Ajker Patrika

মোবাইল ফোনে অ্যাপের দিন কি ফুরাল

প্রমিতি কিবরিয়া ইসলাম, ঢাকা 
আপডেট : ০৫ মার্চ ২০২৪, ০৮: ৩২
মোবাইল ফোনে অ্যাপের দিন কি ফুরাল

ডজন ডজন অ্যাপে পরিপূর্ণ স্মার্টফোন। মোবাইল ব্যাংকিং, শপিং, খাবারের অর্ডার, টিকিট কাটা, নোট লেখার মতো দৈনন্দিন জীবনের একেক কাজের জন্য একেক ধরনের অ্যাপ ব্যবহার করি আমরা। এসব অ্যাপের জন্য মোবাইল ফোনের বেশ বড় স্টোরেজ ব্যবহার করতে হয়। কিন্তু এবার মনে হয় সে দিন ফুরাতে চলেছে। 

অনেক অ্যাপের বদলে একটি ডিভাইস দিয়েই সব কাজ করার বিষয়টি বিবেচনায় নিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক নতুন একটি ডিভাইস নিয়ে এসেছে প্রযুক্তি প্রতিষ্ঠান র‍্যাবিট। এই ডিভাইসের নাম রাখা হয়েছে ‘র‍্যাবিট আর-১’। খুবই সাধারণ নকশার এই ডিভাইসে কোনো অ্যাপ নেই। এতে শুধু এআইভিত্তিক ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট রয়েছে, যার মাধ্যমে ব্যবহারকারীরা প্রয়োজনীয় কাজগুলো করিয়ে নিতে পারবে। 

র‍্যাবিট আর-১ নামের এই এআই প্রযুক্তি নিয়ন্ত্রণ করা যাবে কণ্ঠস্বর দিয়ে। অর্থাৎ কোনো প্রশ্ন জিজ্ঞেস করলে এটি গুগল বা আইওএসের অ্যাসিস্ট্যান্টের মতো একটি কৃত্রিম কণ্ঠের ওপর ভিত্তি করে উত্তর দেবে। ডিভাইসটি অন্য ফোনের সঙ্গেও কানেক্ট করা যাবে। তবে আলাদা কোনো অ্যাপ এই ডিভাইসে নেই। এর মাধ্যমে গান শোনা, খাবার অর্ডার, প্লেনের টিকিট কাটা কিংবা হোটেল বুকিংয়ের মতো বিভিন্ন কাজ করা যাবে। একটি নির্দিষ্ট বাটনে চাপ দিয়ে কণ্ঠের মাধ্যমে নির্দেশনা দিলেই কাজগুলো করে দেবে এই ডিভাইস। সেলফি তোলা অথবা ভিডিও ধারণ করা যাবে র‍্যাবিট আর-১-এ। 

র‍্যাবিট আর-১ সাধারণ স্মার্টফোনের মতো নয়। কমলা রঙের ডিভাইসটি হাতের তালুর সমান এবং খুবই হালকা। এতে ২.৮৮ ইঞ্চির একটি টাচস্ক্রিন, ৩৬০ ডিগ্রি ঘূর্ণমান ক্যামেরা, দুটি মাইক্রোফোন ও স্ক্রলের জন্য একটি বাহ্যিক বাটন রয়েছে। এআই অ্যাসিস্ট্যান্ট চালু করতে ও কণ্ঠের মাধ্যমে নির্দেশনা দেওয়ার জন্য দুটি পুশ বাটন রয়েছে।

পুশ বাটনে চাপ দিয়ে কণ্ঠের মাধ্যমে নির্দেশনা দিলে অপারেটিং সিস্টেমের সঙ্গে যুক্ত অ্যাপগুলোর মাধ্যমে ডিভাইসটি কাজগুলো স্বয়ংক্রিয়ভাবে করে দেবে। এটি দিয়ে ইউটিউব মিউজিক, আমাজন, ডরড্যাশ ও উবারের মতো জনপ্রিয় অ্যাপগুলো ব্যবহার করা যাবে। 
র‍্যাবিট আর-১ ডিভাইসের জন্য র‍্যাবিট ওএস অপারেটিং সিস্টেম তৈরি করা হয়েছে। ডিভাইসটিতে খুবই সাধারণ টেক্সটভিত্তিক ইন্টারফেস দেখা যায়। যেহেতু ফোনটিতে কোনো অ্যাপে নেই, তাই এর ইন্টারফেসও সাধারণ রাখা হয়েছে। এই ডিভাইসের মাধ্যমে টেক্সট ছাড়া ভিজ্যুয়াল সার্চও করা যাবে। অর্থাৎ ডিভাইসটির ক্যামেরা কোনো বস্তুর ওপর তাক করলে সেই বস্তু সম্পর্কে বিভিন্ন তথ্য দিতে পারবে র‍্যাবিট আর-১।

এখন শুধু ইংরেজি ভাষায় এটি ব্যবহার করা যায়। তবে পরবর্তী সময়ে ফ্রেঞ্চ, জার্মান, হিন্দি, জাপানি ও স্প্যানিশের মতো আরও আন্তর্জাতিক ভাষা যোগ করা হবে। র‍্যাবিট আর-১-এর নির্মাতা প্রতিষ্ঠানটি বলেছে, এটি বর্তমানে মোবাইল অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করলেও পরবর্তী সময়ে সরাসরি স্মার্টফোনকে টেক্কা দেবে।

র‍্যাবিট আর-১-এ লার্জ অ্যাকশন মডেল (এলএএম) ব্যবহার করা হয়েছে। এর মাধ্যমে তথ্য দেওয়ার পাশাপাশি ফোনটি ব্যবহারকারীর বিভিন্ন কাজ করে দেবে। প্রতিষ্ঠানের ডেমো ভিডিওতে দেখা যায়, একজন ব্যক্তি বিভিন্ন কাজের জন্য অ্যাপগুলোকে কীভাবে ব্যবহার করে সে সম্পর্কে প্রশিক্ষণ দিতে এই মডেল (এলএএম) ব্যবহার করছে। র‍্যাবিট আর-১-কে কোনো কাজ দেওয়া হলে এটি ক্লাউডের মাধ্যমে প্রসেসিং করে। 

র‍্যাবিট কোম্পানির সিইও ও প্রতিষ্ঠাতা জেসি লিও বলেন, স্মার্টফোনকে প্রতিস্থাপন করতে নতুন এই ডিভাইস নিয়ে আসা হয়নি। এটি একটি সহায়ক ডিভাইস। 

র‍্যাবিট আর-১-এর দাম ১৯৯ ডলার। ডিভাইসটি গত জানুয়ারিতে উন্মোচন করে প্রতিষ্ঠানটি। বাজারে আসতেই ১০ হাজারের বেশি প্রি-বুক হয়েছে র‍্যাবিট আর-১ মডেল। এ মাসের শেষের দিকে ফোনটির শিপিং শুরু হবে। 

স্মার্টফোনটির বেশির ভাগ কাজ ক্লাউডে প্রসেস করা হয় বলে এটি অন্যান্য স্মার্টফোনের মতো শক্তিশালী নয়। এতে মিডিয়াটেক পি২৫ প্রসেসের ব্যবহার করা হয়েছে। এতে ৪ জিবি র‍্যাম ও ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ যুক্ত করা রয়েছে। এটি ফোরজি নেটওয়ার্ক ব্যবহার করে কাজ করে। ডিভাইসটিতে ১০০০ এমএইচ ব্যাটারি ও ৮ এমটি ক্যামেরা ব্যবহার করা হয়েছে। এতে সিম কার্ড রয়েছে এবং এর মাধ্যমে ভিডিও কলও করা যাবে। 

ব্যবহারকারীর গোপনীয়তা নিয়ে নিজেদের সচেতন বলে দাবি করছে র‍্যাবিট। শুধু বাটন প্রেস করলেই ব্যবহারকারীর কণ্ঠ শুনতে পারবে এই ডিভাইস। আর রোটেটিং ক্যামেরা ব্যবহার না করা হলে এটি ব্লক হয়ে থাকবে। মোবাইল ফোনটির বিভিন্ন প্রশ্নের উত্তর ও কাজ দ্রুত করে দেবে বলেও প্রতিষ্ঠানটি দাবি করছে। 

ব্যবহারকারীদের নিরাপত্তাসচেতন বলে দাবি করলেও এটি স্মার্টফোনের অ্যাপগুলোর সঙ্গে কীভাবে কাজ করবে, তার কোনো স্পষ্ট ব্যাখ্যা দেয়নি প্রতিষ্ঠানটি। 

তথ্যসূত্র: দ্য ভার্জ, অ্যান্ড্রয়েড অথরিটি

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নবরাত্রির জন্য বছরজুড়ে অপেক্ষা, পিরিয়ডের কারণে পালন করতে না পেরে আত্মহত্যা

রোহিঙ্গাদের প্রত্যাবাসন নিয়ে আরাকান আর্মির আপত্তি ও শর্ত

চুরির অপবাদে ছাত্রলীগ নেতাকে নির্যাতন ছাত্রদল নেতার, টাকা দিয়ে মুক্তি

৩০টির বেশি মার্কিন পণ্যের আমদানি শুল্ক পর্যালোচনার উদ্যোগ

আপনার প্রতি হাসিনার অসম্মানজনক আচরণ দেখেছি, তবে আমরা সব সময় সম্মান করি: ইউনূসকে মোদি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত