অনলাইন ডেস্ক
নিজের চিন্তা, ছবি এবং ভিডিও বন্ধু ও পরিবারের সঙ্গে শেয়ার করার জন্য দারুণ এক মাধ্যম ফেসবুক। তবে সবাইকে সবকিছু দেখাতে চান না অনেকেই। বিশেষত পোস্টগুলো ব্যক্তিগত হলে। এর মানে এই নয় যে, তাদের ফেসবুক থেকে আনফ্রেন্ড বা ব্লক করতে হবে। এর পরিবর্তে ‘রেস্ট্রিকটেড তালিকা’ ব্যবহার করা যায়, যা নির্দিষ্ট কিছু লোককে ব্যক্তিগত পোস্ট দেখানো থেকে বিরত রাখবে।
ফেসবুকের ‘রেস্ট্রিকটেড লিস্ট’ কী
ফেসবুকের বন্ধু তালিকায় অফিসের বস, সহকর্মী, বা কিছু বন্ধু বা পরিবার থাকতে পারে। তবে সবাইকে নিজের ফেসবুক পোস্টগুলো দেখতে দিতে না চাইলে ‘রেস্ট্রিকটেড লিস্ট বা তালিকা’ ব্যবহার করতে পারেন। ফেসবুকের ‘রেস্ট্রিকটেড লিস্ট’ হলো একটি বিশেষ তালিকা, যার মাধ্যমে নির্দিষ্ট কিছু অ্যাকাউন্ট থেকে আপনার পোস্টগুলো দেখা যাবে না। যারা আপনার এই তালিকায় যুক্ত থাকবে, তারা শুধুমাত্র পাবলিক পোস্ট এবং প্রোফাইল তথ্য দেখতে পাবে। সুতরাং তাদের সঙ্গে ফেসবুকে বন্ধু থাকবেন এবং তাদের আনফ্রেন্ড বা ব্লক করার ঝামেলা এড়াতে পারবেন।
ডেস্কটপ ব্যবহার করে রেস্ট্রিকটেড তালিকায় যুক্ত করবেন যেভাবে
ডেস্কটপে ফেসবুক ব্যবহার করে কোনো অ্যাকাউন্টকে রেস্ট্রিকটেড তালিকায় যুক্ত করা বেশ সহজ। কারণ ডেস্কটপ সংস্করণে একসঙ্গে অনেককে যুক্ত করা যায় ও তালিকাটি নিয়ন্ত্রণ করাও সহজ। ডেস্কটপ ব্যবহার করে রেস্ট্রিকটেড তালিকায় যুক্ত করার জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন—
১. কম্পিউটার থেকে পছন্দের মতো ব্রাউজার চালু করুন।
২. এরপর ফেসবুকের ওয়েবসাইটে গিয়ে নিজের অ্যাকাউন্টে লগ ইন করুন।
৩. বাম পাশে থাকা ‘ফ্রেন্ডস’ ট্যাবে ক্লিক করুন।
৪. এরপর ‘কাস্টম লিস্টস’ এ নির্বাচন করুন।
৫. এখন ‘রেস্ট্রিকটেড তালিকা’ অপশনে ক্লিক করুন।
৬. এবার ‘অ্যাড/রিমুভ’ বাটনে এ ক্লিক করুন। ফলে একটি পেজ চালু হবে।
৭. যেসব ফেসবুকস বন্ধুদের রেস্ট্রিকটেড তালিকায় যুক্ত করতে চান তাদের নাম পেজের সার্চ বারে টাইপ করুন। সার্চ ফলাফলে তাদের নাম দেখা গেলে নামের পাশে টিক চিহ্ন দিয়ে নির্বাচন করুন। তারপর ‘সেভ’ বাটনে ক্লিক করুন।
রেস্ট্রিকটেড তালিকা থেকে বাদ দিতে চাইলে নামের পাশে থাকা ‘X’ বাটনে ক্লিক করুন।
স্মার্টফোন ব্যবহার করে রেস্ট্রিকটেড তালিকায় যুক্ত করবেন যেভাবে
অ্যান্ড্রয়েড বা আইওএস অ্যাপ ব্যবহারে রেস্ট্রিকটেড তালিকায় যুক্ত করা প্রক্রিয়াটি একটু ঝামেলার। কারণ প্রতিটি অ্যাকাউন্ট একে একে যুক্ত করতে হবে। স্মার্টফোন ব্যবহার করে রেস্ট্রিকটেড তালিকায় যুক্ত করার জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন—
১. স্মার্টফোনে ফেসবুক অ্যাপ চালু করুন।
২. যে অ্যাকাউন্ট রেস্ট্রিক তালিকায় যুক্ত করতে চান তার প্রোফাইলে প্রবেশ করুন।
৩. প্রোফাইলের ওপরে থাকা ‘ফ্রেন্ডস’ বোতামে ট্যাপ করুন।
৪. এরপর ‘এডিট ফ্রেন্ড লিস্ট’ নির্বাচন করুন।
৫. এখন ‘রেস্ট্রিকটেড’ অপশন নির্বাচন করুন।
আইফোন ও অ্যান্ড্রয়েড এই তালিকা তৈরি করা প্রায় একই। তবে আইওএসের ক্ষেত্রে ৫ নম্বর ধাপের পর ‘ডান’ অপশনে ট্যাপ করতে হবে।
তথ্যসূত্র: অ্যান্ড্রয়েড অথোরিটি
নিজের চিন্তা, ছবি এবং ভিডিও বন্ধু ও পরিবারের সঙ্গে শেয়ার করার জন্য দারুণ এক মাধ্যম ফেসবুক। তবে সবাইকে সবকিছু দেখাতে চান না অনেকেই। বিশেষত পোস্টগুলো ব্যক্তিগত হলে। এর মানে এই নয় যে, তাদের ফেসবুক থেকে আনফ্রেন্ড বা ব্লক করতে হবে। এর পরিবর্তে ‘রেস্ট্রিকটেড তালিকা’ ব্যবহার করা যায়, যা নির্দিষ্ট কিছু লোককে ব্যক্তিগত পোস্ট দেখানো থেকে বিরত রাখবে।
ফেসবুকের ‘রেস্ট্রিকটেড লিস্ট’ কী
ফেসবুকের বন্ধু তালিকায় অফিসের বস, সহকর্মী, বা কিছু বন্ধু বা পরিবার থাকতে পারে। তবে সবাইকে নিজের ফেসবুক পোস্টগুলো দেখতে দিতে না চাইলে ‘রেস্ট্রিকটেড লিস্ট বা তালিকা’ ব্যবহার করতে পারেন। ফেসবুকের ‘রেস্ট্রিকটেড লিস্ট’ হলো একটি বিশেষ তালিকা, যার মাধ্যমে নির্দিষ্ট কিছু অ্যাকাউন্ট থেকে আপনার পোস্টগুলো দেখা যাবে না। যারা আপনার এই তালিকায় যুক্ত থাকবে, তারা শুধুমাত্র পাবলিক পোস্ট এবং প্রোফাইল তথ্য দেখতে পাবে। সুতরাং তাদের সঙ্গে ফেসবুকে বন্ধু থাকবেন এবং তাদের আনফ্রেন্ড বা ব্লক করার ঝামেলা এড়াতে পারবেন।
ডেস্কটপ ব্যবহার করে রেস্ট্রিকটেড তালিকায় যুক্ত করবেন যেভাবে
ডেস্কটপে ফেসবুক ব্যবহার করে কোনো অ্যাকাউন্টকে রেস্ট্রিকটেড তালিকায় যুক্ত করা বেশ সহজ। কারণ ডেস্কটপ সংস্করণে একসঙ্গে অনেককে যুক্ত করা যায় ও তালিকাটি নিয়ন্ত্রণ করাও সহজ। ডেস্কটপ ব্যবহার করে রেস্ট্রিকটেড তালিকায় যুক্ত করার জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন—
১. কম্পিউটার থেকে পছন্দের মতো ব্রাউজার চালু করুন।
২. এরপর ফেসবুকের ওয়েবসাইটে গিয়ে নিজের অ্যাকাউন্টে লগ ইন করুন।
৩. বাম পাশে থাকা ‘ফ্রেন্ডস’ ট্যাবে ক্লিক করুন।
৪. এরপর ‘কাস্টম লিস্টস’ এ নির্বাচন করুন।
৫. এখন ‘রেস্ট্রিকটেড তালিকা’ অপশনে ক্লিক করুন।
৬. এবার ‘অ্যাড/রিমুভ’ বাটনে এ ক্লিক করুন। ফলে একটি পেজ চালু হবে।
৭. যেসব ফেসবুকস বন্ধুদের রেস্ট্রিকটেড তালিকায় যুক্ত করতে চান তাদের নাম পেজের সার্চ বারে টাইপ করুন। সার্চ ফলাফলে তাদের নাম দেখা গেলে নামের পাশে টিক চিহ্ন দিয়ে নির্বাচন করুন। তারপর ‘সেভ’ বাটনে ক্লিক করুন।
রেস্ট্রিকটেড তালিকা থেকে বাদ দিতে চাইলে নামের পাশে থাকা ‘X’ বাটনে ক্লিক করুন।
স্মার্টফোন ব্যবহার করে রেস্ট্রিকটেড তালিকায় যুক্ত করবেন যেভাবে
অ্যান্ড্রয়েড বা আইওএস অ্যাপ ব্যবহারে রেস্ট্রিকটেড তালিকায় যুক্ত করা প্রক্রিয়াটি একটু ঝামেলার। কারণ প্রতিটি অ্যাকাউন্ট একে একে যুক্ত করতে হবে। স্মার্টফোন ব্যবহার করে রেস্ট্রিকটেড তালিকায় যুক্ত করার জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন—
১. স্মার্টফোনে ফেসবুক অ্যাপ চালু করুন।
২. যে অ্যাকাউন্ট রেস্ট্রিক তালিকায় যুক্ত করতে চান তার প্রোফাইলে প্রবেশ করুন।
৩. প্রোফাইলের ওপরে থাকা ‘ফ্রেন্ডস’ বোতামে ট্যাপ করুন।
৪. এরপর ‘এডিট ফ্রেন্ড লিস্ট’ নির্বাচন করুন।
৫. এখন ‘রেস্ট্রিকটেড’ অপশন নির্বাচন করুন।
আইফোন ও অ্যান্ড্রয়েড এই তালিকা তৈরি করা প্রায় একই। তবে আইওএসের ক্ষেত্রে ৫ নম্বর ধাপের পর ‘ডান’ অপশনে ট্যাপ করতে হবে।
তথ্যসূত্র: অ্যান্ড্রয়েড অথোরিটি
চীনের সবচেয়ে ধনী ব্যক্তি এখন টিকটকের মালিক প্রতিষ্ঠান বাইটড্যান্সের সহ-প্রতিষ্ঠাতা ঝ্যাং ইয়িমিং। দেশটির ধনী ব্যক্তিদের একটি তালিকা প্রকাশ করেছে হুরুন রিসার্চ ইনস্টিটিউট। এই তালিকায় ৪৯ দশমিক ৩ বিলিয়ন মার্কিন ডলার বা ৪ হাজার ৯৩০ কোটি ডলার সম্পদ নিয়ে প্রথম স্থান অর্জন করেছেন ঝ্যাং। ২০২৩ সালের তুলনায় তা
১১ ঘণ্টা আগেগুগলের নতুন কোডগুলোর প্রায় এক–চতুর্থাংশের বেশি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি। গত মঙ্গলবার কোম্পানিটির ত্রৈমাসিক প্রতিবেদন প্রকাশের সময় এসব তথ্য জানায় সিইও সুন্দর পিচাই।
১৩ ঘণ্টা আগেকৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই সিস্টেমগুলোর জন্য ব্রডকম ও টিএসএমসি–এর সহযোগিতায় নিজস্ব চিপ তৈরি করছে ওপেনএআই। এর পাশাপাশি অবকাঠামোগত চাহিদা পূরণের জন্য এনভিডিয়া ও এএমডি–এর চিপগুলোও ব্যবহার করছে কোম্পানিটি। সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।
১৪ ঘণ্টা আগেমেটা, টিকটক ও কোয়াইয় নামের চীনের শর্ট ভিডিও প্ল্যাটফর্মের বিরুদ্ধে দুটি মামলা দায়ের করেছে ব্রাজিলের ভোক্তা অধিকার গ্রুপ কালেকটিভ ডিফেন্স ইনস্টিটিউট। মামলার অভিযোগ বলা হয়, কোম্পানিগুলো অপ্রাপ্তবয়স্কদের নিরাপত্তা নিশ্চিত করতে যথাযথ ব্যবস্থা গ্রহণে ব্যর্থ হয়েছে। তাই মামলায় ৩ বিলিয়ন রেইস বা প্রায় ৫২৫ মি
১৬ ঘণ্টা আগে