কম্পিউটারের মতো অ্যান্ড্রয়েড ফোনের ক্যাশ ফাইল মুছে ফেলা জরুরি। এর মাধ্যমে ফোনের গতি বেড়ে যায় ও স্টোরেজও খালি করা যায়। এছাড়া ফোনের অ্যাপের গতি কমে গেলে বা বার বার ক্র্যাশ করলেও ক্যাশ ফাইল মুছে ফেলা জরুরি।
ক্যাশ হল একটি অস্থায়ী স্টোরেজ যা অ্যাপগুলোর তথ্য সংরক্ষণের জন্য ব্যবহার করে। বিভিন্ন ডেটা বা তথ্য দ্রুত অ্যাকসেস করার জন্য এই ক্যাশ মেমোরি ব্যবহার করা হয়। ছবি, ভিডিও ও ওয়েবসাইট ফাইলের মতো বিভিন্ন ডেটা এর মধ্যে রয়েছে।
যে কারণে অ্যান্ড্রয়েড ফোনের ক্যাশ ফাইলগুলো মুছবেন
ফোনের কর্মক্ষমতা বাড়াতে: ক্যাশ ফাইল মুছে ফেললে ফোনের র্যাম খালি হয়। র্যাম হলো ফোনের মেমোরি যা ফোনের অ্যাপগুলো চালাতে সাহায্য করে। তাই ক্যাশ ফাইলগুলো মুছলে ফোনের সার্বিক কর্মক্ষমতা বৃদ্ধি পায়। বিশেষ করে ফোনের র্যাম কম হলে।
অ্যাপের সমস্যা সমাধানে: কোনো অ্যাপের গতি ধীর হলে বা বার বার ক্র্যাশ করলে ক্যাশ ফাইল মুছে ফেললে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যেতে পারে।
স্টোরেজ খালি করা: ফোনের স্টোরেজ কম থাকলে ক্যাশ ফাইল মুছে ফেললে ফোনের কিছু জায়গা খালি হয়।
অ্যান্ড্রয়েড ফোনে ক্যাশ ফাইল মুছবেন যেভাবে
অ্যান্ড্রয়েড ফোনের প্রস্তুতকারক ও সফটওয়্যার সংস্করণ অনুযায়ী ক্যাশ ফাইল মুছে ফেলার প্রক্রিয়া কিছুটা ভিন্ন হতে পারে। কিন্তু প্রায় সব ফোনেই এই পদ্ধতি ব্যবহার করে ক্যাশ ফাইল মুছে ফেলা যাবে।
অ্যান্ড্রয়েড ফোনে ক্যাশ ফাইল মুছে ফেলা খুবই সহজ। এজন্য নিচের ধাপগুলো অনুসরণ করতে পারেন—
১. ফোনের সেটিংসে প্রবেশ করুন।
২. নিচের দিকে স্ক্রল করুন ও অ্যাপ অপশনটি খুঁজে বের করুন। এতে ট্যাপ করুন।
৩. যে অ্যাপটির ক্যাশ ফাইল মুছে ফেলতে চান তা নির্বাচন করুন।
৪. অ্যাপটিতে ট্যাপ করলে অ্যাপ ইনফো পেজ চালু হবে।
৫. এই পেজের স্টোরেজ অপশনটিতে ট্যাপ করুন।
৬. এরপর ক্লিয়ার ক্যাশ অপশনে ট্যাপ করুন।
তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া
কম্পিউটারের মতো অ্যান্ড্রয়েড ফোনের ক্যাশ ফাইল মুছে ফেলা জরুরি। এর মাধ্যমে ফোনের গতি বেড়ে যায় ও স্টোরেজও খালি করা যায়। এছাড়া ফোনের অ্যাপের গতি কমে গেলে বা বার বার ক্র্যাশ করলেও ক্যাশ ফাইল মুছে ফেলা জরুরি।
ক্যাশ হল একটি অস্থায়ী স্টোরেজ যা অ্যাপগুলোর তথ্য সংরক্ষণের জন্য ব্যবহার করে। বিভিন্ন ডেটা বা তথ্য দ্রুত অ্যাকসেস করার জন্য এই ক্যাশ মেমোরি ব্যবহার করা হয়। ছবি, ভিডিও ও ওয়েবসাইট ফাইলের মতো বিভিন্ন ডেটা এর মধ্যে রয়েছে।
যে কারণে অ্যান্ড্রয়েড ফোনের ক্যাশ ফাইলগুলো মুছবেন
ফোনের কর্মক্ষমতা বাড়াতে: ক্যাশ ফাইল মুছে ফেললে ফোনের র্যাম খালি হয়। র্যাম হলো ফোনের মেমোরি যা ফোনের অ্যাপগুলো চালাতে সাহায্য করে। তাই ক্যাশ ফাইলগুলো মুছলে ফোনের সার্বিক কর্মক্ষমতা বৃদ্ধি পায়। বিশেষ করে ফোনের র্যাম কম হলে।
অ্যাপের সমস্যা সমাধানে: কোনো অ্যাপের গতি ধীর হলে বা বার বার ক্র্যাশ করলে ক্যাশ ফাইল মুছে ফেললে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যেতে পারে।
স্টোরেজ খালি করা: ফোনের স্টোরেজ কম থাকলে ক্যাশ ফাইল মুছে ফেললে ফোনের কিছু জায়গা খালি হয়।
অ্যান্ড্রয়েড ফোনে ক্যাশ ফাইল মুছবেন যেভাবে
অ্যান্ড্রয়েড ফোনের প্রস্তুতকারক ও সফটওয়্যার সংস্করণ অনুযায়ী ক্যাশ ফাইল মুছে ফেলার প্রক্রিয়া কিছুটা ভিন্ন হতে পারে। কিন্তু প্রায় সব ফোনেই এই পদ্ধতি ব্যবহার করে ক্যাশ ফাইল মুছে ফেলা যাবে।
অ্যান্ড্রয়েড ফোনে ক্যাশ ফাইল মুছে ফেলা খুবই সহজ। এজন্য নিচের ধাপগুলো অনুসরণ করতে পারেন—
১. ফোনের সেটিংসে প্রবেশ করুন।
২. নিচের দিকে স্ক্রল করুন ও অ্যাপ অপশনটি খুঁজে বের করুন। এতে ট্যাপ করুন।
৩. যে অ্যাপটির ক্যাশ ফাইল মুছে ফেলতে চান তা নির্বাচন করুন।
৪. অ্যাপটিতে ট্যাপ করলে অ্যাপ ইনফো পেজ চালু হবে।
৫. এই পেজের স্টোরেজ অপশনটিতে ট্যাপ করুন।
৬. এরপর ক্লিয়ার ক্যাশ অপশনে ট্যাপ করুন।
তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া
প্রযুক্তি খাতে নিজেদের অবস্থান আরও জোরালো করতে এবার ল্যাপটপ নিয়ে এল মটোরোলা। ভারতের বাজারের জন্য উন্মোচন করা হয়েছে তাদের প্রথম ল্যাপটপ মটো বুক ৬০। পেশাজীবী, শিক্ষার্থী ও কনটেন্ট ক্রিয়েটরদের লক্ষ্য করে তৈরি করা হয়েছে এই ডিভাইস। একই সঙ্গে মটোরোলা চালু করেছে মটো প্যাড ৬০ প্রো ট্যাবলেট।
১ ঘণ্টা আগেমিথ্যা বা বিভ্রান্তিকর তথ্য রুখতে ‘ফুটনোটস’ নামের নতুন ফিচার নিয়ে এসেছে টিকটক। ফিচারটি পরীক্ষামূলকভাবে চালু হয়েছে যুক্তরাষ্ট্রে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের (সাবেক টুইটার) ‘কমিউনিটি নোটস’-এর মতোই কাজ করবে ফিচারটি।
৩ ঘণ্টা আগেদৃষ্টিপ্রতিবন্ধী ও স্বল্পদৃষ্টিসম্পন্ন ব্যক্তিদের জন্য নিরাপদে চলাফেরার পথ সহজ করতে এক নতুন ধরনের পরিধানযোগ্য ডিভাইস তৈরি করেছেন চীনের বিজ্ঞানীরা। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর ডিভাইসটি ব্যবহারকারীদের চারপাশের প্রতিবন্ধকতা শনাক্ত করে এবং চলার জন্য নিরাপদ পথের নির্দেশনা দেয়।
৫ ঘণ্টা আগেসরকার ইতিমধ্যে সাবমেরিন কেবল ব্যান্ডউইথের মূল্য ১০ শতাংশ কমিয়ে এনেছে। ফাইবারের জটিলতা নিরসন করা হয়েছে। এর মধ্যে ৫০০ টাকায় ৫ এমবিপিএসের বদলে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট সেবা দেওয়ার ঘোষণা দিয়েছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি)।
৬ ঘণ্টা আগে