আবির আহসান রুদ্র
বর্তমান সময়ে বিভিন্ন অ্যাপ, ডিভাইস ও প্ল্যাটফর্ম থেকে শুরু করে ডিজিটাল দুনিয়ার প্রায় সবখানেই কৃত্রিম বুদ্ধিমত্তার জয়জয়কার। এ ক্ষেত্রে লিংকডইনও পিছিয়ে নেই। চাকরি খোঁজা কিংবা পেশাদার ব্যক্তিদের সঙ্গে যুক্ত হওয়ার মাধ্যম হিসেবে পরিচিত লিংকডইন। এবার যুগের সঙ্গে তাল মেলাতে কৃত্রিম বুদ্ধিমত্তার দুনিয়ার সঙ্গে ব্যবহারকারীদের পরিচয় করিয়ে দিচ্ছে প্ল্যাটফর্মটি।
লিংকডইনের এআই ফিচার পেতে প্রিমিয়াম সাবস্ক্রিপশনের আওতায় ব্যয় করতে হবে প্রতি মাসে প্রায় সাড়ে তিন হাজার টাকা। এর বাইরে রেজিস্ট্রেশন করে এক মাস বিনা মূল্যে পরীক্ষামূলকভাবে ব্যবহার করা যাবে। তবে এই সংস্করণে বেশ কিছু ফিচার কাজ করবে না।
চাকরির খোঁজ
লিংকডইনে চাকরি খুঁজতে মেনু, ফিল্টারসহ বিভিন্ন ধাপ অতিক্রম করতে হয়। কিন্তু এআইয়ের মাধ্যমে পদ, শহর ও অর্থের পরিমাণ উল্লেখ করে কাঙ্ক্ষিত চাকরি সহজে খুঁজে পাওয়া সম্ভব। এতে যেমন সময় খুব কম লাগবে, তেমনি অপ্রাসঙ্গিক চাকরির সমস্যা থেকে মুক্তিও পাওয়া যাবে।
সার্চের পর বেশ কিছু চাকরির তালিকা সামনে আসবে। তালিকা থেকে পছন্দ করা চাকরি আপনার জন্য যথাযথ কি না কিংবা এই চাকরিতে ভালো অবস্থান পেতে করণীয় কী, সেগুলো এআই টুল ব্যবহার করে জানা যাবে। এতে দক্ষতা ও আগ্রহের সঙ্গে মানানসই চাকরি খুঁজে পেতে আগের মতো ঝামেলায় পড়তে হবে না।
চাকরির আবেদন ও সিভি মূল্যায়ন
চাকরির আবেদন ফরম ঠিক আছে কি না কিংবা তৈরি করা সিভি চাকরির বাজারে কতটুকু জুতসই—এসব তথ্য বলে দেওয়ার পাশাপাশি সংশোধন করার ফিচার থাকছে লিংকডইনের এআই বটে। কোনো বিশেষ অংশে সমস্যা থাকলে এআইয়ের মাধ্যমে পুনরায় চাকরির উপযোগী তথ্য জুড়ে দেওয়া যাবে। সিভির যেকোনো ভাগ ছোট বা ফরমাল—যা-ই করা হোক না কেন, এআই বটে পাওয়া যাবে সব ধরনের সমাধান।
প্রোফাইল তৈরি ও সার্চ
বর্তমানে কোনো চাকরিতে আবেদন না করলেও প্রোফাইল প্রাণবন্ত ও যুগোপযোগী করতে লিংকডইনের প্রিমিয়াম সেবার আওতাধীন এআই ব্যবহার করা যেতে পারে। এআই বট প্রোফাইলে লেখা তথ্য পর্যালোচনা করে বিভিন্ন পরামর্শ দেবে। সব ধরনের পরামর্শ সম্পাদনার পাশাপাশি বাদ দেওয়ার সুযোগও আছে। কৃত্রিম বুদ্ধিমত্তা মেসেজেও যুক্ত করা যেতে পারে। এটি চাকরি খোঁজা বা কারও সঙ্গে যোগাযোগ রাখতে বেশ কাজে দেবে।
এদিকে সার্চ বার আরও কার্যকরী করতে এআইয়ের ব্যবহার বাড়াচ্ছে লিংকডইন। সামনের দিনগুলোয় যোগ্যতা, চাকরিতে সম্ভাব্য ভূমিকা, ব্যবসায়িক আলোচনাসহ বিভিন্ন বিষয়ে সব ধরনের প্রশ্ন করার সুযোগ থাকবে এআই বটের কাছে।
সূত্র: পপুলার সায়েন্স
বর্তমান সময়ে বিভিন্ন অ্যাপ, ডিভাইস ও প্ল্যাটফর্ম থেকে শুরু করে ডিজিটাল দুনিয়ার প্রায় সবখানেই কৃত্রিম বুদ্ধিমত্তার জয়জয়কার। এ ক্ষেত্রে লিংকডইনও পিছিয়ে নেই। চাকরি খোঁজা কিংবা পেশাদার ব্যক্তিদের সঙ্গে যুক্ত হওয়ার মাধ্যম হিসেবে পরিচিত লিংকডইন। এবার যুগের সঙ্গে তাল মেলাতে কৃত্রিম বুদ্ধিমত্তার দুনিয়ার সঙ্গে ব্যবহারকারীদের পরিচয় করিয়ে দিচ্ছে প্ল্যাটফর্মটি।
লিংকডইনের এআই ফিচার পেতে প্রিমিয়াম সাবস্ক্রিপশনের আওতায় ব্যয় করতে হবে প্রতি মাসে প্রায় সাড়ে তিন হাজার টাকা। এর বাইরে রেজিস্ট্রেশন করে এক মাস বিনা মূল্যে পরীক্ষামূলকভাবে ব্যবহার করা যাবে। তবে এই সংস্করণে বেশ কিছু ফিচার কাজ করবে না।
চাকরির খোঁজ
লিংকডইনে চাকরি খুঁজতে মেনু, ফিল্টারসহ বিভিন্ন ধাপ অতিক্রম করতে হয়। কিন্তু এআইয়ের মাধ্যমে পদ, শহর ও অর্থের পরিমাণ উল্লেখ করে কাঙ্ক্ষিত চাকরি সহজে খুঁজে পাওয়া সম্ভব। এতে যেমন সময় খুব কম লাগবে, তেমনি অপ্রাসঙ্গিক চাকরির সমস্যা থেকে মুক্তিও পাওয়া যাবে।
সার্চের পর বেশ কিছু চাকরির তালিকা সামনে আসবে। তালিকা থেকে পছন্দ করা চাকরি আপনার জন্য যথাযথ কি না কিংবা এই চাকরিতে ভালো অবস্থান পেতে করণীয় কী, সেগুলো এআই টুল ব্যবহার করে জানা যাবে। এতে দক্ষতা ও আগ্রহের সঙ্গে মানানসই চাকরি খুঁজে পেতে আগের মতো ঝামেলায় পড়তে হবে না।
চাকরির আবেদন ও সিভি মূল্যায়ন
চাকরির আবেদন ফরম ঠিক আছে কি না কিংবা তৈরি করা সিভি চাকরির বাজারে কতটুকু জুতসই—এসব তথ্য বলে দেওয়ার পাশাপাশি সংশোধন করার ফিচার থাকছে লিংকডইনের এআই বটে। কোনো বিশেষ অংশে সমস্যা থাকলে এআইয়ের মাধ্যমে পুনরায় চাকরির উপযোগী তথ্য জুড়ে দেওয়া যাবে। সিভির যেকোনো ভাগ ছোট বা ফরমাল—যা-ই করা হোক না কেন, এআই বটে পাওয়া যাবে সব ধরনের সমাধান।
প্রোফাইল তৈরি ও সার্চ
বর্তমানে কোনো চাকরিতে আবেদন না করলেও প্রোফাইল প্রাণবন্ত ও যুগোপযোগী করতে লিংকডইনের প্রিমিয়াম সেবার আওতাধীন এআই ব্যবহার করা যেতে পারে। এআই বট প্রোফাইলে লেখা তথ্য পর্যালোচনা করে বিভিন্ন পরামর্শ দেবে। সব ধরনের পরামর্শ সম্পাদনার পাশাপাশি বাদ দেওয়ার সুযোগও আছে। কৃত্রিম বুদ্ধিমত্তা মেসেজেও যুক্ত করা যেতে পারে। এটি চাকরি খোঁজা বা কারও সঙ্গে যোগাযোগ রাখতে বেশ কাজে দেবে।
এদিকে সার্চ বার আরও কার্যকরী করতে এআইয়ের ব্যবহার বাড়াচ্ছে লিংকডইন। সামনের দিনগুলোয় যোগ্যতা, চাকরিতে সম্ভাব্য ভূমিকা, ব্যবসায়িক আলোচনাসহ বিভিন্ন বিষয়ে সব ধরনের প্রশ্ন করার সুযোগ থাকবে এআই বটের কাছে।
সূত্র: পপুলার সায়েন্স
চীনের সবচেয়ে ধনী ব্যক্তি এখন টিকটকের মালিক প্রতিষ্ঠান বাইটড্যান্সের সহ-প্রতিষ্ঠাতা ঝ্যাং ইয়িমিং। দেশটির ধনী ব্যক্তিদের একটি তালিকা প্রকাশ করেছে হুরুন রিসার্চ ইনস্টিটিউট। এই তালিকায় ৪৯ দশমিক ৩ বিলিয়ন মার্কিন ডলার বা ৪ হাজার ৯৩০ কোটি ডলার সম্পদ নিয়ে প্রথম স্থান অর্জন করেছেন ঝ্যাং। ২০২৩ সালের তুলনায় তা
৭ ঘণ্টা আগেগুগলের নতুন কোডগুলোর প্রায় এক–চতুর্থাংশের বেশি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি। গত মঙ্গলবার কোম্পানিটির ত্রৈমাসিক প্রতিবেদন প্রকাশের সময় এসব তথ্য জানায় সিইও সুন্দর পিচাই।
৯ ঘণ্টা আগেকৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই সিস্টেমগুলোর জন্য ব্রডকম ও টিএসএমসি–এর সহযোগিতায় নিজস্ব চিপ তৈরি করছে ওপেনএআই। এর পাশাপাশি অবকাঠামোগত চাহিদা পূরণের জন্য এনভিডিয়া ও এএমডি–এর চিপগুলোও ব্যবহার করছে কোম্পানিটি। সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।
১০ ঘণ্টা আগেমেটা, টিকটক ও কোয়াইয় নামের চীনের শর্ট ভিডিও প্ল্যাটফর্মের বিরুদ্ধে দুটি মামলা দায়ের করেছে ব্রাজিলের ভোক্তা অধিকার গ্রুপ কালেকটিভ ডিফেন্স ইনস্টিটিউট। মামলার অভিযোগ বলা হয়, কোম্পানিগুলো অপ্রাপ্তবয়স্কদের নিরাপত্তা নিশ্চিত করতে যথাযথ ব্যবস্থা গ্রহণে ব্যর্থ হয়েছে। তাই মামলায় ৩ বিলিয়ন রেইস বা প্রায় ৫২৫ মি
১২ ঘণ্টা আগে