অনলাইন ডেস্ক
অনলাইনে গ্রাহকদের নিরাপত্তার উপর জোর দিয়ে নতুন ৫টি ফিচার আনছে গুগল। এসব ফিচার জিমেইলসহ বিভিন্ন সেবার বাড়তি নিরাপত্তা নিশ্চিত করবে। এসব ফিচারের মধ্যে আছে-জিমেইলের নিরাপত্তায় কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার, ১৫ মিনিটের ডেটা মুছে ফেলার সুবিধা ও ডার্ক ওয়েবে তথ্য ফাঁসের ঝুঁকি কমানোর উপায়।
গুগলের ২০ তম ‘সাইবার নিরাপত্তা সচেতনতার মাস’ উদযাপন সামনে রেখে এসব ফিচার আনা হয়েছে। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট গ্যাজেডস নাও এক প্রতিবেদনে এসব তথ্য জানায়।
পাসওয়ার্ডের পরিবর্তে পাসকি
ব্যবহারকারীদের অ্যাকাউন্টের অতিরিক্ত সুরক্ষা দিতে গুগল নিয়ে আসছে পাসকি, যা প্রতিটি অ্যাকাউন্টের জন্য ডিফল্ট হিসেবে থাকবে। এখন গুগলে পাসওয়ার্ড ম্যানেজার ফিচার আছে। এটি ব্যবহারকারীর অনুমতি নিয়ে লগইন ফরমে নাম ও পাসওয়ার্ড স্বয়ংক্রিয়ভাবে পূরণ করে দেয়। পাসকি অনেকটা পাসওয়ার্ড ম্যানেজারের মতো হলেও এটির ব্যবহার আরো সহজ ও নিরাপদ। ডিভাইসের নিরাপত্তা বিবেচনায় ব্যবহারকারীকে ‘ডিভাইস অথেনটিকেশন’ পদ্ধতির মাধ্যমে লগ ইন করতে দেবে পাসকি।
এআইয়ের মাধ্যমে জিমেইলের নিরাপত্তা
এআইভিত্তিক ফিচার যুক্ত করে ব্যবহারকারীর ইমেইলের নিরাপত্তা দেবে গুগল। কোম্পানি বলছে, এই সেটআপে ৯৯ দশমিক ৯ শতাংশ স্প্যাম, ফিশিং ও ম্যালওয়্যারের আক্রমণ বন্ধ করা যায়। বড় ফাইল সেন্ড করার জন্য সম্প্রতি নতুন শর্ত আরোপ করেছে জিমেইল। ব্যক্তিগত ইমেইল সুরক্ষার জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রাইভেসি কন্ট্রোল
গুগলের নতুন আপডেটে প্রাইভেসি কন্ট্রোল ফিচার যুক্ত করা হচ্ছে, যা ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য গোপন রাখতে সাহায্য করবে।
সহজে ব্রাউজিং ডেটা মুছে ফেলার সুবিধা
অ্যান্ড্রয়েড ফোনে ক্রোম ব্রাউজারে শেষ ১৫ মিনিটের ব্রাউজিং ডেটার হিস্টরি শিগগিরই ডিলিট করা যাবে। ক্রোম ব্রাউজারের ওপরের ডান দিকের কোনায় তিনটি ডটের ওপর ক্লিক করে ‘ক্লিয়ার ব্রাউজিং ডেটা’ সিলেক্ট করলেই ব্রাউজিং হিস্টরি ডিলেট হবে।
ডার্ক ওয়েব রিপোর্ট
সচরাচর ব্রাউজারে পাওয়া যায় না- এমন গোপন ইন্টারনেট সাইটের সমষ্টি ডার্ক ওয়েব হিসেবে পরিচিত। বেশ কয়েক স্তরের নিরাপত্তা দিয়ে এটি সুরক্ষিত থাকে। ডার্ক ওয়েবে ব্যক্তিগত তথ্য অনেক ডেটা ফাঁস হয়। এবিষয়ে গ্রাহকদের তথ্য জানানোর জন্য গুগল ‘ডার্ক ওয়েব রিপোর্ট ফিচার’ চালু করছে। এর মাধ্যমে জিমেইল অ্যাড্রেস ডার্ক ওয়েবে ফাঁস হয়েছে কিনা তা দেখা যাবে। গ্রাহকরা কীভাবে অনলাইন ডেটা রক্ষা করতে পারবে সে বিষয়ে এই ফিচার পরামর্শ দেবে।
অনলাইনে গ্রাহকদের নিরাপত্তার উপর জোর দিয়ে নতুন ৫টি ফিচার আনছে গুগল। এসব ফিচার জিমেইলসহ বিভিন্ন সেবার বাড়তি নিরাপত্তা নিশ্চিত করবে। এসব ফিচারের মধ্যে আছে-জিমেইলের নিরাপত্তায় কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার, ১৫ মিনিটের ডেটা মুছে ফেলার সুবিধা ও ডার্ক ওয়েবে তথ্য ফাঁসের ঝুঁকি কমানোর উপায়।
গুগলের ২০ তম ‘সাইবার নিরাপত্তা সচেতনতার মাস’ উদযাপন সামনে রেখে এসব ফিচার আনা হয়েছে। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট গ্যাজেডস নাও এক প্রতিবেদনে এসব তথ্য জানায়।
পাসওয়ার্ডের পরিবর্তে পাসকি
ব্যবহারকারীদের অ্যাকাউন্টের অতিরিক্ত সুরক্ষা দিতে গুগল নিয়ে আসছে পাসকি, যা প্রতিটি অ্যাকাউন্টের জন্য ডিফল্ট হিসেবে থাকবে। এখন গুগলে পাসওয়ার্ড ম্যানেজার ফিচার আছে। এটি ব্যবহারকারীর অনুমতি নিয়ে লগইন ফরমে নাম ও পাসওয়ার্ড স্বয়ংক্রিয়ভাবে পূরণ করে দেয়। পাসকি অনেকটা পাসওয়ার্ড ম্যানেজারের মতো হলেও এটির ব্যবহার আরো সহজ ও নিরাপদ। ডিভাইসের নিরাপত্তা বিবেচনায় ব্যবহারকারীকে ‘ডিভাইস অথেনটিকেশন’ পদ্ধতির মাধ্যমে লগ ইন করতে দেবে পাসকি।
এআইয়ের মাধ্যমে জিমেইলের নিরাপত্তা
এআইভিত্তিক ফিচার যুক্ত করে ব্যবহারকারীর ইমেইলের নিরাপত্তা দেবে গুগল। কোম্পানি বলছে, এই সেটআপে ৯৯ দশমিক ৯ শতাংশ স্প্যাম, ফিশিং ও ম্যালওয়্যারের আক্রমণ বন্ধ করা যায়। বড় ফাইল সেন্ড করার জন্য সম্প্রতি নতুন শর্ত আরোপ করেছে জিমেইল। ব্যক্তিগত ইমেইল সুরক্ষার জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রাইভেসি কন্ট্রোল
গুগলের নতুন আপডেটে প্রাইভেসি কন্ট্রোল ফিচার যুক্ত করা হচ্ছে, যা ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য গোপন রাখতে সাহায্য করবে।
সহজে ব্রাউজিং ডেটা মুছে ফেলার সুবিধা
অ্যান্ড্রয়েড ফোনে ক্রোম ব্রাউজারে শেষ ১৫ মিনিটের ব্রাউজিং ডেটার হিস্টরি শিগগিরই ডিলিট করা যাবে। ক্রোম ব্রাউজারের ওপরের ডান দিকের কোনায় তিনটি ডটের ওপর ক্লিক করে ‘ক্লিয়ার ব্রাউজিং ডেটা’ সিলেক্ট করলেই ব্রাউজিং হিস্টরি ডিলেট হবে।
ডার্ক ওয়েব রিপোর্ট
সচরাচর ব্রাউজারে পাওয়া যায় না- এমন গোপন ইন্টারনেট সাইটের সমষ্টি ডার্ক ওয়েব হিসেবে পরিচিত। বেশ কয়েক স্তরের নিরাপত্তা দিয়ে এটি সুরক্ষিত থাকে। ডার্ক ওয়েবে ব্যক্তিগত তথ্য অনেক ডেটা ফাঁস হয়। এবিষয়ে গ্রাহকদের তথ্য জানানোর জন্য গুগল ‘ডার্ক ওয়েব রিপোর্ট ফিচার’ চালু করছে। এর মাধ্যমে জিমেইল অ্যাড্রেস ডার্ক ওয়েবে ফাঁস হয়েছে কিনা তা দেখা যাবে। গ্রাহকরা কীভাবে অনলাইন ডেটা রক্ষা করতে পারবে সে বিষয়ে এই ফিচার পরামর্শ দেবে।
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সানি ভ্যালে শহরে অত্যাধুনিক ও পরিবেশবান্ধব পাঁচতলা অফিস ভবন তৈরি করেছে টেক জায়ান্ট গুগল। এই ভবনের বিশেষত্ব হলো—এটি তৈরিতে প্রথমবারের মতো ‘মাস টিম্বার’ ব্যবহার করেছে কোম্পানিটি। কাঠ বিভিন্নভাবে প্রক্রিয়াকরণের মাধ্যমে মাস টিম্বার তৈরি করা হয়। তাই ভবনটি...
২১ ঘণ্টা আগেপাশ্চাত্যে উৎসবের মৌসুমে বা নতুন বছর আসার আগে প্রায় সবাই ছুটি উপভোগ করেন। এই সময়টিতে পরিবার এবং বন্ধুদের সঙ্গে সময় কাটানো, বিশ্রাম নেওয়া এবং গত বছরের কঠিন কাজের চাপ থেকে মুক্তি পাওয়া একটি সাধারণ বিষয়। অনেক কোম্পানি এসময় কর্মীদের ছুটি দেয়, যাতে তারা শারীরিক এবং মানসিকভাবে পুনরুজ্জীবিত হতে পারে। তবে এ
১ দিন আগেদৈনন্দিন জীবনে ব্যবহারে জন্য টেকসই স্মার্টফোনের চাহিদা অনেক বেশি। এজন্য মিড রেঞ্জের টেকসই স্মার্টফোন ‘অনার এক্স ৯ সি’ উন্মোচন করেছে অনার। এই মডেল গত অক্টোবর মাসে লঞ্চ হওয়া এক্স ৯ বি–এর উত্তরসূরি। ফোনটি হাত থেকে পড়ে গেলেও অক্ষত থাকবে বলে কোম্পানিটি দাবি করছে। ফোনটির ব্যাটারি চার্জ ২ শতাংশে নেমে আসে ত
১ দিন আগেইলন মাস্কের মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম এক্স–এর মতো কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইভিত্তিক ফিচার নিয়ে পরীক্ষা নিয়ে করছে মেটার থ্রেডস। ফিচারটি এআই ব্যবহার করে ট্রেন্ডিং বিষয়গুলো সারসংক্ষেপ তৈরি করে দেবে।
১ দিন আগে