সাদাত হোসেন
কম্পিউটারে অ্যাডোবি ফটোশপ ইনস্টল করা না থাকায় তা ব্যবহার করতে না পারার দুঃখ যাঁদের পোড়ায়, তাঁদের জন্য সুখবর আছে। প্রতিষ্ঠানটির ভাইস প্রেসিডেন্ট পাম ক্লার্ক গত ২৮ সেপ্টেম্বর এক ব্লগ বার্তায় জানান, এখন ইন্টারনেট-সংযোগ থাকলেই যেকোনো কম্পিউটার থেকে ব্যবহার করা যাবে অ্যাডোবি ফটোশপ। কম্পিউটারে এই সফটওয়্যার ইনস্টল করা না থাকলেও সেটি ব্যবহারের সুবিধা পাবেন ব্যবহারকারীরা।
বর্তমানে ফটোশপের বেটা ভার্সনে ছবি সম্পাদনার প্রায় সব সুবিধাই যোগ করা হয়েছে। ওয়েবের জন্য গতানুগতিক ইন্টারফেসের পাশাপাশি থাকছে নতুন ইন্টারফেস। ফলে একেবারে নতুন ব্যবহারকারীরাও ছবি সম্পাদনা করতে পারবেন এতে।
ফটোশপের নতুন সংস্করণে থাকা ‘কনটেক্সুয়াল টাস্কবার’ সুবিধাও থাকছে এর ওয়েব সংস্করণে। কনটেক্সুয়াল টাস্কবার আসলে একধরনের অন-স্ক্রিন মেনু। ছবি সম্পাদনার সময় পরের ধাপের কাজ সম্পর্কে পরামর্শ দেওয়া হয় এতে। ফলে কাজের গতি বাড়ে। তবে ফটোশপের প্যাঁচ টুল, পেন টুল, স্মার্ট অবজেক্ট, পলিগোনাল ল্যাসোর মতো বেশ কিছু জনপ্রিয় ফিচার ওয়েব সংস্করণে পাওয়া যাবে না এখনই।
জেনারেটিভ এআই ও এআই এক্সপ্যান্ড নামের কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন দুটি টুল ব্যবহার করা যাবে ফটোশপের এই ওয়েব সংস্করণে। টুল দুটির সাহায্যে ছবিতে যেকোনো কনটেন্ট যুক্ত করা বা বাদ দেওয়া যাবে। ছবির আকার বদলানো যাবে সহজে। ছবি সম্পাদনার সময় ব্যবহারকারী চাইলে ফাইলটি কম্পিউটারে ইনস্টল থাকা ফটোশপেও খুলতে পারবেন।
সূত্র: অ্যাডোবি ব্লগ, এনগ্যাজেট
কম্পিউটারে অ্যাডোবি ফটোশপ ইনস্টল করা না থাকায় তা ব্যবহার করতে না পারার দুঃখ যাঁদের পোড়ায়, তাঁদের জন্য সুখবর আছে। প্রতিষ্ঠানটির ভাইস প্রেসিডেন্ট পাম ক্লার্ক গত ২৮ সেপ্টেম্বর এক ব্লগ বার্তায় জানান, এখন ইন্টারনেট-সংযোগ থাকলেই যেকোনো কম্পিউটার থেকে ব্যবহার করা যাবে অ্যাডোবি ফটোশপ। কম্পিউটারে এই সফটওয়্যার ইনস্টল করা না থাকলেও সেটি ব্যবহারের সুবিধা পাবেন ব্যবহারকারীরা।
বর্তমানে ফটোশপের বেটা ভার্সনে ছবি সম্পাদনার প্রায় সব সুবিধাই যোগ করা হয়েছে। ওয়েবের জন্য গতানুগতিক ইন্টারফেসের পাশাপাশি থাকছে নতুন ইন্টারফেস। ফলে একেবারে নতুন ব্যবহারকারীরাও ছবি সম্পাদনা করতে পারবেন এতে।
ফটোশপের নতুন সংস্করণে থাকা ‘কনটেক্সুয়াল টাস্কবার’ সুবিধাও থাকছে এর ওয়েব সংস্করণে। কনটেক্সুয়াল টাস্কবার আসলে একধরনের অন-স্ক্রিন মেনু। ছবি সম্পাদনার সময় পরের ধাপের কাজ সম্পর্কে পরামর্শ দেওয়া হয় এতে। ফলে কাজের গতি বাড়ে। তবে ফটোশপের প্যাঁচ টুল, পেন টুল, স্মার্ট অবজেক্ট, পলিগোনাল ল্যাসোর মতো বেশ কিছু জনপ্রিয় ফিচার ওয়েব সংস্করণে পাওয়া যাবে না এখনই।
জেনারেটিভ এআই ও এআই এক্সপ্যান্ড নামের কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন দুটি টুল ব্যবহার করা যাবে ফটোশপের এই ওয়েব সংস্করণে। টুল দুটির সাহায্যে ছবিতে যেকোনো কনটেন্ট যুক্ত করা বা বাদ দেওয়া যাবে। ছবির আকার বদলানো যাবে সহজে। ছবি সম্পাদনার সময় ব্যবহারকারী চাইলে ফাইলটি কম্পিউটারে ইনস্টল থাকা ফটোশপেও খুলতে পারবেন।
সূত্র: অ্যাডোবি ব্লগ, এনগ্যাজেট
বিশ্বব্যাপী নতুন সিরিজ ফাইন্ড এক্স ৮ উন্মোচন করল চীনের স্মার্টফোন নির্মাতা অপো। এই সিরিজে অপো ফাইন্ড এক্স ও অপো ফাইন্ড এক্স ৮ প্রো মডেল দুটি অন্তর্ভুক্ত রয়েছে। মডেল দুটিতেই ৫০ মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। তবে অপো ফাইন্ড এক্স ৮ প্রো মডেলে আইফোনের মতো ক্যামেরা বাটন যুক্ত করা হয়েছে। সিরিজটিতে মিডিয়াটেক
১৫ ঘণ্টা আগেবৈদ্যুতিক গাড়ির জন্য সলিড স্টেট ব্যাটারি ব্যাপক পরিমাণে তৈরি করবে হোন্ডা। এ জন্য জাপানে একটি উৎপাদন কেন্দ্র তৈরি করেছে কোম্পানিটি। এখানে ব্যাটারিটি তৈরি পরিকল্পনাটি পরীক্ষা–নিরীক্ষা করা হবে। এই পরিকল্পনা কম খরচে ও টেকসই ব্যাটারি তৈরিতে সহায়ক হবে।
১৭ ঘণ্টা আগেম্যাসেজিং প্ল্যাটফর্ম মেসেঞ্জারে একযোগে বেশ কিছু ফিচার যুক্ত করেছে মেটা। ফিচারগুলো ভিডিও কল ও অডিও কলের অভিজ্ঞতাকে আরও উন্নত করবে। নতুন আপডেটের মাধ্যমে মেসেঞ্জারে নয়েজ সারপ্রেশন, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইভিত্তিক ব্যাকগ্রাউন্ড, এইচডি ভিডিও কল এবং হ্যান্ডস ফ্রি কলিংয়ের মতো ফিচার পাওয়া যাবে। এক ব্লগ প
১৮ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের সরকার যেন অ্যাপলের বিরুদ্ধে দায়ের করা অ্যান্টিট্রাস্ট বা প্রতিযোগিতা মামলা খারিজ করে, এ জন্য ফেডারেল বিচারককে অনুরোধ করেছে কোম্পানিটি। টেক জায়ান্টটি বলছে, তাদের বিরুদ্ধে দায়ের করা মামলাটি কাল্পনিক এবং অ্যাপল একচেটিয়া আধিপত্য বিস্তার করে তা প্রমাণ করতে পারেনি যুক্তরাষ্ট্রের সরকার।
১৯ ঘণ্টা আগে