প্রযুক্তি ডেস্ক
একই ভিডিও এডিটিংয়ের কাজে একাধিক ব্যক্তি অংশ নিতে পারবেন। এই কাজটি করেছে বহুজাতিক সফটওয়্যার নির্মাতা অ্যাডোবি। ফলে, অনলাইনে শেয়ারিংয়ের মাধ্যমে ভিডিও সম্পাদনার সুবিধা দেবে গ্রাহকেরা। এটি অ্যাডোবি করবে ভিডিও সম্পাদনা প্রতিষ্ঠান ফ্রেম আইও এর মাধ্যমে। এ জন্য অ্যাডোবি ১২৭.৫ কোটি ডলারে ফ্রেম আইও কেনার ঘোষণা দিয়েছে।
ফ্রেম আইও ব্যবহার করলে বারবার ফুটেজ যাচাই করা লাগবেনা। ফলে সময় খরচ কমবে গ্রাহকের। ভিডিও এডিটিংয়ের পুরো প্রক্রিয়াটিও সহজ করে আনে ওই সফটওয়্যার।
ফ্রেম আইও ব্যবহার করে একই ভিডিও এডিটিংয়ের কাজে একাধিক ব্যক্তি অংশ সুযোগ থাকে। গ্রাহকদের এই ধরনের সুবিধা দেওয়ার পরিকল্পনা অনেক আগে থেকেই ছিল অ্যাডোবির। এ জন্য ফ্রেম আইও সফটওয়্যার কিনে নিতে পারায় নতুন করে এ ধরনের সফটওয়্যার বানানোর সিদ্ধান্ত থেকে সরে এসেছে অ্যাডোবি।
অ্যাডোবি জানিয়েছে, ফ্রেম আইও সফটওয়্যারটির কাজের ধরন অনেকটা গুগল ওয়ার্কস্পেসের মতো। তারা আরও জানায়, ক্লাউডনির্ভর সফটওয়্যারটি ব্যবহার করে যে কেউ ভিডিও ফুটেজ এডিট করতে পারবেন, দেখতে পারবেন, কমেন্টও করা যাবে এতে। অনেকটা গুগল ড্রাইভ ফাইলের লিংক শেয়ার করার মতো কাজ করে এই পুরো প্রক্রিয়া।
বাজারের অন্যান্য ভিডিও এডিটিং সফটওয়্যারের সঙ্গে সমন্বয়ের ফিচারও আছে এই সফটওয়্যারটিতে। অ্যাডোবির প্রিমিয়ার প্রো, অ্যাপলের ফাইনাল কাট প্রো এবং অ্যাভিড মিডিয়া কম্পোজার এর সঙ্গে কাজ করতে পারে ফ্রেম আইও।
অ্যাডোবির প্রধান পণ্য কর্মকর্তা স্কট বেলস্কি, ফ্রেম আইও’র প্রতিষ্ঠাতা এমেরি ওয়েলস এবং সহ-প্রতিষ্ঠাতা জন ট্রেভার অ্যাডোবির হয়ে কাজ করবেন। তাঁরা এই পুরো প্রজেক্টটি দেখাশোনা করবেন। অ্যাডোবির এই নতুন সংযোজন ভিডিও সম্পাদনার ক্ষেত্রে গ্রাহকদেরকে নতুন মাত্রা দেবে বলে জানিয়েছে ভার্জসহ প্রযুক্তি বিষয়ক বেশ কয়েকটি পত্রিকা।
একই ভিডিও এডিটিংয়ের কাজে একাধিক ব্যক্তি অংশ নিতে পারবেন। এই কাজটি করেছে বহুজাতিক সফটওয়্যার নির্মাতা অ্যাডোবি। ফলে, অনলাইনে শেয়ারিংয়ের মাধ্যমে ভিডিও সম্পাদনার সুবিধা দেবে গ্রাহকেরা। এটি অ্যাডোবি করবে ভিডিও সম্পাদনা প্রতিষ্ঠান ফ্রেম আইও এর মাধ্যমে। এ জন্য অ্যাডোবি ১২৭.৫ কোটি ডলারে ফ্রেম আইও কেনার ঘোষণা দিয়েছে।
ফ্রেম আইও ব্যবহার করলে বারবার ফুটেজ যাচাই করা লাগবেনা। ফলে সময় খরচ কমবে গ্রাহকের। ভিডিও এডিটিংয়ের পুরো প্রক্রিয়াটিও সহজ করে আনে ওই সফটওয়্যার।
ফ্রেম আইও ব্যবহার করে একই ভিডিও এডিটিংয়ের কাজে একাধিক ব্যক্তি অংশ সুযোগ থাকে। গ্রাহকদের এই ধরনের সুবিধা দেওয়ার পরিকল্পনা অনেক আগে থেকেই ছিল অ্যাডোবির। এ জন্য ফ্রেম আইও সফটওয়্যার কিনে নিতে পারায় নতুন করে এ ধরনের সফটওয়্যার বানানোর সিদ্ধান্ত থেকে সরে এসেছে অ্যাডোবি।
অ্যাডোবি জানিয়েছে, ফ্রেম আইও সফটওয়্যারটির কাজের ধরন অনেকটা গুগল ওয়ার্কস্পেসের মতো। তারা আরও জানায়, ক্লাউডনির্ভর সফটওয়্যারটি ব্যবহার করে যে কেউ ভিডিও ফুটেজ এডিট করতে পারবেন, দেখতে পারবেন, কমেন্টও করা যাবে এতে। অনেকটা গুগল ড্রাইভ ফাইলের লিংক শেয়ার করার মতো কাজ করে এই পুরো প্রক্রিয়া।
বাজারের অন্যান্য ভিডিও এডিটিং সফটওয়্যারের সঙ্গে সমন্বয়ের ফিচারও আছে এই সফটওয়্যারটিতে। অ্যাডোবির প্রিমিয়ার প্রো, অ্যাপলের ফাইনাল কাট প্রো এবং অ্যাভিড মিডিয়া কম্পোজার এর সঙ্গে কাজ করতে পারে ফ্রেম আইও।
অ্যাডোবির প্রধান পণ্য কর্মকর্তা স্কট বেলস্কি, ফ্রেম আইও’র প্রতিষ্ঠাতা এমেরি ওয়েলস এবং সহ-প্রতিষ্ঠাতা জন ট্রেভার অ্যাডোবির হয়ে কাজ করবেন। তাঁরা এই পুরো প্রজেক্টটি দেখাশোনা করবেন। অ্যাডোবির এই নতুন সংযোজন ভিডিও সম্পাদনার ক্ষেত্রে গ্রাহকদেরকে নতুন মাত্রা দেবে বলে জানিয়েছে ভার্জসহ প্রযুক্তি বিষয়ক বেশ কয়েকটি পত্রিকা।
এক্সের (সাবেক টুইটার) প্রতিদ্বন্দ্বী মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম থ্রেডসের অ্যালগরিদম পরিবর্তন করল মেটা। এর ফলে যেসব অ্যাকাউন্ট ব্যবহারকারীরা ফলো করেন সেগুলোর কনটেন্টই বেশি দেখানো হবে। গত বৃহস্পতিবার থেকে ফিচারটি চালু হয়।
১৬ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের প্রভাবশালী পত্রিকা টাইম ম্যাগাজিন–এর কভারে ধনকুবের ইলন মাস্কের ‘টু ডু লিস্ট’ বা দিনের কাজের তালিকা প্রকাশ করেছে। তবে এটি মাস্কের ব্যক্তিগত চেকলিস্ট নয় বলে স্পষ্টভাবে জানিয়েছেন মাস্ক।
১৬ ঘণ্টা আগেটাইপ করার চেয়ে ভয়েস মেসেজ পাঠানো বেশ সহজ। তবে অনেক সময় ভয়েস মেসেজ সবার সামনে শোনা যায় না। সে ক্ষেত্রে মেসেজ না শুনে রিপ্লাই–ও দেওয়া যায়না। এই সমস্যা থেকে মুক্তি দেওয়ার জন্য মেসেজ ট্রান্সক্রাইব ফিচার যুক্ত করল হোয়াটসঅ্যাপ। এই ফিচারের মাধ্যমে ভয়েস মেসেজগুলো সহজে টেক্সটে রূপান্তর করা যাবে।
১৮ ঘণ্টা আগেনিয়মিত নতুন উদ্ভাবনী ধারণা ও প্রযুক্তি দিয়ে বিশ্বকে চমকে দেওয়ার জন্য পরিচিত জাপান। এবার ‘মানুষ ধোয়ার মেশিন’ তৈরি করে তাক লাগিয়ে দিল দেশটি। এটি মানুষ গোসলের জন্য ব্যবহার করতে পারবে। যন্ত্রটির কার্যকারিতা ও ডিজাইন দেখে একে ‘মানুষ ধোয়ার ওয়াশিং মেশিন’ বলে আখ্যা দিয়েছে অনেকই।
১৯ ঘণ্টা আগে