Ajker Patrika

২০৩০ সালের মধ্যে ৬০ লাখ আইটি পেশাদার তৈরি করবে সরকার

অনলাইন ডেস্ক
‘বাংলাদেশ: দ্য ইমার্জিং আইসিটি পাওয়ার হাউস’ শীর্ষক সেমিনারে আগত অতিথিবৃন্দ। ছবি: আজকের পত্রিকা
‘বাংলাদেশ: দ্য ইমার্জিং আইসিটি পাওয়ার হাউস’ শীর্ষক সেমিনারে আগত অতিথিবৃন্দ। ছবি: আজকের পত্রিকা

২০৩০ সালের মধ্যে ৬০ লাখ থেকে ৮০ লাখ দক্ষ আইটি পেশাদার তৈরির পরিকল্পনা নিয়েছে সরকার। শনিবার (১৮ জানুয়ারি) পূর্বাচলের বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে ‘বাংলাদেশ: দ্য ইমার্জিং আইসিটি পাওয়ার হাউস’ শীর্ষক এক সেমিনারে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের পলিসি অ্যাডভাইজার (সমন্বয় ও সংস্কার) ফয়েজ আহমদ তৈয়্যব এ তথ্য জানান।

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) আয়োজিত এ সেমিনারে দেশের তথ্যপ্রযুক্তি খাতের সাফল্য ও বৈশ্বিক প্রযুক্তি জগতে নেতৃত্ব প্রতিষ্ঠার সম্ভাবনা তুলে ধরা হয়।

ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, ‘২০৩০ সালের মধ্যে ৬ থেকে ৮ মিলিয়ন দক্ষ তথ্যপ্রযুক্তি পেশাদার তৈরি করার পরিকল্পনা রয়েছে আমাদের। সঠিক ভাবমূর্তি নির্মাণ, পূর্বে গৃহীত প্রকল্পসমূহের পর্যালোচনা ও শক্তিশালী ডেটা গভর্নেন্স কাঠামো প্রতিষ্ঠার মাধ্যমে তথ্যপ্রযুক্তি খাত থেকে জিডিপিতে ৫ শতাংশ অবদান রাখার লক্ষ্যে নির্ধারণ করেছি।’

তিনি জানান, এ বছরের মধ্যেই বাংলাদেশ ন্যাশনাল ডেটা আর্কিটেকচার নকশা বাস্তবায়ন এবং সঠিক আইসিটি মাস্টারপ্ল্যান প্রণয়ন করা হবে। পাশাপাশি, অপরিকল্পিত হাইটেক পার্কগুলোর সংস্কার করে তথ্যপ্রযুক্তি অবকাঠামো উন্নয়নের কাজ চলছে।

সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাইকার বাংলাদেশ প্রধান ইচিগুচি তোমোহিদে, রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) মহাপরিচালক বেবী রানী কর্মকার, বাংলাদেশে জেট্রোর প্রধান প্রতিনিধি ইউজি আন্দো এবং কোট্রার নির্বাহী পরিচালক সামসু কিম।

স্বাগত বক্তব্যে বেসিস প্রশাসক ড. মুহম্মদ মেহেদী হাসান বলেন, ‘১৯৯৮ সালে ১৮ সদস্য নিয়ে যাত্রা শুরু করা বেসিস এখন ২ হাজার ৬৫০টিরও বেশি সফল সদস্য প্রতিষ্ঠানের জাতীয় বাণিজ্য সংগঠন। এই যাত্রায় লক্ষ লক্ষ কর্মসংস্থান সৃষ্টি ও বিশ্বমানের উদ্ভাবনী পণ্য ও সেবা তৈরি করেছে। ২০২৩-২৪ অর্থবছরে বাংলাদেশ ১৩৭টি দেশে ৮৪০ মিলিয়ন মার্কিন ডলার আইসিটি পরিষেবা রপ্তানি করেছে।’

সেমিনারে মূল বক্তব্য উপস্থাপন করেন বেসিস সহায়ক কমিটির চেয়ারম্যান রাফেল কবির। তিনি বলেন, ‘দক্ষ জনশক্তি তৈরি দেশের তথ্যপ্রযুক্তি খাতের ভবিষ্যৎ সম্ভাবনা বাস্তবায়নে সবচেয়ে গুরুত্বপূর্ণ। বিপুল মেধাবী যুবশক্তিকে সঠিক প্রশিক্ষণ ও দিকনির্দেশনার মাধ্যমে আমরা বৈশ্বিক নেতৃত্ব প্রতিষ্ঠা করতে পারি।’

সেমিনারে বেসিস সহায়ক কমিটির সদস্য ফিদা হক সঞ্চালনার দায়িত্ব পালন করেন। এ সময় বেসিস সদস্য রাইসুল কবির ও সৈয়দ মোশাররফ আলী তাদের কোম্পানির সফলতার গল্প তুলে ধরেন।

এছাড়া, এক ভিডিও বার্তায় আন্তর্জাতিক বাণিজ্য সংস্থা আইটিসি’র প্রযুক্তি উন্নয়ন খাতের সমন্বয়ক মার্টিন ল্যাবে বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতের সাফল্যের গল্প তুলে ধরেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত