Ajker Patrika

মস্তিষ্কে নিউরালিংকের চিপ: এবার চিন্তা দিয়ে এক্সে পোস্ট করলেন নোল্যান্ড আরবা

আপডেট : ২৪ মার্চ ২০২৪, ১৫: ৩৩
মস্তিষ্কে নিউরালিংকের চিপ: এবার চিন্তা দিয়ে এক্সে পোস্ট করলেন নোল্যান্ড আরবা

শুধু চিন্তার মাধ্যমে টাইপ করে এক্স (সাবেক টুইটার) প্ল্যাটফর্মে একটি পোস্ট তৈরি করেছেন মস্তিষ্কে চিপ বসানো প্রথম ব্যক্তি নোল্যান্ড আরবা। এই অসাধারণ ঘটনাটি নিউরালিংক কোম্পানির উন্নত চিপের মাধ্যমে সম্ভব হয়েছে। 

গত শনিবার নোল্যান্ড আরবা চিন্তার মাধ্যমেই এক্সে পোস্ট করেন। পোস্টটিতে মজা করে তিনি বলেন, প্রথমবার পোস্ট করার সময় নোল্যান্ডকে বট ভেবে ব্যান করে সামাজিক যোগাযোগমাধ্যমটি। জনপ্রিয় মুভি স্টার ওয়ার্সের টেলিপ্যাথি ক্ষমতার মতো তার নতুন ক্ষমতাকে টেলিপ্যাথি ‘শক্তির’ সঙ্গে তুলনা করেন আরবা। 

নিউরালিংকের প্রতিষ্ঠাতা ইলন মাস্কও নোল্যান্ডের এই অর্জন শেয়ার করেন। এক্সের পোস্টে মাস্ক বলেন, চিন্তার মাধ্যমে তৈরি করা এটিই প্রথম পোস্ট, যা নিউরালিংকের টেলিপ্যাথি ডিভাইসের ব্যবহারের মাধ্যমে সম্ভব হয়েছে। 

সড়ক দুর্ঘটনার পরে ২৯ বছর বয়সী নোল্যান্ড আরবার শরীর কাঁধের নিচে থেকে পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়ে। তবে মস্তিষ্কে চিপ বসানোর পর তাঁকে চিন্তার মাধ্যমে ল্যাপটপে দাবা খেলেতে দেখা যায়। নিউরালিংক ঘটনাটি লাইভ সম্প্রচার করে। 

মস্তিষ্কে চিপ বসানোর কিছুদিন পরই  চিন্তার মাধ্যমে সফলভাবে কম্পিউটারের কার্সারটিও নিয়ন্ত্রণ করতে সক্ষম হন নোল্যান্ড। 

শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের ডিজিটাল প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত করার ক্ষেত্রে এটি একটি উল্লেখযোগ্য অর্জন। এর মাধ্যমে ভবিষ্যতে নিউরালিংকের সম্ভাবনা সম্পর্কে ধারণা পাওয়া যায়। 

গুরুতর শারীরিক সীমাবদ্ধতাযুক্ত রোগীদের মস্তিষ্ককে কম্পিউটারের সঙ্গে যুক্ত করাই নিউরালিংকের প্রাথমিক লক্ষ্য। 

আট বছর আগে গ্রীষ্মকালীন শিবিরের পরামর্শদাতা হিসেবে কাজ করার সময় আরবা একটি অপ্রত্যাশিত সড়ক দুর্ঘটনায় মেরুদণ্ডে আঘাত পান। 

গত জানুয়ারিতে আরবারের মস্তিষ্কে অস্ত্রপাচার করে নিউরালিংক। এক দিনের মধ্যে তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। 

চিপের এই সাফল্য সত্ত্বেও আরবা স্বীকার করেন যে, প্রযুক্তিটি নিখুঁত করার জন্য ‘এখনো অনেক কাজ বাকি আছে’। 

ইউএস ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথের নিউরাল ইঞ্জিনিয়ারিংয়ের সাবেক প্রোগ্রাম ডিরেক্টর কিপ লুডভিগ বলেন, নিউরালিংক যা দেখিয়েছে, তা কোনো ‘যুগান্তকারী’ আবিষ্কার নয়। চিপ বসানোর পরের প্রভাব জানার জন্য এটি এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। নিউরালিংক ও রোগীর উভয়ের এখনো অনেক কিছু জানার রয়েছে। 

তবে চিপের মাধ্যমে কম্পিউটারের সঙ্গে রোগীর যোগাযোগ করার ক্ষেত্রে একে একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে স্বীকৃতি দিয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

মারধর করে ছাত্রলীগ কর্মীর পিঠে পাড়া দিয়ে অটোরিকশায় শহর ঘোরাল ছাত্রদল, সঙ্গে উচ্চ স্বরে গান

বরিশাল বিশ্ববিদ্যালয়: তিন দফা দাবিতে সোমবার মাঠে নামছেন শিক্ষার্থীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত