অনলাইন ডেস্ক
শিশুদের গোপনীয়তা সম্ভাব্য লঙ্ঘনের জন্য টিকটক ও এর চীনের মূল কোম্পানি বাইটড্যান্সের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে মার্কিন ফেডারেল ট্রেড কমিশন (এফটিসি)। মার্কিন বিচার বিভাগে (ডিওজে) এই অভিযোগ দাখিল করা হয়েছে। বিবিসির প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।
এক বিবৃতিতে টিকটকের মুখপাত্র বলছেন, এই সিদ্ধান্ত হতাশাজনক।
এ বছরের শুরুতে পাস হওয়া টিকটক নিষিদ্ধের আইনের সঙ্গে নতুন অভিযোগটি সম্পর্কিত নয়। আইন অনুযায়ী, বাইটড্যান্সকে যুক্তরাষ্ট্রের টিকটকের অংশীদারত্ব বিক্রির জন্য ৯ মাস থেকে এক বছর সময় দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে বাইটড্যান্স থেকে নিজেকে বিচ্ছিন্ন করতে না পারলে অ্যাপটিকে যুক্তরাষ্ট্র থেকে বন্ধ করে দেওয়া হবে।
এফটিসি বলছে, ডিওজের কাছে কোনো অভিযোগ করলে সংস্থাটি সাধারণত কোনো ঘোষণা দেয় না। তবে জনস্বার্থে এবার ঘোষণা করার প্রয়োজনীয়তা দেখতে পেয়েছে সংস্থাটি।
এই অভিযোগের প্রতিক্রিয়ায় টিকটকের মুখপাত্র বলেন, ‘কোম্পানিটি সংস্থাটির অভিযোগের সঙ্গে একমত নয় এবং এর উদ্বেগগুলো সমাধান করার জন্য এক বছরেরও বেশি সময় ধরে এফটিসির সঙ্গে কাজ করছে টিকটক। সংস্থাটি যুক্তিসংগত সমাধানে কাজ চালিয়ে যাওয়ার পরিবর্তে একের পর এক মামলা দায়ের করছে বলে আমরা হতাশ।’
এফটিসির ঘোষণা মার্কিন যুক্তরাষ্ট্রে টিকটকের মুখোমুখি ক্রমবর্ধমান চাপকে যোগ করে।
গত এপ্রিলে টিকটক নিষিদ্ধের বিলে স্বাক্ষর করে তা আইনে পরিণত করেন প্রেসিডেন্ট জো বাইডেন। এর আগে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টিকটক ও উইচ্যাট নিষিদ্ধ করার চেষ্টা করেছিলেন।
অর্থাৎ, ২০২৪ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের পর ২০২৫ সালে প্রথম দিকে টিকটক নিষিদ্ধ হতে পারে।
চীন সরকারের সঙ্গে টিকটক ব্যবহারকারীদের ডেটা শেয়ার করতে পারে এমন উদ্বেগ থেকেই আইনটি চালু করা হয়েছিল। তবে এই দাবি অস্বীকার করেছে টিকটক।
গত মে মাসে টিকটক এই আইনের বিরুদ্ধে মামলা করে। মামলার অভিযোগে টিকটক বলে, এ আইন কোম্পানি ও এর ১৭ কোটি (যুক্তরাষ্ট্রের) ব্যবহারকারীর বাকস্বাধীনতা হরণ করে।
শিশুদের গোপনীয়তা সম্ভাব্য লঙ্ঘনের জন্য টিকটক ও এর চীনের মূল কোম্পানি বাইটড্যান্সের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে মার্কিন ফেডারেল ট্রেড কমিশন (এফটিসি)। মার্কিন বিচার বিভাগে (ডিওজে) এই অভিযোগ দাখিল করা হয়েছে। বিবিসির প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।
এক বিবৃতিতে টিকটকের মুখপাত্র বলছেন, এই সিদ্ধান্ত হতাশাজনক।
এ বছরের শুরুতে পাস হওয়া টিকটক নিষিদ্ধের আইনের সঙ্গে নতুন অভিযোগটি সম্পর্কিত নয়। আইন অনুযায়ী, বাইটড্যান্সকে যুক্তরাষ্ট্রের টিকটকের অংশীদারত্ব বিক্রির জন্য ৯ মাস থেকে এক বছর সময় দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে বাইটড্যান্স থেকে নিজেকে বিচ্ছিন্ন করতে না পারলে অ্যাপটিকে যুক্তরাষ্ট্র থেকে বন্ধ করে দেওয়া হবে।
এফটিসি বলছে, ডিওজের কাছে কোনো অভিযোগ করলে সংস্থাটি সাধারণত কোনো ঘোষণা দেয় না। তবে জনস্বার্থে এবার ঘোষণা করার প্রয়োজনীয়তা দেখতে পেয়েছে সংস্থাটি।
এই অভিযোগের প্রতিক্রিয়ায় টিকটকের মুখপাত্র বলেন, ‘কোম্পানিটি সংস্থাটির অভিযোগের সঙ্গে একমত নয় এবং এর উদ্বেগগুলো সমাধান করার জন্য এক বছরেরও বেশি সময় ধরে এফটিসির সঙ্গে কাজ করছে টিকটক। সংস্থাটি যুক্তিসংগত সমাধানে কাজ চালিয়ে যাওয়ার পরিবর্তে একের পর এক মামলা দায়ের করছে বলে আমরা হতাশ।’
এফটিসির ঘোষণা মার্কিন যুক্তরাষ্ট্রে টিকটকের মুখোমুখি ক্রমবর্ধমান চাপকে যোগ করে।
গত এপ্রিলে টিকটক নিষিদ্ধের বিলে স্বাক্ষর করে তা আইনে পরিণত করেন প্রেসিডেন্ট জো বাইডেন। এর আগে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টিকটক ও উইচ্যাট নিষিদ্ধ করার চেষ্টা করেছিলেন।
অর্থাৎ, ২০২৪ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের পর ২০২৫ সালে প্রথম দিকে টিকটক নিষিদ্ধ হতে পারে।
চীন সরকারের সঙ্গে টিকটক ব্যবহারকারীদের ডেটা শেয়ার করতে পারে এমন উদ্বেগ থেকেই আইনটি চালু করা হয়েছিল। তবে এই দাবি অস্বীকার করেছে টিকটক।
গত মে মাসে টিকটক এই আইনের বিরুদ্ধে মামলা করে। মামলার অভিযোগে টিকটক বলে, এ আইন কোম্পানি ও এর ১৭ কোটি (যুক্তরাষ্ট্রের) ব্যবহারকারীর বাকস্বাধীনতা হরণ করে।
ইলন মাস্কের মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম এক্স–এর মতো কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইভিত্তিক ফিচার নিয়ে পরীক্ষা নিয়ে করছে মেটার থ্রেডস। ফিচারটি এআই ব্যবহার করে ট্রেন্ডিং বিষয়গুলো সারসংক্ষেপ তৈরি করে দেবে।
৩৪ মিনিট আগেওপেনএআই-এর প্রতিদ্বন্দ্বী অ্যানথ্রোপিক–এ আরও ৪ বিলিয়ন বা ৪০০ কোটি ডলার বিনিয়োগ করেছে যুক্তরাষ্ট্রের বহুজাতিক কোম্পানি আমাজন। বড় প্রযুক্তি প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে জেনারেটিভ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (জেনএআই) প্রযুক্তি ব্যবহার করার প্রতিযোগিতায় লিপ্ত হওয়ার কারণে ই-কমার্স জায়ান্টটি এই বিনিয়োগ করেছে। সং
২ ঘণ্টা আগেএক্সের (সাবেক টুইটার) প্রতিদ্বন্দ্বী মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম থ্রেডসের অ্যালগরিদম পরিবর্তন করল মেটা। এর ফলে যেসব অ্যাকাউন্ট ব্যবহারকারীরা ফলো করেন সেগুলোর কনটেন্টই বেশি দেখানো হবে। গত বৃহস্পতিবার থেকে ফিচারটি চালু হয়।
১৯ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের প্রভাবশালী পত্রিকা টাইম ম্যাগাজিন–এর কভারে ধনকুবের ইলন মাস্কের ‘টু ডু লিস্ট’ বা দিনের কাজের তালিকা প্রকাশ করেছে। তবে এটি মাস্কের ব্যক্তিগত চেকলিস্ট নয় বলে স্পষ্টভাবে জানিয়েছেন মাস্ক।
২০ ঘণ্টা আগে