অনলাইন ডেস্ক
ইন্টারনেটের অন্যতম পুরোনো এবং পরিচিত ডোমেইন ‘চ্যাট ডট কম’–কে অধিগ্রহণ করেছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইভিত্তিক কোম্পানি ওপেনএআই। এটি কোম্পানির জন্য অনেক বড় পদক্ষেপ। কারণ আজ থেকে যেকেউ ব্রাউজারে ‘Chat. com’ টাইপ করলে তা সরাসরি জনপ্রিয় এআই চ্যাটবট চ্যাটজিপিটির কাছে নিয়ে যাবে।
এই অধিগ্রহণের বিষয়ে এক্স (সাবেক টুইটার) প্ল্যাটফর্মে ঘোষনা দেন স্যাম অল্টম্যান। পরবর্তীতে ওপেনএআই–এর এক মুখপাত্র অধিগ্রহণের বিষয়টি প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চকে নিশ্চিত করেন। তবে এই ডোমেইনটি কিনতে কোম্পানি কত অর্থ ব্যয় করেছে তা জানায়নি ওপেনএআই।
এই অধিগ্রহণটি ওপেনএআই এর মূল্যবান সম্পদ হিসেবে যুক্ত হবে। কারণ এর মাধ্যমে চ্যাটজিপিটকে কে আরও সহজলভ্য এবং পরিচিত করতে পারবে ওপেনএআই।
গত মার্চ মাসে শাহ বলেন, তিনি চ্যাট ডট কম ডোমেইনটি একটি অজ্ঞাত ক্রেতার কাছে বিক্রি করেন। আজ তিনি এক্সে একটি পোস্টের মাধ্যমে ক্রেতার পরিচয় প্রকাশ করেছে। তিনি বলেন, ওপেনএআই এই ডোমেইনটি অধিগ্রহণ করেছে। শাহ আরও ইঙ্গিত দিয়েছেন যে, তিনি সম্ভবত এই চুক্তির অংশ হিসেবে ওপেনএআই–এর শেয়ারও পেয়েছেন। যদিও বিষয়টি এখনও গোপন রাখা হয়েছে।
এই ডোমেইন চ্যাটজিপিটতে যুক্ত হওয়া সত্ত্বেও এটি ওপেনএআই ব্র্যান্ডের বড় পরিবর্তনকে চিহ্নিত করে না। কারণ ডোমেইনটি শুধু ব্যবহারকারীদের চ্যাটবটের দিকে রিডাইরেক্ট করে Chat. com–কে একটি স্বাধীন ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত করে না।
ওপেনএআই–এর পরিচিতি বাড়ানো এবং বড় প্রযুক্তিতে আগ্রহী দর্শকদের আকর্ষণ করার উদ্দেশ্যে নেওয়া হয়েছে।
এখন পর্যন্ত ওপেনএআই অধিগ্রহণের বিস্তারিত তথ্য সম্পর্কে চুপ রয়েছে। তাই প্রযুক্তি বিশেষজ্ঞরা ‘Chat.com’–এর ভবিষ্যতের প্রভাব নিয়ে অনুমান করতে শুরু করেছেন। এই ডোমেইনের অধিগ্রহণ এআইভিত্তিক প্রযুক্তির দৃশ্যপটে কী ধরনের পরিবর্তন আনতে পারে তা নিয়ে নানা ধারণা তৈরি হচ্ছে।
তথ্যসূত্র: ইন্ডিয়া টুডে
ইন্টারনেটের অন্যতম পুরোনো এবং পরিচিত ডোমেইন ‘চ্যাট ডট কম’–কে অধিগ্রহণ করেছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইভিত্তিক কোম্পানি ওপেনএআই। এটি কোম্পানির জন্য অনেক বড় পদক্ষেপ। কারণ আজ থেকে যেকেউ ব্রাউজারে ‘Chat. com’ টাইপ করলে তা সরাসরি জনপ্রিয় এআই চ্যাটবট চ্যাটজিপিটির কাছে নিয়ে যাবে।
এই অধিগ্রহণের বিষয়ে এক্স (সাবেক টুইটার) প্ল্যাটফর্মে ঘোষনা দেন স্যাম অল্টম্যান। পরবর্তীতে ওপেনএআই–এর এক মুখপাত্র অধিগ্রহণের বিষয়টি প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চকে নিশ্চিত করেন। তবে এই ডোমেইনটি কিনতে কোম্পানি কত অর্থ ব্যয় করেছে তা জানায়নি ওপেনএআই।
এই অধিগ্রহণটি ওপেনএআই এর মূল্যবান সম্পদ হিসেবে যুক্ত হবে। কারণ এর মাধ্যমে চ্যাটজিপিটকে কে আরও সহজলভ্য এবং পরিচিত করতে পারবে ওপেনএআই।
গত মার্চ মাসে শাহ বলেন, তিনি চ্যাট ডট কম ডোমেইনটি একটি অজ্ঞাত ক্রেতার কাছে বিক্রি করেন। আজ তিনি এক্সে একটি পোস্টের মাধ্যমে ক্রেতার পরিচয় প্রকাশ করেছে। তিনি বলেন, ওপেনএআই এই ডোমেইনটি অধিগ্রহণ করেছে। শাহ আরও ইঙ্গিত দিয়েছেন যে, তিনি সম্ভবত এই চুক্তির অংশ হিসেবে ওপেনএআই–এর শেয়ারও পেয়েছেন। যদিও বিষয়টি এখনও গোপন রাখা হয়েছে।
এই ডোমেইন চ্যাটজিপিটতে যুক্ত হওয়া সত্ত্বেও এটি ওপেনএআই ব্র্যান্ডের বড় পরিবর্তনকে চিহ্নিত করে না। কারণ ডোমেইনটি শুধু ব্যবহারকারীদের চ্যাটবটের দিকে রিডাইরেক্ট করে Chat. com–কে একটি স্বাধীন ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত করে না।
ওপেনএআই–এর পরিচিতি বাড়ানো এবং বড় প্রযুক্তিতে আগ্রহী দর্শকদের আকর্ষণ করার উদ্দেশ্যে নেওয়া হয়েছে।
এখন পর্যন্ত ওপেনএআই অধিগ্রহণের বিস্তারিত তথ্য সম্পর্কে চুপ রয়েছে। তাই প্রযুক্তি বিশেষজ্ঞরা ‘Chat.com’–এর ভবিষ্যতের প্রভাব নিয়ে অনুমান করতে শুরু করেছেন। এই ডোমেইনের অধিগ্রহণ এআইভিত্তিক প্রযুক্তির দৃশ্যপটে কী ধরনের পরিবর্তন আনতে পারে তা নিয়ে নানা ধারণা তৈরি হচ্ছে।
তথ্যসূত্র: ইন্ডিয়া টুডে
২০৩০ সালের মধ্যে ৬ থেকে ৮ মিলিয়ন দক্ষ আইটি পেশাদার তৈরির পরিকল্পনা নিয়েছে সরকার। আজ শনিবার পূর্বাচলের বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে ‘বাংলাদেশ: দ্য ইমার্জিং আইসিটি পাওয়ার হাউস’ শীর্ষক এক সেমিনারে তথ্য ও যোগাযোগ...
১২ ঘণ্টা আগেচলতি বছরে স্মার্টফোন শিল্প অত্যন্ত উদ্ভাবনমুখী হবে বলে আশা করা হচ্ছে। ডিভাইসগুলোতে উন্নত ক্যামেরা, বিশেষ এআই ফিচারের পাশাপাশি শক্তিশালী ও বড় আকারের ব্যাটারি দেখতে পাওয়া যাবে। ফ্ল্যাগশিপ ফোন থেকে বাজেট স্মার্টফোনেও এই ধরনের শক্তিশালী ব্যাটারি থাকবে।
১৯ ঘণ্টা আগেগরম খাবার খেতে গিয়ে জিভ পুড়ে যাওয়ার অভিজ্ঞতা কম বেশি সবারই রয়েছে। আবার ব্যস্ততার সময় ফুঁ দিয়ে খাবার বা পানীয় ঠান্ডা করাও একটি বিরক্তির বিষয়। তবে এ ধরনের সমস্যা সমাধানের জন্য ‘নেকোজিতা ক্যাট ফুফু’ নামের ছোট একটি বিড়াল রোবট তৈরি করেছে জাপানের ইয়ুকাই ইঞ্জিনিয়ারিং স্টার্টআপ। কফি, স্যুপ বা অন্য কোনো গরম
২০ ঘণ্টা আগেচলমান তদন্তের অংশ হিসেবে সোশ্যাল মিডিয়া কোম্পানি এক্স (সাবেক টুইটার)–এর কাছে অ্যাপটির অ্যালগরিদম সিস্টেমের কার্যকারিতা সম্পর্কিত তথ্য চেয়েছে ইউরোপীয় কমিশন। বিশেষত, অ্যালগরিদমের মধ্যে সম্প্রতি যে কোনো পরিবর্তনের বিষয়ে জানতে চেয়েছে কমিশন।
১ দিন আগে