নওরোজ চৌধুরী
প্রযুক্তিবাজার বিশ্লেষক সংস্থা ক্যানালিস তাদের এক প্রতিবেদন বলছে, চলতি বছরের তৃতীয় প্রান্তিকে আইপ্যাড বিক্রি কমলেও ট্যাব বাজারে শীর্ষস্থান ধরে রেখেছে অ্যাপল।
সম্প্রতি বাজারে এসেছে দশম প্রজন্মের অ্যাপল আইপ্যাড। আগের মডেলগুলোর তুলনায় বেশ কিছু পরিবর্তন আছে আইপ্যাড টেন জেনে।
অ্যাপল আইপ্যাড টেন জেনে আছে ১০ দশমিক ৯ ইঞ্চি রেটিনা ডিসপ্লে। এতে এলোফোবিক কোটিং রয়েছে, যা হাতের ছাপ পড়তে দেবে না। এর পিক্সেল রেজল্যুশন ২৩৬০×১৬৪০। এটি ৫০০ নিটস ব্রাইটনেস দেবে। পারফরম্যান্সের জন্য এই ট্যাবে পাওয়া যাবে এ-১৪ বায়োনিক চিপ সেট। এই একই চিপ সেট আইফোন ১৪-তে ব্যবহার করা হয়েছে। এটি ১৬-কোর নিউরাল ইঞ্জিন, ৬-কোর সিপিইউ এবং কোয়াড-কোর জিপিইউ যুক্ত।
ফটো ও ভিডিওগ্রাফির জন্য টেন জেনের সামনে ও পেছনে ১২ মেগাপিক্সেল ক্যামেরা দেওয়া হয়েছে। এই ক্যামেরা এইচডি ভিডিও রেকর্ডিং, ফেসটাইম, সেন্টার স্টেজ ইত্যাদি সাপোর্ট করে। এর অন্যান্য ফিচারের মধ্যে রয়েছে ডুয়েল মাইক, স্টেরিও স্পিকার, ওয়াই-ফাই ৬, ব্লুটুথ ৫ দশমিক ২, টাচ আইডি এবং টাইপ-সি পোর্ট। মাত্র ৪৭৭ গ্রাম ওজনের টেন জেনে কোনো হোম বাটন নেই। আছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। আগের মডেলগুলোতে আইপ্যাডের ডুয়েল স্পিকার ছিল ডিভাইসের নিচের দিকে ও মাঝখানে। তবে এবার দুটি স্পিকার আইপ্যাডের নিচে দুই পাশে দেওয়া হয়েছে।
এবারই প্রথম আইপ্যাডে টাইপ-সি চার্জিং পোর্ট রাখা হয়েছে। ফলে ফাস্ট চার্জার দিয়ে চার্জ দেওয়া হলে কম সময়েই চার্জ হবে ডিভাইসটি। এক ঘণ্টায় ৫০ শতাংশ পর্যন্ত চার্জ হবে আইপ্যাড টেন জেন। আগের মডেলগুলোতে একই পরিমাণ চার্জ হতে ৭৫ মিনিট সময় লাগত। এক চার্জে কমপক্ষে ১০ ঘণ্টা সচল থাকবে। তবে ডেটা ট্রান্সফারের ক্ষেত্রে ইএসবি ২ দশমিক শূন্য প্রযুক্তি ব্যবহার করা হয়েছে ডিভাইসটিতে। ফলে তুলনামূলক কম গতিতে ডেটা ট্রান্সফার হবে। দশম প্রজন্মের অ্যাপল আইপ্যাড ৬৪ জিবি ও ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে পাওয়া যায়। এটি ওয়াই-ফাই এবং সেলুলার কানেকটিভিটিসহ পাওয়া যাবে। বাংলাদেশের বাজারে এর দাম ৬৫ হাজার থেকে ৭৬ হাজার টাকা।
প্রযুক্তিবাজার বিশ্লেষক সংস্থা ক্যানালিস তাদের এক প্রতিবেদন বলছে, চলতি বছরের তৃতীয় প্রান্তিকে আইপ্যাড বিক্রি কমলেও ট্যাব বাজারে শীর্ষস্থান ধরে রেখেছে অ্যাপল।
সম্প্রতি বাজারে এসেছে দশম প্রজন্মের অ্যাপল আইপ্যাড। আগের মডেলগুলোর তুলনায় বেশ কিছু পরিবর্তন আছে আইপ্যাড টেন জেনে।
অ্যাপল আইপ্যাড টেন জেনে আছে ১০ দশমিক ৯ ইঞ্চি রেটিনা ডিসপ্লে। এতে এলোফোবিক কোটিং রয়েছে, যা হাতের ছাপ পড়তে দেবে না। এর পিক্সেল রেজল্যুশন ২৩৬০×১৬৪০। এটি ৫০০ নিটস ব্রাইটনেস দেবে। পারফরম্যান্সের জন্য এই ট্যাবে পাওয়া যাবে এ-১৪ বায়োনিক চিপ সেট। এই একই চিপ সেট আইফোন ১৪-তে ব্যবহার করা হয়েছে। এটি ১৬-কোর নিউরাল ইঞ্জিন, ৬-কোর সিপিইউ এবং কোয়াড-কোর জিপিইউ যুক্ত।
ফটো ও ভিডিওগ্রাফির জন্য টেন জেনের সামনে ও পেছনে ১২ মেগাপিক্সেল ক্যামেরা দেওয়া হয়েছে। এই ক্যামেরা এইচডি ভিডিও রেকর্ডিং, ফেসটাইম, সেন্টার স্টেজ ইত্যাদি সাপোর্ট করে। এর অন্যান্য ফিচারের মধ্যে রয়েছে ডুয়েল মাইক, স্টেরিও স্পিকার, ওয়াই-ফাই ৬, ব্লুটুথ ৫ দশমিক ২, টাচ আইডি এবং টাইপ-সি পোর্ট। মাত্র ৪৭৭ গ্রাম ওজনের টেন জেনে কোনো হোম বাটন নেই। আছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। আগের মডেলগুলোতে আইপ্যাডের ডুয়েল স্পিকার ছিল ডিভাইসের নিচের দিকে ও মাঝখানে। তবে এবার দুটি স্পিকার আইপ্যাডের নিচে দুই পাশে দেওয়া হয়েছে।
এবারই প্রথম আইপ্যাডে টাইপ-সি চার্জিং পোর্ট রাখা হয়েছে। ফলে ফাস্ট চার্জার দিয়ে চার্জ দেওয়া হলে কম সময়েই চার্জ হবে ডিভাইসটি। এক ঘণ্টায় ৫০ শতাংশ পর্যন্ত চার্জ হবে আইপ্যাড টেন জেন। আগের মডেলগুলোতে একই পরিমাণ চার্জ হতে ৭৫ মিনিট সময় লাগত। এক চার্জে কমপক্ষে ১০ ঘণ্টা সচল থাকবে। তবে ডেটা ট্রান্সফারের ক্ষেত্রে ইএসবি ২ দশমিক শূন্য প্রযুক্তি ব্যবহার করা হয়েছে ডিভাইসটিতে। ফলে তুলনামূলক কম গতিতে ডেটা ট্রান্সফার হবে। দশম প্রজন্মের অ্যাপল আইপ্যাড ৬৪ জিবি ও ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে পাওয়া যায়। এটি ওয়াই-ফাই এবং সেলুলার কানেকটিভিটিসহ পাওয়া যাবে। বাংলাদেশের বাজারে এর দাম ৬৫ হাজার থেকে ৭৬ হাজার টাকা।
২০৩০ সালের মধ্যে ৬ থেকে ৮ মিলিয়ন দক্ষ আইটি পেশাদার তৈরির পরিকল্পনা নিয়েছে সরকার। আজ শনিবার পূর্বাচলের বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে ‘বাংলাদেশ: দ্য ইমার্জিং আইসিটি পাওয়ার হাউস’ শীর্ষক এক সেমিনারে তথ্য ও যোগাযোগ...
৫ ঘণ্টা আগেচলতি বছরে স্মার্টফোন শিল্প অত্যন্ত উদ্ভাবনমুখী হবে বলে আশা করা হচ্ছে। ডিভাইসগুলোতে উন্নত ক্যামেরা, বিশেষ এআই ফিচারের পাশাপাশি শক্তিশালী ও বড় আকারের ব্যাটারি দেখতে পাওয়া যাবে। ফ্ল্যাগশিপ ফোন থেকে বাজেট স্মার্টফোনেও এই ধরনের শক্তিশালী ব্যাটারি থাকবে।
১৩ ঘণ্টা আগেগরম খাবার খেতে গিয়ে জিভ পুড়ে যাওয়ার অভিজ্ঞতা কম বেশি সবারই রয়েছে। আবার ব্যস্ততার সময় ফুঁ দিয়ে খাবার বা পানীয় ঠান্ডা করাও একটি বিরক্তির বিষয়। তবে এ ধরনের সমস্যা সমাধানের জন্য ‘নেকোজিতা ক্যাট ফুফু’ নামের ছোট একটি বিড়াল রোবট তৈরি করেছে জাপানের ইয়ুকাই ইঞ্জিনিয়ারিং স্টার্টআপ। কফি, স্যুপ বা অন্য কোনো গরম
১৪ ঘণ্টা আগেচলমান তদন্তের অংশ হিসেবে সোশ্যাল মিডিয়া কোম্পানি এক্স (সাবেক টুইটার)–এর কাছে অ্যাপটির অ্যালগরিদম সিস্টেমের কার্যকারিতা সম্পর্কিত তথ্য চেয়েছে ইউরোপীয় কমিশন। বিশেষত, অ্যালগরিদমের মধ্যে সম্প্রতি যে কোনো পরিবর্তনের বিষয়ে জানতে চেয়েছে কমিশন।
১৮ ঘণ্টা আগে