অনলাইন ডেস্ক
বন্ধু, পরিবার, অফিসের কলিগসহ বিভিন্ন মানুষের সঙ্গে বার্তা আদান প্রদানে ব্যবহার করা হয় হোয়াটসঅ্যাপ। এত বিপুল বার্তার মাঝে অনেক সময় প্রয়োজনীয় মেসেজ খুঁজে পাওয়া কষ্টকর। হোয়াটসঅ্যাপের সার্চ ফিচার ব্যবহার করে নির্দিষ্ট মেসেজ সহজেই খুঁজে পাওয়া যায়।
কোনো নির্দিষ্ট তথ্য কিংবা কোনো আলোচনার কিছু অংশ এই ফিচারের মাধ্যমে বের করা যাবে। এই ফিচার সম্পর্কে জানা থাকলে দীর্ঘ সময় ধরে স্ক্রল করে মেসেজ খুঁজে বের করতে হবে না।
হোয়াটসঅ্যাপে নির্দিষ্ট মেসেজ যেভাবে খুঁজবেন
মেসেজটি কোন থ্রেডে রয়েছে তা জানতে হোয়াটসঅ্যাপের সার্চ অপশনটি ব্যবহার করতে পারেন। অ্যান্ড্রয়েড ও আইফোনে নির্দিষ্ট মেসেজ যেভাবে খুলবেন তার ধাপগুলো তুলে ধরা হলো—
অ্যান্ড্রয়েড
১. অ্যান্ড্রয়েডে স্মার্টফোনে হোয়াটসঅ্যাপ অ্যাপটি খুলুন।
২. অ্যাপটির ওপরের সার্চ আইকোনে ট্যাপ করুন।
৩. যে শব্দ বা বাক্য খুঁজে পেতে চান তা সার্চ বারে টাইপ করুন।
৪. সার্চের ফলাফলে মেসেজ সংবলিত চ্যাটটি দেখা যাবে। চ্যাট থ্রেডটিতে ট্যাপ করুন। তাহলেই কাঙ্ক্ষিত মেসেজটি খুঁজে পাবেন।
আইফোন
১. আইফোনে হোয়াটসঅ্যাপ অ্যাপটি খুলুন।
২. সার্চ বার বের করা জন্য ‘সোয়াইপ আপ’ করুন।
৩. যে শব্দ বা বাক্য খুঁজে পেতে চান তা সার্চ বারে টাইপ করুন।
৪. সার্চের ফলাফলে মেসেজ সংবলিত চ্যাটটি দেখা যাবে। চ্যাট থ্রেডটিতে ট্যাপ করুন। তাহলেই কাঙ্ক্ষিত মেসেজটি খুঁজে পাবেন।
চ্যাটথ্রেড থেকে নির্দিষ্ট মেসেজ যেভাবে খুঁজবেন
অ্যান্ড্রয়েড
১. অ্যান্ড্রয়েডে স্মার্টফোনে হোয়াটসঅ্যাপ অ্যাপটি খুলুন।
২. স্বতন্ত্র চ্যাট বা গ্রুপ চ্যাটে ট্যাপ করুন।
৩. চ্যাটের ডান পাশের ওপরে থাকা তিনটি ডটে ট্যাপ করুন। এর ফলে একটি মেনু দেখা যাবে।
৪. মেনু থেকে ‘সার্চ’ অপশনটি নির্বাচন করুন।
৫. সার্চ বার চালু হলে এতে নির্দিষ্ট শব্দ বা বাক্য টাইপ করুন।
৬. এরপর ম্যাগনিফাইং আইকোনের মতো সার্চ বাটনে ট্যাপ করুন।
৭. সার্চের ফলাফলে নির্দিষ্ট মেসেজটি দেখা যাবে।
আইফোন
১. আইফোনে হোয়াটসঅ্যাপ অ্যাপটি খুলুন।
২. স্বতন্ত্র চ্যাট বা গ্রুপ চ্যাটে ট্যাপ করুন।
৩. স্বতন্ত্র চ্যাট বা গ্রুপ চ্যাটের নাম বা শিরোনামে ট্যাপ করুন।
৪. চ্যাট সার্চ বা সার্চ অপশনে ট্যাপ করুন।
৫. সার্চ বারে নির্দিষ্ট শব্দ বা বাক্য টাইপ করুন।
৬. এরপর সার্চের ফলাফলে নির্দিষ্ট মেসেজটি দেখা যাবে।
বন্ধু, পরিবার, অফিসের কলিগসহ বিভিন্ন মানুষের সঙ্গে বার্তা আদান প্রদানে ব্যবহার করা হয় হোয়াটসঅ্যাপ। এত বিপুল বার্তার মাঝে অনেক সময় প্রয়োজনীয় মেসেজ খুঁজে পাওয়া কষ্টকর। হোয়াটসঅ্যাপের সার্চ ফিচার ব্যবহার করে নির্দিষ্ট মেসেজ সহজেই খুঁজে পাওয়া যায়।
কোনো নির্দিষ্ট তথ্য কিংবা কোনো আলোচনার কিছু অংশ এই ফিচারের মাধ্যমে বের করা যাবে। এই ফিচার সম্পর্কে জানা থাকলে দীর্ঘ সময় ধরে স্ক্রল করে মেসেজ খুঁজে বের করতে হবে না।
হোয়াটসঅ্যাপে নির্দিষ্ট মেসেজ যেভাবে খুঁজবেন
মেসেজটি কোন থ্রেডে রয়েছে তা জানতে হোয়াটসঅ্যাপের সার্চ অপশনটি ব্যবহার করতে পারেন। অ্যান্ড্রয়েড ও আইফোনে নির্দিষ্ট মেসেজ যেভাবে খুলবেন তার ধাপগুলো তুলে ধরা হলো—
অ্যান্ড্রয়েড
১. অ্যান্ড্রয়েডে স্মার্টফোনে হোয়াটসঅ্যাপ অ্যাপটি খুলুন।
২. অ্যাপটির ওপরের সার্চ আইকোনে ট্যাপ করুন।
৩. যে শব্দ বা বাক্য খুঁজে পেতে চান তা সার্চ বারে টাইপ করুন।
৪. সার্চের ফলাফলে মেসেজ সংবলিত চ্যাটটি দেখা যাবে। চ্যাট থ্রেডটিতে ট্যাপ করুন। তাহলেই কাঙ্ক্ষিত মেসেজটি খুঁজে পাবেন।
আইফোন
১. আইফোনে হোয়াটসঅ্যাপ অ্যাপটি খুলুন।
২. সার্চ বার বের করা জন্য ‘সোয়াইপ আপ’ করুন।
৩. যে শব্দ বা বাক্য খুঁজে পেতে চান তা সার্চ বারে টাইপ করুন।
৪. সার্চের ফলাফলে মেসেজ সংবলিত চ্যাটটি দেখা যাবে। চ্যাট থ্রেডটিতে ট্যাপ করুন। তাহলেই কাঙ্ক্ষিত মেসেজটি খুঁজে পাবেন।
চ্যাটথ্রেড থেকে নির্দিষ্ট মেসেজ যেভাবে খুঁজবেন
অ্যান্ড্রয়েড
১. অ্যান্ড্রয়েডে স্মার্টফোনে হোয়াটসঅ্যাপ অ্যাপটি খুলুন।
২. স্বতন্ত্র চ্যাট বা গ্রুপ চ্যাটে ট্যাপ করুন।
৩. চ্যাটের ডান পাশের ওপরে থাকা তিনটি ডটে ট্যাপ করুন। এর ফলে একটি মেনু দেখা যাবে।
৪. মেনু থেকে ‘সার্চ’ অপশনটি নির্বাচন করুন।
৫. সার্চ বার চালু হলে এতে নির্দিষ্ট শব্দ বা বাক্য টাইপ করুন।
৬. এরপর ম্যাগনিফাইং আইকোনের মতো সার্চ বাটনে ট্যাপ করুন।
৭. সার্চের ফলাফলে নির্দিষ্ট মেসেজটি দেখা যাবে।
আইফোন
১. আইফোনে হোয়াটসঅ্যাপ অ্যাপটি খুলুন।
২. স্বতন্ত্র চ্যাট বা গ্রুপ চ্যাটে ট্যাপ করুন।
৩. স্বতন্ত্র চ্যাট বা গ্রুপ চ্যাটের নাম বা শিরোনামে ট্যাপ করুন।
৪. চ্যাট সার্চ বা সার্চ অপশনে ট্যাপ করুন।
৫. সার্চ বারে নির্দিষ্ট শব্দ বা বাক্য টাইপ করুন।
৬. এরপর সার্চের ফলাফলে নির্দিষ্ট মেসেজটি দেখা যাবে।
টাইপ করার চেয়ে ভয়েস মেসেজ পাঠানো বেশ সহজ। তবে অনেক সময় ভয়েস মেসেজ সবার সামনে শোনা যায় না। সে ক্ষেত্রে মেসেজ না শুনে রিপ্লাই–ও দেওয়া যায়না। এই সমস্যা থেকে মুক্তি দেওয়ার জন্য মেসেজ ট্রান্সক্রাইব ফিচার যুক্ত করল হোয়াটসঅ্যাপ। এই ফিচারের মাধ্যমে ভয়েস মেসেজগুলো সহজে টেক্সটে রূপান্তর করা যাবে।
১ ঘণ্টা আগেনিয়মিত নতুন উদ্ভাবনী ধারণা ও প্রযুক্তি দিয়ে বিশ্বকে চমকে দেওয়ার জন্য পরিচিত জাপান। এবার ‘মানুষ ধোয়ার মেশিন’ তৈরি করে তাক লাগিয়ে দিল দেশটি। এটি মানুষ গোসলের জন্য ব্যবহার করতে পারবে। যন্ত্রটির কার্যকারিতা ও ডিজাইন দেখে একে ‘মানুষ ধোয়ার ওয়াশিং মেশিন’ বলে আখ্যা দিয়েছে অনেকই।
২ ঘণ্টা আগেমার্কিন যুক্তরাষ্ট্রের বাইরে প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে মানব মস্তিষ্কে চিপ স্থাপনের অনুমোদন পেল ইলন মাস্কের নিউরো প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠান নিউরালিংক। কানাডায় মানব ট্রায়াল চালানোর জন্য অনুমোদন পেয়েছে প্রতিষ্ঠানটি। এই প্রক্রিয়ার জন্য ‘প্রথম এবং একমাত্র সার্জিক্যাল সাইট’ হবে কানাডার টরন্টো ওয়েস্
৫ ঘণ্টা আগেবিশ্বব্যাপী নতুন সিরিজ ফাইন্ড এক্স ৮ উন্মোচন করল চীনের স্মার্টফোন নির্মাতা অপো। এই সিরিজে অপো ফাইন্ড এক্স ও অপো ফাইন্ড এক্স ৮ প্রো মডেল দুটি অন্তর্ভুক্ত রয়েছে। মডেল দুটিতেই ৫০ মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। তবে অপো ফাইন্ড এক্স ৮ প্রো মডেলে আইফোনের মতো ক্যামেরা বাটন যুক্ত করা হয়েছে। সিরিজটিতে মিডিয়াটেক
১ দিন আগে