অনিন্দ্য চৌধুরী অর্ণব
স্বপ্নে দেখি নৌকো আমার
নদীর ঘাটে বাঁধা;
নদী কিংবা আকাশ সেটা
লাগল মনে ধাঁধাঁ। …
—রবীন্দ্রনাথ ঠাকুর
কবির কবিতার মতোই স্বপ্নের জগৎ হাজার হাজার বছর ধরে মানুষকে কৌতূহলী করে তুলেছে। এটি এমনই এক রহস্যময় বিষয় যে প্রাচীনকাল থেকে মানুষ একে বোঝার চেষ্টা করে চলেছেন। মানুষের স্বপ্ন হলো অতীতের কিছু স্মৃতি, অভিজ্ঞতা বা কোনো ঘটনার সঙ্গে একেবারে নিকট বর্তমানের কিছু স্মৃতি, অভিজ্ঞতা, ভাবনা বা ঘটনার সংমিশ্রণ। স্বপ্ন নানা রকম হতে পারে—ভয়ের, সুখের, দুঃখের, হাসি বা কান্নার। জন্মান্ধ মানুষ বা বধিরও স্বপ্ন দেখেন। তবে তাঁদের স্বপ্ন কিন্তু সাদাকালো বা শব্দহীন নয়। তাঁদের স্বপ্ন আমাদের মতোই বর্ণিল, রিনিঝিনি ছন্দময়। এমনকি জন্ম থেকে প্যারালাইজড রোগীও স্বপ্নে দৌড়াতে বা খেলতে পারেন।
স্বপ্ন কেমন দেখবেন, তার ওপর মানুষের হাত থাকে না। কিন্তু প্রযুক্তির এই দুরন্ত সময়ে দাঁড়িয়ে আপনি কেমন স্বপ্ন দেখবেন, সেটা নিজেই ঠিক করে নিতে পারবেন। নিজের পছন্দমতো স্বপ্ন দেখতে সহায়তা করবে কৃত্রিম বুদ্ধিমত্তা। কী, অবাক হচ্ছেন?
প্রোফেটিক নামের একটি প্রযুক্তি কোম্পানি ‘ড্রিমস অন ডিমান্ড’ নামে প্রচার চালাচ্ছে, হালো এআই হেডব্যান্ডের সাহায্যে ঘুমের মধ্যে যে কেউ তাঁর পছন্দমতো স্বপ্ন দেখতে পারবেন বলে। অত্যাধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে হেডব্যান্ড ডিভাইসটি তৈরি করা হয়েছে। ফলে স্বপ্নের রহস্যময় জগতে ইচ্ছেমতো প্রবেশ করা যাবে। শুধু তা-ই নয়, স্বপ্নকে পুরোপুরি নিয়ন্ত্রণও করা যাবে।
ডিভাইসটি আলট্রাসাউন্ড ব্যবহার করে স্বপ্নের জগতে প্রবেশে সহায়তা করবে। সে রহস্যময় জগতে প্রবেশের পর ডিভাইসটি আপনার ওপর স্বপ্ন নিয়ন্ত্রণের ভার ছেড়ে দেবে। ফলে ব্যবহারকারী নিজের স্বপ্নের জগৎ নিজেই নিয়ন্ত্রণ করে পছন্দমতো স্বপ্ন দেখতে পারবেন। হালো এ আই হেডব্যান্ডটি উন্নত নিউরোটেক পরিধানযোগ্য ডিভাইস, যা মানুষের অবচেতনে মস্তিষ্কের ওপর কাজ করে।
স্বপ্ন দেখার এ যন্ত্র কিনতে আপনাকে খরচ করতে হবে প্রায় দুই লাখ টাকা। সম্ভবত আগামী বছর এটি বাজারে পাওয়া যাবে। তবে আপনি চাইলে এখনই অগ্রিম বুকিং দিয়ে রাখতে পারেন। যন্ত্রটি অপছন্দ হলে ১২ হাজার টাকার মতো রিফান্ডেবল ফি পরিশোধ করে ফেরতও দিতে পারবেন।
সূত্র: হিন্দুস্তান টাইমস, সিএনবিসি
স্বপ্নে দেখি নৌকো আমার
নদীর ঘাটে বাঁধা;
নদী কিংবা আকাশ সেটা
লাগল মনে ধাঁধাঁ। …
—রবীন্দ্রনাথ ঠাকুর
কবির কবিতার মতোই স্বপ্নের জগৎ হাজার হাজার বছর ধরে মানুষকে কৌতূহলী করে তুলেছে। এটি এমনই এক রহস্যময় বিষয় যে প্রাচীনকাল থেকে মানুষ একে বোঝার চেষ্টা করে চলেছেন। মানুষের স্বপ্ন হলো অতীতের কিছু স্মৃতি, অভিজ্ঞতা বা কোনো ঘটনার সঙ্গে একেবারে নিকট বর্তমানের কিছু স্মৃতি, অভিজ্ঞতা, ভাবনা বা ঘটনার সংমিশ্রণ। স্বপ্ন নানা রকম হতে পারে—ভয়ের, সুখের, দুঃখের, হাসি বা কান্নার। জন্মান্ধ মানুষ বা বধিরও স্বপ্ন দেখেন। তবে তাঁদের স্বপ্ন কিন্তু সাদাকালো বা শব্দহীন নয়। তাঁদের স্বপ্ন আমাদের মতোই বর্ণিল, রিনিঝিনি ছন্দময়। এমনকি জন্ম থেকে প্যারালাইজড রোগীও স্বপ্নে দৌড়াতে বা খেলতে পারেন।
স্বপ্ন কেমন দেখবেন, তার ওপর মানুষের হাত থাকে না। কিন্তু প্রযুক্তির এই দুরন্ত সময়ে দাঁড়িয়ে আপনি কেমন স্বপ্ন দেখবেন, সেটা নিজেই ঠিক করে নিতে পারবেন। নিজের পছন্দমতো স্বপ্ন দেখতে সহায়তা করবে কৃত্রিম বুদ্ধিমত্তা। কী, অবাক হচ্ছেন?
প্রোফেটিক নামের একটি প্রযুক্তি কোম্পানি ‘ড্রিমস অন ডিমান্ড’ নামে প্রচার চালাচ্ছে, হালো এআই হেডব্যান্ডের সাহায্যে ঘুমের মধ্যে যে কেউ তাঁর পছন্দমতো স্বপ্ন দেখতে পারবেন বলে। অত্যাধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে হেডব্যান্ড ডিভাইসটি তৈরি করা হয়েছে। ফলে স্বপ্নের রহস্যময় জগতে ইচ্ছেমতো প্রবেশ করা যাবে। শুধু তা-ই নয়, স্বপ্নকে পুরোপুরি নিয়ন্ত্রণও করা যাবে।
ডিভাইসটি আলট্রাসাউন্ড ব্যবহার করে স্বপ্নের জগতে প্রবেশে সহায়তা করবে। সে রহস্যময় জগতে প্রবেশের পর ডিভাইসটি আপনার ওপর স্বপ্ন নিয়ন্ত্রণের ভার ছেড়ে দেবে। ফলে ব্যবহারকারী নিজের স্বপ্নের জগৎ নিজেই নিয়ন্ত্রণ করে পছন্দমতো স্বপ্ন দেখতে পারবেন। হালো এ আই হেডব্যান্ডটি উন্নত নিউরোটেক পরিধানযোগ্য ডিভাইস, যা মানুষের অবচেতনে মস্তিষ্কের ওপর কাজ করে।
স্বপ্ন দেখার এ যন্ত্র কিনতে আপনাকে খরচ করতে হবে প্রায় দুই লাখ টাকা। সম্ভবত আগামী বছর এটি বাজারে পাওয়া যাবে। তবে আপনি চাইলে এখনই অগ্রিম বুকিং দিয়ে রাখতে পারেন। যন্ত্রটি অপছন্দ হলে ১২ হাজার টাকার মতো রিফান্ডেবল ফি পরিশোধ করে ফেরতও দিতে পারবেন।
সূত্র: হিন্দুস্তান টাইমস, সিএনবিসি
চীনের সবচেয়ে ধনী ব্যক্তি এখন টিকটকের মালিক প্রতিষ্ঠান বাইটড্যান্সের সহ-প্রতিষ্ঠাতা ঝ্যাং ইয়িমিং। দেশটির ধনী ব্যক্তিদের একটি তালিকা প্রকাশ করেছে হুরুন রিসার্চ ইনস্টিটিউট। এই তালিকায় ৪৯ দশমিক ৩ বিলিয়ন মার্কিন ডলার বা ৪ হাজার ৯৩০ কোটি ডলার সম্পদ নিয়ে প্রথম স্থান অর্জন করেছেন ঝ্যাং। ২০২৩ সালের তুলনায় তা
১১ ঘণ্টা আগেগুগলের নতুন কোডগুলোর প্রায় এক–চতুর্থাংশের বেশি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি। গত মঙ্গলবার কোম্পানিটির ত্রৈমাসিক প্রতিবেদন প্রকাশের সময় এসব তথ্য জানায় সিইও সুন্দর পিচাই।
১৩ ঘণ্টা আগেকৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই সিস্টেমগুলোর জন্য ব্রডকম ও টিএসএমসি–এর সহযোগিতায় নিজস্ব চিপ তৈরি করছে ওপেনএআই। এর পাশাপাশি অবকাঠামোগত চাহিদা পূরণের জন্য এনভিডিয়া ও এএমডি–এর চিপগুলোও ব্যবহার করছে কোম্পানিটি। সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।
১৪ ঘণ্টা আগেমেটা, টিকটক ও কোয়াইয় নামের চীনের শর্ট ভিডিও প্ল্যাটফর্মের বিরুদ্ধে দুটি মামলা দায়ের করেছে ব্রাজিলের ভোক্তা অধিকার গ্রুপ কালেকটিভ ডিফেন্স ইনস্টিটিউট। মামলার অভিযোগ বলা হয়, কোম্পানিগুলো অপ্রাপ্তবয়স্কদের নিরাপত্তা নিশ্চিত করতে যথাযথ ব্যবস্থা গ্রহণে ব্যর্থ হয়েছে। তাই মামলায় ৩ বিলিয়ন রেইস বা প্রায় ৫২৫ মি
১৬ ঘণ্টা আগে