পাসওয়ার্ড ম্যানেজমেন্ট বা ব্যবস্থাপনার জন্য ‘পাসওয়ার্ড’ নামে নতুন অ্যাপ নিয়ে আসবে অ্যাপল। ভ্যারিফেকেশন কোডগুলোও সমর্থন করবে এই অ্যাপ। অ্যাপলের ডেভেলপার সম্মেলনে নতুন অ্যাপটি উন্মোচন হতে পারে।
আইওএস ১৮, আইপ্যাডওএস ১৮ ও ম্যাকওএস ১৫ অপারেটিং সিস্টেমে এই অ্যাপ দেখা যেতে পারে।
আগামী ১০ জুন অ্যাপলের ৩৫ তম ডেভেলপার সম্মেলন ওয়ার্ল্ড ওয়াইড ডেভেলপার্স কনফারেন্স (ডব্লিউডব্লিউডিসি) অনুষ্ঠিত হবে। এই সম্মেলনে অ্যাপলের কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইভিত্তিক প্রকল্পগুলো উন্মোচন করা হবে। সেই সঙ্গে নতুন অ্যাপটিও উন্মোচন করবে বলে জানিয়েছে প্রযুক্তি বিশ্লেষকেরা।
এ সম্পর্কে ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়, এই অ্যাপ নতুন পাসওয়ার্ড তৈরি করতে ও গুছিয়ে রাখতে সাহায্য করবে। এটি ভ্যারিফিকেশন কোড সমর্থন করবে ও গুগল অথেনটিক্যাটর–এর মতো যাচাইকরণেও সাহায্য করবে।
অ্যাপটিতে আইক্লাউডের সমর্থন থাকবে। এর ফলে পাসওয়ার্ড ও পাসকিগুলো অ্যাপলের সব ডিভাইসের সঙ্গে সম্বনয় করা যাবে। এই সুবিধা সেটিংস অ্যাপের মধ্যে লুকায়িত ছিল। তবে এসব সুবিধার জন্য অ্যাপল একটি বিশেষ অ্যাপ তৈরি করেছে। এই অ্যাপের মাধ্যমে ব্যবহারকারীরা আরও সুরক্ষিত পাসওয়ার্ড তৈরি করতে পারবে ও ডিভাইসগুলোর নিরাপত্তা নিশ্চিত হবে।
অন্যান্য পাসওয়ার্ড ম্যানেজারে মতো এই অ্যাপেও পাসওয়ার্ড ও পাসকির জন্য তালিকা তৈরি করা যাবে। বিভিন্ন প্ল্যাটফর্মে লগ ইনের তথ্য বিভিন্ন বিভাগে ভাগ করা হবে। কোনো ওয়েবসাইটে লগ ইন করার সময় স্বয়ংক্রিয়ভাবে অ্যাপটি পাসওয়ার্ড দিয়ে দেবে।
এই সম্মেলনে আইফোন, আইপ্যাড, ভিশন প্রো, অ্যাপল ওয়াচের জন্য নতুন অপারেটিং সিস্টেম নিয়ে আসা হতে পারে। ম্যাকের জন্য নতুন হার্ডওয়্যারের ঘোষণা দেওয়া হতে পারে।
এবারের নতুন আইওএস ১৮–এ এআইভিত্তিক বিভিন্ন ফিচার দেখা যাবে। এআইয়ের সাহায্যে রাইটিং অ্যাসিস্ট্যান্ট, স্লাইড তৈরি, এক্স কোডে কোড তৈরির সুযোগ থাকবে। এ ছাড়া এআইয়ের মাধ্যমে সিরিকে আরও উন্নত করা হবে। অ্যাপল মিউজিকে প্লে লিস্ট তৈরি করে দেবে এআই। আর ম্যাসেজিং সেবায় আরসিএস সুবিধা যুক্ত হতে পারে।
তথ্যসূত্র: অ্যান্ড্রয়েড অথোরিটি
পাসওয়ার্ড ম্যানেজমেন্ট বা ব্যবস্থাপনার জন্য ‘পাসওয়ার্ড’ নামে নতুন অ্যাপ নিয়ে আসবে অ্যাপল। ভ্যারিফেকেশন কোডগুলোও সমর্থন করবে এই অ্যাপ। অ্যাপলের ডেভেলপার সম্মেলনে নতুন অ্যাপটি উন্মোচন হতে পারে।
আইওএস ১৮, আইপ্যাডওএস ১৮ ও ম্যাকওএস ১৫ অপারেটিং সিস্টেমে এই অ্যাপ দেখা যেতে পারে।
আগামী ১০ জুন অ্যাপলের ৩৫ তম ডেভেলপার সম্মেলন ওয়ার্ল্ড ওয়াইড ডেভেলপার্স কনফারেন্স (ডব্লিউডব্লিউডিসি) অনুষ্ঠিত হবে। এই সম্মেলনে অ্যাপলের কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইভিত্তিক প্রকল্পগুলো উন্মোচন করা হবে। সেই সঙ্গে নতুন অ্যাপটিও উন্মোচন করবে বলে জানিয়েছে প্রযুক্তি বিশ্লেষকেরা।
এ সম্পর্কে ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়, এই অ্যাপ নতুন পাসওয়ার্ড তৈরি করতে ও গুছিয়ে রাখতে সাহায্য করবে। এটি ভ্যারিফিকেশন কোড সমর্থন করবে ও গুগল অথেনটিক্যাটর–এর মতো যাচাইকরণেও সাহায্য করবে।
অ্যাপটিতে আইক্লাউডের সমর্থন থাকবে। এর ফলে পাসওয়ার্ড ও পাসকিগুলো অ্যাপলের সব ডিভাইসের সঙ্গে সম্বনয় করা যাবে। এই সুবিধা সেটিংস অ্যাপের মধ্যে লুকায়িত ছিল। তবে এসব সুবিধার জন্য অ্যাপল একটি বিশেষ অ্যাপ তৈরি করেছে। এই অ্যাপের মাধ্যমে ব্যবহারকারীরা আরও সুরক্ষিত পাসওয়ার্ড তৈরি করতে পারবে ও ডিভাইসগুলোর নিরাপত্তা নিশ্চিত হবে।
অন্যান্য পাসওয়ার্ড ম্যানেজারে মতো এই অ্যাপেও পাসওয়ার্ড ও পাসকির জন্য তালিকা তৈরি করা যাবে। বিভিন্ন প্ল্যাটফর্মে লগ ইনের তথ্য বিভিন্ন বিভাগে ভাগ করা হবে। কোনো ওয়েবসাইটে লগ ইন করার সময় স্বয়ংক্রিয়ভাবে অ্যাপটি পাসওয়ার্ড দিয়ে দেবে।
এই সম্মেলনে আইফোন, আইপ্যাড, ভিশন প্রো, অ্যাপল ওয়াচের জন্য নতুন অপারেটিং সিস্টেম নিয়ে আসা হতে পারে। ম্যাকের জন্য নতুন হার্ডওয়্যারের ঘোষণা দেওয়া হতে পারে।
এবারের নতুন আইওএস ১৮–এ এআইভিত্তিক বিভিন্ন ফিচার দেখা যাবে। এআইয়ের সাহায্যে রাইটিং অ্যাসিস্ট্যান্ট, স্লাইড তৈরি, এক্স কোডে কোড তৈরির সুযোগ থাকবে। এ ছাড়া এআইয়ের মাধ্যমে সিরিকে আরও উন্নত করা হবে। অ্যাপল মিউজিকে প্লে লিস্ট তৈরি করে দেবে এআই। আর ম্যাসেজিং সেবায় আরসিএস সুবিধা যুক্ত হতে পারে।
তথ্যসূত্র: অ্যান্ড্রয়েড অথোরিটি
প্রযুক্তি খাতে নিজেদের অবস্থান আরও জোরালো করতে এবার ল্যাপটপ নিয়ে এল মটোরোলা। ভারতের বাজারের জন্য উন্মোচন করা হয়েছে তাদের প্রথম ল্যাপটপ মটো বুক ৬০। পেশাজীবী, শিক্ষার্থী ও কনটেন্ট ক্রিয়েটরদের লক্ষ্য করে তৈরি করা হয়েছে এই ডিভাইস। একই সঙ্গে মটোরোলা চালু করেছে মটো প্যাড ৬০ প্রো ট্যাবলেট।
৩ ঘণ্টা আগেমিথ্যা বা বিভ্রান্তিকর তথ্য রুখতে ‘ফুটনোটস’ নামের নতুন ফিচার নিয়ে এসেছে টিকটক। ফিচারটি পরীক্ষামূলকভাবে চালু হয়েছে যুক্তরাষ্ট্রে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের (সাবেক টুইটার) ‘কমিউনিটি নোটস’-এর মতোই কাজ করবে ফিচারটি।
৪ ঘণ্টা আগেদৃষ্টিপ্রতিবন্ধী ও স্বল্পদৃষ্টিসম্পন্ন ব্যক্তিদের জন্য নিরাপদে চলাফেরার পথ সহজ করতে এক নতুন ধরনের পরিধানযোগ্য ডিভাইস তৈরি করেছেন চীনের বিজ্ঞানীরা। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর ডিভাইসটি ব্যবহারকারীদের চারপাশের প্রতিবন্ধকতা শনাক্ত করে এবং চলার জন্য নিরাপদ পথের নির্দেশনা দেয়।
৭ ঘণ্টা আগেসরকার ইতিমধ্যে সাবমেরিন কেবল ব্যান্ডউইথের মূল্য ১০ শতাংশ কমিয়ে এনেছে। ফাইবারের জটিলতা নিরসন করা হয়েছে। এর মধ্যে ৫০০ টাকায় ৫ এমবিপিএসের বদলে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট সেবা দেওয়ার ঘোষণা দিয়েছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি)।
৭ ঘণ্টা আগে