Ajker Patrika

স্যামসাং এস ২৩ আলট্রা

অনিন্দ্য চৌধুরী অর্ণব
আপডেট : ২৮ মার্চ ২০২৩, ১০: ৫৫
স্যামসাং এস ২৩ আলট্রা

স্যামসাং এস ২৩ সিরিজ নিয়ে বাজারে ঝড় তুলেছে স্যামসাং। স্ল্যাব-স্টাইল স্মার্টফোন হিসেবে এ বছর তারা বাজারে এনেছে গ্যালাক্সি সিরিজের মোবাইল ফোন এস ২৩ আলট্রা। 

লুক ও ডিসপ্লে: এস ২৩ আলট্রা মডেলে থাকছে ৬ দশমিক ৮ ইঞ্চির ১২০ হার্টজ ডায়নামিক ২এক্স এএমওএলইডি ডিসপ্লে। ১৪৪ গপি/কিউএইচডি রেজল্যুশন ও ১৭৫০ নিটস ব্রাইটনেস সাপোর্ট করবে মডেলটিতে। এতে গরিলা গ্লাস ভিকটাস প্লাস ব্যবহার করা হয়েছে। এটি সবুজ, ফ্যান্টম ব্ল্যাক ও ক্রিম—এই তিন রঙে পাওয়া যাচ্ছে।

প্রসেসর ও স্টোরেজ: এতে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন ৮ জেনারেশন ২ চিপসেট। ইউআই ৫ দশমিক ১-এর ওপরে অ্যানড্রয়েড ১৩ কাজ করছে। ১২ জিবি+ ২৫৬ জিবি, ১২ জিবি+ ৫১২ জিবি এবং ১২ জিবি+ ১ টেরাবাইট—এই তিন রকম স্টোরেজ এনেছে স্যামসাং। 

ক্যামেরা: বহুল আলোচিত ২০০ মেগাপিক্সেল ক্যামেরা ছাড়াও সঙ্গে রয়েছে ১০ মেগাপিক্সেল জুম ক্যামেরা, একটি ১২ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরা
এবং ১২ মেগাপিক্সেল ফ্রন্ট ফেসিং ক্যামেরা। ভিডিও কোয়ালিটিও যথেষ্ট ভালো ফোনটির। ৮কে/৩০পি ভিডিও রেকর্ডিং সম্ভব স্যামসাং গ্যালাক্সি এস ২৩ আলট্রা মোবাইলে।

ব্যাটারি: স্ট্যান্ডার্ড ৫০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি ব্যবহার করা হয়েছে এতে। এটি দেবে সাড়ে আট ঘণ্টার স্ক্রিনটাইম। একবার ফুল চার্জ করলে অন্তত ২০ ঘণ্টা ব্যাটারি ব্যাকআপ মিলবে। ৪৫ ওয়াটের সুপার ফাস্ট চার্জিং, তবে চার্জার দেওয়া হয়নি মোবাইল ফোনটির সঙ্গে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত