অনলাইন ডেস্ক
আইফোনের অ্যালার্মের ব্যবহারের ক্ষেত্রে অপ্রত্যাশিত সমস্যার সম্মুখীন হচ্ছেন ব্যবহারকারীরা। কারণ অ্যাপটিতে অ্যালার্ম সেট করা হলেও সেটি থেকে কোনো শব্দ শোনা যাচ্ছে না। তবে ত্রুটিটি সরাতে অ্যাপল কাজ করছে বলে বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে।
অনেকই ফোনকে অ্যালার্ম ঘড়ি হিসেবে ব্যবহার করেন। এই ত্রুটির ফলে অনেকেই সঠিক সময়ে ঘুম থেকে জাগতে পারছেন না ও দৈনন্দিন কাজ দেরিতে শুরু করতে হচ্ছে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করছেন ব্যবহারকারীরা।
টিকটক প্ল্যাটফর্মে এক আইফোন ব্যবহারকারী বলেন, তিনি আইফোনে পাঁচটি অ্যালার্ম সেট করেন ও তবে এগুলো একটি বেজে ওঠেনি।
বিষয়টি সম্পর্কে অবগত রয়েছে অ্যাপল। তবে কী কারণে সমস্যাটি দেখা গিয়েছে সেই বিষয়ে নিশ্চিত নয় কোম্পানিটি। এই সমস্যা থেকে মুক্তি পেতে ব্যবহারকারীরা আপাতত কী করতে পারে তারও কোনো সমাধান জানায়নি অ্যাপল।
কতজন ব্যবহারকারীর ডিভাইসে এই সমস্যা দেখা গিয়েছে বা সমস্যাটি আইফোনের নির্দিষ্ট মডেলের মধ্যে সীমাবদ্ধ নাকি তাও স্পষ্ট নয়।
অতিরিক্ত ঘুমের কারণে যাদের প্রতিদিনের রুটিন বিঘ্নিত হচ্ছে তারা কয়েকটি কৌশল অবলম্বন করতে পারেন। প্রথমেই আইফোনে অ্যালার্ম সঠিকভাবে সেট করেছেন কীনা তা পুনরায় চেক করতে হবে ও অ্যালার্মের ভলিউম সর্বোচ্চ রয়েছে কিনা তাও পরখ করে দেখতে হবে।
অনেকেই এই সমস্যার জন্য অ্যাপলের ডিজাইনারদের দায়ী করছেন। আইফোনের ‘অ্যাটেনশন অ্যাওয়ার ফিচার’—এর জন্য এই ত্রুটি দেখা গিয়েছে বলে অনেকই মনে করছে। তবে বিষয়টি নিশ্চিত করেনি অ্যাপল।
অ্যালার্মের সমস্যা থেকে মুক্তি পেতে ব্যবহারকারীরা ফিচারটি বন্ধ করে দেখতে পারেন। এ জন্য আইফোনের সেটিংসে প্রবেশ করুন। এরপর ফেস আইডি ও পাসকোড অপশনে ট্যাপ করে অ্যাটেনশন অ্যাওয়ার ফিচারটি খুঁজে বের করুন। এরপর টগল বাটনের মাধ্যমে ফিচারটি বন্ধ করে দিন। তবে ফিচারটি বন্ধ করে দিলেই যে এই সমস্যা সমাধান হবে তার কোনো নিশ্চয়তা নেই।
ফিচারটি আইফোন এক্স ও এর পরবর্তী সংস্করণগুলোতে পাওয়া যায়। আইপ্যাডের ক্ষেত্রে আইপ্যাড প্রো ১১ ইঞ্চি ও আইপ্যাড প্রো ১২.৯ ইঞ্চি সংস্করণে পাওয়া যায়।
অ্যাপল বলছে, ত্রুটিটি দ্রুত সরাতে কাজ করছে কোম্পানিটি।
গত সপ্তাহে অ্যাপলের গ্রাহকেরা আরেকটি সমস্যার সম্মুখীন হয়। ম্যাক, আইফোন ও আইপ্যাডের অ্যাপল আইডি থেকে স্বয়ংক্রিয়ভাবে লগ আউট হয়ে যায় ব্যবহারকারীরা। পরে অ্যাপল আইডিতে সাইন ইন করার জন্য ব্যবহারকারীরা পাসওয়ার্ড রিসেট দিতে বাধ্য হন।
আইফোনের অ্যালার্মের ব্যবহারের ক্ষেত্রে অপ্রত্যাশিত সমস্যার সম্মুখীন হচ্ছেন ব্যবহারকারীরা। কারণ অ্যাপটিতে অ্যালার্ম সেট করা হলেও সেটি থেকে কোনো শব্দ শোনা যাচ্ছে না। তবে ত্রুটিটি সরাতে অ্যাপল কাজ করছে বলে বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে।
অনেকই ফোনকে অ্যালার্ম ঘড়ি হিসেবে ব্যবহার করেন। এই ত্রুটির ফলে অনেকেই সঠিক সময়ে ঘুম থেকে জাগতে পারছেন না ও দৈনন্দিন কাজ দেরিতে শুরু করতে হচ্ছে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করছেন ব্যবহারকারীরা।
টিকটক প্ল্যাটফর্মে এক আইফোন ব্যবহারকারী বলেন, তিনি আইফোনে পাঁচটি অ্যালার্ম সেট করেন ও তবে এগুলো একটি বেজে ওঠেনি।
বিষয়টি সম্পর্কে অবগত রয়েছে অ্যাপল। তবে কী কারণে সমস্যাটি দেখা গিয়েছে সেই বিষয়ে নিশ্চিত নয় কোম্পানিটি। এই সমস্যা থেকে মুক্তি পেতে ব্যবহারকারীরা আপাতত কী করতে পারে তারও কোনো সমাধান জানায়নি অ্যাপল।
কতজন ব্যবহারকারীর ডিভাইসে এই সমস্যা দেখা গিয়েছে বা সমস্যাটি আইফোনের নির্দিষ্ট মডেলের মধ্যে সীমাবদ্ধ নাকি তাও স্পষ্ট নয়।
অতিরিক্ত ঘুমের কারণে যাদের প্রতিদিনের রুটিন বিঘ্নিত হচ্ছে তারা কয়েকটি কৌশল অবলম্বন করতে পারেন। প্রথমেই আইফোনে অ্যালার্ম সঠিকভাবে সেট করেছেন কীনা তা পুনরায় চেক করতে হবে ও অ্যালার্মের ভলিউম সর্বোচ্চ রয়েছে কিনা তাও পরখ করে দেখতে হবে।
অনেকেই এই সমস্যার জন্য অ্যাপলের ডিজাইনারদের দায়ী করছেন। আইফোনের ‘অ্যাটেনশন অ্যাওয়ার ফিচার’—এর জন্য এই ত্রুটি দেখা গিয়েছে বলে অনেকই মনে করছে। তবে বিষয়টি নিশ্চিত করেনি অ্যাপল।
অ্যালার্মের সমস্যা থেকে মুক্তি পেতে ব্যবহারকারীরা ফিচারটি বন্ধ করে দেখতে পারেন। এ জন্য আইফোনের সেটিংসে প্রবেশ করুন। এরপর ফেস আইডি ও পাসকোড অপশনে ট্যাপ করে অ্যাটেনশন অ্যাওয়ার ফিচারটি খুঁজে বের করুন। এরপর টগল বাটনের মাধ্যমে ফিচারটি বন্ধ করে দিন। তবে ফিচারটি বন্ধ করে দিলেই যে এই সমস্যা সমাধান হবে তার কোনো নিশ্চয়তা নেই।
ফিচারটি আইফোন এক্স ও এর পরবর্তী সংস্করণগুলোতে পাওয়া যায়। আইপ্যাডের ক্ষেত্রে আইপ্যাড প্রো ১১ ইঞ্চি ও আইপ্যাড প্রো ১২.৯ ইঞ্চি সংস্করণে পাওয়া যায়।
অ্যাপল বলছে, ত্রুটিটি দ্রুত সরাতে কাজ করছে কোম্পানিটি।
গত সপ্তাহে অ্যাপলের গ্রাহকেরা আরেকটি সমস্যার সম্মুখীন হয়। ম্যাক, আইফোন ও আইপ্যাডের অ্যাপল আইডি থেকে স্বয়ংক্রিয়ভাবে লগ আউট হয়ে যায় ব্যবহারকারীরা। পরে অ্যাপল আইডিতে সাইন ইন করার জন্য ব্যবহারকারীরা পাসওয়ার্ড রিসেট দিতে বাধ্য হন।
ইন্টেল ও এএমডি এর মতো মহাকাশে চিপ পাঠিয়েছে চীনের চিপ প্রস্তুতকারক কোম্পানিটি লুনসন। এটি মহাকাশে পাঠানো ক্লাউড কম্পিউটিং প্ল্যাটফর্মগুলোর জন্য কাজ করবে। গত শুক্রবার কোম্পানিটির পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়।
৩২ মিনিট আগেভুলক্রমে বয়ফ্রেন্ডের ৫৬৯ মিলিয়ন বা ৫৬ কোটি ৯০ লাখ পাউন্ডের মূল্যের বিটকয়েন ‘কী’ ভাগাড়ে ফেলে দিয়েছিলেন এক নারী। এখন বয়ফ্রেন্ড বিটকয়েনগুলো ফিরে পাওয়ার জন্য যথাসাধ্য চেষ্টা করছেন। এমনকি বিষয়টি আদালত পর্যন্ত টেনে নেওয়া হচ্ছে।
১ ঘণ্টা আগেপ্রযুক্তির জগতের অন্যতম পরিচিত নাম চিপ নির্মাতা কোম্পানি এনভিডিয়া এর প্রতিষ্ঠাতা এবং সিইও জেনসেন হুয়াং। তবে শুধু এনভিডিয়ার সাফল্যই তাঁর পুরো জীবনের গল্প নয়, বরং কলেজজীবনের একটি রোমান্টিক ও মজাদার অধ্যায়ও হুয়াংয়ের রয়েছে। যখন ১৭ বছর বয়সী কলেজ ছাত্র হুয়াং তাঁর ১৯ বছরের হবু স্ত্রী লরি হুয়াংয়ের মন জয়...
২ ঘণ্টা আগেফেসবুক, ইনস্টাগ্রামসহ অন্যান্য সোশ্যাল মিডিয়া জায়ান্টেদের ওপর বৈশ্বিক আয়ের ৫ শতাংশ পর্যন্ত জরিমানা আরোপ করার পরিকল্পনা প্রত্যাহার করেছে অস্ট্রেলিয়া। চলতি বছরের প্রস্তাবিত একটি আইন অনুযায়ী, কোম্পানিগুলোর বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগে জরিমানা আরোপ করার পরিকল্পনা করেছিল দেশটি।
৫ ঘণ্টা আগে