নওরোজ চৌধুরী
প্রযুক্তিবাজার বিশ্লেষক সংস্থা ক্যানালিস তাদের এক প্রতিবেদন বলছে, চলতি বছরের তৃতীয় প্রান্তিকে আইপ্যাড বিক্রি কমলেও ট্যাব বাজারে শীর্ষস্থান ধরে রেখেছে অ্যাপল।
সম্প্রতি বাজারে এসেছে দশম প্রজন্মের অ্যাপল আইপ্যাড। আগের মডেলগুলোর তুলনায় বেশ কিছু পরিবর্তন আছে আইপ্যাড টেন জেনে।
অ্যাপল আইপ্যাড টেন জেনে আছে ১০ দশমিক ৯ ইঞ্চি রেটিনা ডিসপ্লে। এতে এলোফোবিক কোটিং রয়েছে, যা হাতের ছাপ পড়তে দেবে না। এর পিক্সেল রেজল্যুশন ২৩৬০×১৬৪০। এটি ৫০০ নিটস ব্রাইটনেস দেবে। পারফরম্যান্সের জন্য এই ট্যাবে পাওয়া যাবে এ-১৪ বায়োনিক চিপ সেট। এই একই চিপ সেট আইফোন ১৪-তে ব্যবহার করা হয়েছে। এটি ১৬-কোর নিউরাল ইঞ্জিন, ৬-কোর সিপিইউ এবং কোয়াড-কোর জিপিইউ যুক্ত।
ফটো ও ভিডিওগ্রাফির জন্য টেন জেনের সামনে ও পেছনে ১২ মেগাপিক্সেল ক্যামেরা দেওয়া হয়েছে। এই ক্যামেরা এইচডি ভিডিও রেকর্ডিং, ফেসটাইম, সেন্টার স্টেজ ইত্যাদি সাপোর্ট করে। এর অন্যান্য ফিচারের মধ্যে রয়েছে ডুয়েল মাইক, স্টেরিও স্পিকার, ওয়াই-ফাই ৬, ব্লুটুথ ৫ দশমিক ২, টাচ আইডি এবং টাইপ-সি পোর্ট। মাত্র ৪৭৭ গ্রাম ওজনের টেন জেনে কোনো হোম বাটন নেই। আছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। আগের মডেলগুলোতে আইপ্যাডের ডুয়েল স্পিকার ছিল ডিভাইসের নিচের দিকে ও মাঝখানে। তবে এবার দুটি স্পিকার আইপ্যাডের নিচে দুই পাশে দেওয়া হয়েছে।
এবারই প্রথম আইপ্যাডে টাইপ-সি চার্জিং পোর্ট রাখা হয়েছে। ফলে ফাস্ট চার্জার দিয়ে চার্জ দেওয়া হলে কম সময়েই চার্জ হবে ডিভাইসটি। এক ঘণ্টায় ৫০ শতাংশ পর্যন্ত চার্জ হবে আইপ্যাড টেন জেন। আগের মডেলগুলোতে একই পরিমাণ চার্জ হতে ৭৫ মিনিট সময় লাগত। এক চার্জে কমপক্ষে ১০ ঘণ্টা সচল থাকবে। তবে ডেটা ট্রান্সফারের ক্ষেত্রে ইএসবি ২ দশমিক শূন্য প্রযুক্তি ব্যবহার করা হয়েছে ডিভাইসটিতে। ফলে তুলনামূলক কম গতিতে ডেটা ট্রান্সফার হবে। দশম প্রজন্মের অ্যাপল আইপ্যাড ৬৪ জিবি ও ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে পাওয়া যায়। এটি ওয়াই-ফাই এবং সেলুলার কানেকটিভিটিসহ পাওয়া যাবে। বাংলাদেশের বাজারে এর দাম ৬৫ হাজার থেকে ৭৬ হাজার টাকা।
প্রযুক্তিবাজার বিশ্লেষক সংস্থা ক্যানালিস তাদের এক প্রতিবেদন বলছে, চলতি বছরের তৃতীয় প্রান্তিকে আইপ্যাড বিক্রি কমলেও ট্যাব বাজারে শীর্ষস্থান ধরে রেখেছে অ্যাপল।
সম্প্রতি বাজারে এসেছে দশম প্রজন্মের অ্যাপল আইপ্যাড। আগের মডেলগুলোর তুলনায় বেশ কিছু পরিবর্তন আছে আইপ্যাড টেন জেনে।
অ্যাপল আইপ্যাড টেন জেনে আছে ১০ দশমিক ৯ ইঞ্চি রেটিনা ডিসপ্লে। এতে এলোফোবিক কোটিং রয়েছে, যা হাতের ছাপ পড়তে দেবে না। এর পিক্সেল রেজল্যুশন ২৩৬০×১৬৪০। এটি ৫০০ নিটস ব্রাইটনেস দেবে। পারফরম্যান্সের জন্য এই ট্যাবে পাওয়া যাবে এ-১৪ বায়োনিক চিপ সেট। এই একই চিপ সেট আইফোন ১৪-তে ব্যবহার করা হয়েছে। এটি ১৬-কোর নিউরাল ইঞ্জিন, ৬-কোর সিপিইউ এবং কোয়াড-কোর জিপিইউ যুক্ত।
ফটো ও ভিডিওগ্রাফির জন্য টেন জেনের সামনে ও পেছনে ১২ মেগাপিক্সেল ক্যামেরা দেওয়া হয়েছে। এই ক্যামেরা এইচডি ভিডিও রেকর্ডিং, ফেসটাইম, সেন্টার স্টেজ ইত্যাদি সাপোর্ট করে। এর অন্যান্য ফিচারের মধ্যে রয়েছে ডুয়েল মাইক, স্টেরিও স্পিকার, ওয়াই-ফাই ৬, ব্লুটুথ ৫ দশমিক ২, টাচ আইডি এবং টাইপ-সি পোর্ট। মাত্র ৪৭৭ গ্রাম ওজনের টেন জেনে কোনো হোম বাটন নেই। আছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। আগের মডেলগুলোতে আইপ্যাডের ডুয়েল স্পিকার ছিল ডিভাইসের নিচের দিকে ও মাঝখানে। তবে এবার দুটি স্পিকার আইপ্যাডের নিচে দুই পাশে দেওয়া হয়েছে।
এবারই প্রথম আইপ্যাডে টাইপ-সি চার্জিং পোর্ট রাখা হয়েছে। ফলে ফাস্ট চার্জার দিয়ে চার্জ দেওয়া হলে কম সময়েই চার্জ হবে ডিভাইসটি। এক ঘণ্টায় ৫০ শতাংশ পর্যন্ত চার্জ হবে আইপ্যাড টেন জেন। আগের মডেলগুলোতে একই পরিমাণ চার্জ হতে ৭৫ মিনিট সময় লাগত। এক চার্জে কমপক্ষে ১০ ঘণ্টা সচল থাকবে। তবে ডেটা ট্রান্সফারের ক্ষেত্রে ইএসবি ২ দশমিক শূন্য প্রযুক্তি ব্যবহার করা হয়েছে ডিভাইসটিতে। ফলে তুলনামূলক কম গতিতে ডেটা ট্রান্সফার হবে। দশম প্রজন্মের অ্যাপল আইপ্যাড ৬৪ জিবি ও ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে পাওয়া যায়। এটি ওয়াই-ফাই এবং সেলুলার কানেকটিভিটিসহ পাওয়া যাবে। বাংলাদেশের বাজারে এর দাম ৬৫ হাজার থেকে ৭৬ হাজার টাকা।
দৃষ্টিপ্রতিবন্ধী ও স্বল্পদৃষ্টিসম্পন্ন ব্যক্তিদের জন্য নিরাপদে চলাফেরার পথ সহজ করতে এক নতুন ধরনের পরিধানযোগ্য ডিভাইস তৈরি করেছেন চীনের বিজ্ঞানীরা। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর ডিভাইসটি ব্যবহারকারীদের চারপাশের প্রতিবন্ধকতা শনাক্ত করে এবং চলার জন্য নিরাপদ পথের নির্দেশনা দেয়।
২ ঘণ্টা আগেসরকার ইতিমধ্যে সাবমেরিন কেবল ব্যান্ডউইথের মূল্য ১০ শতাংশ কমিয়ে এনেছে। ফাইবারের জটিলতা নিরসন করা হয়েছে। এর মধ্যে ৫০০ টাকায় ৫ এমবিপিএসের বদলে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট সেবা দেওয়ার ঘোষণা দিয়েছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি)।
২ ঘণ্টা আগেতথ্য চুরির জন্য প্রতিনিয়ত নতুন কৌশল বের করছে সাইবার অপরাধীরা। ইন্টারনেট ব্যবহারকারীরা যখন ফিশিং লিংক, ভুয়া ওয়েবসাইট, প্রতারণামূলক ইমেইল ও ছদ্মবেশী স্ক্যামের ব্যাপারে সচেতন হচ্ছে, তখন হ্যাকাররা তাদের পদ্ধতিতে নতুনত্ব আনছে। সাম্প্রতিক সময়ে হ্যাকাররা যেসব কৌশল ব্যবহার করছে, তার একটি হলো—ইউএসবি ফ্ল্যাশ
৪ ঘণ্টা আগেবর্তমান ডিজিটাল যুগে ব্যবসা-বাণিজ্য বা ব্যক্তিগত ব্র্যান্ডিংয়ের জন্য ফেসবুক পেজ একটি অপরিহার্য মাধ্যম। তবে ফেসবুক পেজ খুললেই শুধু হবে না, দর্শকদের সঙ্গে যোগাযোগ গড়ে তোলার জন্য সেটিকে আরও কার্যকরভাবে গুছিয়ে তুলতে হবে। আর ঠিক এখানেই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে ‘অ্যাকশন বাটন’।
৬ ঘণ্টা আগে