অনলাইন ডেস্ক
যেকোনো ডিভাইস, অ্যাপ্লিকেশন বা অ্যাকাউন্টের জন্য শক্তিশালী পাসওয়ার্ড নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। কারণ দুর্বল পাসওয়ার্ড মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে খুঁজে বের করতে পারে হ্যাকাররা। ২০২৩ সালে সবচেয়ে বেশি ব্যবহৃত ও প্রচলিত পাসওয়ার্ড ‘১২৩৪৫৬’। এ ধরনের অনুমানযোগ্য ১০টি পাসওয়ার্ডের তালিকা প্রকাশ করেছে পাসওয়ার্ড ম্যানেজমেন্ট সলিউশন কোম্পানি নর্ডপাস।
ব্যবহারকারী যে স্থানে বসবাস করে সেই জায়গার নাম পাসওয়ার্ডে ব্যবহার করার প্রবণতা দেখা দিয়েছে। যেমন ভারতে ‘India@ 123’ এবং সংযুক্ত আরব-আমিরাতে ‘Dubai@ 2020’ বহুল ব্যবহৃত পাসওয়ার্ড।
এ ছাড়া ‘এডমিন’ শব্দটিও অনেক প্রচলিত পাসওয়ার্ড। বিভিন্ন দেশের ইন্টারনেট ব্যবহারকারীরা এই পাসওয়ার্ড ব্যবহার করে। মজার ব্যাপার হলো, গত বছরের সবচেয়ে বেশি ব্যবহৃত পাসওয়ার্ড হলো ‘পাসওয়ার্ড’। পাসওয়ার্ড শব্দটির সঙ্গে বিভিন্ন নম্বর যুক্ত করা হয়। যেমন–‘Pass@ 123 ’, ‘Password@ 123’
নর্ডপাস বলছে, স্ট্রিমিং অ্যাকাউন্টগুলোতে সবচেয়ে দুর্বল পাসওয়ার্ড ব্যবহার করা হয়। কোম্পানিটি প্রায় ৬ দশমিক ৬ টিবি পাসওয়ার্ডের ডেটাবেসের ওপর ভিত্তি করে এ তথ্য প্রকাশ করছে। ইন্টারনেট ব্যবহারকারীদের সাইবার নিরাপত্তার ক্ষেত্রে হুমকি সৃষ্টি করে এই দুর্বল পাসওয়ার্ড।
নর্ডপাসের সিটিও টমাস স্মালাকিস বলেন, এসব দুর্বল পাসওয়ার্ড ব্যবহার করার ফলে ডিভাইসে যে ম্যালওয়্যার ঢুকে পড়েছে, তা অনেক ভুক্তভোগীই বুঝতে পারে না। কারণ হ্যাকাররা খুব দক্ষতার সঙ্গে এই ম্যালওয়্যারগুলো লুকিয়ে রাখে। আর ব্যবহারকারীর ডেটা খুব সহজে চুরি করে।
বিশ্বের জনপ্রিয় পাসওয়ার্ডগুলোর মধ্যে ৩১ শতাংশই ‘123456789 ’, ‘12345 ’, ‘000000’-এর মতো সহজ সংখ্যাসূচক অনুক্রম দিয়ে তৈরি করা হয়।
সবচেয়ে দুর্বল পাসওয়ার্ডের তালিকার মধ্যে প্রথম ১০টি হলো–
123456
Admin
12345678
123456789
1234
12345
Password
123
Aa 123456
1234567890
এসব পাসওয়ার্ড ১০ সেকেন্ডের কম সময়ের মধ্যে হ্যাকাররা বের করে ফেলতে পারে।
প্রতিবেদনটির মতে, এ ধরনের প্রায় ৭০ শতাংশ পাসওর্য়াড এক সেকেন্ডের চেয়ে কম সময়ে ক্র্যাক করা যায়।
গবেষকদের মতে, নিরাপত্তার জন্য বর্তমান যুগে কার্যকার পদ্ধতি হলো পাসকি ব্যবহার করা।
শক্তিশালী বা স্ট্রং পাসওয়ার্ড তৈরি করতে চাইলে পাসওয়ার্ডের মধ্যে এক বা একাধিক বিশেষ চিহ্ন, যেমন@, #-এ-জাতীয় চিহ্ন ব্যবহার করতে হবে। একটি শক্তিশালী পাসওয়ার্ড সব সময় সংখ্যার সঙ্গে অক্ষর মিলিয়ে তৈরি করুন। আপনি চাইলে আপনার শক্তিশালী পাসওয়ার্ডে ছোট বা বড় ইংরেজি বর্ণ ব্যবহার করতে পারেন। অজানা, অচেনা শব্দ ব্যবহার করতে হবে। ১৮ অক্ষরের পাসওয়ার্ড তুলনামূলক বেশি নিরাপদ। ১০ অক্ষরের পাসওয়ার্ডের ঝুঁকি থেকে যায়। কমপক্ষে ১৫ অক্ষরের পাসওয়ার্ড ব্যবহার করা উচিত।
যেকোনো ডিভাইস, অ্যাপ্লিকেশন বা অ্যাকাউন্টের জন্য শক্তিশালী পাসওয়ার্ড নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। কারণ দুর্বল পাসওয়ার্ড মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে খুঁজে বের করতে পারে হ্যাকাররা। ২০২৩ সালে সবচেয়ে বেশি ব্যবহৃত ও প্রচলিত পাসওয়ার্ড ‘১২৩৪৫৬’। এ ধরনের অনুমানযোগ্য ১০টি পাসওয়ার্ডের তালিকা প্রকাশ করেছে পাসওয়ার্ড ম্যানেজমেন্ট সলিউশন কোম্পানি নর্ডপাস।
ব্যবহারকারী যে স্থানে বসবাস করে সেই জায়গার নাম পাসওয়ার্ডে ব্যবহার করার প্রবণতা দেখা দিয়েছে। যেমন ভারতে ‘India@ 123’ এবং সংযুক্ত আরব-আমিরাতে ‘Dubai@ 2020’ বহুল ব্যবহৃত পাসওয়ার্ড।
এ ছাড়া ‘এডমিন’ শব্দটিও অনেক প্রচলিত পাসওয়ার্ড। বিভিন্ন দেশের ইন্টারনেট ব্যবহারকারীরা এই পাসওয়ার্ড ব্যবহার করে। মজার ব্যাপার হলো, গত বছরের সবচেয়ে বেশি ব্যবহৃত পাসওয়ার্ড হলো ‘পাসওয়ার্ড’। পাসওয়ার্ড শব্দটির সঙ্গে বিভিন্ন নম্বর যুক্ত করা হয়। যেমন–‘Pass@ 123 ’, ‘Password@ 123’
নর্ডপাস বলছে, স্ট্রিমিং অ্যাকাউন্টগুলোতে সবচেয়ে দুর্বল পাসওয়ার্ড ব্যবহার করা হয়। কোম্পানিটি প্রায় ৬ দশমিক ৬ টিবি পাসওয়ার্ডের ডেটাবেসের ওপর ভিত্তি করে এ তথ্য প্রকাশ করছে। ইন্টারনেট ব্যবহারকারীদের সাইবার নিরাপত্তার ক্ষেত্রে হুমকি সৃষ্টি করে এই দুর্বল পাসওয়ার্ড।
নর্ডপাসের সিটিও টমাস স্মালাকিস বলেন, এসব দুর্বল পাসওয়ার্ড ব্যবহার করার ফলে ডিভাইসে যে ম্যালওয়্যার ঢুকে পড়েছে, তা অনেক ভুক্তভোগীই বুঝতে পারে না। কারণ হ্যাকাররা খুব দক্ষতার সঙ্গে এই ম্যালওয়্যারগুলো লুকিয়ে রাখে। আর ব্যবহারকারীর ডেটা খুব সহজে চুরি করে।
বিশ্বের জনপ্রিয় পাসওয়ার্ডগুলোর মধ্যে ৩১ শতাংশই ‘123456789 ’, ‘12345 ’, ‘000000’-এর মতো সহজ সংখ্যাসূচক অনুক্রম দিয়ে তৈরি করা হয়।
সবচেয়ে দুর্বল পাসওয়ার্ডের তালিকার মধ্যে প্রথম ১০টি হলো–
123456
Admin
12345678
123456789
1234
12345
Password
123
Aa 123456
1234567890
এসব পাসওয়ার্ড ১০ সেকেন্ডের কম সময়ের মধ্যে হ্যাকাররা বের করে ফেলতে পারে।
প্রতিবেদনটির মতে, এ ধরনের প্রায় ৭০ শতাংশ পাসওর্য়াড এক সেকেন্ডের চেয়ে কম সময়ে ক্র্যাক করা যায়।
গবেষকদের মতে, নিরাপত্তার জন্য বর্তমান যুগে কার্যকার পদ্ধতি হলো পাসকি ব্যবহার করা।
শক্তিশালী বা স্ট্রং পাসওয়ার্ড তৈরি করতে চাইলে পাসওয়ার্ডের মধ্যে এক বা একাধিক বিশেষ চিহ্ন, যেমন@, #-এ-জাতীয় চিহ্ন ব্যবহার করতে হবে। একটি শক্তিশালী পাসওয়ার্ড সব সময় সংখ্যার সঙ্গে অক্ষর মিলিয়ে তৈরি করুন। আপনি চাইলে আপনার শক্তিশালী পাসওয়ার্ডে ছোট বা বড় ইংরেজি বর্ণ ব্যবহার করতে পারেন। অজানা, অচেনা শব্দ ব্যবহার করতে হবে। ১৮ অক্ষরের পাসওয়ার্ড তুলনামূলক বেশি নিরাপদ। ১০ অক্ষরের পাসওয়ার্ডের ঝুঁকি থেকে যায়। কমপক্ষে ১৫ অক্ষরের পাসওয়ার্ড ব্যবহার করা উচিত।
চীনের সবচেয়ে ধনী ব্যক্তি এখন টিকটকের মালিক প্রতিষ্ঠান বাইটড্যান্সের সহ-প্রতিষ্ঠাতা ঝ্যাং ইয়িমিং। দেশটির ধনী ব্যক্তিদের একটি তালিকা প্রকাশ করেছে হুরুন রিসার্চ ইনস্টিটিউট। এই তালিকায় ৪৯ দশমিক ৩ বিলিয়ন মার্কিন ডলার বা ৪ হাজার ৯৩০ কোটি ডলার সম্পদ নিয়ে প্রথম স্থান অর্জন করেছেন ঝ্যাং। ২০২৩ সালের তুলনায় তা
১৩ ঘণ্টা আগেগুগলের নতুন কোডগুলোর প্রায় এক–চতুর্থাংশের বেশি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি। গত মঙ্গলবার কোম্পানিটির ত্রৈমাসিক প্রতিবেদন প্রকাশের সময় এসব তথ্য জানায় সিইও সুন্দর পিচাই।
১৫ ঘণ্টা আগেকৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই সিস্টেমগুলোর জন্য ব্রডকম ও টিএসএমসি–এর সহযোগিতায় নিজস্ব চিপ তৈরি করছে ওপেনএআই। এর পাশাপাশি অবকাঠামোগত চাহিদা পূরণের জন্য এনভিডিয়া ও এএমডি–এর চিপগুলোও ব্যবহার করছে কোম্পানিটি। সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।
১৬ ঘণ্টা আগেমেটা, টিকটক ও কোয়াইয় নামের চীনের শর্ট ভিডিও প্ল্যাটফর্মের বিরুদ্ধে দুটি মামলা দায়ের করেছে ব্রাজিলের ভোক্তা অধিকার গ্রুপ কালেকটিভ ডিফেন্স ইনস্টিটিউট। মামলার অভিযোগ বলা হয়, কোম্পানিগুলো অপ্রাপ্তবয়স্কদের নিরাপত্তা নিশ্চিত করতে যথাযথ ব্যবস্থা গ্রহণে ব্যর্থ হয়েছে। তাই মামলায় ৩ বিলিয়ন রেইস বা প্রায় ৫২৫ মি
১৮ ঘণ্টা আগে