অনলাইন ডেস্ক
টেক জায়ান্ট গুগল তার ‘প্ল্যাটফর্মস অ্যান্ড ডিভাইস’ দলে কাজ করা যুক্তরাষ্ট্রভিত্তিক কর্মীদের জন্য একটি ‘ভলিউন্টারি এক্সিট’ প্রোগ্রাম চালু করছে। অর্থাৎ, এই বিভাগে কর্মীরা স্বেচ্ছায় পদত্যাগ করতে পারবে। পিক্সেল ও অ্যান্ড্রয়েড প্রকল্পগুলো একত্রিত করে গত বছর এই ডিভিশন তৈরি করে প্ল্যাটফর্মটি।
কোম্পানির একটি অভ্যন্তরীণ নথি থেকে জানা গেছে, যারা এই একত্রিত বিভাগের সঙ্গে পুরোপুরি মানিয়ে নিতে পারছেন না, তারা স্বেচ্ছায় প্রস্থান করতে পারবেন এবং তাদের প্রাপ্য ক্ষতিপূরণ প্যাকেজ পাবেন। অর্থাৎ, কর্মীর চাকরি ছাড়ার পর একটি নির্দিষ্ট পরিমাণ অর্থের দেওয়া হবে, যাতে তারা নতুন কাজ পাওয়ার জন্য প্রস্তুতি নিতে পারে।
গুগলের প্ল্যাটফর্মস অ্যান্ড ডিভাইস বিভাগের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট রিক অস্টারলেহ জানান, স্বেচ্ছায় পদত্যাগের প্রোগ্রামটি শুধু যুক্তরাষ্ট্রভিত্তিক কর্মীদের জন্য প্রযোজ্য। এর আওতায় পিক্সেল ফোন, অ্যান্ড্রয়েড, ক্রোম ওএস, গুগল ফটোস, নেস্ট স্মার্ট হোম ডিভাইস এবং ফিটবিট ওয়্যারেবলসের মতো পণ্যগুলোর সঙ্গে যুক্ত কর্মীরা উপকৃত হবেন।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট নাইনটুফাইভগুগলের মতে, এসব কর্মীর সেভারেন্স (ক্ষতিপূরণ) প্যাকেজ প্রদান করবে গুগল এবং এ সম্পর্কে আরও বিস্তারিত তথ্য শিগ্গিরই অভ্যন্তরীণভাবে শেয়ার করা হবে।
অস্টারলেহ আরও জানান, গত অক্টোবর মাসে গুগল পিক্সেল হার্ডওয়্যার গ্রুপকে অ্যান্ড্রয়েড সফটওয়্যার টিমের সঙ্গে একত্রিত করে প্ল্যাটফর্মস অ্যান্ড ডিভাইস শাখা তৈরি করেছিল। এই একীভূত দলের নতুন মিশন ও কর্মপদ্ধতির সঙ্গে নিজেকে মানিয়ে নিতে পারছেন না অনেক কর্মী। তাদের স্বেচ্ছায় পদত্যাগের প্রস্তাব দিচ্ছে গুগল। প্রোগ্রামটি কোনো নির্দিষ্ট পণ্য রোডম্যাপ পরিবর্তনের সঙ্গে সম্পর্কিত নয়।
গত অক্টোবর মাসে দায়িত্ব গ্রহণ করেন গুগলের নতুন সিএফও অনাত আশকেনাজি। সম্প্রতি একটি আর্থিক প্রতিবেদন প্রকাশের সময় তিনি কোম্পানির কার্যক্রমে আরও ‘কার্যকারিতা’ আনার ওপর গুরুত্ব দিয়েছেন। যদিও গুগলের পিক্সেল স্মার্টফোনের বিক্রি সম্প্রতি নতুন উচ্চতায় পৌঁছেছে, তবে শিল্পজুড়ে খরচ কমানোর প্রবণতা অব্যাহত রয়েছে।
এর আগে ২০২৪ সালে জানুয়ারিতে পিক্সেল, নেস্ট ও ফিটবিট টিমের একটি নতুন আঙ্গিকে পুনর্গঠন করেছে গুগল, যার ফলে কয়েক শ কর্মী ছাঁটাই হন। তবে গুগল তাদের নতুন প্রোগ্রামের মাধ্যমে এই ‘কাটছাঁট’ প্রক্রিয়া নীরবে পরিচালনা করার চেষ্টা করছে, যাতে কর্মীরা স্বাভাবিকভাবে পদত্যাগ করতে পারেন।
তথ্যসূত্র: টেকস্পট
টেক জায়ান্ট গুগল তার ‘প্ল্যাটফর্মস অ্যান্ড ডিভাইস’ দলে কাজ করা যুক্তরাষ্ট্রভিত্তিক কর্মীদের জন্য একটি ‘ভলিউন্টারি এক্সিট’ প্রোগ্রাম চালু করছে। অর্থাৎ, এই বিভাগে কর্মীরা স্বেচ্ছায় পদত্যাগ করতে পারবে। পিক্সেল ও অ্যান্ড্রয়েড প্রকল্পগুলো একত্রিত করে গত বছর এই ডিভিশন তৈরি করে প্ল্যাটফর্মটি।
কোম্পানির একটি অভ্যন্তরীণ নথি থেকে জানা গেছে, যারা এই একত্রিত বিভাগের সঙ্গে পুরোপুরি মানিয়ে নিতে পারছেন না, তারা স্বেচ্ছায় প্রস্থান করতে পারবেন এবং তাদের প্রাপ্য ক্ষতিপূরণ প্যাকেজ পাবেন। অর্থাৎ, কর্মীর চাকরি ছাড়ার পর একটি নির্দিষ্ট পরিমাণ অর্থের দেওয়া হবে, যাতে তারা নতুন কাজ পাওয়ার জন্য প্রস্তুতি নিতে পারে।
গুগলের প্ল্যাটফর্মস অ্যান্ড ডিভাইস বিভাগের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট রিক অস্টারলেহ জানান, স্বেচ্ছায় পদত্যাগের প্রোগ্রামটি শুধু যুক্তরাষ্ট্রভিত্তিক কর্মীদের জন্য প্রযোজ্য। এর আওতায় পিক্সেল ফোন, অ্যান্ড্রয়েড, ক্রোম ওএস, গুগল ফটোস, নেস্ট স্মার্ট হোম ডিভাইস এবং ফিটবিট ওয়্যারেবলসের মতো পণ্যগুলোর সঙ্গে যুক্ত কর্মীরা উপকৃত হবেন।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট নাইনটুফাইভগুগলের মতে, এসব কর্মীর সেভারেন্স (ক্ষতিপূরণ) প্যাকেজ প্রদান করবে গুগল এবং এ সম্পর্কে আরও বিস্তারিত তথ্য শিগ্গিরই অভ্যন্তরীণভাবে শেয়ার করা হবে।
অস্টারলেহ আরও জানান, গত অক্টোবর মাসে গুগল পিক্সেল হার্ডওয়্যার গ্রুপকে অ্যান্ড্রয়েড সফটওয়্যার টিমের সঙ্গে একত্রিত করে প্ল্যাটফর্মস অ্যান্ড ডিভাইস শাখা তৈরি করেছিল। এই একীভূত দলের নতুন মিশন ও কর্মপদ্ধতির সঙ্গে নিজেকে মানিয়ে নিতে পারছেন না অনেক কর্মী। তাদের স্বেচ্ছায় পদত্যাগের প্রস্তাব দিচ্ছে গুগল। প্রোগ্রামটি কোনো নির্দিষ্ট পণ্য রোডম্যাপ পরিবর্তনের সঙ্গে সম্পর্কিত নয়।
গত অক্টোবর মাসে দায়িত্ব গ্রহণ করেন গুগলের নতুন সিএফও অনাত আশকেনাজি। সম্প্রতি একটি আর্থিক প্রতিবেদন প্রকাশের সময় তিনি কোম্পানির কার্যক্রমে আরও ‘কার্যকারিতা’ আনার ওপর গুরুত্ব দিয়েছেন। যদিও গুগলের পিক্সেল স্মার্টফোনের বিক্রি সম্প্রতি নতুন উচ্চতায় পৌঁছেছে, তবে শিল্পজুড়ে খরচ কমানোর প্রবণতা অব্যাহত রয়েছে।
এর আগে ২০২৪ সালে জানুয়ারিতে পিক্সেল, নেস্ট ও ফিটবিট টিমের একটি নতুন আঙ্গিকে পুনর্গঠন করেছে গুগল, যার ফলে কয়েক শ কর্মী ছাঁটাই হন। তবে গুগল তাদের নতুন প্রোগ্রামের মাধ্যমে এই ‘কাটছাঁট’ প্রক্রিয়া নীরবে পরিচালনা করার চেষ্টা করছে, যাতে কর্মীরা স্বাভাবিকভাবে পদত্যাগ করতে পারেন।
তথ্যসূত্র: টেকস্পট
হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকাউন্ট একটি বিশেষ ধরনের অ্যাকাউন্ট, যা ব্যবসায়িক উদ্দেশ্যে তৈরি করা হয়। এটি সাধারণ হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের মতো হলেও এর মধ্যে বেশ কিছু অতিরিক্ত ফিচার রয়েছে। এই অ্যাকাউন্টের মাধ্যমে ব্যবসায়ীরা তাঁদের পণ্য বা সেবা-সম্পর্কিত তথ্য গ্রাহকদের কাছে দ্রুত এবং পেশাদারভাবে পৌঁছাতে পারেন
৩ ঘণ্টা আগেচীনে অতিসম্প্রতি একটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এজেন্ট ‘মানুস’ (যার মূল শব্দ ল্যাটিন থেকে আসা এবং অর্থ হাত) বৈশ্বিক প্রযুক্তি খাতকে চমকে দিয়েছে। এই এআই এজেন্ট নিজের সক্ষমতা প্রমাণ করেছে ঐতিহ্যগতভাবে হোয়াইট-কলার (বিশেষজ্ঞ) কর্মীদের সম্পাদিত কাজ নিজে করার মাধ্যমে। হংকংভিত্তিক সংবাদমাধ্যম এশিয়া...
১৮ ঘণ্টা আগেচীনা কোম্পানি ভিভো তার পরবর্তী বড় ফ্ল্যাগশিপ ফোন এক্স ২০০ আলট্রা উন্মোচনের জন্য প্রস্তুত। এটি চীনের বাজারে এপ্রিলের মাঝামাঝি থেকে শেষের দিকে আসতে পারে। ডিভাইসটি ইতিমধ্যে অনেক খবরের শিরোনামে উঠে এসেছে।
১৯ ঘণ্টা আগেকৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইভিত্তিক নতুন ভিডিও লেন্স নিয়ে আসছে সামাজিক যোগাযোগ মাধ্যম স্ন্যাপচ্যাপ। নিজস্ব এআই মডেল ব্যবহার করে এসব লেন্স তৈরি করেছে কোম্পানিটি। এটি ব্যবহারকারীদের আরও বিস্ময়কর এবং বিনোদনমূলক উপায়ে তাদের ছবি বা ভিডিও শেয়ার করার সুযোগ দেবে।
২০ ঘণ্টা আগে