Ajker Patrika

হোয়াটসঅ্যাপে নির্দিষ্ট মেসেজ খুঁজে পাবেন যেভাবে 

হোয়াটসঅ্যাপে নির্দিষ্ট মেসেজ খুঁজে পাবেন যেভাবে 

বন্ধু, পরিবার, অফিসের কলিগসহ বিভিন্ন মানুষের সঙ্গে বার্তা আদান প্রদানে ব্যবহার করা হয় হোয়াটসঅ্যাপ। এত বিপুল বার্তার মাঝে অনেক সময় প্রয়োজনীয় মেসেজ খুঁজে পাওয়া কষ্টকর। হোয়াটসঅ্যাপের সার্চ ফিচার ব্যবহার করে নির্দিষ্ট মেসেজ সহজেই খুঁজে পাওয়া যায়। 

কোনো নির্দিষ্ট তথ্য কিংবা কোনো আলোচনার কিছু অংশ এই ফিচারের মাধ্যমে বের করা যাবে। এই ফিচার সম্পর্কে জানা থাকলে দীর্ঘ সময় ধরে স্ক্রল করে মেসেজ খুঁজে বের করতে হবে না। 

হোয়াটসঅ্যাপে নির্দিষ্ট মেসেজ যেভাবে খুঁজবেন 
মেসেজটি কোন থ্রেডে রয়েছে তা জানতে হোয়াটসঅ্যাপের সার্চ অপশনটি ব্যবহার করতে পারেন। অ্যান্ড্রয়েড ও আইফোনে নির্দিষ্ট মেসেজ যেভাবে খুলবেন তার ধাপগুলো তুলে ধরা হলো—

অ্যান্ড্রয়েড
 ১. অ্যান্ড্রয়েডে স্মার্টফোনে হোয়াটসঅ্যাপ অ্যাপটি খুলুন। 
২. অ্যাপটির ওপরের সার্চ আইকোনে ট্যাপ করুন। 
৩. যে শব্দ বা বাক্য খুঁজে পেতে চান তা সার্চ বারে টাইপ করুন। 
৪. সার্চের ফলাফলে মেসেজ সংবলিত চ্যাটটি দেখা যাবে। চ্যাট থ্রেডটিতে ট্যাপ করুন। তাহলেই কাঙ্ক্ষিত মেসেজটি খুঁজে পাবেন। 

আইফোন
 ১. আইফোনে হোয়াটসঅ্যাপ অ্যাপটি খুলুন। 
২. সার্চ বার বের করা জন্য ‘সোয়াইপ আপ’ করুন। 
৩. যে শব্দ বা বাক্য খুঁজে পেতে চান তা সার্চ বারে টাইপ করুন। 
৪. সার্চের ফলাফলে মেসেজ সংবলিত চ্যাটটি দেখা যাবে। চ্যাট থ্রেডটিতে ট্যাপ করুন। তাহলেই কাঙ্ক্ষিত মেসেজটি খুঁজে পাবেন। 

চ্যাটথ্রেড থেকে নির্দিষ্ট মেসেজ যেভাবে খুঁজবেন 

অ্যান্ড্রয়েড 
১. অ্যান্ড্রয়েডে স্মার্টফোনে হোয়াটসঅ্যাপ অ্যাপটি খুলুন। 
২. স্বতন্ত্র চ্যাট বা গ্রুপ চ্যাটে ট্যাপ করুন। 
৩. চ্যাটের ডান পাশের ওপরে থাকা তিনটি ডটে ট্যাপ করুন। এর ফলে একটি মেনু দেখা যাবে। 
৪. মেনু থেকে ‘সার্চ’ অপশনটি নির্বাচন করুন। 
৫. সার্চ বার চালু হলে এতে নির্দিষ্ট শব্দ বা বাক্য টাইপ করুন। 
৬. এরপর ম্যাগনিফাইং আইকোনের মতো সার্চ বাটনে ট্যাপ করুন। 
৭. সার্চের ফলাফলে নির্দিষ্ট মেসেজটি দেখা যাবে। 
 
আইফোন
 ১. আইফোনে হোয়াটসঅ্যাপ অ্যাপটি খুলুন। 
২. স্বতন্ত্র চ্যাট বা গ্রুপ চ্যাটে ট্যাপ করুন। 
৩. স্বতন্ত্র চ্যাট বা গ্রুপ চ্যাটের নাম বা শিরোনামে ট্যাপ করুন। 
৪. চ্যাট সার্চ বা সার্চ অপশনে ট্যাপ করুন। 
৫. সার্চ বারে নির্দিষ্ট শব্দ বা বাক্য টাইপ করুন। 
৬. এরপর সার্চের ফলাফলে নির্দিষ্ট মেসেজটি দেখা যাবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত