অনলাইন ডেস্ক
স্মার্টফোনের গুরুত্বপূর্ণ হার্ডওয়্যার প্রসেসর। কোয়ালকম ও মিডিয়াটেকের মতো বড় প্রযুক্তি কোম্পানিগুলো প্রসেসর তৈরির বাজারে রাজত্ব করছে। তবে স্মার্টফোন প্রস্তুতকারক কোম্পানি শাওমিও এই প্রযুক্তিতে এখন বিনিয়োগ করছে। আর নিজস্ব চিপ তৈরি করার জন্য আর্ম (এআরএম) কোম্পানির সঙ্গে কাজ শুরু করেছে শাওমি।
একটি চিপসেটের মধ্যে প্রসেসর (CPU) ছাড়াও থাকে গ্রাফিকস ইউনিট (GPU), মেমোরি (RAM), স্টোরেজ ও অন্যান্য উপাদান। আর আর্ম কোম্পানি নতুন চিপ তৈরি করতে শাওমিকে সাহায্য করবে।
মিডিয়াটেকের সিইও রিক সাই বলেন, চিপ তৈরির জন্য শাওমির সঙ্গে অংশীদারত্ব করছে আর্ম কোম্পানি। যদিও এই বক্তব্য কাউন্টার পয়েন্টের এক গবেষণাপত্র থেকে জানা যায়, তবে মূল প্রতিবেদনটি খুঁজে পাওয়া কঠিন।
চীনের ডিজিটাল চ্যাটিং প্ল্যাটফর্ম ওয়েবুতে এই খবর প্রাথমিকভাবে প্রকাশ হয়। প্রতিবেদনে বলা হয়, চিপ তৈরির জন্য এর আগে অপো কোম্পানি সঙ্গে এআরএম অংশীদারত্ব করে। তবে বিভিন্ন চ্যালেঞ্জের সম্মুখীন হয়ে প্রকল্পটি বাতিল হয়ে যায়।
২০২২ সালে বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছিল, আর্মের সঙ্গে মিলে স্মার্টফোনের জন্য নতুন চিপ বানাবে অপো। তবে ২০২৩ সালে বিশ্বের স্মার্টফোনের বাজারে মন্দা হওয়ায় অপো এই প্রকল্প বাদ দেয়।
এজন্য আর্মের নতুন অংশীদার হিসেবে শাওমি যুক্ত হয়েছে। তবে শাওমি চিপ ডিজাইন ও উৎপাদনের জন্য কোন কোম্পানিকে বাছাই করবে সে সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি। যেমন–অ্যাপলের এ সিরিজের বায়োনিক চিপ উৎপাদন করে টিএসএমসি কোম্পানি। অপরদিকে গুগল টেনসর চিপসেটের জন্য স্যামসাংয়ের ওপর নির্ভর করে।
আর্ম সাধারণত প্রসেসরের ভিত্তি তৈরি করে। তবে নতুন করে একটি চিপ তৈরি করা অনেক চ্যালেঞ্জের বিষয়।
চিপ তৈরির জটিলতা ও এই কাজটি করার জন্য আউটসোর্সিং কোম্পানিগুলোর গুরুত্বের ওপর জোর দিয়েছে কাউন্টার পয়েন্ট রিসার্চের সিনিয়র বিশ্লেষক পারভ শর্মা।
মিডিয়াটেক কোম্পানি এই পরিবর্তনের মাধ্যমে সবচেয়ে বেশি লাভবান হবে। কারণ কোম্পানিটি স্মার্টফোনের জন্য উন্নত চিপ তৈরিতে সাহায্য করে।
শাওমি আসলেই নিজস্ব চিপ তৈরি করকে নাকি, তা জানতে আরও অপেক্ষা করতে হবে।
তথ্যসূত্র: গিজমোচায়না
স্মার্টফোনের গুরুত্বপূর্ণ হার্ডওয়্যার প্রসেসর। কোয়ালকম ও মিডিয়াটেকের মতো বড় প্রযুক্তি কোম্পানিগুলো প্রসেসর তৈরির বাজারে রাজত্ব করছে। তবে স্মার্টফোন প্রস্তুতকারক কোম্পানি শাওমিও এই প্রযুক্তিতে এখন বিনিয়োগ করছে। আর নিজস্ব চিপ তৈরি করার জন্য আর্ম (এআরএম) কোম্পানির সঙ্গে কাজ শুরু করেছে শাওমি।
একটি চিপসেটের মধ্যে প্রসেসর (CPU) ছাড়াও থাকে গ্রাফিকস ইউনিট (GPU), মেমোরি (RAM), স্টোরেজ ও অন্যান্য উপাদান। আর আর্ম কোম্পানি নতুন চিপ তৈরি করতে শাওমিকে সাহায্য করবে।
মিডিয়াটেকের সিইও রিক সাই বলেন, চিপ তৈরির জন্য শাওমির সঙ্গে অংশীদারত্ব করছে আর্ম কোম্পানি। যদিও এই বক্তব্য কাউন্টার পয়েন্টের এক গবেষণাপত্র থেকে জানা যায়, তবে মূল প্রতিবেদনটি খুঁজে পাওয়া কঠিন।
চীনের ডিজিটাল চ্যাটিং প্ল্যাটফর্ম ওয়েবুতে এই খবর প্রাথমিকভাবে প্রকাশ হয়। প্রতিবেদনে বলা হয়, চিপ তৈরির জন্য এর আগে অপো কোম্পানি সঙ্গে এআরএম অংশীদারত্ব করে। তবে বিভিন্ন চ্যালেঞ্জের সম্মুখীন হয়ে প্রকল্পটি বাতিল হয়ে যায়।
২০২২ সালে বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছিল, আর্মের সঙ্গে মিলে স্মার্টফোনের জন্য নতুন চিপ বানাবে অপো। তবে ২০২৩ সালে বিশ্বের স্মার্টফোনের বাজারে মন্দা হওয়ায় অপো এই প্রকল্প বাদ দেয়।
এজন্য আর্মের নতুন অংশীদার হিসেবে শাওমি যুক্ত হয়েছে। তবে শাওমি চিপ ডিজাইন ও উৎপাদনের জন্য কোন কোম্পানিকে বাছাই করবে সে সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি। যেমন–অ্যাপলের এ সিরিজের বায়োনিক চিপ উৎপাদন করে টিএসএমসি কোম্পানি। অপরদিকে গুগল টেনসর চিপসেটের জন্য স্যামসাংয়ের ওপর নির্ভর করে।
আর্ম সাধারণত প্রসেসরের ভিত্তি তৈরি করে। তবে নতুন করে একটি চিপ তৈরি করা অনেক চ্যালেঞ্জের বিষয়।
চিপ তৈরির জটিলতা ও এই কাজটি করার জন্য আউটসোর্সিং কোম্পানিগুলোর গুরুত্বের ওপর জোর দিয়েছে কাউন্টার পয়েন্ট রিসার্চের সিনিয়র বিশ্লেষক পারভ শর্মা।
মিডিয়াটেক কোম্পানি এই পরিবর্তনের মাধ্যমে সবচেয়ে বেশি লাভবান হবে। কারণ কোম্পানিটি স্মার্টফোনের জন্য উন্নত চিপ তৈরিতে সাহায্য করে।
শাওমি আসলেই নিজস্ব চিপ তৈরি করকে নাকি, তা জানতে আরও অপেক্ষা করতে হবে।
তথ্যসূত্র: গিজমোচায়না
২০৩০ সালের মধ্যে ৬ থেকে ৮ মিলিয়ন দক্ষ আইটি পেশাদার তৈরির পরিকল্পনা নিয়েছে সরকার। আজ শনিবার পূর্বাচলের বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে ‘বাংলাদেশ: দ্য ইমার্জিং আইসিটি পাওয়ার হাউস’ শীর্ষক এক সেমিনারে তথ্য ও যোগাযোগ...
৫ ঘণ্টা আগেচলতি বছরে স্মার্টফোন শিল্প অত্যন্ত উদ্ভাবনমুখী হবে বলে আশা করা হচ্ছে। ডিভাইসগুলোতে উন্নত ক্যামেরা, বিশেষ এআই ফিচারের পাশাপাশি শক্তিশালী ও বড় আকারের ব্যাটারি দেখতে পাওয়া যাবে। ফ্ল্যাগশিপ ফোন থেকে বাজেট স্মার্টফোনেও এই ধরনের শক্তিশালী ব্যাটারি থাকবে।
১৩ ঘণ্টা আগেগরম খাবার খেতে গিয়ে জিভ পুড়ে যাওয়ার অভিজ্ঞতা কম বেশি সবারই রয়েছে। আবার ব্যস্ততার সময় ফুঁ দিয়ে খাবার বা পানীয় ঠান্ডা করাও একটি বিরক্তির বিষয়। তবে এ ধরনের সমস্যা সমাধানের জন্য ‘নেকোজিতা ক্যাট ফুফু’ নামের ছোট একটি বিড়াল রোবট তৈরি করেছে জাপানের ইয়ুকাই ইঞ্জিনিয়ারিং স্টার্টআপ। কফি, স্যুপ বা অন্য কোনো গরম
১৪ ঘণ্টা আগেচলমান তদন্তের অংশ হিসেবে সোশ্যাল মিডিয়া কোম্পানি এক্স (সাবেক টুইটার)–এর কাছে অ্যাপটির অ্যালগরিদম সিস্টেমের কার্যকারিতা সম্পর্কিত তথ্য চেয়েছে ইউরোপীয় কমিশন। বিশেষত, অ্যালগরিদমের মধ্যে সম্প্রতি যে কোনো পরিবর্তনের বিষয়ে জানতে চেয়েছে কমিশন।
১৮ ঘণ্টা আগে