Ajker Patrika

ব্রাউজারে ফটোশপের ব্যবহার

সাদাত হোসেন
আপডেট : ৩১ অক্টোবর ২০২৩, ০৮: ২৮
ব্রাউজারে ফটোশপের ব্যবহার

কম্পিউটারে অ্যাডোবি ফটোশপ ইনস্টল করা না থাকায় তা ব্যবহার করতে না পারার দুঃখ যাঁদের পোড়ায়, তাঁদের জন্য সুখবর আছে। প্রতিষ্ঠানটির ভাইস প্রেসিডেন্ট পাম ক্লার্ক গত ২৮ সেপ্টেম্বর এক ব্লগ বার্তায় জানান, এখন ইন্টারনেট-সংযোগ থাকলেই যেকোনো কম্পিউটার থেকে ব্যবহার করা যাবে অ্যাডোবি ফটোশপ। কম্পিউটারে এই সফটওয়্যার ইনস্টল করা না থাকলেও সেটি ব্যবহারের সুবিধা পাবেন ব্যবহারকারীরা।

বর্তমানে ফটোশপের বেটা ভার্সনে ছবি সম্পাদনার প্রায় সব সুবিধাই যোগ করা হয়েছে। ওয়েবের জন্য গতানুগতিক ইন্টারফেসের পাশাপাশি থাকছে নতুন ইন্টারফেস। ফলে একেবারে নতুন ব্যবহারকারীরাও ছবি সম্পাদনা করতে পারবেন এতে।

ফটোশপের নতুন সংস্করণে থাকা ‘কনটেক্সুয়াল টাস্কবার’ সুবিধাও থাকছে এর ওয়েব সংস্করণে। কনটেক্সুয়াল টাস্কবার আসলে একধরনের অন-স্ক্রিন মেনু। ছবি সম্পাদনার সময় পরের ধাপের কাজ সম্পর্কে পরামর্শ দেওয়া হয় এতে। ফলে কাজের গতি বাড়ে। তবে ফটোশপের প্যাঁচ টুল, পেন টুল, স্মার্ট অবজেক্ট, পলিগোনাল ল্যাসোর মতো বেশ কিছু জনপ্রিয় ফিচার ওয়েব সংস্করণে পাওয়া যাবে না এখনই।

জেনারেটিভ এআই ও এআই এক্সপ্যান্ড নামের কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন দুটি টুল ব্যবহার করা যাবে ফটোশপের এই ওয়েব সংস্করণে। টুল দুটির সাহায্যে ছবিতে যেকোনো কনটেন্ট যুক্ত করা বা বাদ দেওয়া যাবে। ছবির আকার বদলানো যাবে সহজে। ছবি সম্পাদনার সময় ব্যবহারকারী চাইলে ফাইলটি কম্পিউটারে ইনস্টল থাকা ফটোশপেও খুলতে পারবেন।

সূত্র: অ্যাডোবি ব্লগ, এনগ্যাজেট

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চার মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানের সেবা ডিজিটাইজ করার নির্দেশ দিল সরকার

গত দশ বছর ভিসা না পাওয়ার কারণে বাংলাদেশে আসতে পারিনি: মাইলাম

মাগুরার শিশুটি এখনো অচেতন, চিকিৎসার দায়িত্ব নিলেন তারেক রহমান

ঈদে পুলিশের সহযোগী ফোর্স হবে বেসরকারি নিরাপত্তাকর্মী, পাবে গ্রেপ্তারের ক্ষমতা

তিন নারী আমার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ: তারেক রহমান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত