অনলাইন ডেস্ক
ইন্টারনেটের অন্যতম পুরোনো এবং পরিচিত ডোমেইন ‘চ্যাট ডট কম’–কে অধিগ্রহণ করেছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইভিত্তিক কোম্পানি ওপেনএআই। এটি কোম্পানির জন্য অনেক বড় পদক্ষেপ। কারণ আজ থেকে যেকেউ ব্রাউজারে ‘Chat. com’ টাইপ করলে তা সরাসরি জনপ্রিয় এআই চ্যাটবট চ্যাটজিপিটির কাছে নিয়ে যাবে।
এই অধিগ্রহণের বিষয়ে এক্স (সাবেক টুইটার) প্ল্যাটফর্মে ঘোষনা দেন স্যাম অল্টম্যান। পরবর্তীতে ওপেনএআই–এর এক মুখপাত্র অধিগ্রহণের বিষয়টি প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চকে নিশ্চিত করেন। তবে এই ডোমেইনটি কিনতে কোম্পানি কত অর্থ ব্যয় করেছে তা জানায়নি ওপেনএআই।
এই অধিগ্রহণটি ওপেনএআই এর মূল্যবান সম্পদ হিসেবে যুক্ত হবে। কারণ এর মাধ্যমে চ্যাটজিপিটকে কে আরও সহজলভ্য এবং পরিচিত করতে পারবে ওপেনএআই।
গত মার্চ মাসে শাহ বলেন, তিনি চ্যাট ডট কম ডোমেইনটি একটি অজ্ঞাত ক্রেতার কাছে বিক্রি করেন। আজ তিনি এক্সে একটি পোস্টের মাধ্যমে ক্রেতার পরিচয় প্রকাশ করেছে। তিনি বলেন, ওপেনএআই এই ডোমেইনটি অধিগ্রহণ করেছে। শাহ আরও ইঙ্গিত দিয়েছেন যে, তিনি সম্ভবত এই চুক্তির অংশ হিসেবে ওপেনএআই–এর শেয়ারও পেয়েছেন। যদিও বিষয়টি এখনও গোপন রাখা হয়েছে।
এই ডোমেইন চ্যাটজিপিটতে যুক্ত হওয়া সত্ত্বেও এটি ওপেনএআই ব্র্যান্ডের বড় পরিবর্তনকে চিহ্নিত করে না। কারণ ডোমেইনটি শুধু ব্যবহারকারীদের চ্যাটবটের দিকে রিডাইরেক্ট করে Chat. com–কে একটি স্বাধীন ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত করে না।
ওপেনএআই–এর পরিচিতি বাড়ানো এবং বড় প্রযুক্তিতে আগ্রহী দর্শকদের আকর্ষণ করার উদ্দেশ্যে নেওয়া হয়েছে।
এখন পর্যন্ত ওপেনএআই অধিগ্রহণের বিস্তারিত তথ্য সম্পর্কে চুপ রয়েছে। তাই প্রযুক্তি বিশেষজ্ঞরা ‘Chat.com’–এর ভবিষ্যতের প্রভাব নিয়ে অনুমান করতে শুরু করেছেন। এই ডোমেইনের অধিগ্রহণ এআইভিত্তিক প্রযুক্তির দৃশ্যপটে কী ধরনের পরিবর্তন আনতে পারে তা নিয়ে নানা ধারণা তৈরি হচ্ছে।
তথ্যসূত্র: ইন্ডিয়া টুডে
ইন্টারনেটের অন্যতম পুরোনো এবং পরিচিত ডোমেইন ‘চ্যাট ডট কম’–কে অধিগ্রহণ করেছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইভিত্তিক কোম্পানি ওপেনএআই। এটি কোম্পানির জন্য অনেক বড় পদক্ষেপ। কারণ আজ থেকে যেকেউ ব্রাউজারে ‘Chat. com’ টাইপ করলে তা সরাসরি জনপ্রিয় এআই চ্যাটবট চ্যাটজিপিটির কাছে নিয়ে যাবে।
এই অধিগ্রহণের বিষয়ে এক্স (সাবেক টুইটার) প্ল্যাটফর্মে ঘোষনা দেন স্যাম অল্টম্যান। পরবর্তীতে ওপেনএআই–এর এক মুখপাত্র অধিগ্রহণের বিষয়টি প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চকে নিশ্চিত করেন। তবে এই ডোমেইনটি কিনতে কোম্পানি কত অর্থ ব্যয় করেছে তা জানায়নি ওপেনএআই।
এই অধিগ্রহণটি ওপেনএআই এর মূল্যবান সম্পদ হিসেবে যুক্ত হবে। কারণ এর মাধ্যমে চ্যাটজিপিটকে কে আরও সহজলভ্য এবং পরিচিত করতে পারবে ওপেনএআই।
গত মার্চ মাসে শাহ বলেন, তিনি চ্যাট ডট কম ডোমেইনটি একটি অজ্ঞাত ক্রেতার কাছে বিক্রি করেন। আজ তিনি এক্সে একটি পোস্টের মাধ্যমে ক্রেতার পরিচয় প্রকাশ করেছে। তিনি বলেন, ওপেনএআই এই ডোমেইনটি অধিগ্রহণ করেছে। শাহ আরও ইঙ্গিত দিয়েছেন যে, তিনি সম্ভবত এই চুক্তির অংশ হিসেবে ওপেনএআই–এর শেয়ারও পেয়েছেন। যদিও বিষয়টি এখনও গোপন রাখা হয়েছে।
এই ডোমেইন চ্যাটজিপিটতে যুক্ত হওয়া সত্ত্বেও এটি ওপেনএআই ব্র্যান্ডের বড় পরিবর্তনকে চিহ্নিত করে না। কারণ ডোমেইনটি শুধু ব্যবহারকারীদের চ্যাটবটের দিকে রিডাইরেক্ট করে Chat. com–কে একটি স্বাধীন ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত করে না।
ওপেনএআই–এর পরিচিতি বাড়ানো এবং বড় প্রযুক্তিতে আগ্রহী দর্শকদের আকর্ষণ করার উদ্দেশ্যে নেওয়া হয়েছে।
এখন পর্যন্ত ওপেনএআই অধিগ্রহণের বিস্তারিত তথ্য সম্পর্কে চুপ রয়েছে। তাই প্রযুক্তি বিশেষজ্ঞরা ‘Chat.com’–এর ভবিষ্যতের প্রভাব নিয়ে অনুমান করতে শুরু করেছেন। এই ডোমেইনের অধিগ্রহণ এআইভিত্তিক প্রযুক্তির দৃশ্যপটে কী ধরনের পরিবর্তন আনতে পারে তা নিয়ে নানা ধারণা তৈরি হচ্ছে।
তথ্যসূত্র: ইন্ডিয়া টুডে
অন্যান্য প্রযুক্তির কোম্পানির মতো গুগলও তার মালিকানাধীন প্রায় প্রতিটি পণ্যতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই অন্তর্ভুক্ত করার জন্য জোরালো প্রচেষ্টা চালাচ্ছে। এরই ধারাবাহিকতায় জেমিনি ২.০ ফ্ল্যাশ নিয়ে হাজির হলো কোম্পানিটি। টেক্সটের পাশাপাশি ছবি ও অডিও তৈরি করতে পারবে জেমিনির নতুন সংস্করণটি।
১ ঘণ্টা আগেআইফোনে আইওএস ১৮.২ আপডেট অবশেষে উন্মুক্ত করেছে অ্যাপল। পাবলিক বেটা ও ডেভেলপার্স বেটা সংস্করণের পর এবার আইওএস ১৮.২ এর পূর্ণাঙ্গ (ফাইনাল) সংস্করণটি উন্মুক্ত। এই আপডেটের মাধ্যমে আইফোন ১৫ প্রো, আইফোন ১৫ প্রো ম্যাক্স ও আইফোন ১৬ সিরিজ ব্যবহারকারীরা এখন ‘অ্যাপল ইন্টেলিজেন্স’–এর বেশ কিছু নতুন এআই ফিচার ব্যবহ
৩ ঘণ্টা আগেমেটা প্ল্যাটফর্মের মালিকানাধীন ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপে গত বুধবার মধ্যরাতে বড় ধরনের বিভ্রাট দেখা গিয়েছিল। এর রেশ কাটতে না কাটতেই কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই চ্যাটবট চ্যাটজিপিটিও ব্যবহারকারীদের ঘণ্টাখানেক ভুগিয়েছে। চ্যাটিজিপিটিসহ ওপেনএআইয়ের লেখা থেকে ভিডিও বানানোর টুল সোরা–তেও এই সমস্যা দেখা
৫ ঘণ্টা আগেজেনারেটিভ এআই চ্যাটজিপিটি এনে হইচই ফেলে দিয়েছে ওপেনএআই। লেখা থেকে ছবিও বানিয়ে দিতে পারে এই এআই চ্যাটবট। লেখা থেকে ভিডিও বানানোর টুল সোরা এআই আনার ঘোষণা আগেই দিয়েছিল। তবে মাঝে এটি নিয়ে অনিশ্চয়তা তৈরি হলেও অবশেষে সোরা এআই (Sora AI) ভিডিও জেনারেটর উন্মুক্ত করল ওপেনএআই।
২ দিন আগে