অনলাইন ডেস্ক
অনেকেই বিভিন্ন ডিভাইসে একই অ্যাকাউন্ট দিয়ে হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন। এজন্য প্ল্যাটফর্মটির ‘লিংকড ডিভাইস’ ফিচারটি ব্যবহার করতে হয়। তবে এ ক্ষেত্রে ব্যবহারকারীরা একটি সমস্যার সম্মুখীন হন। কারণ প্রাথমিক ডিভাইস ছাড়া বাকি ডিভাইসে চ্যাট লকের ফিচারটি ব্যবহার করা যায় না। তাই ব্যবহারকারীদের চ্যাটের গোপনীয়তা রক্ষা করতে লিংকড ডিভাইসেও চ্যাট লক করার সুবিধা নিয়ে আসবে হোয়াটসঅ্যাপ। ফলে ব্যবহারকারীর চ্যাট অন্য কেউ দেখতে পারবে না।
২০২৩ সালের মে মাসে ‘চ্যাট লকার’ ফিচার নিয়ে আসে হোয়াটসঅ্যাপ। এই ফিচারে পিন, পাসওয়ার্ড ও বায়োমেট্রিক অথেনটিকেশনের মাধ্যমে প্রয়োজনীয় চ্যাটগুলো লক করে রাখা যায়। এরপর ডিসেম্বর ২০২৩ সাল চ্যাট লকের ফিচারে সিক্রেট লক কোড যুক্ত করা সুবিধা দেওয়া হয়।
এই ফিচার সম্পর্কে সর্বপ্রথম তথ্য দেয় হোয়াটসঅ্যাপের তথ্য প্রকাশকারী ওয়েবসাইট ডাব্লুএবেটাইনফো। ফিচারটি অ্যান্ড্রয়েডের হোয়াটসঅ্যাপের বেটা সংস্করণ ভি২.২৪. ৮.৪ –এ ফিচারটিতে অ্যাকসেস করার জন্য একটি অপশন দেখতে পাওয়া গেছে। লিংক করা ডিভাইসে লুকানো চ্যাট থ্রেডটি খুঁজে পেতে ব্যবহারকারীর প্রাথমিক ফোন থেকে একটি গোপন কোড সেট করতে হবে।
ফিচারটি চালু হলে ব্যবহারকারীরা লুকানো চ্যাটগুলোতে লিংক করা ডিভাইস থেকে প্রবেশ করতে পারবে। বর্তমানে কোনো চ্যাটই লিংক করা ডিভাইসে লুকানো থাকে না যা ব্যবহারকারীর গোপনীয়তার জন্য উদ্বেগজনক।
লিংক ডিভাইসে চ্যাট লক ফিচারটি নিয়ে আসার জন্য বহুদিন ধরে কাজ করছে হোয়াটসঅ্যাপ। তাই ফিচারটি শিগগিরই বেটা সংস্করণে ও পরবর্তীতে সবার জন্য উন্মুক্ত করার সম্ভাবনা রয়েছে। লিংক ডিভাইসে চ্যাট লকের ফিচারটি পাওয়ার জন্য ব্যবহারকারীরা অনেক দিন ধরে অভিযোগ করছিল।
বিগত কয়েক বছর ধরে হোয়াটসঅ্যাপে বিভিন্ন ফিচার যুক্ত করা হয়েছে। এ বছরের মার্চ মাসেই চ্যাটে তিনটি মেসেজ পিন করার ফিচার ও স্ট্যাটাস আপডেটে ট্যাগ করার ফিচারসহ বিভিন্ন ফিচার নিয়ে আসে হোয়াটসঅ্যাপ।
এ ছাড়া ফেস আনলক ও পাসওয়ার্ডের মতো নতুন অথেনটিকেশনের পদ্ধতি নিয়েও কাজ করছে হোয়াটসঅ্যাপ। বর্তমানে শুধু আঙুলের ছাপ দিয়ে অ্যাপটি আনলক করা যায়।
সহজে মেসেজ খুঁজে পেতে চ্যাট ও গ্রুপ চ্যাটে ফিল্টার করার ফিচারও যুক্ত করেছে এই প্ল্যাটফর্ম।
অনেকেই বিভিন্ন ডিভাইসে একই অ্যাকাউন্ট দিয়ে হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন। এজন্য প্ল্যাটফর্মটির ‘লিংকড ডিভাইস’ ফিচারটি ব্যবহার করতে হয়। তবে এ ক্ষেত্রে ব্যবহারকারীরা একটি সমস্যার সম্মুখীন হন। কারণ প্রাথমিক ডিভাইস ছাড়া বাকি ডিভাইসে চ্যাট লকের ফিচারটি ব্যবহার করা যায় না। তাই ব্যবহারকারীদের চ্যাটের গোপনীয়তা রক্ষা করতে লিংকড ডিভাইসেও চ্যাট লক করার সুবিধা নিয়ে আসবে হোয়াটসঅ্যাপ। ফলে ব্যবহারকারীর চ্যাট অন্য কেউ দেখতে পারবে না।
২০২৩ সালের মে মাসে ‘চ্যাট লকার’ ফিচার নিয়ে আসে হোয়াটসঅ্যাপ। এই ফিচারে পিন, পাসওয়ার্ড ও বায়োমেট্রিক অথেনটিকেশনের মাধ্যমে প্রয়োজনীয় চ্যাটগুলো লক করে রাখা যায়। এরপর ডিসেম্বর ২০২৩ সাল চ্যাট লকের ফিচারে সিক্রেট লক কোড যুক্ত করা সুবিধা দেওয়া হয়।
এই ফিচার সম্পর্কে সর্বপ্রথম তথ্য দেয় হোয়াটসঅ্যাপের তথ্য প্রকাশকারী ওয়েবসাইট ডাব্লুএবেটাইনফো। ফিচারটি অ্যান্ড্রয়েডের হোয়াটসঅ্যাপের বেটা সংস্করণ ভি২.২৪. ৮.৪ –এ ফিচারটিতে অ্যাকসেস করার জন্য একটি অপশন দেখতে পাওয়া গেছে। লিংক করা ডিভাইসে লুকানো চ্যাট থ্রেডটি খুঁজে পেতে ব্যবহারকারীর প্রাথমিক ফোন থেকে একটি গোপন কোড সেট করতে হবে।
ফিচারটি চালু হলে ব্যবহারকারীরা লুকানো চ্যাটগুলোতে লিংক করা ডিভাইস থেকে প্রবেশ করতে পারবে। বর্তমানে কোনো চ্যাটই লিংক করা ডিভাইসে লুকানো থাকে না যা ব্যবহারকারীর গোপনীয়তার জন্য উদ্বেগজনক।
লিংক ডিভাইসে চ্যাট লক ফিচারটি নিয়ে আসার জন্য বহুদিন ধরে কাজ করছে হোয়াটসঅ্যাপ। তাই ফিচারটি শিগগিরই বেটা সংস্করণে ও পরবর্তীতে সবার জন্য উন্মুক্ত করার সম্ভাবনা রয়েছে। লিংক ডিভাইসে চ্যাট লকের ফিচারটি পাওয়ার জন্য ব্যবহারকারীরা অনেক দিন ধরে অভিযোগ করছিল।
বিগত কয়েক বছর ধরে হোয়াটসঅ্যাপে বিভিন্ন ফিচার যুক্ত করা হয়েছে। এ বছরের মার্চ মাসেই চ্যাটে তিনটি মেসেজ পিন করার ফিচার ও স্ট্যাটাস আপডেটে ট্যাগ করার ফিচারসহ বিভিন্ন ফিচার নিয়ে আসে হোয়াটসঅ্যাপ।
এ ছাড়া ফেস আনলক ও পাসওয়ার্ডের মতো নতুন অথেনটিকেশনের পদ্ধতি নিয়েও কাজ করছে হোয়াটসঅ্যাপ। বর্তমানে শুধু আঙুলের ছাপ দিয়ে অ্যাপটি আনলক করা যায়।
সহজে মেসেজ খুঁজে পেতে চ্যাট ও গ্রুপ চ্যাটে ফিল্টার করার ফিচারও যুক্ত করেছে এই প্ল্যাটফর্ম।
এক্সের (সাবেক টুইটার) প্রতিদ্বন্দ্বী মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম থ্রেডসের অ্যালগরিদম পরিবর্তন করল মেটা। এর ফলে যেসব অ্যাকাউন্ট ব্যবহারকারীরা ফলো করেন সেগুলোর কনটেন্টই বেশি দেখানো হবে। গত বৃহস্পতিবার থেকে ফিচারটি চালু হয়।
৫ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের প্রভাবশালী পত্রিকা টাইম ম্যাগাজিন–এর কভারে ধনকুবের ইলন মাস্কের ‘টু ডু লিস্ট’ বা দিনের কাজের তালিকা প্রকাশ করেছে। তবে এটি মাস্কের ব্যক্তিগত চেকলিস্ট নয় বলে স্পষ্টভাবে জানিয়েছেন মাস্ক।
৫ ঘণ্টা আগেটাইপ করার চেয়ে ভয়েস মেসেজ পাঠানো বেশ সহজ। তবে অনেক সময় ভয়েস মেসেজ সবার সামনে শোনা যায় না। সে ক্ষেত্রে মেসেজ না শুনে রিপ্লাই–ও দেওয়া যায়না। এই সমস্যা থেকে মুক্তি দেওয়ার জন্য মেসেজ ট্রান্সক্রাইব ফিচার যুক্ত করল হোয়াটসঅ্যাপ। এই ফিচারের মাধ্যমে ভয়েস মেসেজগুলো সহজে টেক্সটে রূপান্তর করা যাবে।
৭ ঘণ্টা আগেনিয়মিত নতুন উদ্ভাবনী ধারণা ও প্রযুক্তি দিয়ে বিশ্বকে চমকে দেওয়ার জন্য পরিচিত জাপান। এবার ‘মানুষ ধোয়ার মেশিন’ তৈরি করে তাক লাগিয়ে দিল দেশটি। এটি মানুষ গোসলের জন্য ব্যবহার করতে পারবে। যন্ত্রটির কার্যকারিতা ও ডিজাইন দেখে একে ‘মানুষ ধোয়ার ওয়াশিং মেশিন’ বলে আখ্যা দিয়েছে অনেকই।
৮ ঘণ্টা আগে