ইন্টারনেটের অন্যতম পুরোনো এবং পরিচিত ডোমেইন ‘চ্যাট ডট কম’–কে অধিগ্রহণ করেছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইভিত্তিক কোম্পানি ওপেনএআই। এটি কোম্পানির জন্য অনেক বড় পদক্ষেপ। কারণ আজ থেকে যেকেউ ব্রাউজারে ‘Chat. com’ টাইপ করলে তা সরাসরি জনপ্রিয় এআই চ্যাটবট চ্যাটজিপিটির কাছে নিয়ে যাবে।
এই অধিগ্রহণের বিষয়ে এক্স (সাবেক টুইটার) প্ল্যাটফর্মে ঘোষনা দেন স্যাম অল্টম্যান। পরবর্তীতে ওপেনএআই–এর এক মুখপাত্র অধিগ্রহণের বিষয়টি প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চকে নিশ্চিত করেন। তবে এই ডোমেইনটি কিনতে কোম্পানি কত অর্থ ব্যয় করেছে তা জানায়নি ওপেনএআই।
এই অধিগ্রহণটি ওপেনএআই এর মূল্যবান সম্পদ হিসেবে যুক্ত হবে। কারণ এর মাধ্যমে চ্যাটজিপিটকে কে আরও সহজলভ্য এবং পরিচিত করতে পারবে ওপেনএআই।
গত মার্চ মাসে শাহ বলেন, তিনি চ্যাট ডট কম ডোমেইনটি একটি অজ্ঞাত ক্রেতার কাছে বিক্রি করেন। আজ তিনি এক্সে একটি পোস্টের মাধ্যমে ক্রেতার পরিচয় প্রকাশ করেছে। তিনি বলেন, ওপেনএআই এই ডোমেইনটি অধিগ্রহণ করেছে। শাহ আরও ইঙ্গিত দিয়েছেন যে, তিনি সম্ভবত এই চুক্তির অংশ হিসেবে ওপেনএআই–এর শেয়ারও পেয়েছেন। যদিও বিষয়টি এখনও গোপন রাখা হয়েছে।
এই ডোমেইন চ্যাটজিপিটতে যুক্ত হওয়া সত্ত্বেও এটি ওপেনএআই ব্র্যান্ডের বড় পরিবর্তনকে চিহ্নিত করে না। কারণ ডোমেইনটি শুধু ব্যবহারকারীদের চ্যাটবটের দিকে রিডাইরেক্ট করে Chat. com–কে একটি স্বাধীন ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত করে না।
ওপেনএআই–এর পরিচিতি বাড়ানো এবং বড় প্রযুক্তিতে আগ্রহী দর্শকদের আকর্ষণ করার উদ্দেশ্যে নেওয়া হয়েছে।
এখন পর্যন্ত ওপেনএআই অধিগ্রহণের বিস্তারিত তথ্য সম্পর্কে চুপ রয়েছে। তাই প্রযুক্তি বিশেষজ্ঞরা ‘Chat.com’–এর ভবিষ্যতের প্রভাব নিয়ে অনুমান করতে শুরু করেছেন। এই ডোমেইনের অধিগ্রহণ এআইভিত্তিক প্রযুক্তির দৃশ্যপটে কী ধরনের পরিবর্তন আনতে পারে তা নিয়ে নানা ধারণা তৈরি হচ্ছে।
তথ্যসূত্র: ইন্ডিয়া টুডে
ইন্টারনেটের অন্যতম পুরোনো এবং পরিচিত ডোমেইন ‘চ্যাট ডট কম’–কে অধিগ্রহণ করেছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইভিত্তিক কোম্পানি ওপেনএআই। এটি কোম্পানির জন্য অনেক বড় পদক্ষেপ। কারণ আজ থেকে যেকেউ ব্রাউজারে ‘Chat. com’ টাইপ করলে তা সরাসরি জনপ্রিয় এআই চ্যাটবট চ্যাটজিপিটির কাছে নিয়ে যাবে।
এই অধিগ্রহণের বিষয়ে এক্স (সাবেক টুইটার) প্ল্যাটফর্মে ঘোষনা দেন স্যাম অল্টম্যান। পরবর্তীতে ওপেনএআই–এর এক মুখপাত্র অধিগ্রহণের বিষয়টি প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চকে নিশ্চিত করেন। তবে এই ডোমেইনটি কিনতে কোম্পানি কত অর্থ ব্যয় করেছে তা জানায়নি ওপেনএআই।
এই অধিগ্রহণটি ওপেনএআই এর মূল্যবান সম্পদ হিসেবে যুক্ত হবে। কারণ এর মাধ্যমে চ্যাটজিপিটকে কে আরও সহজলভ্য এবং পরিচিত করতে পারবে ওপেনএআই।
গত মার্চ মাসে শাহ বলেন, তিনি চ্যাট ডট কম ডোমেইনটি একটি অজ্ঞাত ক্রেতার কাছে বিক্রি করেন। আজ তিনি এক্সে একটি পোস্টের মাধ্যমে ক্রেতার পরিচয় প্রকাশ করেছে। তিনি বলেন, ওপেনএআই এই ডোমেইনটি অধিগ্রহণ করেছে। শাহ আরও ইঙ্গিত দিয়েছেন যে, তিনি সম্ভবত এই চুক্তির অংশ হিসেবে ওপেনএআই–এর শেয়ারও পেয়েছেন। যদিও বিষয়টি এখনও গোপন রাখা হয়েছে।
এই ডোমেইন চ্যাটজিপিটতে যুক্ত হওয়া সত্ত্বেও এটি ওপেনএআই ব্র্যান্ডের বড় পরিবর্তনকে চিহ্নিত করে না। কারণ ডোমেইনটি শুধু ব্যবহারকারীদের চ্যাটবটের দিকে রিডাইরেক্ট করে Chat. com–কে একটি স্বাধীন ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত করে না।
ওপেনএআই–এর পরিচিতি বাড়ানো এবং বড় প্রযুক্তিতে আগ্রহী দর্শকদের আকর্ষণ করার উদ্দেশ্যে নেওয়া হয়েছে।
এখন পর্যন্ত ওপেনএআই অধিগ্রহণের বিস্তারিত তথ্য সম্পর্কে চুপ রয়েছে। তাই প্রযুক্তি বিশেষজ্ঞরা ‘Chat.com’–এর ভবিষ্যতের প্রভাব নিয়ে অনুমান করতে শুরু করেছেন। এই ডোমেইনের অধিগ্রহণ এআইভিত্তিক প্রযুক্তির দৃশ্যপটে কী ধরনের পরিবর্তন আনতে পারে তা নিয়ে নানা ধারণা তৈরি হচ্ছে।
তথ্যসূত্র: ইন্ডিয়া টুডে
প্রযুক্তি খাতে নিজেদের অবস্থান আরও জোরালো করতে এবার ল্যাপটপ নিয়ে এল মটোরোলা। ভারতের বাজারের জন্য উন্মোচন করা হয়েছে তাদের প্রথম ল্যাপটপ মটো বুক ৬০। পেশাজীবী, শিক্ষার্থী ও কনটেন্ট ক্রিয়েটরদের লক্ষ্য করে তৈরি করা হয়েছে এই ডিভাইস। একই সঙ্গে মটোরোলা চালু করেছে মটো প্যাড ৬০ প্রো ট্যাবলেট।
২ ঘণ্টা আগেমিথ্যা বা বিভ্রান্তিকর তথ্য রুখতে ‘ফুটনোটস’ নামের নতুন ফিচার নিয়ে এসেছে টিকটক। ফিচারটি পরীক্ষামূলকভাবে চালু হয়েছে যুক্তরাষ্ট্রে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের (সাবেক টুইটার) ‘কমিউনিটি নোটস’-এর মতোই কাজ করবে ফিচারটি।
৪ ঘণ্টা আগেদৃষ্টিপ্রতিবন্ধী ও স্বল্পদৃষ্টিসম্পন্ন ব্যক্তিদের জন্য নিরাপদে চলাফেরার পথ সহজ করতে এক নতুন ধরনের পরিধানযোগ্য ডিভাইস তৈরি করেছেন চীনের বিজ্ঞানীরা। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর ডিভাইসটি ব্যবহারকারীদের চারপাশের প্রতিবন্ধকতা শনাক্ত করে এবং চলার জন্য নিরাপদ পথের নির্দেশনা দেয়।
৬ ঘণ্টা আগেসরকার ইতিমধ্যে সাবমেরিন কেবল ব্যান্ডউইথের মূল্য ১০ শতাংশ কমিয়ে এনেছে। ফাইবারের জটিলতা নিরসন করা হয়েছে। এর মধ্যে ৫০০ টাকায় ৫ এমবিপিএসের বদলে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট সেবা দেওয়ার ঘোষণা দিয়েছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি)।
৭ ঘণ্টা আগে