Ajker Patrika

টিকটকে ৩০ মিনিটের ভিডিও আপলোডের সুবিধা আসছে

অনলাইন ডেস্ক
টিকটকে ৩০ মিনিটের ভিডিও আপলোডের সুবিধা আসছে

ইউটিউবের সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতে ৩০ মিনিট দীর্ঘ ভিডিও আপলোড করার ফিচার আনছে টিকটক। এটি এখন পরীক্ষা–নিরীক্ষার পর্যায়ে আছে। তাই টিকটক আর শুধু স্বল্প দৈর্ঘ্যের প্ল্যাটফর্ম হিসেবে থাকবে না। প্রযুক্তি বিষয়ক কোম্পানি গিজমোচায়নার এক প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।

যুক্তরাজ্যের সামাজিক যোগাযোগ মাধ্যম বিষয়ক বিশ্লেষক ম্যাট নাভেরা আইওএস ও অ্যান্ড্রয়েডের বেটা অ্যাপে সর্বপ্রথম ফিচারটি লক্ষ্য করেন।

সাধারণত স্বল্প দৈর্ঘ্যের প্ল্যাটফর্ম হিসেবে পরিচিত টিকটক। প্রাথমিকভাবে ১৫ সেকেন্ডের ভিডিও আপলোডের সুযোগ দেয় প্ল্যাটফর্মটি। ক্রমান্বয়ে ১ মিনিট, ৩ মিনিট ও ১০ মিনিটের ভিডিওয়ের সুযোগ দেয় টিকটক। ৩০ মিনিটের ভিডিও সুযোগ আপলোডের সুযোগ দেওয়ার আগেই টিকটিক ১৫ মিনিটের ভিডিও আপলোডের সুযোগ দিয়েছে। 

নতুন এই ফিচারের মাধ্যমে কোম্পানিটি সরাসরি ইউটিউবের সঙ্গে প্রতিযোগিতা করে। এর মাধ্যমে ক্রিয়েটররা নতুন ধরনের কনটেন্ট আপলোডের সুযোগ পাবে। যেমন–কোনো টিভি শো এর পুরো এপিসোড আপলোড করা যাবে। 

ম্যাট নাভেরা আইওএস ও অ্যান্ড্রয়েডের বেটা অ্যাপে সর্বপ্রথম ফিচারটি লক্ষ্য করেন।  ছবি: গিজমোচায়না এছাড়া ডানপাশে ট্যাপ করে ধরে রাখলে ভিডিওটি ফাস্ট ফরোয়ার্ড করার সুবিধাও দেবে টিকটক। এই সুবিধা ১৫ মিনিটে ভিডিও আপলোডের সঙ্গেও কোম্পানিটি দিয়েছে। ভিডিও আপলোডের দৈর্ঘ্য বাড়ানোর সঙ্গে সঙ্গে ফোনের ডিসপ্লে কে আনুভূমিকভাবে রেখেও পুরো স্ক্রিন জুড়ে ভিডিও দেখার সুযোগ দিচ্ছে টিকটক।

বড় দৈর্ঘ্যের ভিডিও আপলোডের ফিচারটি কতটুকু জনপ্রিয়তা পায়, তাও একটি চিন্তার বিষয়। কারণ টিকটক স্বল্প দৈর্ঘ্যের ভিডিওয়ের জন্য পরিচিত। আর তাছাড়া সকল গ্রাহকের জন্য ফিচারটি উন্মোচন করা হবে নাকি, তা স্পষ্ট নয়। 

টিকটিকের প্রধান কোম্পানি বাইটডেন্স পুরো বিশ্বে ছড়িয়ে পড়ছে। কানাডা, অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রে নতুন অফিস খুলেছে কোম্পানিটি। ২০২৩ সালে কোম্পানিটি ১১ হাজার কোটি ডলারের লেনদেন করে, যা ভিডিও গেমিং কোম্পানি টেনসেন্ট থেকে কিছুটা বেশি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

খালেদা জিয়ার উপদেষ্টা মাসুদ আহমেদের সব পদ স্থগিত

টিআইএন নেওয়ার পরে কিন্তু ঘুমাইতে পারবেন না: এনবিআর চেয়ারম্যান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত