Ajker Patrika

নিজস্ব চিপ তৈরির জন্য আর্মের সঙ্গে কাজ করছে শাওমি

নিজস্ব চিপ তৈরির জন্য আর্মের সঙ্গে কাজ করছে শাওমি

স্মার্টফোনের গুরুত্বপূর্ণ হার্ডওয়্যার প্রসেসর। কোয়ালকম ও মিডিয়াটেকের মতো বড় প্রযুক্তি কোম্পানিগুলো প্রসেসর তৈরির বাজারে রাজত্ব করছে। তবে স্মার্টফোন প্রস্তুতকারক কোম্পানি শাওমিও এই প্রযুক্তিতে এখন বিনিয়োগ করছে। আর নিজস্ব চিপ তৈরি করার জন্য আর্ম (এআরএম) কোম্পানির সঙ্গে কাজ শুরু করেছে শাওমি। 

একটি চিপসেটের মধ্যে প্রসেসর (CPU) ছাড়াও থাকে গ্রাফিকস ইউনিট (GPU), মেমোরি (RAM), স্টোরেজ ও অন্যান্য উপাদান। আর আর্ম কোম্পানি নতুন চিপ তৈরি করতে শাওমিকে সাহায্য করবে। 

মিডিয়াটেকের সিইও রিক সাই বলেন, চিপ তৈরির জন্য শাওমির সঙ্গে অংশীদারত্ব করছে আর্ম কোম্পানি। যদিও এই বক্তব্য কাউন্টার পয়েন্টের এক গবেষণাপত্র থেকে জানা যায়, তবে মূল প্রতিবেদনটি খুঁজে পাওয়া কঠিন। 

চীনের ডিজিটাল চ্যাটিং প্ল্যাটফর্ম ওয়েবুতে এই খবর প্রাথমিকভাবে প্রকাশ হয়। প্রতিবেদনে বলা হয়, চিপ তৈরির জন্য এর আগে অপো কোম্পানি সঙ্গে এআরএম অংশীদারত্ব করে। তবে বিভিন্ন চ্যালেঞ্জের সম্মুখীন হয়ে প্রকল্পটি বাতিল হয়ে যায়। 

 ২০২২ সালে বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছিল, আর্মের সঙ্গে মিলে স্মার্টফোনের জন্য নতুন চিপ বানাবে অপো। তবে ২০২৩ সালে বিশ্বের স্মার্টফোনের বাজারে মন্দা হওয়ায় অপো এই প্রকল্প বাদ দেয়। 

এজন্য আর্মের নতুন অংশীদার হিসেবে শাওমি যুক্ত হয়েছে। তবে শাওমি চিপ ডিজাইন ও উৎপাদনের জন্য কোন কোম্পানিকে বাছাই করবে সে সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি। যেমন–অ্যাপলের এ সিরিজের বায়োনিক চিপ উৎপাদন করে টিএসএমসি কোম্পানি। অপরদিকে গুগল টেনসর চিপসেটের জন্য স্যামসাংয়ের ওপর নির্ভর করে। 

আর্ম সাধারণত প্রসেসরের ভিত্তি তৈরি করে। তবে নতুন করে একটি চিপ তৈরি করা অনেক চ্যালেঞ্জের বিষয়। 
চিপ তৈরির জটিলতা ও এই কাজটি করার জন্য আউটসোর্সিং কোম্পানিগুলোর গুরুত্বের ওপর জোর দিয়েছে কাউন্টার পয়েন্ট রিসার্চের সিনিয়র বিশ্লেষক পারভ শর্মা। 

মিডিয়াটেক কোম্পানি এই পরিবর্তনের মাধ্যমে সবচেয়ে বেশি লাভবান হবে। কারণ কোম্পানিটি স্মার্টফোনের জন্য উন্নত চিপ তৈরিতে সাহায্য করে। 

শাওমি আসলেই নিজস্ব চিপ তৈরি করকে নাকি, তা জানতে আরও অপেক্ষা করতে হবে।

তথ্যসূত্র: গিজমোচায়না

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

মারধর করে ছাত্রলীগ কর্মীর পিঠে পাড়া দিয়ে অটোরিকশায় শহর ঘোরাল ছাত্রদল, সঙ্গে উচ্চ স্বরে গান

বরিশাল বিশ্ববিদ্যালয়: তিন দফা দাবিতে সোমবার মাঠে নামছেন শিক্ষার্থীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত