অনলাইন ডেস্ক
ইউটিউবের সঙ্গে সরাসরি প্রতিযোগিতায় নামছে স্পটিফাই। এবার মিউজিক ভিডিওর ফিচার যুক্ত করার ঘোষণা দিল গান শোনার জনপ্রিয় এই প্ল্যাটফর্ম।
তবে সব গ্রাহক আপাতত এই সুবিধা পাবেন না। বেটা সংস্করণে ১১টি দেশের প্রিমিয়াম সাবস্ক্রাইবার জন্য এ ফিচার আনা হয়েছে। প্রাথমিক পর্যায়ে এড শিরান, দোজা ক্যাট, স্পাইস আইস, আলুনা ও আসাকের মতো জনপ্রিয় শিল্পীদের মিউজিক ভিডিও এই প্ল্যাটফর্ম দেখা যাবে।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চকে স্পটিফাইয়ের গ্লোবাল হেড অব কনজ্যুমার এক্সপেরিয়েন্স স্টেন গার্মার্ক বলেন, স্পটিফাইয়ের সম্পূর্ণ মিউজিক ভিডিও ক্যাটালগে পরে ‘হাজার হাজার’ গান অন্তর্ভুক্ত করা হবে।
যেসব গান ভিডিও প্ল্যাটফর্মটিতে রয়েছে, সেসব প্লে করা গানের শিরোনামের ওপরে ‘সুইচ টু ভিডিও’ আইকন থাকবে। এই অপশনে ট্যাপ করলে গানটি ভিডিওসহ পুনরায় শুরু হবে। ফুল স্ক্রিন মোডে ভিডিও দেখার জন্য আইওএস বা অ্যান্ড্রয়েড ডিভাইসটি রোটেট করতে পারবেন। আবার ‘সুইচ টু অডিও’ অপশনে ট্যাপ করলে আগের মতো শুধু অডিও শোনা যাবে।
স্পটিফাই সীমিত বাজারে এই ফিচার নিয়ে এসেছে। যুক্তরাজ্য, জার্মানি, ইতালি, নেদারল্যান্ডস, পোল্যান্ড, সুইডেন, ব্রাজিল, কলাম্বিয়া, ফিলিপাইন, ইন্দোনেশিয়া ও কেনিয়ায় ফিচারটি পাওয়া যায়।
গার্মার্ক বলেন, বাজারের আকার ও স্থানীয় কনটেন্ট সহজলভ্যতার মতো বেশ কয়েকটি মানদণ্ডের ওপর ভিত্তি করে এই ফিচার নিয়ে আসা হবে।
আইওএস ও অ্যান্ড্রয়েডের পাশাপাশি ডেস্কটপ ও টিভিতেও মিউজিক ভিডিও ফিচারটিব্যবহার করা যাবে। তবে ভিডিও দেখার জন্য প্রিমিয়াম সাবস্ক্রিপশন থাকতে হবে।
ভিডিও পডকাস্ট বা শিল্পীদের ভক্তদের সঙ্গে সরাসরি কথা বলার জন্য ‘ক্লিপ’ নামের সংক্ষিপ্ত ভিডিওর মাধ্যমে স্পটিফাই আগেও বিভিন্ন ধরনের ভিডিও সমর্থন করেছে। তবে নতুন মিউজিক ভিডিও ফিচারটি মাধ্যমে স্পটিফাই শিল্পীদের শ্রোতাদের প্ল্যাটফর্মটি ব্যবহারে আরও আকৃষ্ট করবে।
তথ্যসূত্র: দ্য ভার্জ
ইউটিউবের সঙ্গে সরাসরি প্রতিযোগিতায় নামছে স্পটিফাই। এবার মিউজিক ভিডিওর ফিচার যুক্ত করার ঘোষণা দিল গান শোনার জনপ্রিয় এই প্ল্যাটফর্ম।
তবে সব গ্রাহক আপাতত এই সুবিধা পাবেন না। বেটা সংস্করণে ১১টি দেশের প্রিমিয়াম সাবস্ক্রাইবার জন্য এ ফিচার আনা হয়েছে। প্রাথমিক পর্যায়ে এড শিরান, দোজা ক্যাট, স্পাইস আইস, আলুনা ও আসাকের মতো জনপ্রিয় শিল্পীদের মিউজিক ভিডিও এই প্ল্যাটফর্ম দেখা যাবে।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চকে স্পটিফাইয়ের গ্লোবাল হেড অব কনজ্যুমার এক্সপেরিয়েন্স স্টেন গার্মার্ক বলেন, স্পটিফাইয়ের সম্পূর্ণ মিউজিক ভিডিও ক্যাটালগে পরে ‘হাজার হাজার’ গান অন্তর্ভুক্ত করা হবে।
যেসব গান ভিডিও প্ল্যাটফর্মটিতে রয়েছে, সেসব প্লে করা গানের শিরোনামের ওপরে ‘সুইচ টু ভিডিও’ আইকন থাকবে। এই অপশনে ট্যাপ করলে গানটি ভিডিওসহ পুনরায় শুরু হবে। ফুল স্ক্রিন মোডে ভিডিও দেখার জন্য আইওএস বা অ্যান্ড্রয়েড ডিভাইসটি রোটেট করতে পারবেন। আবার ‘সুইচ টু অডিও’ অপশনে ট্যাপ করলে আগের মতো শুধু অডিও শোনা যাবে।
স্পটিফাই সীমিত বাজারে এই ফিচার নিয়ে এসেছে। যুক্তরাজ্য, জার্মানি, ইতালি, নেদারল্যান্ডস, পোল্যান্ড, সুইডেন, ব্রাজিল, কলাম্বিয়া, ফিলিপাইন, ইন্দোনেশিয়া ও কেনিয়ায় ফিচারটি পাওয়া যায়।
গার্মার্ক বলেন, বাজারের আকার ও স্থানীয় কনটেন্ট সহজলভ্যতার মতো বেশ কয়েকটি মানদণ্ডের ওপর ভিত্তি করে এই ফিচার নিয়ে আসা হবে।
আইওএস ও অ্যান্ড্রয়েডের পাশাপাশি ডেস্কটপ ও টিভিতেও মিউজিক ভিডিও ফিচারটিব্যবহার করা যাবে। তবে ভিডিও দেখার জন্য প্রিমিয়াম সাবস্ক্রিপশন থাকতে হবে।
ভিডিও পডকাস্ট বা শিল্পীদের ভক্তদের সঙ্গে সরাসরি কথা বলার জন্য ‘ক্লিপ’ নামের সংক্ষিপ্ত ভিডিওর মাধ্যমে স্পটিফাই আগেও বিভিন্ন ধরনের ভিডিও সমর্থন করেছে। তবে নতুন মিউজিক ভিডিও ফিচারটি মাধ্যমে স্পটিফাই শিল্পীদের শ্রোতাদের প্ল্যাটফর্মটি ব্যবহারে আরও আকৃষ্ট করবে।
তথ্যসূত্র: দ্য ভার্জ
প্রযুক্তির জগতে উদ্ভাবনের জোয়ারে এসেছে একটি নতুন ধরনের ফোন নিয়ে এসেছে নাথিং কোম্পানি। ‘ফোন ২এ প্লাসের একটি বিশেষ সংস্করণ’ নিয়ে এসেছে নাথিং। এই সংস্করণে ‘গ্লো-ইন-দ্য ডার্ক’ ডিজাইন যুক্ত করা হয়েছে। অর্থাৎ ফোনের স্ক্রিন বন্ধ থাকলেও অন্ধকার জ্বলজ্বল করবে এই ফোন। ফলে অন্ধকার ঘরে বা রাতের বেলা খুব সহজেই ফ
২ ঘণ্টা আগেমানুষের মতো সহজে মনের কথা বুঝতে পারে না কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই টুল। এ জন্য কাজ সম্পাদনের এসব টুলের সঙ্গে অন্যভাবে যোগাযোগ করতে হয়। তাই এআই মডেল ব্যবহারের সময় এই যোগাযোগের জন্য ‘প্রম্পট’ ব্যবহার করা হয়। চ্যাটবটের কাছ থেকে নির্দিষ্ট ফলাফল পাওয়ার জন্য এই ইনপুট ব্যবহার করতে হয়। প্রম্পটিং হলো এআই-এর
৪ ঘণ্টা আগেচীনের সবচেয়ে ধনী ব্যক্তি এখন টিকটকের মালিক প্রতিষ্ঠান বাইটড্যান্সের সহ-প্রতিষ্ঠাতা ঝ্যাং ইয়িমিং। দেশটির ধনী ব্যক্তিদের একটি তালিকা প্রকাশ করেছে হুরুন রিসার্চ ইনস্টিটিউট। এই তালিকায় ৪৯ দশমিক ৩ বিলিয়ন মার্কিন ডলার বা ৪ হাজার ৯৩০ কোটি ডলার সম্পদ নিয়ে প্রথম স্থান অর্জন করেছেন ঝ্যাং। ২০২৩ সালের তুলনায় তা
১ দিন আগেগুগলের নতুন কোডগুলোর প্রায় এক–চতুর্থাংশের বেশি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি। গত মঙ্গলবার কোম্পানিটির ত্রৈমাসিক প্রতিবেদন প্রকাশের সময় এসব তথ্য জানায় সিইও সুন্দর পিচাই।
১ দিন আগে