Ajker Patrika

এক পোস্টেই ২০টি ছবি যুক্ত করা যাবে ইনস্টাগ্রামে 

এক পোস্টেই ২০টি ছবি যুক্ত করা যাবে ইনস্টাগ্রামে 

প্রতিটি ক্যারাসোল পোস্টে এখন ২০টি ছবি ও ভিডিও যুক্ত করার সুবিধা দেবে ইনস্টাগ্রাম। এর আগে একটি পোস্টে ১০টি ছবি সংযুক্ত করতে পারতেন ব্যবহারকারীরা। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট দ্য ভার্জের প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।

যেখানে একটি পোস্টে একাধিক ছবি ও ভিডিও যুক্ত করা যায় তাকে ক্যারাসোল পোস্ট ফিচার বলা হয়। এই ধরনের পোস্টে ডান পাশে স্লাইড করলে একটির পর একটি ছবি বা ভিডিও দেখা যায়। একে অনেক সময় ‘ফটো ডাম্প’–ও বলা হয়।

২০১৭ সালে ফিচারটি চালু করে ইনস্টাগ্রাম। সেই সময় থেকে ট্রাভেল ডায়েরি বা মিমসের একটি সংগ্রহ তৈরি করার জন্য ফিচারটি ব্যবহার করা হয়ে আসছে। ধীরে ধীরে ফিচারটিতে বিভিন্ন ক্ষমতা যোগ করা হয়। যেমন: এই পোস্টের সঙ্গে গান ও একাধিক ব্যবহারকারীকে নিজেদের কনটেন্ট যুক্ত করার সুবিধাও দেওয়া হয়।

এক পোস্টে একাধিক ব্যবহারকারীর কনটেন্ট যুক্ত করার ক্ষেত্রে এই ফিচার সবচেয়ে বেশি কার্যকরী। ২০টি ছবি ও ভিডিও পোস্ট করা ফিচারটি বিশ্বের সকল ব্যবহারকারীর জন্য চালু করা হয়েছে।

আপডেটটি বেশি পছন্দ করবে কনটেন্ট ক্রিয়েটর, ইনফ্লুয়েন্সার ও ব্যবসায়ীরা। বেশি বেশি ছবি ও ভিডিও পোস্টের মাধ্যমে ফলোয়ারদের বেশি এনগেজ করতে পারবেন তারা। এই পরিবর্তন তাদের আরও সৃজনশীল ও উন্নতমানের কনটেন্ট তৈরির সুযোগ দেয়। তবে এতগুলো ছবি ও ভিডিও যুক্ত করার বিষয়টি অনেক ফলোয়ারের কাছে বিরক্তকরও লাগতে পারে। এ জন্য ক্রিয়েটরদের অ্যাকাউন্ট মিউট করেও রাখতে পারেন অনেক ফলোয়ার।

তবে সাধারণ ব্যবহারকারী ও তাদের ফলোয়ারদের ক্ষেত্রে বিষয়টি ভিন্ন হতে পারে। তবে অনেকে না ভেবেই কিছুক্ষণ পর পর অত্যধিক ছবি ও ভিডিও পোস্ট করেন। এটিও অনেকের কাছে বিরক্তিকর লাগতে পারে।

কে কীভাবে ব্যবহার করছে তার ওপর ফিচারটির সুফল নির্ভর করবে। এটি সুচিন্তিতভাবে ব্যবহার করলে ইনস্টাগ্রামের মাধ্যমেই পরিপূর্ণ গল্প বলা যাবে।

অপরদিকে টিকটক প্ল্যাটফর্মে এক পোস্টে প্রায় ৩৫টি ছবি যুক্ত করার সুবিধা রয়েছে। টিকটক মূলত স্বল্প দৈর্ঘ্যের ভিডিওর জন্য জনপ্রিয় হলে এর ছবি পোস্টের ফিচার খুব দ্রুত সবার নজর কেড়েছে। এতে মিম পোস্ট করার বিভিন্ন ফরম্যাট রয়েছে। বর্তমানে একটি ট্রেন্ড রয়েছে যেখানে ভিডিও ক্লিপের পরিবর্তে ছবি দেওয়া হয়। উদাহরণস্বরূপ, কিছু ক্রিয়েটররা কোনো গল্প বলার জন্য স্লাইডের মতো এসব ছবি ব্যবহার করে। তবে ইনস্টাগ্রামে এমন ট্রেন্ড দেখা যায় না।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত