অনলাইন ডেস্ক
অ্যাকাউন্টের ফাইল, মেইল, ডেটা ও ছবি ডাউনলোডের কার্যকারী টুল গুগল টেকআউট। এর মাধ্যমে একইসঙ্গে সব ফাইল ডাউনলোড করা যায়। এতে সময়ের অপচয় কমবে। টুলটি ব্যবহার করা খুবই সহজ।
টেকআউট দিয়ে ডেটা ডাউনলোড করা যাবে
টেকআউটের মাধ্যমে ফটোজ, ইমেইল, ড্রাইভ, ক্যালেন্ডার, কনট্যাক্টস, প্লে গেমস, কিপ, ম্যাপসসহ ৫১ ধরনের গুগলের সার্ভিসের ডেটা ডাউনলোড করা যাবে। বাকি ডেটার টাইপ দেখতে গুগল ড্যাশবোর্ডে প্রবেশ করুন।
টেকআউট থেকে ফাইল ডাউনলোড করবেন যেভাবে
উদাহরণ হিসেবে গুগলের টেকআউট ব্যবহার করে একটি ছবির অ্যালবাম ডাউনলোড করার ধাপগুলো তুলে ধরা হল–
১. ব্রাউজার থেকে গুগল টেকআউট ওয়েবসাইটে (takeout. google. com ) যান। নিজের গুগল অ্যাকাউন্ট দিয়ে ওয়েবসাইটটি প্রবেশ করতে হবে। এইখানে সব ধরনের ডেটা ও ফাইল ডাউনলোডের জন্য স্বয়ংক্রিয়ভাবে নির্বাচন করা থাকে। এজন্য ‘ডিসিলেক্ট অল’ বাটনে ক্লিক করুন। এর ফলে সব কনটেন্টের পাশের বক্স থেকে টিক চিহ্ন সরে যাবে।
২. নিচের দিকে স্ক্রল করে গুগল ফটোজ খুঁজে বের করুন ও এর পাশের বক্স ক্লিক করে একটি টিক চিহ্ন দিন।
৩. ‘অল ফটোজ অ্যালবাম’ অপশনটিতে ক্লিক করুন। এখানে গুগল ফটোজে রাখা সব অ্যালবাম স্বয়ংক্রিয়ভাবে নির্বাচন করা থাকে। এখন আপনি যদি শুধু একটি অ্যালবাম ডাউনলোড করতে চান তাহলে ‘‘ডিসিলেক্ট অল’ বাটনে ক্লিক করুন। এরপর নিজের পছন্দের অ্যালবামের পাশে টিক চিহ্ন দিন। এরপর ওকে বাটন সিলেক্ট করুন।
৪. স্ক্রল করে স্ক্রিনের একদমে শেষের দিকে যান ও ‘নেক্সট স্টেপ’ সিলেক্ট করুন।
৫. ফাইল টাইপ ও ডেটা কোথায় ডাউনলোড হবে তা নির্বাচন করতে হবে। আর্কাইভ ফাইলগুলো সর্বোচ্চ সাইজ কত হবে তা বাছাই করে দিতে হবে। ডেলিভারি মেথডের মধ্যে ফাইলটি কোথায় ডাউনলোড হবে তা নির্বাচন করা যাবে।
তবে, ক্লাউডে ডেটা স্থানান্তর করলে তা স্টোরেজ কোটার সঙ্গে যুক্ত হবে।
৬. কতদিন পরপর স্বয়ংক্রিয়ভাবে এসব ফাইল ডাউনলোড হবে তা ফ্রিকোয়েন্সি অপশন থেকে নির্বাচন করা যাবে। যেমন: প্রতি দুই মাস বা এক বছর অন্তর ফাইল ডাউনলোডের অপশন নির্বাচন করা যাবে।
৭. ‘ফাইল টাইপ অ্যান্ড সাইজ’ অপশন থেকে ফাইলের টাইপ ও সর্বোচ্চ সাইজ নির্বাচন করুন।
সর্বোচ্চ ২ জিবি সাইজের ফাইল ডাউনলোড করা যাবে। তবে আলাদা আলাদা করে ৫০ জিবি পর্যন্ত ফাইলগুলো নির্বাচন করা যাবে।
৮. ‘ক্রিয়েট এক্সপোর্ট’ নির্বাচন করুন। এরপর গুগলকে ফাইলগুলো সংগ্রহ করার জন্য কিছুক্ষণ অপেক্ষা করুন। আর্কাইভগুলো তৈরি করার সময় নির্ভর করবে ফাইলের সাইজের উপর। এজন্য কয়েক মিনিট বা কয়েক দিনও লাগতে পারে। ১৭৫ এমবি আর্কাইভ ফাইল তৈরি করতে গুগলে প্রায় তিন মিনিট সময় লেগেছে।
৯. ফাইলগুলোর আর্কাইভ বানানো শেষ হলে টেকআউট একটি লিংক আপনার ইমেইলে পাঠাবে। সেই লিংকে ক্লিক করলে ফাইলগুলোর আর্কাইভ ডাউনলোড শুরু হবে। গুগল সার্ভার থেকে ডাউনলোড ফোল্ডারে ফাইলগুলো ডাউনলোড হবে।
গুগল এই লিংকটি ৭ দিন পর্যন্ত রাখবে। সাত দিন পরে এই লিংক থেকে আর ডাউনলোড করা যাবে না।
এই পদ্ধতি ব্যবহার করে গুগলের অন্যান্য ফাইলও ডাউনলোড করতে পারবেন।
গত ৩০ দিনে কটি আর্কাইভ তৈরি করেছেন তার তালিকা দেখতে ভিউ হিস্ট্রি অপশন নির্বাচন করুন।
তথ্যসূত্র: লাইফওয়্যার
অ্যাকাউন্টের ফাইল, মেইল, ডেটা ও ছবি ডাউনলোডের কার্যকারী টুল গুগল টেকআউট। এর মাধ্যমে একইসঙ্গে সব ফাইল ডাউনলোড করা যায়। এতে সময়ের অপচয় কমবে। টুলটি ব্যবহার করা খুবই সহজ।
টেকআউট দিয়ে ডেটা ডাউনলোড করা যাবে
টেকআউটের মাধ্যমে ফটোজ, ইমেইল, ড্রাইভ, ক্যালেন্ডার, কনট্যাক্টস, প্লে গেমস, কিপ, ম্যাপসসহ ৫১ ধরনের গুগলের সার্ভিসের ডেটা ডাউনলোড করা যাবে। বাকি ডেটার টাইপ দেখতে গুগল ড্যাশবোর্ডে প্রবেশ করুন।
টেকআউট থেকে ফাইল ডাউনলোড করবেন যেভাবে
উদাহরণ হিসেবে গুগলের টেকআউট ব্যবহার করে একটি ছবির অ্যালবাম ডাউনলোড করার ধাপগুলো তুলে ধরা হল–
১. ব্রাউজার থেকে গুগল টেকআউট ওয়েবসাইটে (takeout. google. com ) যান। নিজের গুগল অ্যাকাউন্ট দিয়ে ওয়েবসাইটটি প্রবেশ করতে হবে। এইখানে সব ধরনের ডেটা ও ফাইল ডাউনলোডের জন্য স্বয়ংক্রিয়ভাবে নির্বাচন করা থাকে। এজন্য ‘ডিসিলেক্ট অল’ বাটনে ক্লিক করুন। এর ফলে সব কনটেন্টের পাশের বক্স থেকে টিক চিহ্ন সরে যাবে।
২. নিচের দিকে স্ক্রল করে গুগল ফটোজ খুঁজে বের করুন ও এর পাশের বক্স ক্লিক করে একটি টিক চিহ্ন দিন।
৩. ‘অল ফটোজ অ্যালবাম’ অপশনটিতে ক্লিক করুন। এখানে গুগল ফটোজে রাখা সব অ্যালবাম স্বয়ংক্রিয়ভাবে নির্বাচন করা থাকে। এখন আপনি যদি শুধু একটি অ্যালবাম ডাউনলোড করতে চান তাহলে ‘‘ডিসিলেক্ট অল’ বাটনে ক্লিক করুন। এরপর নিজের পছন্দের অ্যালবামের পাশে টিক চিহ্ন দিন। এরপর ওকে বাটন সিলেক্ট করুন।
৪. স্ক্রল করে স্ক্রিনের একদমে শেষের দিকে যান ও ‘নেক্সট স্টেপ’ সিলেক্ট করুন।
৫. ফাইল টাইপ ও ডেটা কোথায় ডাউনলোড হবে তা নির্বাচন করতে হবে। আর্কাইভ ফাইলগুলো সর্বোচ্চ সাইজ কত হবে তা বাছাই করে দিতে হবে। ডেলিভারি মেথডের মধ্যে ফাইলটি কোথায় ডাউনলোড হবে তা নির্বাচন করা যাবে।
তবে, ক্লাউডে ডেটা স্থানান্তর করলে তা স্টোরেজ কোটার সঙ্গে যুক্ত হবে।
৬. কতদিন পরপর স্বয়ংক্রিয়ভাবে এসব ফাইল ডাউনলোড হবে তা ফ্রিকোয়েন্সি অপশন থেকে নির্বাচন করা যাবে। যেমন: প্রতি দুই মাস বা এক বছর অন্তর ফাইল ডাউনলোডের অপশন নির্বাচন করা যাবে।
৭. ‘ফাইল টাইপ অ্যান্ড সাইজ’ অপশন থেকে ফাইলের টাইপ ও সর্বোচ্চ সাইজ নির্বাচন করুন।
সর্বোচ্চ ২ জিবি সাইজের ফাইল ডাউনলোড করা যাবে। তবে আলাদা আলাদা করে ৫০ জিবি পর্যন্ত ফাইলগুলো নির্বাচন করা যাবে।
৮. ‘ক্রিয়েট এক্সপোর্ট’ নির্বাচন করুন। এরপর গুগলকে ফাইলগুলো সংগ্রহ করার জন্য কিছুক্ষণ অপেক্ষা করুন। আর্কাইভগুলো তৈরি করার সময় নির্ভর করবে ফাইলের সাইজের উপর। এজন্য কয়েক মিনিট বা কয়েক দিনও লাগতে পারে। ১৭৫ এমবি আর্কাইভ ফাইল তৈরি করতে গুগলে প্রায় তিন মিনিট সময় লেগেছে।
৯. ফাইলগুলোর আর্কাইভ বানানো শেষ হলে টেকআউট একটি লিংক আপনার ইমেইলে পাঠাবে। সেই লিংকে ক্লিক করলে ফাইলগুলোর আর্কাইভ ডাউনলোড শুরু হবে। গুগল সার্ভার থেকে ডাউনলোড ফোল্ডারে ফাইলগুলো ডাউনলোড হবে।
গুগল এই লিংকটি ৭ দিন পর্যন্ত রাখবে। সাত দিন পরে এই লিংক থেকে আর ডাউনলোড করা যাবে না।
এই পদ্ধতি ব্যবহার করে গুগলের অন্যান্য ফাইলও ডাউনলোড করতে পারবেন।
গত ৩০ দিনে কটি আর্কাইভ তৈরি করেছেন তার তালিকা দেখতে ভিউ হিস্ট্রি অপশন নির্বাচন করুন।
তথ্যসূত্র: লাইফওয়্যার
মার্কেট ইন্টেলিজেন্স ফার্ম সিমিলার ওয়েবের মতে, প্রতিদিনের সক্রিয় ব্যবহারকারীদের দিক থেকে থ্রেডসের সঙ্গে প্রতিযোগিতা করছে ব্লুস্কাই। বর্তমানে ব্লুস্কাইয়ের অ্যাপটি যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের অ্যাপল অ্যাপ স্টোরে সবচেয়ে বেশি ডাউনলোড করা অ্যাপ। এরপরেই রয়েছে থ্রেডস।
১৫ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সানি ভ্যালে শহরে অত্যাধুনিক ও পরিবেশবান্ধব পাঁচতলা অফিস ভবন তৈরি করেছে টেক জায়ান্ট গুগল। এই ভবনের বিশেষত্ব হলো—এটি তৈরিতে প্রথমবারের মতো ‘মাস টিম্বার’ ব্যবহার করেছে কোম্পানিটি। কাঠ বিভিন্নভাবে প্রক্রিয়াকরণের মাধ্যমে মাস টিম্বার তৈরি করা হয়। তাই ভবনটি...
২ দিন আগেপাশ্চাত্যে উৎসবের মৌসুমে বা নতুন বছর আসার আগে প্রায় সবাই ছুটি উপভোগ করেন। এই সময়টিতে পরিবার এবং বন্ধুদের সঙ্গে সময় কাটানো, বিশ্রাম নেওয়া এবং গত বছরের কঠিন কাজের চাপ থেকে মুক্তি পাওয়া একটি সাধারণ বিষয়। অনেক কোম্পানি এসময় কর্মীদের ছুটি দেয়, যাতে তারা শারীরিক এবং মানসিকভাবে পুনরুজ্জীবিত হতে পারে। তবে এ
২ দিন আগেদৈনন্দিন জীবনে ব্যবহারে জন্য টেকসই স্মার্টফোনের চাহিদা অনেক বেশি। এজন্য মিড রেঞ্জের টেকসই স্মার্টফোন ‘অনার এক্স ৯ সি’ উন্মোচন করেছে অনার। এই মডেল গত অক্টোবর মাসে লঞ্চ হওয়া এক্স ৯ বি–এর উত্তরসূরি। ফোনটি হাত থেকে পড়ে গেলেও অক্ষত থাকবে বলে কোম্পানিটি দাবি করছে। ফোনটির ব্যাটারি চার্জ ২ শতাংশে নেমে আসে ত
২ দিন আগে