অনলাইন ডেস্ক
হোয়াটসঅ্যাপের ‘কমিউনিটি’ ট্যাবের জন্য বেশ কয়েকটি ফিচার উন্মোচন করেছে মেটা। এর মাধ্যমে হোয়াটসঅ্যাপের বিভিন্ন কমিউনিটিতে ইভেন্ট তৈরি করা যাবে ও কমিউনিটি সদস্যদের আমন্ত্রণ করা যাবে। এ ছাড়া অ্যাডমিনের নির্দিষ্ট পোস্টে প্রতিক্রিয়া জানাতে পারবে কমিউনিটির সদস্যরা।
নিজের হোয়াটসঅ্যাপ চ্যানেলে মার্ক জাকারবার্গ বলেন, ‘আপনি যতি হোয়াটসঅ্যাপের কমিউনিটির সঙ্গে যুক্ত থাকেন তাহলে গ্রুপে নতুন নতুন ইভেন্ট তৈরি করতে পারবেন ও অ্যাডমিনের ঘোষণাগুলোর রিপ্লাই দিতে পারবেন। আগামী কয়েক মাসের মধ্যে সব ডিভাইসে এই ইভেন্ট তৈরির সুযোগ দেওয়া হবে।’
২০২২ সালে কমিউনিটি ফিচার যুক্ত করে হোয়াটসঅ্যাপ। একটি কমিউনিটিতে ১০০টি ভিন্ন ভিন্ন গ্রুপ থাকতে পারে। বিনামূল্যে হোয়াটসঅ্যাপে যে কোনো ব্যবহারকারীরা কমিউনিটিগুলো তৈরি করতে পারেন।
নতুন ফিচার মাধ্যমে কমিউনিটির যে কোনো সদস্য একটি ইভেন্ট তৈরি করতে পারবেন ও অন্যরা ইভেন্টে প্রতিক্রিয়া জানাতে পারবে। ইভেন্টগুলো গ্রুপের ইনফরমেশন পেজে দেখা যাবে। ইভেন্টের আমন্ত্রণ গ্রহণ করলে ব্যবহারকারীরা ইভেন্টের সময় একটি নোটিফিকেশন পাবে।
নতুন আপডেটের মাধ্যমে থার্ড পার্টি অ্যাপ ছাড়াই হোয়াটসঅ্যাপে সরাসরি ইভেন্ট তৈরি করা হবে।
নম্বর সেভ না করেই দ্রুত ফোনকলের জন্য ‘অ্যাপ ডায়ালার’ ফিচার নিয়েও আসছে হোয়াটসঅ্যাপ। ব্যস্ততার সময়ে ফিচারটি ব্যবহারকারীদের বেশি কাজে দেবে। ফোনের মতো অ্যাপ ডায়ালারে পছন্দের মতো নম্বর দিলেই হোয়াটসঅ্যাপের মাধ্যমে কল করা যাবে।
এই ফিচারে স্ক্রিনের নিচের দিকে ফোনের মতো টি৯ কিপ্যাড থাকবে ও সবুজ কালারের একটি ডায়াল বাটন থাকবে। ফিচারটি উন্মোচন করা হলে ফোনে নম্বর সেভ না থাকলেও যেকোনো নম্বরে কল করা যাবে।
ফিচারটি পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে বলে জানিয়েছে হোয়াটসঅ্যাপের বিভিন্ন তথ্য প্রদানকারী ওয়েবসাইট ডাব্লুএবেটাইনফো।
আবার ফোন নম্বরের সঙ্গে নোট যুক্ত করার ফিচার হোয়াটসঅ্যাপের ২.২৪. ৯.২৭ এর বেটা সংস্করণে দেখতে পাওয়া গেছে। যারা নোট তৈরি করেছে তারাই শুধু নোটগুলো দেখতে পারবে। সংশ্লিষ্ট নম্বর এই নোট দেখতে পারবে না। ফিচারটি মোবাইল অ্যাপ ও হোয়াটসঅ্যাপের ওয়েব সংস্করণের জন্য উন্মোচন করা হবে।
তথ্যসূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস
হোয়াটসঅ্যাপের ‘কমিউনিটি’ ট্যাবের জন্য বেশ কয়েকটি ফিচার উন্মোচন করেছে মেটা। এর মাধ্যমে হোয়াটসঅ্যাপের বিভিন্ন কমিউনিটিতে ইভেন্ট তৈরি করা যাবে ও কমিউনিটি সদস্যদের আমন্ত্রণ করা যাবে। এ ছাড়া অ্যাডমিনের নির্দিষ্ট পোস্টে প্রতিক্রিয়া জানাতে পারবে কমিউনিটির সদস্যরা।
নিজের হোয়াটসঅ্যাপ চ্যানেলে মার্ক জাকারবার্গ বলেন, ‘আপনি যতি হোয়াটসঅ্যাপের কমিউনিটির সঙ্গে যুক্ত থাকেন তাহলে গ্রুপে নতুন নতুন ইভেন্ট তৈরি করতে পারবেন ও অ্যাডমিনের ঘোষণাগুলোর রিপ্লাই দিতে পারবেন। আগামী কয়েক মাসের মধ্যে সব ডিভাইসে এই ইভেন্ট তৈরির সুযোগ দেওয়া হবে।’
২০২২ সালে কমিউনিটি ফিচার যুক্ত করে হোয়াটসঅ্যাপ। একটি কমিউনিটিতে ১০০টি ভিন্ন ভিন্ন গ্রুপ থাকতে পারে। বিনামূল্যে হোয়াটসঅ্যাপে যে কোনো ব্যবহারকারীরা কমিউনিটিগুলো তৈরি করতে পারেন।
নতুন ফিচার মাধ্যমে কমিউনিটির যে কোনো সদস্য একটি ইভেন্ট তৈরি করতে পারবেন ও অন্যরা ইভেন্টে প্রতিক্রিয়া জানাতে পারবে। ইভেন্টগুলো গ্রুপের ইনফরমেশন পেজে দেখা যাবে। ইভেন্টের আমন্ত্রণ গ্রহণ করলে ব্যবহারকারীরা ইভেন্টের সময় একটি নোটিফিকেশন পাবে।
নতুন আপডেটের মাধ্যমে থার্ড পার্টি অ্যাপ ছাড়াই হোয়াটসঅ্যাপে সরাসরি ইভেন্ট তৈরি করা হবে।
নম্বর সেভ না করেই দ্রুত ফোনকলের জন্য ‘অ্যাপ ডায়ালার’ ফিচার নিয়েও আসছে হোয়াটসঅ্যাপ। ব্যস্ততার সময়ে ফিচারটি ব্যবহারকারীদের বেশি কাজে দেবে। ফোনের মতো অ্যাপ ডায়ালারে পছন্দের মতো নম্বর দিলেই হোয়াটসঅ্যাপের মাধ্যমে কল করা যাবে।
এই ফিচারে স্ক্রিনের নিচের দিকে ফোনের মতো টি৯ কিপ্যাড থাকবে ও সবুজ কালারের একটি ডায়াল বাটন থাকবে। ফিচারটি উন্মোচন করা হলে ফোনে নম্বর সেভ না থাকলেও যেকোনো নম্বরে কল করা যাবে।
ফিচারটি পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে বলে জানিয়েছে হোয়াটসঅ্যাপের বিভিন্ন তথ্য প্রদানকারী ওয়েবসাইট ডাব্লুএবেটাইনফো।
আবার ফোন নম্বরের সঙ্গে নোট যুক্ত করার ফিচার হোয়াটসঅ্যাপের ২.২৪. ৯.২৭ এর বেটা সংস্করণে দেখতে পাওয়া গেছে। যারা নোট তৈরি করেছে তারাই শুধু নোটগুলো দেখতে পারবে। সংশ্লিষ্ট নম্বর এই নোট দেখতে পারবে না। ফিচারটি মোবাইল অ্যাপ ও হোয়াটসঅ্যাপের ওয়েব সংস্করণের জন্য উন্মোচন করা হবে।
তথ্যসূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস
বিশ্বব্যাপী নতুন সিরিজ ফাইন্ড এক্স ৮ উন্মোচন করল চীনের স্মার্টফোন নির্মাতা অপো। এই সিরিজে অপো ফাইন্ড এক্স ও অপো ফাইন্ড এক্স ৮ প্রো মডেল দুটি অন্তর্ভুক্ত রয়েছে। মডেল দুটিতেই ৫০ মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। তবে অপো ফাইন্ড এক্স ৮ প্রো মডেলে আইফোনের মতো ক্যামেরা বাটন যুক্ত করা হয়েছে। সিরিজটিতে মিডিয়াটেক
১৭ ঘণ্টা আগেবৈদ্যুতিক গাড়ির জন্য সলিড স্টেট ব্যাটারি ব্যাপক পরিমাণে তৈরি করবে হোন্ডা। এ জন্য জাপানে একটি উৎপাদন কেন্দ্র তৈরি করেছে কোম্পানিটি। এখানে ব্যাটারিটি তৈরি পরিকল্পনাটি পরীক্ষা–নিরীক্ষা করা হবে। এই পরিকল্পনা কম খরচে ও টেকসই ব্যাটারি তৈরিতে সহায়ক হবে।
২০ ঘণ্টা আগেম্যাসেজিং প্ল্যাটফর্ম মেসেঞ্জারে একযোগে বেশ কিছু ফিচার যুক্ত করেছে মেটা। ফিচারগুলো ভিডিও কল ও অডিও কলের অভিজ্ঞতাকে আরও উন্নত করবে। নতুন আপডেটের মাধ্যমে মেসেঞ্জারে নয়েজ সারপ্রেশন, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইভিত্তিক ব্যাকগ্রাউন্ড, এইচডি ভিডিও কল এবং হ্যান্ডস ফ্রি কলিংয়ের মতো ফিচার পাওয়া যাবে। এক ব্লগ প
২১ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের সরকার যেন অ্যাপলের বিরুদ্ধে দায়ের করা অ্যান্টিট্রাস্ট বা প্রতিযোগিতা মামলা খারিজ করে, এ জন্য ফেডারেল বিচারককে অনুরোধ করেছে কোম্পানিটি। টেক জায়ান্টটি বলছে, তাদের বিরুদ্ধে দায়ের করা মামলাটি কাল্পনিক এবং অ্যাপল একচেটিয়া আধিপত্য বিস্তার করে তা প্রমাণ করতে পারেনি যুক্তরাষ্ট্রের সরকার।
১ দিন আগে