনলাইন ডেস্ক
স্মার্টফোনে থাকা গুরুত্বপূর্ণ নম্বর ভুলক্রমে ডিলিট হয়ে যেতে পারে। ফলে কল করার সময় সেই নম্বরগুলো আর কনটাক্ট তালিকায় খুঁজে পাওয়া যায় না। এসব ক্ষেত্রে বিরক্ত হয়ে যান অনেকেই। তবে ডিলিট হয়ে যাওয়া ফোন নম্বর খুব অল্প সময়ের মধ্যেই খুঁজে পাওয়া যায়। বিশেষ করে অ্যান্ড্রয়েড ফোনে।
অ্যান্ড্রয়েড ফোনের সঙ্গে গুগল অ্যাকাউন্ট যুক্ত থাকলে সহজেই নম্বরগুলো ফিরে পাওয়া যায়। গুগল অ্যাকাউন্টে স্বয়ংক্রিয়ভাবে নম্বরগুলো আপলোড হয়ে যায়। ফলে ডিভাইস পরিবর্তন করলেও যেমন নম্বরগুলো ফিরে পাওয়া যায়, তেমনি ডিলিট করা নম্বরও ৩০ দিনের মধ্যে ফেরত পাওয়া সম্ভব।
ডিলিট হয়ে যাওয়া নম্বরগুলো ফিরে পাওয়া যায় কয়েকটি উপায়ে। নিজের সুবিধা অনুযায়ী যেকোনো একটি পদ্ধতি ব্যবহার করে নম্বরগুলো ফিরে পাবেন।
পদ্ধতি ১: গুগল কনটাক্ট অ্যাপের মাধ্যমে
১. অ্যান্ড্রয়েড ফোনে গুগল কন্টাক্ট অ্যাপ চালু করুন। অ্যাপটি না থাকলে ইনস্টল করুন এবং নিজের গুগল অ্যাকাউন্ট দিয়ে এতে লগ ইন করুন।
২. ডান পাশের নিচের কোনায় থাকা অর্গানাইজড ট্যাবে ট্যাপ করুন।
৩. এর ট্র্যাশ আইকোনে ট্যাপ করুন।
৪. যে নম্বরগুলো ৩০ দিনের মধ্যে ডিলিট করেছেন সেগুলো দেখা যাবে। কবে এবং কোন ডিভাইস থেকে নম্বরগুলো ডিলিট করা হয়েছে তা নম্বরগুলোর পাশে দেখা যাবে।
৫. নম্বরগুলোর ওপর চেপে ধরে রাখুন। তাহলে ওপরে ডান পাশের কোনায় একটি তিন ডট মেনু দেখা যাবে। মেনু থেকে ‘রিকভার’ বাটনে ট্যাপ করুন।
এর মাধ্যমে ডিলিট করা নম্বরগুলো আবার কন্টাক্ট তালিকায় দেখা যাবে।
পদ্ধতি ২: আনডু ফিচার ব্যবহার করে
১. অ্যান্ড্রয়েড ফোনে গুগল কন্টাক্ট অ্যাপ চালু করুন।
২. ডান পাশের ওপরের কোনায় প্রোফাইল আইকোনে ট্যাপ করুন।
৩. কন্টাক্ট সেটিংসে ট্যাপ করুন।
৪. তালিকার নিচের দিকে থাকা ‘আনডু চেঞ্জেস’ বাটনে ট্যাপ করুন।
৫. যদি আপনি একাধিক গুগল অ্যাকাউন্ট ব্যবহার করে থাকেন, তাহলে কোন অ্যাকাউন্টে নম্বরটি রিস্টোর করবেন তা নির্বাচন করুন।
৬. রিস্টোর বা নম্বর ফিরিয়ে আনার সময়সীমা নির্ধারণ করুন (১০ মিনিট, ১ ঘণ্টা, ১ সপ্তাহ, এভাবে ৩০ দিন পর্যন্ত নির্ধারণ করা যাবে)।
৭. এরপর কনফার্ম বাটনে ট্যাপ করুন।
পদ্ধতি ৩: ফোনের সেটিংস অ্যাপ ব্যবহার করে
এই পদ্ধতি ব্যবহার করার জন্য ইন্টারনেটের সংযোগ লাগবে।
১. ফোনের সেটিংস অ্যাপে প্রবেশ করুন।
২. নিচের দিকে স্ক্রল করুন এবং গুগল অ্যাপ নির্বাচন করুন।
৩. বাঁ পাশের ওপরে ‘অল সার্ভিসেস’ ট্যাবে ট্যাপ করুন।
৪. এরপর ‘ব্যাকআপ অ্যান্ড রিস্টোর’ বা ‘সেটআপ অ্যান্ড রিস্টোর’ বাটনে ট্যাপ করুন।
৫. কোন নম্বরগুলো ফিরে পেতে চান তা নির্বাচন করুন।
৬. কোনো জায়গায় নম্বরগুলো রাখতে চান তা নির্বাচন করুন।
পদ্ধতি ৪: গুগল কন্টাক্টের ওয়েব সংস্করণের মাধ্যমে
১. ব্রাউজার থেকে গুগল কন্টাক্ট ওয়েবসাইটে প্রবেশ করুন।
২. নিজের জিমেইল দিয়ে লগ ইন করুন।
৩. সাইডবার থেকে ‘বিন’ বাটনে ক্লিক করুন।
৪. অ্যাকাউন্টের প্রোফাইল ছবিতে ট্যাপ করুন ও চেক মার্ক অপশনে টিক দিন।
৫. ডান পাশের ওপরের দিকে থাকা ‘রিকভার’ বাটনে ট্যাপ করুন। এর মাধ্যমে মুছে ফেলা সব কন্টাক্ট নম্বর ফোনে ফিরে আসবে।
তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া
স্মার্টফোনে থাকা গুরুত্বপূর্ণ নম্বর ভুলক্রমে ডিলিট হয়ে যেতে পারে। ফলে কল করার সময় সেই নম্বরগুলো আর কনটাক্ট তালিকায় খুঁজে পাওয়া যায় না। এসব ক্ষেত্রে বিরক্ত হয়ে যান অনেকেই। তবে ডিলিট হয়ে যাওয়া ফোন নম্বর খুব অল্প সময়ের মধ্যেই খুঁজে পাওয়া যায়। বিশেষ করে অ্যান্ড্রয়েড ফোনে।
অ্যান্ড্রয়েড ফোনের সঙ্গে গুগল অ্যাকাউন্ট যুক্ত থাকলে সহজেই নম্বরগুলো ফিরে পাওয়া যায়। গুগল অ্যাকাউন্টে স্বয়ংক্রিয়ভাবে নম্বরগুলো আপলোড হয়ে যায়। ফলে ডিভাইস পরিবর্তন করলেও যেমন নম্বরগুলো ফিরে পাওয়া যায়, তেমনি ডিলিট করা নম্বরও ৩০ দিনের মধ্যে ফেরত পাওয়া সম্ভব।
ডিলিট হয়ে যাওয়া নম্বরগুলো ফিরে পাওয়া যায় কয়েকটি উপায়ে। নিজের সুবিধা অনুযায়ী যেকোনো একটি পদ্ধতি ব্যবহার করে নম্বরগুলো ফিরে পাবেন।
পদ্ধতি ১: গুগল কনটাক্ট অ্যাপের মাধ্যমে
১. অ্যান্ড্রয়েড ফোনে গুগল কন্টাক্ট অ্যাপ চালু করুন। অ্যাপটি না থাকলে ইনস্টল করুন এবং নিজের গুগল অ্যাকাউন্ট দিয়ে এতে লগ ইন করুন।
২. ডান পাশের নিচের কোনায় থাকা অর্গানাইজড ট্যাবে ট্যাপ করুন।
৩. এর ট্র্যাশ আইকোনে ট্যাপ করুন।
৪. যে নম্বরগুলো ৩০ দিনের মধ্যে ডিলিট করেছেন সেগুলো দেখা যাবে। কবে এবং কোন ডিভাইস থেকে নম্বরগুলো ডিলিট করা হয়েছে তা নম্বরগুলোর পাশে দেখা যাবে।
৫. নম্বরগুলোর ওপর চেপে ধরে রাখুন। তাহলে ওপরে ডান পাশের কোনায় একটি তিন ডট মেনু দেখা যাবে। মেনু থেকে ‘রিকভার’ বাটনে ট্যাপ করুন।
এর মাধ্যমে ডিলিট করা নম্বরগুলো আবার কন্টাক্ট তালিকায় দেখা যাবে।
পদ্ধতি ২: আনডু ফিচার ব্যবহার করে
১. অ্যান্ড্রয়েড ফোনে গুগল কন্টাক্ট অ্যাপ চালু করুন।
২. ডান পাশের ওপরের কোনায় প্রোফাইল আইকোনে ট্যাপ করুন।
৩. কন্টাক্ট সেটিংসে ট্যাপ করুন।
৪. তালিকার নিচের দিকে থাকা ‘আনডু চেঞ্জেস’ বাটনে ট্যাপ করুন।
৫. যদি আপনি একাধিক গুগল অ্যাকাউন্ট ব্যবহার করে থাকেন, তাহলে কোন অ্যাকাউন্টে নম্বরটি রিস্টোর করবেন তা নির্বাচন করুন।
৬. রিস্টোর বা নম্বর ফিরিয়ে আনার সময়সীমা নির্ধারণ করুন (১০ মিনিট, ১ ঘণ্টা, ১ সপ্তাহ, এভাবে ৩০ দিন পর্যন্ত নির্ধারণ করা যাবে)।
৭. এরপর কনফার্ম বাটনে ট্যাপ করুন।
পদ্ধতি ৩: ফোনের সেটিংস অ্যাপ ব্যবহার করে
এই পদ্ধতি ব্যবহার করার জন্য ইন্টারনেটের সংযোগ লাগবে।
১. ফোনের সেটিংস অ্যাপে প্রবেশ করুন।
২. নিচের দিকে স্ক্রল করুন এবং গুগল অ্যাপ নির্বাচন করুন।
৩. বাঁ পাশের ওপরে ‘অল সার্ভিসেস’ ট্যাবে ট্যাপ করুন।
৪. এরপর ‘ব্যাকআপ অ্যান্ড রিস্টোর’ বা ‘সেটআপ অ্যান্ড রিস্টোর’ বাটনে ট্যাপ করুন।
৫. কোন নম্বরগুলো ফিরে পেতে চান তা নির্বাচন করুন।
৬. কোনো জায়গায় নম্বরগুলো রাখতে চান তা নির্বাচন করুন।
পদ্ধতি ৪: গুগল কন্টাক্টের ওয়েব সংস্করণের মাধ্যমে
১. ব্রাউজার থেকে গুগল কন্টাক্ট ওয়েবসাইটে প্রবেশ করুন।
২. নিজের জিমেইল দিয়ে লগ ইন করুন।
৩. সাইডবার থেকে ‘বিন’ বাটনে ক্লিক করুন।
৪. অ্যাকাউন্টের প্রোফাইল ছবিতে ট্যাপ করুন ও চেক মার্ক অপশনে টিক দিন।
৫. ডান পাশের ওপরের দিকে থাকা ‘রিকভার’ বাটনে ট্যাপ করুন। এর মাধ্যমে মুছে ফেলা সব কন্টাক্ট নম্বর ফোনে ফিরে আসবে।
তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া
চীনের সবচেয়ে ধনী ব্যক্তি এখন টিকটকের মালিক প্রতিষ্ঠান বাইটড্যান্সের সহ-প্রতিষ্ঠাতা ঝ্যাং ইয়িমিং। দেশটির ধনী ব্যক্তিদের একটি তালিকা প্রকাশ করেছে হুরুন রিসার্চ ইনস্টিটিউট। এই তালিকায় ৪৯ দশমিক ৩ বিলিয়ন মার্কিন ডলার বা ৪ হাজার ৯৩০ কোটি ডলার সম্পদ নিয়ে প্রথম স্থান অর্জন করেছেন ঝ্যাং। ২০২৩ সালের তুলনায় তা
৯ ঘণ্টা আগেগুগলের নতুন কোডগুলোর প্রায় এক–চতুর্থাংশের বেশি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি। গত মঙ্গলবার কোম্পানিটির ত্রৈমাসিক প্রতিবেদন প্রকাশের সময় এসব তথ্য জানায় সিইও সুন্দর পিচাই।
১১ ঘণ্টা আগেকৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই সিস্টেমগুলোর জন্য ব্রডকম ও টিএসএমসি–এর সহযোগিতায় নিজস্ব চিপ তৈরি করছে ওপেনএআই। এর পাশাপাশি অবকাঠামোগত চাহিদা পূরণের জন্য এনভিডিয়া ও এএমডি–এর চিপগুলোও ব্যবহার করছে কোম্পানিটি। সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।
১২ ঘণ্টা আগেমেটা, টিকটক ও কোয়াইয় নামের চীনের শর্ট ভিডিও প্ল্যাটফর্মের বিরুদ্ধে দুটি মামলা দায়ের করেছে ব্রাজিলের ভোক্তা অধিকার গ্রুপ কালেকটিভ ডিফেন্স ইনস্টিটিউট। মামলার অভিযোগ বলা হয়, কোম্পানিগুলো অপ্রাপ্তবয়স্কদের নিরাপত্তা নিশ্চিত করতে যথাযথ ব্যবস্থা গ্রহণে ব্যর্থ হয়েছে। তাই মামলায় ৩ বিলিয়ন রেইস বা প্রায় ৫২৫ মি
১৪ ঘণ্টা আগে