অনলাইন ডেস্ক
কম্পিউটারের মতো অ্যান্ড্রয়েড ফোনের ক্যাশ ফাইল মুছে ফেলা জরুরি। এর মাধ্যমে ফোনের গতি বেড়ে যায় ও স্টোরেজও খালি করা যায়। এছাড়া ফোনের অ্যাপের গতি কমে গেলে বা বার বার ক্র্যাশ করলেও ক্যাশ ফাইল মুছে ফেলা জরুরি।
ক্যাশ হল একটি অস্থায়ী স্টোরেজ যা অ্যাপগুলোর তথ্য সংরক্ষণের জন্য ব্যবহার করে। বিভিন্ন ডেটা বা তথ্য দ্রুত অ্যাকসেস করার জন্য এই ক্যাশ মেমোরি ব্যবহার করা হয়। ছবি, ভিডিও ও ওয়েবসাইট ফাইলের মতো বিভিন্ন ডেটা এর মধ্যে রয়েছে।
যে কারণে অ্যান্ড্রয়েড ফোনের ক্যাশ ফাইলগুলো মুছবেন
ফোনের কর্মক্ষমতা বাড়াতে: ক্যাশ ফাইল মুছে ফেললে ফোনের র্যাম খালি হয়। র্যাম হলো ফোনের মেমোরি যা ফোনের অ্যাপগুলো চালাতে সাহায্য করে। তাই ক্যাশ ফাইলগুলো মুছলে ফোনের সার্বিক কর্মক্ষমতা বৃদ্ধি পায়। বিশেষ করে ফোনের র্যাম কম হলে।
অ্যাপের সমস্যা সমাধানে: কোনো অ্যাপের গতি ধীর হলে বা বার বার ক্র্যাশ করলে ক্যাশ ফাইল মুছে ফেললে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যেতে পারে।
স্টোরেজ খালি করা: ফোনের স্টোরেজ কম থাকলে ক্যাশ ফাইল মুছে ফেললে ফোনের কিছু জায়গা খালি হয়।
অ্যান্ড্রয়েড ফোনে ক্যাশ ফাইল মুছবেন যেভাবে
অ্যান্ড্রয়েড ফোনের প্রস্তুতকারক ও সফটওয়্যার সংস্করণ অনুযায়ী ক্যাশ ফাইল মুছে ফেলার প্রক্রিয়া কিছুটা ভিন্ন হতে পারে। কিন্তু প্রায় সব ফোনেই এই পদ্ধতি ব্যবহার করে ক্যাশ ফাইল মুছে ফেলা যাবে।
অ্যান্ড্রয়েড ফোনে ক্যাশ ফাইল মুছে ফেলা খুবই সহজ। এজন্য নিচের ধাপগুলো অনুসরণ করতে পারেন—
১. ফোনের সেটিংসে প্রবেশ করুন।
২. নিচের দিকে স্ক্রল করুন ও অ্যাপ অপশনটি খুঁজে বের করুন। এতে ট্যাপ করুন।
৩. যে অ্যাপটির ক্যাশ ফাইল মুছে ফেলতে চান তা নির্বাচন করুন।
৪. অ্যাপটিতে ট্যাপ করলে অ্যাপ ইনফো পেজ চালু হবে।
৫. এই পেজের স্টোরেজ অপশনটিতে ট্যাপ করুন।
৬. এরপর ক্লিয়ার ক্যাশ অপশনে ট্যাপ করুন।
তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া
কম্পিউটারের মতো অ্যান্ড্রয়েড ফোনের ক্যাশ ফাইল মুছে ফেলা জরুরি। এর মাধ্যমে ফোনের গতি বেড়ে যায় ও স্টোরেজও খালি করা যায়। এছাড়া ফোনের অ্যাপের গতি কমে গেলে বা বার বার ক্র্যাশ করলেও ক্যাশ ফাইল মুছে ফেলা জরুরি।
ক্যাশ হল একটি অস্থায়ী স্টোরেজ যা অ্যাপগুলোর তথ্য সংরক্ষণের জন্য ব্যবহার করে। বিভিন্ন ডেটা বা তথ্য দ্রুত অ্যাকসেস করার জন্য এই ক্যাশ মেমোরি ব্যবহার করা হয়। ছবি, ভিডিও ও ওয়েবসাইট ফাইলের মতো বিভিন্ন ডেটা এর মধ্যে রয়েছে।
যে কারণে অ্যান্ড্রয়েড ফোনের ক্যাশ ফাইলগুলো মুছবেন
ফোনের কর্মক্ষমতা বাড়াতে: ক্যাশ ফাইল মুছে ফেললে ফোনের র্যাম খালি হয়। র্যাম হলো ফোনের মেমোরি যা ফোনের অ্যাপগুলো চালাতে সাহায্য করে। তাই ক্যাশ ফাইলগুলো মুছলে ফোনের সার্বিক কর্মক্ষমতা বৃদ্ধি পায়। বিশেষ করে ফোনের র্যাম কম হলে।
অ্যাপের সমস্যা সমাধানে: কোনো অ্যাপের গতি ধীর হলে বা বার বার ক্র্যাশ করলে ক্যাশ ফাইল মুছে ফেললে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যেতে পারে।
স্টোরেজ খালি করা: ফোনের স্টোরেজ কম থাকলে ক্যাশ ফাইল মুছে ফেললে ফোনের কিছু জায়গা খালি হয়।
অ্যান্ড্রয়েড ফোনে ক্যাশ ফাইল মুছবেন যেভাবে
অ্যান্ড্রয়েড ফোনের প্রস্তুতকারক ও সফটওয়্যার সংস্করণ অনুযায়ী ক্যাশ ফাইল মুছে ফেলার প্রক্রিয়া কিছুটা ভিন্ন হতে পারে। কিন্তু প্রায় সব ফোনেই এই পদ্ধতি ব্যবহার করে ক্যাশ ফাইল মুছে ফেলা যাবে।
অ্যান্ড্রয়েড ফোনে ক্যাশ ফাইল মুছে ফেলা খুবই সহজ। এজন্য নিচের ধাপগুলো অনুসরণ করতে পারেন—
১. ফোনের সেটিংসে প্রবেশ করুন।
২. নিচের দিকে স্ক্রল করুন ও অ্যাপ অপশনটি খুঁজে বের করুন। এতে ট্যাপ করুন।
৩. যে অ্যাপটির ক্যাশ ফাইল মুছে ফেলতে চান তা নির্বাচন করুন।
৪. অ্যাপটিতে ট্যাপ করলে অ্যাপ ইনফো পেজ চালু হবে।
৫. এই পেজের স্টোরেজ অপশনটিতে ট্যাপ করুন।
৬. এরপর ক্লিয়ার ক্যাশ অপশনে ট্যাপ করুন।
তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া
এক্সের (সাবেক টুইটার) প্রতিদ্বন্দ্বী মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম থ্রেডসের অ্যালগরিদম পরিবর্তন করল মেটা। এর ফলে যেসব অ্যাকাউন্ট ব্যবহারকারীরা ফলো করেন সেগুলোর কনটেন্টই বেশি দেখানো হবে। গত বৃহস্পতিবার থেকে ফিচারটি চালু হয়।
১ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের প্রভাবশালী পত্রিকা টাইম ম্যাগাজিন–এর কভারে ধনকুবের ইলন মাস্কের ‘টু ডু লিস্ট’ বা দিনের কাজের তালিকা প্রকাশ করেছে। তবে এটি মাস্কের ব্যক্তিগত চেকলিস্ট নয় বলে স্পষ্টভাবে জানিয়েছেন মাস্ক।
২ ঘণ্টা আগেটাইপ করার চেয়ে ভয়েস মেসেজ পাঠানো বেশ সহজ। তবে অনেক সময় ভয়েস মেসেজ সবার সামনে শোনা যায় না। সে ক্ষেত্রে মেসেজ না শুনে রিপ্লাই–ও দেওয়া যায়না। এই সমস্যা থেকে মুক্তি দেওয়ার জন্য মেসেজ ট্রান্সক্রাইব ফিচার যুক্ত করল হোয়াটসঅ্যাপ। এই ফিচারের মাধ্যমে ভয়েস মেসেজগুলো সহজে টেক্সটে রূপান্তর করা যাবে।
৩ ঘণ্টা আগেনিয়মিত নতুন উদ্ভাবনী ধারণা ও প্রযুক্তি দিয়ে বিশ্বকে চমকে দেওয়ার জন্য পরিচিত জাপান। এবার ‘মানুষ ধোয়ার মেশিন’ তৈরি করে তাক লাগিয়ে দিল দেশটি। এটি মানুষ গোসলের জন্য ব্যবহার করতে পারবে। যন্ত্রটির কার্যকারিতা ও ডিজাইন দেখে একে ‘মানুষ ধোয়ার ওয়াশিং মেশিন’ বলে আখ্যা দিয়েছে অনেকই।
৪ ঘণ্টা আগে