অনলাইন ডেস্ক
ব্যবহারকারীদের জন্য বেশ কয়েকটি নতুন ফিচার এনেছে ইউটিউব। প্ল্যাটফর্মটিতে স্বাচ্ছন্দ্যে ভিডিও দেখার জন্য এতে মিনি প্লেয়ার যুক্ত হচ্ছে। সেইসঙ্গে ভিডিওর গতি পরিবর্তন, স্লিপ টাইমার সেট করা, বন্ধুদের সঙ্গে প্লেলিস্ট শেয়ার করার নতুন ফিচারও চালু করেছে ইউটিউব।
এক ব্লগ পোস্টে ইউটিউব বলছে, নতুন ফিচারগুলো ওয়েব, মোবাইল, টিভি ও ইউটিউব মিউজিক সংস্করণে পাওয়া যাবে। নতুন আপডেটের মাধ্যমে ইউটিউব ভিডিওর গতি আরও সূক্ষভাবে পরিবর্তন করা যাবে। ভিডিও প্লেব্যাক গতি দশমিক ২৫-এর বদলে দশমিক শূন্য ৫ সেকেন্ড নির্ধারন করা যাবে।
ভিডিও সেটিংস থেকে স্লিপ টাইমারও চালু করা যাবে। এ সুবিধা কাজে লাগিয়ে ১০,১৫, ২০,৩০, ৪৫ ও ৬০ মিনিট পর্যন্ত স্লিপ টাইমার নির্ধারণ করা যাবে। নির্ধারিত সময় শেষে স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে ইউটিউব ভিডিও বন্ধ হয়ে যাবে। ভিডিও দেখতে দেখতে বা গান শুনতে শুনতে যাদের ঘুমিয়ে যাওয়ার অভ্যাস রয়েছে ফিচারটি তাদের বেশ কাজে দেবে।
বন্ধুদের সঙ্গে যৌথভাবে ভিডিও প্লেলিস্ট বা পছন্দের ভিডিওর তালিকা তৈরির সুযোগও চালু করেছে ইউটিউব। কলাবরেটিভ প্লেলিস্ট নামের ফিচারটি কাজে লাগিয়ে কিউআর কোড বা লিংকের মাধ্যমে যৌথভাবে প্লেলিস্ট তৈরি করা যাবে।
এসব প্লেলিস্টের থাম্বনেইলও কাস্টমাইজ করা যাবে। ফোনের গ্যালারি থেকে কোনো ছবি দিয়ে বা জেনারেটিভ এআইয়ের মাধ্যমে তৈরি ছবি দিয়ে এই থাম্বনেইল পছন্দমতো সাজানো যাবে। এই বছরের শেষের দিকে প্লেলিস্টের ভিডিওগুলোতে ভোট দেওয়ার সুযোগও দেয়া হবে।
এছাড়া ইউটিউব মোবাইল অ্যাপে মিনিপ্লেয়ারও যুক্ত করা হবে। এটি আপনি স্ক্রিনের বিভিন্ন জায়গায় সরাতে পারবেন এবং সাইজ পরিবর্তন করা যাবে।
ইউটিউব এবং ইউটিউব মিউজিক মোবাইল অ্যাপে ‘ইউনিক-টু-ইউটিউব মাইলস্টোন’ নামে নতুন ব্যাজ চালু করা হচ্ছে। কোনো শিল্পীর শীর্ষ শ্রোতা বা একটি চ্যানেলের প্রথম পেইড সদস্য হওয়ার মতো বিষয় উদ্যাপন করার জন্য ব্যবহারকারীদের নামের পাশে এই ব্যাজ থাকবে।
ল্যান্ডস্কেপ মোডে আরও ভালো ব্রাউজিংয়ের জন্য আইওএস ব্যবহারকারীদের জন্য টেক্সট এবং থাম্বনেইলের সাইজ পরিবর্তনের মতো কিছু সংশোধন আসবে। ২০২৪ সালের শেষের দিকে আইফোনের ইউটিউব অ্যাপে এই পরিবর্তন দেখা যাবে।
নতুন ফিচারগুলো পর্যায়ক্রমে সব ব্যবহারকারীর জন্য উন্মুক্ত করা হবে।
তথ্যসূত্র: দ্য ভার্জ
ব্যবহারকারীদের জন্য বেশ কয়েকটি নতুন ফিচার এনেছে ইউটিউব। প্ল্যাটফর্মটিতে স্বাচ্ছন্দ্যে ভিডিও দেখার জন্য এতে মিনি প্লেয়ার যুক্ত হচ্ছে। সেইসঙ্গে ভিডিওর গতি পরিবর্তন, স্লিপ টাইমার সেট করা, বন্ধুদের সঙ্গে প্লেলিস্ট শেয়ার করার নতুন ফিচারও চালু করেছে ইউটিউব।
এক ব্লগ পোস্টে ইউটিউব বলছে, নতুন ফিচারগুলো ওয়েব, মোবাইল, টিভি ও ইউটিউব মিউজিক সংস্করণে পাওয়া যাবে। নতুন আপডেটের মাধ্যমে ইউটিউব ভিডিওর গতি আরও সূক্ষভাবে পরিবর্তন করা যাবে। ভিডিও প্লেব্যাক গতি দশমিক ২৫-এর বদলে দশমিক শূন্য ৫ সেকেন্ড নির্ধারন করা যাবে।
ভিডিও সেটিংস থেকে স্লিপ টাইমারও চালু করা যাবে। এ সুবিধা কাজে লাগিয়ে ১০,১৫, ২০,৩০, ৪৫ ও ৬০ মিনিট পর্যন্ত স্লিপ টাইমার নির্ধারণ করা যাবে। নির্ধারিত সময় শেষে স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে ইউটিউব ভিডিও বন্ধ হয়ে যাবে। ভিডিও দেখতে দেখতে বা গান শুনতে শুনতে যাদের ঘুমিয়ে যাওয়ার অভ্যাস রয়েছে ফিচারটি তাদের বেশ কাজে দেবে।
বন্ধুদের সঙ্গে যৌথভাবে ভিডিও প্লেলিস্ট বা পছন্দের ভিডিওর তালিকা তৈরির সুযোগও চালু করেছে ইউটিউব। কলাবরেটিভ প্লেলিস্ট নামের ফিচারটি কাজে লাগিয়ে কিউআর কোড বা লিংকের মাধ্যমে যৌথভাবে প্লেলিস্ট তৈরি করা যাবে।
এসব প্লেলিস্টের থাম্বনেইলও কাস্টমাইজ করা যাবে। ফোনের গ্যালারি থেকে কোনো ছবি দিয়ে বা জেনারেটিভ এআইয়ের মাধ্যমে তৈরি ছবি দিয়ে এই থাম্বনেইল পছন্দমতো সাজানো যাবে। এই বছরের শেষের দিকে প্লেলিস্টের ভিডিওগুলোতে ভোট দেওয়ার সুযোগও দেয়া হবে।
এছাড়া ইউটিউব মোবাইল অ্যাপে মিনিপ্লেয়ারও যুক্ত করা হবে। এটি আপনি স্ক্রিনের বিভিন্ন জায়গায় সরাতে পারবেন এবং সাইজ পরিবর্তন করা যাবে।
ইউটিউব এবং ইউটিউব মিউজিক মোবাইল অ্যাপে ‘ইউনিক-টু-ইউটিউব মাইলস্টোন’ নামে নতুন ব্যাজ চালু করা হচ্ছে। কোনো শিল্পীর শীর্ষ শ্রোতা বা একটি চ্যানেলের প্রথম পেইড সদস্য হওয়ার মতো বিষয় উদ্যাপন করার জন্য ব্যবহারকারীদের নামের পাশে এই ব্যাজ থাকবে।
ল্যান্ডস্কেপ মোডে আরও ভালো ব্রাউজিংয়ের জন্য আইওএস ব্যবহারকারীদের জন্য টেক্সট এবং থাম্বনেইলের সাইজ পরিবর্তনের মতো কিছু সংশোধন আসবে। ২০২৪ সালের শেষের দিকে আইফোনের ইউটিউব অ্যাপে এই পরিবর্তন দেখা যাবে।
নতুন ফিচারগুলো পর্যায়ক্রমে সব ব্যবহারকারীর জন্য উন্মুক্ত করা হবে।
তথ্যসূত্র: দ্য ভার্জ
চীনের সবচেয়ে ধনী ব্যক্তি এখন টিকটকের মালিক প্রতিষ্ঠান বাইটড্যান্সের সহ-প্রতিষ্ঠাতা ঝ্যাং ইয়িমিং। দেশটির ধনী ব্যক্তিদের একটি তালিকা প্রকাশ করেছে হুরুন রিসার্চ ইনস্টিটিউট। এই তালিকায় ৪৯ দশমিক ৩ বিলিয়ন মার্কিন ডলার বা ৪ হাজার ৯৩০ কোটি ডলার সম্পদ নিয়ে প্রথম স্থান অর্জন করেছেন ঝ্যাং। ২০২৩ সালের তুলনায় তা
১১ ঘণ্টা আগেগুগলের নতুন কোডগুলোর প্রায় এক–চতুর্থাংশের বেশি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি। গত মঙ্গলবার কোম্পানিটির ত্রৈমাসিক প্রতিবেদন প্রকাশের সময় এসব তথ্য জানায় সিইও সুন্দর পিচাই।
১৩ ঘণ্টা আগেকৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই সিস্টেমগুলোর জন্য ব্রডকম ও টিএসএমসি–এর সহযোগিতায় নিজস্ব চিপ তৈরি করছে ওপেনএআই। এর পাশাপাশি অবকাঠামোগত চাহিদা পূরণের জন্য এনভিডিয়া ও এএমডি–এর চিপগুলোও ব্যবহার করছে কোম্পানিটি। সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।
১৪ ঘণ্টা আগেমেটা, টিকটক ও কোয়াইয় নামের চীনের শর্ট ভিডিও প্ল্যাটফর্মের বিরুদ্ধে দুটি মামলা দায়ের করেছে ব্রাজিলের ভোক্তা অধিকার গ্রুপ কালেকটিভ ডিফেন্স ইনস্টিটিউট। মামলার অভিযোগ বলা হয়, কোম্পানিগুলো অপ্রাপ্তবয়স্কদের নিরাপত্তা নিশ্চিত করতে যথাযথ ব্যবস্থা গ্রহণে ব্যর্থ হয়েছে। তাই মামলায় ৩ বিলিয়ন রেইস বা প্রায় ৫২৫ মি
১৬ ঘণ্টা আগে