Ajker Patrika

নতুন ফোনে হ্যাকিং রোধে

প্রযুক্তি ডেস্ক
নতুন ফোনে হ্যাকিং রোধে

স্মার্টফোন এখন আর শুধু কথা বলার মাধ্যম নয়; বরং সব ধরনের যোগাযোগ ও বিনোদনের মাধ্যম। ফলে স্মার্টফোন ছাড়া একটি দিন কল্পনা করা এখন বেশ কঠিন। এ দিকে প্রযুক্তি যত উন্নত হচ্ছে, হ্যাকাররাও তত নিজেদের আপডেট করে নিচ্ছে। ফলে নতুন স্মার্টফোনের নিরাপত্তার জন্য কিছু বিষয় সেট করে নিন। এতে হ্যাকারদের থেকে দূরে থাকবে আপনার স্মার্টফোন। 

  • প্রথমে মোবাইল ফোনের বক্সটি খুলে দেখুন ভেতরে কী কী দেওয়া হয়েছে। বক্সে সাধারণত চার্জার, ডেটা কেব্‌ল, টেম্পার গ্লাস, মোবাইল ফোন কভার, এয়ার ফোনসহ অনেক কিছু দেয়।
  • বক্সটি খোলার পরে মোবাইল ফোনটি ওপেন করে তাতে আপনার জি-মেইল অ্যাকাউন্টটি লগইন করুন। এর সাহায্যে সব পরিষেবা নিতে পারবেন আপনি।
  • পুরোনো ফোন থেকে ডেটা ট্রান্সফারের সময় সতর্ক থাকুন। কোনো অচেনা ব্যক্তির মেইল বা মেসেজে আসা লিংক ভুলেও ক্লিক করবেন না।
  • ডেটা ট্রান্সফার হয়ে গেলে নতুন মোবাইলটিতে লক সেট করুন। গুরুত্বপূর্ণ অ্যাপগুলোতে লক সেট করুন। চাইলে পিন বা প্যাটার্ন ব্যবহার করতে পারেন।
  • নতুন মোবাইল ফোনে যদি প্রয়োজনীয় অ্যাপ না থাকে, তবে শুধু প্লে স্টোর থেকে সেই সব অ্যাপ ডাউনলোড করুন।
  • মোবাইলে ব্যাংকের তথ্য বা মোবাইল ব্যাংকিং অ্যাপ চালু করার আগে নতুন স্মার্টফোনের সব ফিচার ভালো করে জানুন বা শিখুন। যতক্ষণ স্মার্টফোনের ফিচার ভালো করে না জানছেন, নতুন ফোনে ব্যাংকিং পরিষেবা ব্যবহার করা উচিত হবে না। ফিচার সম্পর্কে জানা হলে ব্যাংকিং পরিষেবা ও মোবাইল ব্যাংকিং অ্যাপ নতুন পাসওয়ার্ড সেট করে ব্যবহার শুরু করুন।
  • মোবাইল ফোনে আসা ওটিপি এবং পাসওয়ার্ড কারও সঙ্গে শেয়ার করা যাবে না।
  • প্রয়োজন না হলে ইন্টারনেট এবং অন্যান্য সেটিংস বন্ধ রাখুন। তাতে স্ক্যামারদের প্রবেশ কঠিন হবে। 

সূত্র: টেকভাইরাল, টেক রিডার

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

বরিশাল বিশ্ববিদ্যালয়: তিন দফা দাবিতে সোমবার মাঠে নামছেন শিক্ষার্থীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত