প্রযুক্তি ডেস্ক
‘গোল্ডডিগার’ শব্দটির সঙ্গে প্রযুক্তি বিশ্বের লোকজনের পরিচয় সাম্প্রতিক সময়ে। সম্প্রতি এই নামে এক বিরল ভাইরাসের আক্রমণের শিকার হওয়ার পর আইফোন ব্যবহারকারীদের মধ্যে শব্দটি পরিচিত হয়ে উঠেছে। আইওএস অপারেটিং সিস্টেমকে টার্গেট করেছে এই ভাইরাস। সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান গ্রুপ-আইবি বলছে, প্রথম এটি শনাক্ত করা হয় ভিয়েতনামে।
আইফোনের তথ্য সুরক্ষায় পাসওয়ার্ডের চেয়েও শক্তিশালী ও জনপ্রিয় ফিচার ধরা হয় ফেস আইডিকে। কিন্তু এটি ভেঙে সম্প্রতি গোল্ডডিগার নামে একটি নতুন ম্যালওয়্যার আইফোনের নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। এই ম্যালওয়্যার দিয়ে আইফোনে থাকা বিভিন্ন আর্থিক অ্যাপ থেকে কৌশলে অর্থ ও তথ্য চুরি করে নিচ্ছে সাইবার অপরাধীরা। এমনকি মোবাইল ফোনের এসএমএস সিস্টেম নিয়ন্ত্রণ নিয়ে নিতে পারে এই ভাইরাস।
এটি এশিয়া প্যাসিফিক অঞ্চলের ব্যবহার করা আইফোনে দেখা গেছে। গত বছর গোল্ডডিগার নামের এ ভাইরাসটির আক্রমণের শিকার হয়েছিল অ্যান্ড্রয়েড স্মার্টফোন। এই ভাইরাস তৈরি করতে ডিপফেকের মতো এআই প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এই ডিপফেক ডকুমেন্ট ও এসএমএসের ডেটা ব্যবহার করে ডিভাইসে থাকা ব্যাংকিং অ্যাপের নিয়ন্ত্রণ নিয়ে নেয়। জানা গেছে, টেস্ট ফ্লাইট অ্যাপের মাধ্যমে এই ভাইরাস ছড়িয়ে পড়ে। ডেভেলপারদের পরীক্ষা-নিরীক্ষা করার জন্য নতুন ফিচারগুলো এই অ্যাপে দেওয়া হয়। তবে আশার কথা, অ্যাপল দ্রুত ভাইরাসটি সরিয়ে ফেলে এবং ব্যবহারকারীদের ফোন নিরাপদ রাখতে কাজ শুরু করেছে।
সূত্র: গ্যাজেটস ৩৬০, গিজমো চায়না
‘গোল্ডডিগার’ শব্দটির সঙ্গে প্রযুক্তি বিশ্বের লোকজনের পরিচয় সাম্প্রতিক সময়ে। সম্প্রতি এই নামে এক বিরল ভাইরাসের আক্রমণের শিকার হওয়ার পর আইফোন ব্যবহারকারীদের মধ্যে শব্দটি পরিচিত হয়ে উঠেছে। আইওএস অপারেটিং সিস্টেমকে টার্গেট করেছে এই ভাইরাস। সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান গ্রুপ-আইবি বলছে, প্রথম এটি শনাক্ত করা হয় ভিয়েতনামে।
আইফোনের তথ্য সুরক্ষায় পাসওয়ার্ডের চেয়েও শক্তিশালী ও জনপ্রিয় ফিচার ধরা হয় ফেস আইডিকে। কিন্তু এটি ভেঙে সম্প্রতি গোল্ডডিগার নামে একটি নতুন ম্যালওয়্যার আইফোনের নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। এই ম্যালওয়্যার দিয়ে আইফোনে থাকা বিভিন্ন আর্থিক অ্যাপ থেকে কৌশলে অর্থ ও তথ্য চুরি করে নিচ্ছে সাইবার অপরাধীরা। এমনকি মোবাইল ফোনের এসএমএস সিস্টেম নিয়ন্ত্রণ নিয়ে নিতে পারে এই ভাইরাস।
এটি এশিয়া প্যাসিফিক অঞ্চলের ব্যবহার করা আইফোনে দেখা গেছে। গত বছর গোল্ডডিগার নামের এ ভাইরাসটির আক্রমণের শিকার হয়েছিল অ্যান্ড্রয়েড স্মার্টফোন। এই ভাইরাস তৈরি করতে ডিপফেকের মতো এআই প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এই ডিপফেক ডকুমেন্ট ও এসএমএসের ডেটা ব্যবহার করে ডিভাইসে থাকা ব্যাংকিং অ্যাপের নিয়ন্ত্রণ নিয়ে নেয়। জানা গেছে, টেস্ট ফ্লাইট অ্যাপের মাধ্যমে এই ভাইরাস ছড়িয়ে পড়ে। ডেভেলপারদের পরীক্ষা-নিরীক্ষা করার জন্য নতুন ফিচারগুলো এই অ্যাপে দেওয়া হয়। তবে আশার কথা, অ্যাপল দ্রুত ভাইরাসটি সরিয়ে ফেলে এবং ব্যবহারকারীদের ফোন নিরাপদ রাখতে কাজ শুরু করেছে।
সূত্র: গ্যাজেটস ৩৬০, গিজমো চায়না
বিশ্বব্যাপী নতুন সিরিজ ফাইন্ড এক্স ৮ উন্মোচন করল চীনের স্মার্টফোন নির্মাতা অপো। এই সিরিজে অপো ফাইন্ড এক্স ও অপো ফাইন্ড এক্স ৮ প্রো মডেল দুটি অন্তর্ভুক্ত রয়েছে। মডেল দুটিতেই ৫০ মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। তবে অপো ফাইন্ড এক্স ৮ প্রো মডেলে আইফোনের মতো ক্যামেরা বাটন যুক্ত করা হয়েছে। সিরিজটিতে মিডিয়াটেক
১৬ ঘণ্টা আগেবৈদ্যুতিক গাড়ির জন্য সলিড স্টেট ব্যাটারি ব্যাপক পরিমাণে তৈরি করবে হোন্ডা। এ জন্য জাপানে একটি উৎপাদন কেন্দ্র তৈরি করেছে কোম্পানিটি। এখানে ব্যাটারিটি তৈরি পরিকল্পনাটি পরীক্ষা–নিরীক্ষা করা হবে। এই পরিকল্পনা কম খরচে ও টেকসই ব্যাটারি তৈরিতে সহায়ক হবে।
১৮ ঘণ্টা আগেম্যাসেজিং প্ল্যাটফর্ম মেসেঞ্জারে একযোগে বেশ কিছু ফিচার যুক্ত করেছে মেটা। ফিচারগুলো ভিডিও কল ও অডিও কলের অভিজ্ঞতাকে আরও উন্নত করবে। নতুন আপডেটের মাধ্যমে মেসেঞ্জারে নয়েজ সারপ্রেশন, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইভিত্তিক ব্যাকগ্রাউন্ড, এইচডি ভিডিও কল এবং হ্যান্ডস ফ্রি কলিংয়ের মতো ফিচার পাওয়া যাবে। এক ব্লগ প
২০ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের সরকার যেন অ্যাপলের বিরুদ্ধে দায়ের করা অ্যান্টিট্রাস্ট বা প্রতিযোগিতা মামলা খারিজ করে, এ জন্য ফেডারেল বিচারককে অনুরোধ করেছে কোম্পানিটি। টেক জায়ান্টটি বলছে, তাদের বিরুদ্ধে দায়ের করা মামলাটি কাল্পনিক এবং অ্যাপল একচেটিয়া আধিপত্য বিস্তার করে তা প্রমাণ করতে পারেনি যুক্তরাষ্ট্রের সরকার।
২০ ঘণ্টা আগে