অনিন্দ্য চৌধুরী অর্ণব
স্যামসাং এস ২৩ সিরিজ নিয়ে বাজারে ঝড় তুলেছে স্যামসাং। স্ল্যাব-স্টাইল স্মার্টফোন হিসেবে এ বছর তারা বাজারে এনেছে গ্যালাক্সি সিরিজের মোবাইল ফোন এস ২৩ আলট্রা।
লুক ও ডিসপ্লে: এস ২৩ আলট্রা মডেলে থাকছে ৬ দশমিক ৮ ইঞ্চির ১২০ হার্টজ ডায়নামিক ২এক্স এএমওএলইডি ডিসপ্লে। ১৪৪ গপি/কিউএইচডি রেজল্যুশন ও ১৭৫০ নিটস ব্রাইটনেস সাপোর্ট করবে মডেলটিতে। এতে গরিলা গ্লাস ভিকটাস প্লাস ব্যবহার করা হয়েছে। এটি সবুজ, ফ্যান্টম ব্ল্যাক ও ক্রিম—এই তিন রঙে পাওয়া যাচ্ছে।
প্রসেসর ও স্টোরেজ: এতে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন ৮ জেনারেশন ২ চিপসেট। ইউআই ৫ দশমিক ১-এর ওপরে অ্যানড্রয়েড ১৩ কাজ করছে। ১২ জিবি+ ২৫৬ জিবি, ১২ জিবি+ ৫১২ জিবি এবং ১২ জিবি+ ১ টেরাবাইট—এই তিন রকম স্টোরেজ এনেছে স্যামসাং।
ক্যামেরা: বহুল আলোচিত ২০০ মেগাপিক্সেল ক্যামেরা ছাড়াও সঙ্গে রয়েছে ১০ মেগাপিক্সেল জুম ক্যামেরা, একটি ১২ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরা
এবং ১২ মেগাপিক্সেল ফ্রন্ট ফেসিং ক্যামেরা। ভিডিও কোয়ালিটিও যথেষ্ট ভালো ফোনটির। ৮কে/৩০পি ভিডিও রেকর্ডিং সম্ভব স্যামসাং গ্যালাক্সি এস ২৩ আলট্রা মোবাইলে।
ব্যাটারি: স্ট্যান্ডার্ড ৫০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি ব্যবহার করা হয়েছে এতে। এটি দেবে সাড়ে আট ঘণ্টার স্ক্রিনটাইম। একবার ফুল চার্জ করলে অন্তত ২০ ঘণ্টা ব্যাটারি ব্যাকআপ মিলবে। ৪৫ ওয়াটের সুপার ফাস্ট চার্জিং, তবে চার্জার দেওয়া হয়নি মোবাইল ফোনটির সঙ্গে।
স্যামসাং এস ২৩ সিরিজ নিয়ে বাজারে ঝড় তুলেছে স্যামসাং। স্ল্যাব-স্টাইল স্মার্টফোন হিসেবে এ বছর তারা বাজারে এনেছে গ্যালাক্সি সিরিজের মোবাইল ফোন এস ২৩ আলট্রা।
লুক ও ডিসপ্লে: এস ২৩ আলট্রা মডেলে থাকছে ৬ দশমিক ৮ ইঞ্চির ১২০ হার্টজ ডায়নামিক ২এক্স এএমওএলইডি ডিসপ্লে। ১৪৪ গপি/কিউএইচডি রেজল্যুশন ও ১৭৫০ নিটস ব্রাইটনেস সাপোর্ট করবে মডেলটিতে। এতে গরিলা গ্লাস ভিকটাস প্লাস ব্যবহার করা হয়েছে। এটি সবুজ, ফ্যান্টম ব্ল্যাক ও ক্রিম—এই তিন রঙে পাওয়া যাচ্ছে।
প্রসেসর ও স্টোরেজ: এতে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন ৮ জেনারেশন ২ চিপসেট। ইউআই ৫ দশমিক ১-এর ওপরে অ্যানড্রয়েড ১৩ কাজ করছে। ১২ জিবি+ ২৫৬ জিবি, ১২ জিবি+ ৫১২ জিবি এবং ১২ জিবি+ ১ টেরাবাইট—এই তিন রকম স্টোরেজ এনেছে স্যামসাং।
ক্যামেরা: বহুল আলোচিত ২০০ মেগাপিক্সেল ক্যামেরা ছাড়াও সঙ্গে রয়েছে ১০ মেগাপিক্সেল জুম ক্যামেরা, একটি ১২ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরা
এবং ১২ মেগাপিক্সেল ফ্রন্ট ফেসিং ক্যামেরা। ভিডিও কোয়ালিটিও যথেষ্ট ভালো ফোনটির। ৮কে/৩০পি ভিডিও রেকর্ডিং সম্ভব স্যামসাং গ্যালাক্সি এস ২৩ আলট্রা মোবাইলে।
ব্যাটারি: স্ট্যান্ডার্ড ৫০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি ব্যবহার করা হয়েছে এতে। এটি দেবে সাড়ে আট ঘণ্টার স্ক্রিনটাইম। একবার ফুল চার্জ করলে অন্তত ২০ ঘণ্টা ব্যাটারি ব্যাকআপ মিলবে। ৪৫ ওয়াটের সুপার ফাস্ট চার্জিং, তবে চার্জার দেওয়া হয়নি মোবাইল ফোনটির সঙ্গে।
এক্সের (সাবেক টুইটার) প্রতিদ্বন্দ্বী মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম থ্রেডসের অ্যালগরিদম পরিবর্তন করল মেটা। এর ফলে যেসব অ্যাকাউন্ট ব্যবহারকারীরা ফলো করেন সেগুলোর কনটেন্টই বেশি দেখানো হবে। গত বৃহস্পতিবার থেকে ফিচারটি চালু হয়।
৪ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের প্রভাবশালী পত্রিকা টাইম ম্যাগাজিন–এর কভারে ধনকুবের ইলন মাস্কের ‘টু ডু লিস্ট’ বা দিনের কাজের তালিকা প্রকাশ করেছে। তবে এটি মাস্কের ব্যক্তিগত চেকলিস্ট নয় বলে স্পষ্টভাবে জানিয়েছেন মাস্ক।
৪ ঘণ্টা আগেটাইপ করার চেয়ে ভয়েস মেসেজ পাঠানো বেশ সহজ। তবে অনেক সময় ভয়েস মেসেজ সবার সামনে শোনা যায় না। সে ক্ষেত্রে মেসেজ না শুনে রিপ্লাই–ও দেওয়া যায়না। এই সমস্যা থেকে মুক্তি দেওয়ার জন্য মেসেজ ট্রান্সক্রাইব ফিচার যুক্ত করল হোয়াটসঅ্যাপ। এই ফিচারের মাধ্যমে ভয়েস মেসেজগুলো সহজে টেক্সটে রূপান্তর করা যাবে।
৬ ঘণ্টা আগেনিয়মিত নতুন উদ্ভাবনী ধারণা ও প্রযুক্তি দিয়ে বিশ্বকে চমকে দেওয়ার জন্য পরিচিত জাপান। এবার ‘মানুষ ধোয়ার মেশিন’ তৈরি করে তাক লাগিয়ে দিল দেশটি। এটি মানুষ গোসলের জন্য ব্যবহার করতে পারবে। যন্ত্রটির কার্যকারিতা ও ডিজাইন দেখে একে ‘মানুষ ধোয়ার ওয়াশিং মেশিন’ বলে আখ্যা দিয়েছে অনেকই।
৭ ঘণ্টা আগে