আবির আহসান রুদ্র
বর্তমান সময়ে বিভিন্ন অ্যাপ, ডিভাইস ও প্ল্যাটফর্ম থেকে শুরু করে ডিজিটাল দুনিয়ার প্রায় সবখানেই কৃত্রিম বুদ্ধিমত্তার জয়জয়কার। এ ক্ষেত্রে লিংকডইনও পিছিয়ে নেই। চাকরি খোঁজা কিংবা পেশাদার ব্যক্তিদের সঙ্গে যুক্ত হওয়ার মাধ্যম হিসেবে পরিচিত লিংকডইন। এবার যুগের সঙ্গে তাল মেলাতে কৃত্রিম বুদ্ধিমত্তার দুনিয়ার সঙ্গে ব্যবহারকারীদের পরিচয় করিয়ে দিচ্ছে প্ল্যাটফর্মটি।
লিংকডইনের এআই ফিচার পেতে প্রিমিয়াম সাবস্ক্রিপশনের আওতায় ব্যয় করতে হবে প্রতি মাসে প্রায় সাড়ে তিন হাজার টাকা। এর বাইরে রেজিস্ট্রেশন করে এক মাস বিনা মূল্যে পরীক্ষামূলকভাবে ব্যবহার করা যাবে। তবে এই সংস্করণে বেশ কিছু ফিচার কাজ করবে না।
চাকরির খোঁজ
লিংকডইনে চাকরি খুঁজতে মেনু, ফিল্টারসহ বিভিন্ন ধাপ অতিক্রম করতে হয়। কিন্তু এআইয়ের মাধ্যমে পদ, শহর ও অর্থের পরিমাণ উল্লেখ করে কাঙ্ক্ষিত চাকরি সহজে খুঁজে পাওয়া সম্ভব। এতে যেমন সময় খুব কম লাগবে, তেমনি অপ্রাসঙ্গিক চাকরির সমস্যা থেকে মুক্তিও পাওয়া যাবে।
সার্চের পর বেশ কিছু চাকরির তালিকা সামনে আসবে। তালিকা থেকে পছন্দ করা চাকরি আপনার জন্য যথাযথ কি না কিংবা এই চাকরিতে ভালো অবস্থান পেতে করণীয় কী, সেগুলো এআই টুল ব্যবহার করে জানা যাবে। এতে দক্ষতা ও আগ্রহের সঙ্গে মানানসই চাকরি খুঁজে পেতে আগের মতো ঝামেলায় পড়তে হবে না।
চাকরির আবেদন ও সিভি মূল্যায়ন
চাকরির আবেদন ফরম ঠিক আছে কি না কিংবা তৈরি করা সিভি চাকরির বাজারে কতটুকু জুতসই—এসব তথ্য বলে দেওয়ার পাশাপাশি সংশোধন করার ফিচার থাকছে লিংকডইনের এআই বটে। কোনো বিশেষ অংশে সমস্যা থাকলে এআইয়ের মাধ্যমে পুনরায় চাকরির উপযোগী তথ্য জুড়ে দেওয়া যাবে। সিভির যেকোনো ভাগ ছোট বা ফরমাল—যা-ই করা হোক না কেন, এআই বটে পাওয়া যাবে সব ধরনের সমাধান।
প্রোফাইল তৈরি ও সার্চ
বর্তমানে কোনো চাকরিতে আবেদন না করলেও প্রোফাইল প্রাণবন্ত ও যুগোপযোগী করতে লিংকডইনের প্রিমিয়াম সেবার আওতাধীন এআই ব্যবহার করা যেতে পারে। এআই বট প্রোফাইলে লেখা তথ্য পর্যালোচনা করে বিভিন্ন পরামর্শ দেবে। সব ধরনের পরামর্শ সম্পাদনার পাশাপাশি বাদ দেওয়ার সুযোগও আছে। কৃত্রিম বুদ্ধিমত্তা মেসেজেও যুক্ত করা যেতে পারে। এটি চাকরি খোঁজা বা কারও সঙ্গে যোগাযোগ রাখতে বেশ কাজে দেবে।
এদিকে সার্চ বার আরও কার্যকরী করতে এআইয়ের ব্যবহার বাড়াচ্ছে লিংকডইন। সামনের দিনগুলোয় যোগ্যতা, চাকরিতে সম্ভাব্য ভূমিকা, ব্যবসায়িক আলোচনাসহ বিভিন্ন বিষয়ে সব ধরনের প্রশ্ন করার সুযোগ থাকবে এআই বটের কাছে।
সূত্র: পপুলার সায়েন্স
বর্তমান সময়ে বিভিন্ন অ্যাপ, ডিভাইস ও প্ল্যাটফর্ম থেকে শুরু করে ডিজিটাল দুনিয়ার প্রায় সবখানেই কৃত্রিম বুদ্ধিমত্তার জয়জয়কার। এ ক্ষেত্রে লিংকডইনও পিছিয়ে নেই। চাকরি খোঁজা কিংবা পেশাদার ব্যক্তিদের সঙ্গে যুক্ত হওয়ার মাধ্যম হিসেবে পরিচিত লিংকডইন। এবার যুগের সঙ্গে তাল মেলাতে কৃত্রিম বুদ্ধিমত্তার দুনিয়ার সঙ্গে ব্যবহারকারীদের পরিচয় করিয়ে দিচ্ছে প্ল্যাটফর্মটি।
লিংকডইনের এআই ফিচার পেতে প্রিমিয়াম সাবস্ক্রিপশনের আওতায় ব্যয় করতে হবে প্রতি মাসে প্রায় সাড়ে তিন হাজার টাকা। এর বাইরে রেজিস্ট্রেশন করে এক মাস বিনা মূল্যে পরীক্ষামূলকভাবে ব্যবহার করা যাবে। তবে এই সংস্করণে বেশ কিছু ফিচার কাজ করবে না।
চাকরির খোঁজ
লিংকডইনে চাকরি খুঁজতে মেনু, ফিল্টারসহ বিভিন্ন ধাপ অতিক্রম করতে হয়। কিন্তু এআইয়ের মাধ্যমে পদ, শহর ও অর্থের পরিমাণ উল্লেখ করে কাঙ্ক্ষিত চাকরি সহজে খুঁজে পাওয়া সম্ভব। এতে যেমন সময় খুব কম লাগবে, তেমনি অপ্রাসঙ্গিক চাকরির সমস্যা থেকে মুক্তিও পাওয়া যাবে।
সার্চের পর বেশ কিছু চাকরির তালিকা সামনে আসবে। তালিকা থেকে পছন্দ করা চাকরি আপনার জন্য যথাযথ কি না কিংবা এই চাকরিতে ভালো অবস্থান পেতে করণীয় কী, সেগুলো এআই টুল ব্যবহার করে জানা যাবে। এতে দক্ষতা ও আগ্রহের সঙ্গে মানানসই চাকরি খুঁজে পেতে আগের মতো ঝামেলায় পড়তে হবে না।
চাকরির আবেদন ও সিভি মূল্যায়ন
চাকরির আবেদন ফরম ঠিক আছে কি না কিংবা তৈরি করা সিভি চাকরির বাজারে কতটুকু জুতসই—এসব তথ্য বলে দেওয়ার পাশাপাশি সংশোধন করার ফিচার থাকছে লিংকডইনের এআই বটে। কোনো বিশেষ অংশে সমস্যা থাকলে এআইয়ের মাধ্যমে পুনরায় চাকরির উপযোগী তথ্য জুড়ে দেওয়া যাবে। সিভির যেকোনো ভাগ ছোট বা ফরমাল—যা-ই করা হোক না কেন, এআই বটে পাওয়া যাবে সব ধরনের সমাধান।
প্রোফাইল তৈরি ও সার্চ
বর্তমানে কোনো চাকরিতে আবেদন না করলেও প্রোফাইল প্রাণবন্ত ও যুগোপযোগী করতে লিংকডইনের প্রিমিয়াম সেবার আওতাধীন এআই ব্যবহার করা যেতে পারে। এআই বট প্রোফাইলে লেখা তথ্য পর্যালোচনা করে বিভিন্ন পরামর্শ দেবে। সব ধরনের পরামর্শ সম্পাদনার পাশাপাশি বাদ দেওয়ার সুযোগও আছে। কৃত্রিম বুদ্ধিমত্তা মেসেজেও যুক্ত করা যেতে পারে। এটি চাকরি খোঁজা বা কারও সঙ্গে যোগাযোগ রাখতে বেশ কাজে দেবে।
এদিকে সার্চ বার আরও কার্যকরী করতে এআইয়ের ব্যবহার বাড়াচ্ছে লিংকডইন। সামনের দিনগুলোয় যোগ্যতা, চাকরিতে সম্ভাব্য ভূমিকা, ব্যবসায়িক আলোচনাসহ বিভিন্ন বিষয়ে সব ধরনের প্রশ্ন করার সুযোগ থাকবে এআই বটের কাছে।
সূত্র: পপুলার সায়েন্স
মিথ্যা বা বিভ্রান্তিকর তথ্য রুখতে ‘ফুটনোটস’ নামের নতুন ফিচার নিয়ে এসেছে টিকটক। ফিচারটি পরীক্ষামূলকভাবে চালু হয়েছে যুক্তরাষ্ট্রে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের (সাবেক টুইটার) ‘কমিউনিটি নোটস’-এর মতোই কাজ করবে ফিচারটি।
৩৫ মিনিট আগেদৃষ্টিপ্রতিবন্ধী ও স্বল্পদৃষ্টিসম্পন্ন ব্যক্তিদের জন্য নিরাপদে চলাফেরার পথ সহজ করতে এক নতুন ধরনের পরিধানযোগ্য ডিভাইস তৈরি করেছেন চীনের বিজ্ঞানীরা। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর ডিভাইসটি ব্যবহারকারীদের চারপাশের প্রতিবন্ধকতা শনাক্ত করে এবং চলার জন্য নিরাপদ পথের নির্দেশনা দেয়।
৩ ঘণ্টা আগেসরকার ইতিমধ্যে সাবমেরিন কেবল ব্যান্ডউইথের মূল্য ১০ শতাংশ কমিয়ে এনেছে। ফাইবারের জটিলতা নিরসন করা হয়েছে। এর মধ্যে ৫০০ টাকায় ৫ এমবিপিএসের বদলে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট সেবা দেওয়ার ঘোষণা দিয়েছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি)।
৩ ঘণ্টা আগেতথ্য চুরির জন্য প্রতিনিয়ত নতুন কৌশল বের করছে সাইবার অপরাধীরা। ইন্টারনেট ব্যবহারকারীরা যখন ফিশিং লিংক, ভুয়া ওয়েবসাইট, প্রতারণামূলক ইমেইল ও ছদ্মবেশী স্ক্যামের ব্যাপারে সচেতন হচ্ছে, তখন হ্যাকাররা তাদের পদ্ধতিতে নতুনত্ব আনছে। সাম্প্রতিক সময়ে হ্যাকাররা যেসব কৌশল ব্যবহার করছে, তার একটি হলো—ইউএসবি ফ্ল্যাশ
৫ ঘণ্টা আগে